মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক কিভাবে করে

মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক কিভাবে করে তার নিয়ম

আমরা যখনই রেশন কার্ড চেক করবার কথা মাথায় চিন্তা করে থাকি। তখন আমাদের সর্বপ্রথম মাথায় আসে মোবাইল নাম্বার দিয়ে কিভাবে চেক করা যায় সেই বিষয়ে।

কারণ, আমাদের মোবাইল নাম্বারটা সব সময় মুখস্ত থেকে থাকে। সেই কারণে আমরা মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড, কিংবা অন্য অন্য ডিজিটাল কার্ডগুলোর পরিস্থিতি জানবার চেষ্টা করে থাকি।

সুতরাং, আপনিও যদি ঠিক অন্যান্য ডিজিটাল কার্ডের মত। আপনার রেশন কার্ডটি কে মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান। তাহলে এই নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন। আর জেনে নিন কিভাবে? আপনি মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করতে পারবেন, সেই বিষয়ে।

মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড চেক

আমরা যেহেতু মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড চেক করব। তাই সর্বপ্রথম আমরা প্রবেশ করব রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট। ডিজিটাল রেশন কার্ড wbpds.gov.in ওয়েবসাইটটিতে, ভিজিট করুন। এখানে দেওয়া লিংকে ক্লিক করে।

আপনি ওই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে। নিচে দেওয়া ছবির মত একটি বক্স দেখতে পাবেন। সেখানে আপনাকে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি টি নির্বাচন করে আপনার মোবাইল নম্বরটি লিখে “গেট ওটিপি” বাটনে ক্লিক করুন।

রেশন কার্ড চেক

সেখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি নির্বাচন করে, ও মোবাইল নম্বরটি লিখে “গেট ওটিপি” বাটনে ক্লিক করলে আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে।

ওই কোডটি কে লিখে “সাবমিট” বাটনে ক্লিক করলে আপনি আপনার স্কিনে রেশন কার্ডের তথ্য বা বর্তমান অবস্থা দেখতে পাবেন।

রেশন কার্ডের প্রকারভেদ কয়টি?

বর্তমানে ভারতবর্ষে রেশন কার্ডে বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। যেমন; এপিএল, বিপিএল, এওয়াইএ, পিএইচপি, এন পি এইচ এইচ, আর কে এস ওয়াই, এবং এসপি এইচ এইচ।

  1. APL – এপিএল কার্ড।
  2. BPL – বিপিএল কার্ড।
  3. AAY – অত্যন্দই অন্না যোজনা কার্ড।
  4. PHH – অগ্রধিকার গৃহকর্তাদের রেশন কার্ড।
  5. NPHH – নন প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড।
  6. SPHH – বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড।
  7. RKSY – রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ড।

রেশন কার্ড চেক করব কিভাবে?

রেশন কার্ড চেক করার জন্য, আপনি আমাদের পশ্চিমবাংলার ফুড বা খাদ্য সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। https://food.wb.gov.in ওয়েবসাইটটিতে প্রবেশ করে, “রেশন কার্ড” অপশনটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে “রেশন কার্ড অবস্থায় জানুন” অপশনটিতে ক্লিক করে আপনার রেশন কার্ড নম্বর লিখে। আপনি আপনার রেশন কার্ডের সমস্ত বিবরণ বা তথ্যগুলো দেখতে পাবেন।

অনলাইনে রেশন কার্ড মোবাইল নাম্বার আপডেট?

অনলাইনে রেশন কার্ড মোবাইল নম্বর আপডেট করার জন্য। আপনি খাদ্য সুরক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে, প্রবেশ করে “রেশন কার্ড” অপশনটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে “রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার সংযুক্তিকরণ” অপশনটিতে ক্লিক করে আপনার রেশন কার্ড নাম্বারটি লিখে “সার্চ” বাটনে ক্লিক করুন। তারপর সেটির উপর ক্লিক করে সমস্ত তথ্য গুলো দেখে নিয়ে আপনার মোবাইল নম্বরটি লিখে “সেভ” বাটনে ক্লিক করে আপডেট করে দিন।

রেশন কার্ডের সুবিধা কি?

রেশন কার্ডের সুবিধা হল। সরকারি খাদ্য সুরক্ষা দপ্তর থেকে আপনার পরিস্থিতি অনুযায়ী বিনামূল্যে কিছু চাল, ডাল, আটা, চিনি পাওয়ার একটি কার্ড। যেটির মাধ্যমে সমস্ত ভারতীয় নাগরিক দের ফ্রীতে খাদ্য কিছু খাদ্য পাওয়া যায় সরকার এর কাছে থেকে।

আরো পড়ুন:

নতুন রেশন কার্ডের জন্য আবেদন করব কিভাবে?

নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য। আপনি খাদ্য সুরক্ষা দপ্তর ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন পোর্টালে যান। তারপরে “রেশন কার্ড” অপশনটিতে ক্লিক করে “নতুন পরিবারের জন্য রেশন কার্ডের আবেদন” অপশনটিতে ক্লিক করুন। এবং সেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য ও ডকুমেন্ট গুলো দিয়ে সাবমিট করে দিলে। আপনার নতুন রেশন কার্ডের আবেদন হয়ে যাবে।

রেশন কার্ড চেক করার উপকারিতা কি?

মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড চেক করার বিভিন্ন উপকারিতা বা সুবিধা রয়েছে। যেমন; অনেক দ্রুত এবং সহজভাবে আপনার মূল্যবান সময় বাঁচিয়ে থাকে। আপনি যে কোন অবস্থান থেকে আপনার রেশন কার্ডের তথ্য দেখতে পারবেন। কোন কাগজ ব্যবহার না করে আপনি আপনার রেশন কার্ড দেখতে পারবেন। এবং রেশন কার্ডে আপডেট থাকার তথ্যগুলোর ভুল সহজে সংশোধন করতে পারবেন। এছাড়া আরো অনেক উপকারিতা আছে।

শেষ কথা:

আশা করি আপনি এই মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করার সুবিধা সম্পর্কে জানতে পেরে। আপনি অনেক উপকৃত হয়েছেন। কারণ এটি সকলের জীবনে অনেক সময় বাঁচাতে এবং তার রেশন কার্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে। আশাকরি অনেক সহজ করে তুলেছে। তাই আমি মনে করি এই ডিজিটাল পদ্ধতিটি, সকল পরিসেবা এবং সকল পরিবারকে উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আশা করছি এটি আপনাকেও অনেক সাহায্য করেছে। যদি করে থাকে, এবং নিবন্ধনটি ভালো লেগে থাকে। তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরো নতুন নতুন টিপস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান হয়ে থাকুন। সাথে আমাদের ওয়েবসাইটটিতে প্রতিনিয়ত ভিজিট করতে থাকুন।

আরো পোস্ট পড়ুন :-

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।