ব্লগিং এর টাকায় আইফোন | iPhone SE প্রথম জেনারেশন আমার জীবনের প্রথম আইফোন

iPhone SE প্রথম জেনারেশন আমার জীবনের প্রথম আইফোন ব্লগিং এর টাকায়

হ্যালো বন্ধুরা আপনাদের সকলকেই “তরিকুল বাঙালি” ওয়েবসাইটে প্রবেশ করার জন্য স্বাগতম। আজকে আমরা এই নিবন্ধনে কথা বলব iPhone SE প্রথম জেনারেশন এর ফোন কে নিয়ে। কারণ এই ফোনটি আমি কিছুদিন আগে আমার ব্লগিং এর ইনকাম থেকে ক্রয় করেছি। সুতরাং এই ফোনটির মধ্যেও কি কি আছে? ও ফোনটি কত নিয়েছে, এবং ২০২৪ এ এই ফোনটি ব্যবহার করা ঠিক হবে কিনা সেই সমস্ত বিষয়ে।

কারণ আমি জানি আমাদের মধ্যে অনেকে আছে। যারা আইফোন ব্যবহার করতে চাই। কিন্তু তাদের কাছে iPhone ক্রয় করার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় তারা সেই ফোনটি ক্রয় করতে পারেনা। সুতরাং তাদের মনে একটি স্বপ্ন থেকে যায় ঠিক আমার মত। তাই আমি আমার স্বপ্নটি কিছুদিন আগেই পূরণ করে ফেলেছি মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে। 😇

তাই আপনিও যদি পাঁচ থেকে ৭ হাজার টাকা বা ১০ হাজার টাকা লাগিয়ে, একটি আইফোন ক্রয় করে একজন আইফোন ব্যবহারকারী হতে চান। তাহলে এ নিবন্ধনটি সম্পন্ন পড়ুন। আর জেনে নিন আমি কোথা থেকে এটি কিনেছি, এবং আপনিও কিভাবে কিনতে পারবেন। এছাড়া আরো অন্যান্য বিষয়।

ব্লগিং এর টাকায় আইফোন SE

বন্ধুরা আপনাদের মত আমারও অনেক স্বপ্ন ছিল। যে আমি একটি আইফোন ব্যবহার করব। এবং সেটি নিজের রোজগারের টাকায় ক্রয় করে। সেই কারণে আমি ২০১৭ সালে অনলাইন ইনকামের উপায় খুঁজতে খুঁজতে ব্লগিং শুরু করে দিই। এবং অনেক ব্যর্থতার পরে আমি সামান্যতম সফলতা অর্জন করি। এবং সেই সফলতা অর্জনের ফলে আমার কাছে সামান্য কিছু টাকা আসে, আপনাদের সমর্থনের জন্য। বা আমার ওয়েবসাইটটি তে নিয়মিত ভিজিট করে আমার দেওয়া ব্লগ পোস্টগুলো পড়ার জন্য।

তারপর আমি আমার iPhone এর স্বপ্নটি পূরণ করার জন্য। আমি অনলাইনে অনেক জায়গায় পুরনো আইফোনের সন্ধান করতে থাকি। কিন্তু আমি তেমন ভালো একটি iPhone পাইনা। সেই কারণে আমি খুঁজতে খুঁজতে একদিন ফেসবুক স্টোরের মধ্যে ঢুকে যাই।

যেখানে বিভিন্ন ধরনের পুরনো ফোন, মোটরসাইকেল, ও আরো অনেক কিছু বিক্রি হয়। সেই Facebook স্টোর এর মধ্যে সার্চ করতে থাকি। এবং হঠাৎ করে দেখি আমার স্বপ্নের আইফোন এসি বিক্রি হচ্ছে মাত্র ৫৩০০ টাকাতে। এবং সেটি একজন নিজে ব্যবহারকারী বিক্রয় করছে। কারণ সে বিগত কিছুদিন আগে একটি “আইফোন টুয়েলভ ক্রয়” করেছেন।

সেহেতু তার আর সেই ফোনটির দরকার নেই। সেই কারণে সে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে। আমি এটি দেখার সাথে সাথেই তাকে মেসেজ করতে থাকি এবং সে আমাকে বলে ভাই ফোনটি উপলদ্ধ আছে কিন্তু ফোনটা নিতে গেলে আপনাকে আমার এখানে আসতে হবে। তাই আমি অনেক কষ্ট করে আমার বাড়ি থেকে ৪৭ কিলোমিটার দূরে ফোনটা নিতে একাই চলে যায়।

তবে তার আগে আমি, যে ফোনটি বিক্রয় করছিল। তার কাছ থেকে তার ফোন সম্পর্কে সমস্ত কিছু জেনে নিই। এবং সেই ফোনের সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার, এবং কিছু ছবিও নিয়ে নিই। এবং সেগুলো যখন আমি ভালো করে চেক করে দেখি। তখন দেখি ফোনটি কন্ডিশনও খুব ভালো আছে এবং ফোনটি অরজিনাল আছে।

সেই কারণে আমি এতটা রিক্স বা ঝুঁকি নিয়ে একাই চলে যায়। তবে ভিতরের কন্ডিশনটি কেমন আছে এটি বোঝা দুষ্কার ছিল। তবুও আমি নিজের বুকে হাত রেখে ভাবলাম কষ্টের টাকা হয়তো ফোনটা ভালো হবে। তবে তিনিও আমাকে বলছিল ভাইয়া ফোনটি খুব সুন্দর হবে। তবে ফোনটি একটি অসুবিধা, সেটি হলো আমি এই ফোনটিতে একবার অ্যাপেল এর অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি-টি পরিবর্তন করেছি। এছাড়া আর কোন অসুবিধা নেই। সেই বিশ্বাসে আমি আরো আগ্রহী হয়ে তার কাছে চলে যায়।

এবং সেখানে গিয়ে আমি তার সাথে দেখা করে ফোনটিকে খুব ভালোভাবে চেক করে নিই। এবং সেও আমাকে ভালোভাবে সবকিছু চেক করে দেখিয়ে ও বুঝিয়ে দেয়। সাথে আমাকে অরিজিনাল চার্জার, বিল, ফোনের বাক্স, হেডফোন ও আরো যাবতীয় যত কিছু ছিল সবকিছুই আমাকে দিয়ে দেয়। এবং তার সাথে অনেক দামা দামি করার পরে সে আমাকে সেটি ৪৭০০ টাকাতে দিয়ে দেয়।

তারপর আমি অনেক খুশি হয়ে যায় এবং সে আমাকে কিছুটা পথ আগিয়ে দেয়। কারণ আমি যেহেতু একা গিয়েছিলাম এবং অনেক রাত হয়ে গিয়েছিল। সেই কারণে সে আমাকে একটু সাহায্য করে। কিন্তু আমি তখন খুব এক্সাইডমেন্টে ছিলাম এবং সেটি এখনো আছে। কারণ আমি যখন ফোনটি বাড়ি নিয়ে এসে “3u টুল” দ্বারা চেক করি। তখন দেখি ফোনটির স্কোর, ৯৫ শতাংশ ভালো আছে। যেটি দেখে আমি আরো বেশি এক্সাইটমেন্ট হয়ে যায়। এবং সেই ছেলেটির প্রতি আরো বিশ্বাস জেগে ওঠে। যেটি ছবি আমি নিচে দিয়েছি। 😍

iPhone SE 3u টুল এ চেক

আর সব থেকে বড় যে বিষয়টি সেটি হল। ওই ফোনটিতে কোন ধরনের বড় কোন স্ক্রাস বা দাগ ছিল না। সাথে কোন অসুবিধা ছিল না। এছাড়া ফোনটিতে যে ব্যাটারি পরিবর্তন করে দিয়েছিল তার পরিবর্তে আমি ১০০ পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যায়। যেটি একটি অবিশ্বাসযোগ্য অনুভূতি ছিল।

তারপর আমি সেই ফোনটিকে আরো ভালোভাবে চেক করার জন্য। সেটিতে একটি সিম কার্ড লাগিয়ে ইন্টারনেট কানেকশন চালু করে। সেই ফোনটি থেকে বিভিন্ন জায়গায় কল করে কথা বলে, স্পিকারের শব্দ শুনে এবং সমস্ত সুইচ গুলো ব্যবহার করে দেখি কোন জায়গায় কোন অসুবিধা নেই।

এছাড়া আমি যখন ফোনটি ক্যামেরা ব্যবহার করি তখন তো আমার এক্সাইটমেন্ট লেভেল আরো বেড়ে যায়। কারণ এই “আইফোন এসি” ফোনটির ক্যামেরাটি এতটাই দুর্দান্ত ছিল যে আমার কাছে থাকা “Redmi 9 পাওয়ার” স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা কে হার মানিয়ে দিচ্ছিল। সাথে ফোনটিতে 30fps এ 4k ভিডিও রেকর্ডিং ও করা যাচ্ছিল।

তবে এই ফোনটিতে সবথেকে খারাপ যে বিষয়টি লাগলো। সেটি হল ব্যাটারি চার্জ সার্ভিস। এটি একবার চার্জ করলে আপনি নিয়মিত ৩ থেকে ৩৩০ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়। যেটি এখনকার সময় খুব ডিসেন্ট একটি ব্যাটারি লাইফ বা ক্ষমতা হিসেবে বলা যেতে পারে। কারণ এই ফোনটিতে আছে শুধুমাত্র ১৬২৪ মেগাজির ব্যাটারি। এছাড়া এই ফোনটিতে আর কোন প্রবলেম আছে বলে আমার মনে হয়নি। এবং আমি নিজে এখনো নিয়মিত এটি ব্যবহার করছি।

সুতারং আপনিও যদি এরকম একটি ফোন ক্রয় করতে চান। তাহলে আপনি অবশ্যই সবার প্রথমে ফেসবুক, OLX, বা কাশিফায় এর মত পুরাতন ফোন বিক্রয় ওয়েবসাইট গুলিতে প্রবেশ করে চেক করে নিতে পারেন। তবে সেই ফোনটি কতটা ভালো বার হবে এটা বলা অসম্ভব ব্যাপার। সেই কারণে আপনি অবশ্যই ফোন কেনার আগে আপনার সেই ফোনটির বিষয়ে ভালোভাবে, সেই বিক্রয় দাতার কাছ থেকে জেনে নিন। তারপর ফোনটি ক্রয় করুন।

তবে এবার অনেকেই বলবেন ফোনটি তো ক্রয় করেছেন ঠিক আছে। কিন্তু আপনি ফোনটি কি দেখে ক্রয় করেছেন। কারণ এটি তো ২০১৬ সালের ফোন এবং এখনো কিভাবে ব্যবহার করা সম্ভব কি? এবং কেনই বা আপনি এটি ক্রয় করেছেন আর এটির মধ্যে কি কি উপলব্ধ আছে।

তাহলে আমি তাকে বলবো অবশ্যই এই ফোনটি এই ২০২৪ এ কেনো ২০২৬ পর্যন্তই নিঃসন্দেহে ব্যাবহার করা সম্ভব।

আর এটি ক্রয় করবার মূল উদ্দ্যেশটি হলো। এই iPhone SE প্রথম জেনারেশন, এই ফোনটি হল প্রথমত আমার স্বপ্নের ফোন। যেটি আমি বহু দিন আগে থেকেই কেনার চেষ্টা করেছিলাম। এবং একটি অনলাইন থেকে অর্ডারও দিয়েছিলাম এবং সেই অর্ডার এর মাধ্যমে আমার ১ হাজার টাকা লস ও হয়ে যায়। কিন্তু তবুও আমি সেই টাকাটি লস খেয়েও আমি ফোনটি কিনবার জন্য খুব ছোটা ছুটি করতে থাকি। এবং ফাইনালি সেটি কিনে ফেলি।

আর তাছাড়া সব থেকে বড় যে বিষয়টি হলো এই ফোনটি এক হাতের মধ্যে ব্যবহার করা যায়। এবং এই ফোনটিতে বর্তমানে ১৫.৮.২ সফটওয়্যার আপডেট আছে।

সেই কারণে আমি এই ফোনটিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কেডিন, গুগল-পে, ফোনপে ও পাবজির মতো অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারি।

কারণ এই ফোনটিতে উপলব্ধ আছে ২ জিবি ddr4 RAM, 32 জিবি ফোন মেমোরি ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে দুটি Flashlight, ও ১.২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি লক, সাথে ১.৮ গিগাহাজের ৬৪ বিটের A9 বায়োনিক চিপস লাগানো আছে।

যার কারণে আপনি যদি ফোনটিতে উপলব্ধের সমস্ত অ্যাপ্লিকেশন গুলো একসাথে চালু করে ব্যবহার করতে থাকেন। তাহলে সেক্ষেত্রেও ফোনটি একবারও লেক বা হ্যানক করেনা। এবং আমি যদি এটিকে এখনকার সময়ে ১৫ থেকে ২০ হাজার টাকা মধ্যে আসা ফোনগুলির সাথে তুলনা করি। তাহলে সেই ফোন গুলোকে সহজে হার মানিয়ে দিয়েছে। এছাড়া ফোনটিতে আপনি 4G ভোল্টি সাপোর্ট পাবেন। ফলে আপনি এই ফোনটিতে জিও, এয়ারটেল ও অন্য সমস্ত 4G সিম ব্যবহার করতে পারবেন।

এছাড়া ফোনটি দেখতে এতটাই সুন্দর। যে একবার ফোনটি দেখেছে সে একবার ফোনটি হাতে নেওয়ার জন্য আমার কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে। এবং বিক্রয় করবার জন্যেও অনেক অনুরোধ করেছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন ফোনটি কতটা সুন্দর। যেটি আমার iPhone ব্যবহার করার বড় স্বপ্নটি, এই ছোট্ট ফোনের মধ্যে পূরণ করে দিয়েছে। 😲

iPhone SE প্রথম জেনারেশন

তাই আমি আপনাকে বলব, আপনারা যদি এরকম কোন স্বপ্ন থেকে থাকে এবং সেটি পূরণ করতে চান। তাহলে অবশ্যই তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে। সেটি খুব মনোযোগ সহকারে করে সেখান থেকে অর্থ উপার্জন করে আপনার স্বপ্নটি পূরণ করতে হবে বা আপনি করতে পারবেন। তাই জীবনে কখনো দুঃখ বা কষ্ট আসলে হার মানবেন না। আপনি যদি ধৈর্য ধরে সেই দুঃখ কষ্ট কে দূর করে নিজের কাজটাকে ঠিকভাবে করতে পারেন। তাহলে একদিন আপনিও সফলতা অর্জন করতে পারবে।

তাই আপনিও যদি ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করে আপনার স্বপ্ন পূরণ করতে চান, বা অনলাইন কাজ করে আপনার স্বপ্ন পূরণ করতে চান। তাহলে আমাদের এই “তরিকুল বাঙালি” ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করে রাখতে পারেন।

কারণ এখানে আমরা প্রতিনিয়ত অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। এই সমস্ত বিষয়ে নতুন নতুন নিবন্ধন দিয়ে থাকি। যেগুলোকে একজন নতুন দর্শককে অনলাইন ইনকাম করবার সুযোগ বা পথ দেখিয়ে থাকে। কারণ এখানে অনলাইন থেকে ইনকাম করবার জন্য যে সমস্ত নিবন্ধন গুলো আপনাদের সাথে শেয়ার করা হয়। সেই কাজগুলো আগে আমরা নিজে করে সেখান থেকে সফলতা উপার্জন করতে পারলে, তারপরে আপনাদের সাথে শেয়ার করে থাকি।

আশা করি এই নিবন্ধনটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন, সাথে আপনিও এগিয়ে চলুন। ধন্যবাদ।

আরো পোস্ট পড়ুন :-