Vivo T4 5G স্মার্টফোন ফিচার্স ও ডিজাইন চমকে দেবে আলোড়নে থাকা সমস্ত মোবাইলকে
Vivo T4 5G লঞ্চ: চীনা স্মার্টফোন জায়ান্ট Vivo শীঘ্রই ভারতে তার নতুন স্মার্টফোন Vivo T4 5G লঞ্চ করতে যাচ্ছে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই আসন্ন স্মার্টফোনটি আগামী ২২ এপ্রিল ভারতে লঞ্চ হবে।
Vivo T4 5G ফিচার্স
আগামী সপ্তাহেই স্মার্টফোন বাজারে বিস্ফোরণ ঘটতে চলেছে! ভারতে শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে Vivo T4 5G, যেখানে থাকছে ৬.৬৭ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে।
চীনা স্মার্টফোন জায়ান্ট Vivo শীঘ্রই ভারতে তাদের নতুন স্মার্টফোন Vivo T4 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই আসন্ন স্মার্টফোনটি আগামী ২২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। Flipkart, Vivo-এর ই-স্টোর এবং নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে ক্রেতারা এই নতুন Vivo স্মার্টফোনটি কিনতে পারবেন।
এই স্মার্টফোনে থাকছে শক্তিশালী ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। Vivo ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই ফোনের ডিজাইন এবং কালার অপশনগুলির টিজার শেয়ার করেছে। এই স্মার্টফোনে থাকছে সার্কুলার রিয়ার ক্যামেরা ইউনিট, যাতে থাকছে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ। ফোনটি সবুজ (Green) এবং ধূসর (Grey) রঙে পাওয়া যাবে। Vivo T4 5G-এ থাকছে কোয়াড-কার্ভড ডিসপ্লে।
দেখুন : Vivo V40e 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে 3500 টাকা ডিসকাউন্ট
চলুন দেখে নেওয়া যাক এই নতুন স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলি:
- ৬.৬৭ ইঞ্চির ফুল HD+ AMOLED কোয়াড-কার্ভড ডিসপ্লে
- ১২০Hz রিফ্রেশ রেট
- ৫,০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস
- Snapdragon ৭s Gen ৩ চিপসেট
- AI-সাপোর্ট
- ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ৫০MP Sony IMX৮৮২ প্রাইমারি ক্যামেরা ও ২MP সেকেন্ডারি ক্যামেরা
- ৩২MP ফ্রন্ট ক্যামেরা সেলফি ও ভিডিও কলের জন্য
সম্প্রতি Vivo ভারতে Vivo V৫০e লঞ্চ করেছে, যেটিতে MediaTek Dimensity ৭৩০০ প্রসেসর এবং ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে।
Vivo V৫০-এর ৮GB RAM + ১২৮GB স্টোরেজ ভার্সনের দাম ২৮,৯৯৯ টাকা এবং ৮GB + ২৫৬GB ভার্সনের দাম ৩০,৯৯৯ টাকা। এই স্মার্টফোনের বিক্রি ১৭ এপ্রিল থেকে শুরু হবে Amazon, Flipkart এবং Vivo-এর ই-স্টোরের মাধ্যমে। ইতিমধ্যেই এর প্রি-বুকিং শুরু হয়েছে। এটি পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু রঙে পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।