(MIVI) মিভি কোম্পানির সাউন্ড সিস্টেম ক্রয়ের উপর ধামাকা অফার ৭৫% পর্যন্ত ছাড়
হ্যালো বন্ধুরা আপনাদের সবকেই আমাদের “তরিকুল বাঙালি” ওয়েবসাইটে প্রবেশ করার জন্য স্বাগতম জানায়। আজকে এই নিবন্ধনের মাধ্যমে আমরা জানব, মিভি কোম্পানির সাউন্ড সিস্টেম এর উপর যে, (T20) টি-টোয়েন্টি ধামাকা অফার চলছে তার বিষয়ে।
সুতরাং আপনি যদি আমার মত সবসময় গান বা মিউজিক শুনতে ভালবেসে থাকেন। এবং সেই কারণে ভালো একটি ভালো সাউন্ড সিস্টেমের সন্ধান করে থাকেন। তাহলে নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন আর জেনে নিন আমাদের সেই পরিচিত এবং জনপ্রিয় মিভি কোম্পানির টি-টোয়েন্টি ধামাকা অফার সম্বন্ধে। যেখানে আপনাদের জন্য মিভি কোম্পানি তরফ থেকে অফার করা হয়েছে ৭৫% ছাড়।
তাই চলুন আমরা দেরি না করে জেনে নিই। সেই অফারে কোন কোন প্রোডাক্ট বা পণ্যটি কত শতাংশ ছাড় দিচ্ছে এবং আমরা কিভাবে সেই ছাড়টি গ্রহণ করতে পারবো সেই সম্বন্ধে।
মিভি কোম্পানির ধামাকা অফার কিভাবে ধরবো
আপনি যদি মিভি কোম্পানির ধামাকা অফারটি ধরতে চান। তাহলে এখনই এখানে দেওয়া লিংকে ক্লিক করে সবার প্রথমে মিভি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর সেখানে উপলব্ধ মিভি কোম্পানির টুইস বার্ডস, ইয়ারফোন, সাউন্ড বার্ডস, বা স্পিকার গুলির মধ্যে থেকে আপনার পছন্দনীয় পণ্য বা প্রোডাক্টটি নির্বাচন করুন। তারপর “অ্যাড টু কার্ট” বাটনে ক্লিক করে সেই পণ্যটি আপনার কার্ডে যুক্ত করে নিন।
এরকমভাবে আপনি যে যে পণ্যটি ক্রয় করতে চান সেটি নির্বাচন করে আপনার কার্ডে যুক্ত করে নিন। তারপর সেই পণ্যটি ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনার কার্ট অপশনের মধ্যে প্রবেশ করুন। আপনি কার্ড অপশনের মধ্যে প্রবেশ করলে সেখানে দেখতে পাবেন আপনার ডিসকাউন্ট-টি অটোমেটিক্যালি এপ্লাই বা প্রয়োগ করা হয়ে গিয়েছে। সুতরাং সেই পণ্যটি ক্রয় করতে নিচে দেওয়া “প্লেস অর্ডার” বাটনে ক্লিক করুন।
আপনি “প্লেস অর্ডার” বাটনে ক্লিক করলে আপনার স্কিনে একটি পপ আপ পেজ খুলবে। সেখানে আপনি আপনার ফোন নম্বর লিখে, নিচে পিন কোড বক্সে আপনার এরিয়ার পিন কোডটি লিখুন।
আপনি আপনার এরিয়ার পিন কোডটি লিখলে আপনার শহর ও রাজ্যের ঠিকানাটি অটোমেটিক্যালি ফিলাপ হয়ে যাবে। তারপরে আপনি ফুল নেম বক্সে আপনার নামটি লিখুন। ইমেইল এড্রেস বক্সে আপনার ইমেইল এড্রেসটি লিখুন। এবং full address বক্সে আপনার বাড়ির ঠিকানাটি লিখুন।
তারপর এড্রেসটাইপে আপনি যে ঠিকানাটি দিয়েছেন সেটি আপনার বাড়ি না আপনি যেখানে কাজ করেন, সেখানকার সেটি নির্বাচন করুন। এবং তার পাশে থাকা “ইন্টার কুপন কোড” বক্সে আপনি এই (MIVI15) কুপনটি কপি করে ওখানে লিখে “এপ্লাই” বাটনে ক্লিক করুন।
আপনি কুপন কোডটি লিখে “এপ্লাই” বাটনে ক্লিক করলে আপনার কুপন কোডটি এপ্লাই হয়ে যাবে। এবং আপনি অতিরিক্ত ১৫% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারপর নিচে দেওয়া “কন্টিনিউ” বাটনে ক্লিক করুন।
পরবর্তী ধাপে আপনার পণ্যটি সম্পূর্ণভাবে ক্রয় বা অর্ডার করে নেওয়ার জন্য। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি নির্বাচন করুন। যেমন; ইউপিআই এর মাধ্যমে, ওয়ালেট এর মাধ্যমে, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে, ইএমআই সিস্টেমে বা আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে। আপনি যেটি ব্যবহার করে পণ্যটি ক্রয় করে নিতে চান সেটি নির্বাচন করুন। এবং আপনার পেমেন্ট প্রসেসটি সম্পূর্ণ করে দিন।
আপনার পেমেন্ট প্রসেসটি সম্পূর্ণ করে দিলে আপনি একটি অর্ডার রিসিভ পাবেন। আপনার দেওয়া ইমেইল আইডি ও ফোন নম্বরটিতে। আপনি সেটি নিয়ে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। তার মধ্যে মিভি কোম্পানির তরফ থেকে আপনার অর্ডার করা পণ্যগুলো আপনার দেওয়া ঠিকানাতে ডেলিভারি করে দিয়ে যাবে।
এইভাবে আপনি খুব সহজেই মিভি কোম্পানি থেকে যেকোনো পণ্যকে অর্ডার করতে পারবেন। সাথে অতিরিক্ত ডিসকাউন্ট গুলি সংগ্রহ করতে পারবেন।
এবার কথা হল মিভি কোম্পানিতে কোন কোন পণ্যগুলোর উপরে কত শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে, সেটি কিভাবে বুঝব। সেগুলো বোঝার জন্য আপনি সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারেন। এবং কিছু অফারের তালিকা আমি নিচে আপনাদের সাথে শেয়ার করেছি। যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন। যে মিভি কোম্পানি সাউন্ড সিস্টেম পণ্যগুলোর উপরে কত শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে সেগুলোর বিষয়ে। যেমন;
- একটা কিনলে আরেকটা ফ্রি, সাথে ৫% অতিরিক্ত ডিসকাউন্ট প্রতিটি প্রদত্ত/পেইড অর্ডারের উপরে।
- T20 ধামাকা অফারে মিভি কোম্পানির সমস্ত সাউন্ড বার্ড এর উপরে অফার করেছেন ৭৫% পর্যন্ত বিশাল ছাড়।
- সমস্ত ইয়ার বার্ডস ও ইয়ারফোনস এর উপরে পেয়ে যান ৬০ শতাংশ পর্যন্ত ছাড়।
- মিভি কোম্পানির উপলব্ধ সমস্ত স্পিকার গুলি কেনাকাটার উপরে পেয়ে যান ৫০% ছাড়।
এখুনি ১৫% অতিরিক্ত ছাড় নিন!
৭০% পর্যন্ত ছাড় সাথে ২০০ টাকা ডিসকাউন্ট!
এই মিভি কোম্পানির অফারটি কে বা কারা ধরতে পারবে?
এই এই মিভি কোম্পানির অফারটি সকলেই ধরতে পারবে। সেটি হোক না কেন একজন ছাত্র, শিক্ষক, ঘরের বউ, বা অন্য কেউ। সে যদি এই মিভি কোম্পানির থেকে তার প্রয়োজনীয় সাউন্ড সিস্টেম পণ্যটি ক্রয় করে থাকে। তাহলে সে এই অফারটি ধরতে পারবে গ্রহণ করতে পারবে।
এই মিভি কোম্পানির অফারটি কতদিন পর্যন্ত বৈধ?
এই মিভি কোম্পানির অফারটি কতদিন পর্যন্ত বৈধ, এটি বলা অসম্ভব ব্যাপার। কারণ অফারটির বৈধর তারিখটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো সঠিকভাবে প্রকাশ করেননি, সেই কারণে। তবে এখানে দেওয়া যে কুপন কোড গুলো আছে সেগুলোর বৈধ হলো ৩১ শে ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত।
উপসংহার :
আমি আশা করি আপনি মিভি কোম্পানির সাউন্ড সিস্টেম ক্রয়ের উপর যে ধামাকা অফার চলছে। সেই অফার সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে গিয়েছেন। এবং আপনি সেই অফারটি কিভাবে ধরবেন সেই বিষয়ে ধারণা পেয়ে গিয়েছেন। যদি পেয়ে থাকেন, তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আপনার যদি এই মিভি কোম্পানির অফার সম্পর্কে কোন ধরনের কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটি কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন। আর এরকম ধরনের আরো নতুন নতুন অফার সম্পর্কে ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। সাথে ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।