জিমেইল অ্যাকাউন্ট লগ ইন কিভাবে করব তার সম্পূর্ণ টিপস বা গাইড
আমরা সকলেই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। আমাদের কাছে থাকা স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা ট্যাবলেট টিকে ব্যবহার করবার জন্য। কারণ জিমেইল একাউন্ট ছাড়া এই সমস্ত ডিভাইস গুলো ব্যবহার করা প্রায়ই অসম্ভব ব্যাপার।
কারণ জিমেইল একাউন্ট ছাড়া আপনি গুগল গুগল প্লে-স্টোর, এবং Google এর আরো অন্য যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আছে, সেগুলো ব্যবহার করতে পারিনা। এছাড়াও আমরা যখন কোন অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করি। তখন সেক্ষেত্রেও আমাদের Gmail একাউন্টের প্রয়োজন হয়।
সুতরাং, আপনার কাছে যদি ইতিমধ্য একটি জিমেইল একাউন্ট থেকে থাকে। এবং সেটি আপনার মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ এর মধ্য থেকে লগ আউট বা ডিলিট হয়ে গিয়ে থাকে। সেটিকে পুনরায় আপনার ডিভাইসে লগইন করতে চান। তাহলে এই নিবন্ধনটি সম্পন্ন পড়ুন।
এই নিবন্ধনের মাধ্যমে আমি আপনার সাথে শেয়ার করেছি। কিভাবে আপনি আপনার মোবাইলে, ল্যাপটপে, বা কম্পিউটারে জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে পারবো সেই বিষয়ে।
তাই চলুন দেরি না করে জেনে নেই সেই জিমেইল অ্যাকাউন্ট লগইন এর সম্পূর্ণ প্রসেসটি।
Gmail অ্যাকাউন্ট লগইন কিভাবে করব
জিমেইল অ্যাকাউন্ট লগইন করার জন্য আমরা সবার প্রথম জেনে নেব মোবাইলে কিভাবে লগইন করা যায় সেই পদ্ধতিটি। কারণ অধিকাংশ মোবাইল ব্যবহারকারী এই জিমেইল লগইনের বিষয়টি সম্পূর্ণ জানেন না। তাই প্রথমে এটি জানবো, পরবর্তীতে কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে লগইন করে সেটিতে জানব।
তাই চলুন শুরু করা যাক।
মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন কিভাবে করব
মোবাইলের Gmail অ্যাকাউন্ট লগইন করার জন্য। সবার প্রথমে আপনি মোবাইলে থাকা জিমেইল কিংবা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুলুন।
তারপর, আপনার মোবাইলের স্ক্রিনে নিচে দেওয়া ছবির মত একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনি আপনার জিমেইল একাউন্টটি লিখুন। তারপর “নেক্সট” বাটনে ক্লিক করুন।
তবে আপনার মোবাইলে কিংবা ট্যাবলেটে যদি আগে থেকে কোন জিমেইল অ্যাকাউন্ট লগইন থেকে থাকে। এবং আপনি সেখানে অন্য কোন জিমেইল একাউন্ট লগইন বা যুক্ত করে রাখতে চান। তাহলে সে ক্ষেত্রে প্লে-স্টোর বা Gmail অ্যাপ্লিকেশনটি খুলে। উপরে দেওয়া ডান সাইডের কর্নারে গোল চিহ্নের ভিতর আপনার জিমেইল এর উপরে ক্লিক করুন। তারপর আপনার স্কিনে আসা অপশন গুলির মধ্যে থেকে “এড এনাদার একাউন্ট” অপশনটিতে ক্লিক করুন।
এরপর পরবর্তী পেজে গুগল অপশনটি নির্বাচন করুন। তারপর আপনার জিমেইল একাউন্টটি লিখে “নেক্সট” বাটনে ক্লিক করুন।
তবে পরবর্তী পেজে আপনার স্কিনে যদি নিচে দেওয়া ছবির মত অপশন আসে। তাহলে সেখানে ‘আইএম এ নট রোবট‘ অপশনটিতে ক্লিক করে আপনি যে মানুষ সেটি ভেরিফিকেশন করে দিয়ে, “নেক্সট” বাটনে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনি আপনার জিমেইল পাসওয়ার্ডটি লিখুন। এবং নিচে দেওয়া “শো পাসওয়ার্ড” অপশনটিতে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি ঠিক লিখেছেন না ভুল লিখেছেন সেটি একবার দেখে নিয়ে, “নেক্সট” বাটনে ক্লিক করুন।
এরপর আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডটি সঠিক দিয়ে থাকেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে যদি আপনার জিমেইল একাউন্টের সাথে কোনো ফোন নম্বর কিংবা রিকভারি ইমেইল একাউন্ট যুক্ত করে রাখেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটি ভেরিফিকেশন করতে হবে।
এর জন্য, আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং সেখানে আপনি “ফোন নম্বর ও ইমেইল ভেরিফিকেশন” এই দুটি অপশন দেখতে পাবেন।
তার মধ্য থেকে বর্তমানে আপনার কাছে যেটি উপস্থিত থাকবে সেটি নির্বাচন করে সেটি সেখানে লিখে “গেট কোড” বাটনে ক্লিক করুন।
এরপর আপনার নির্বাচন করা ভেরিফিকেশন ইমেইল বা ফোন নম্বরটিতে একটি ছয় সংখ্যার কোড পাঠানো হবে। সেটিকে আপনি সেখানে লিখে “নেক্সট” বাটনে ক্লিক করলে, আপনার জিমেইল অ্যাকাউন্টটি সাকসেসফুলি লগইন হয়ে যাবে।
তারপর, আপনি সহজেই আপনার মোবাইলে ওই জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। কিংবা ওই জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করে আপনি আর মোবাইলের সমস্ত কাজ করতে পারবেন। যেমন; ইউটিউব চালানো, প্লে-স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার, জিমেইল পাঠানো। এছাড়া আরো অন্য অন্য কাজগুলো করতে পারবেন।
তো চলুন এবার জেনে নিয়ে কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে আমরা জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে পারি সেই বিষয়ে।
আরো পড়ুন:-
- My11Circle অ্যাপটি ডাউনলোড করে কিভাবে।
- শেয়ার অ্যান্ড আর্ণ অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা ইনকাম।
- অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করব কিভাবে।
- গুগল পে কি? gPay থেকে ব্যাংক একাউন্টে।
কম্পিউটারে জিমেইল একাউন্ট কিভাবে লগইন করে
ল্যাপটপ বা কম্পিউটারের জিমেইল অ্যাকাউন্ট লগইন করার জন্য। সবার প্রথমে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কোন একটি ব্রাউজার খুলুন।
তবে আমি আপনাকে বলব আপনি যদি কম্পিউটারে ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ‘গুগল ক্রোম‘ ব্রাউজারটিকে খোলার জন্য।
সেই ব্রাউজারটি খুলে সেখানে সার্চ করুন গুগল ডটকম।
এরপর উপরে দেওয়া ডান সাইড কর্নারে “সাইন ইন” বাটনে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনি ইমেল অর ফোন নম্বর বক্সে। যে ইমেইল আইডিটি লগইন করতে চান। সেই ইমেইল আইডিটি লিখুন। তারপর নিচে দেওয়া “নেক্সট” বাটনে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনি মানুষ না রোবট সেটি ভেরিফিকেশন করার জন্য “আই এম এ নট রোবট” অপশনটিতে ক্লিক করে সেখানে যে এই চিহ্নগুলো মার্ক করতে বলছে সেগুলি মার্ক করে দিয়ে “ভেরিফাই” বাটনে ক্লিক করে সেটি ভেরিফিকেশন করে দিন। তারপরে নিচে দেওয়া “নেক্সট” বাটনে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনি আপনার জিমেইল এর পাসওয়ার্ডটি লিখুন। তারপর “নেক্সট” বাটনে ক্লিক করুন।
আর আপনি যদি ইতিমধ্যে আপনার জিমেইল পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন। তাহলে আপনি নিচে দেওয়া “ফরগেট ইমেইল পাসওয়ার্ড” বাটন টিতে ক্লিক করে আপনার জিমেইলের সাথে যুক্ত করা ফোন নম্বর বা রিকভারি ইমেইল এড্রেসটি লিখে। সেটিতে একটি কোড পাঠানো হবে। সেই কোডটিকে ভেরিফাই করে। নতুন করে পাসওয়ার্ড তৈরি করে, সেই পাসওয়ার্ডটি এখানে লিখে “নেক্সট” বাটনে ক্লিক করুন।
এরপর যদি আপনার ফোন নম্বর বা ইমেইল ভেরিফিকেশন এর প্রসেসটি এসে থাকে। তাহলে সেটি লিখে সেটিতে পাঠানো কোডটি ভেরিফাই করে দিলেই। আপনার ইমেইল একাউন্টটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে লগইন হয়ে যাবে।
এইভাবে খুব সহজেই আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইমেইল একাউন্ট লগইন করতে পারবেন।
শেষ কথা:
আমি আশা করি এই নিবন্ধন এর মধ্যে দেওয়া জিমেইল একাউন্ট লগইন এর সম্পূর্ণ প্রসেসটি আপনার সহায়ক হয়েছে। যদি হয়ে থাকে? এবং নিবন্ধনটি আপনার ভালো লেগে থাকে। তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরো নতুন নতুন টিপস এবং ট্রিকের নিবন্ধন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। সাথে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।