সবার জনপ্রিয় সেরা ওয়ার্ডপ্রেস থিম

সবার জনপ্রিয় সেরা ওয়ার্ডপ্রেস থিম আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য

আমরা সকলেই, নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার পরে। সবার প্রথমে যে সমস্যার সম্মুখীন হয়, সেটা হলো ওয়ার্ডপ্রেস থিম। কারণ, আমরা যখনই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টিকে কাস্টমাইজেশন বা ডিজাইন করতে চাই। তখন প্রয়োজন হয় একটি ভালো ওয়ার্ডপ্রেস থিম

তখন আমরা ওই থিমের জন্য ওয়ার্ডপ্রেস সাইটে, কিংবা Google ভালো ও সেরা ওয়ার্ডপ্রেস থিম এর সন্ধান করতে থাকি। কারণ আমরা জানি ভালো ওয়ার্ডপ্রেস থিম লাগালে আমাদের ওয়েবসাইটটি দেখতে অনেক সুন্দর হয়ে যাবে, এবং সেটি ব্যবহার করলে দর্শকদের কাছে অনেক সুবিধা হবে।

কিন্তু আমরা সেই ভালো ওয়ার্ডপ্রেস থিম খুঁজতে গিয়ে, আমরা সেখানে বিভিন্ন ধরনের থিমগুলো অনলাইনে দেখে থাকি। এবং সেই থিমগুলোর মধ্য থেকে সত্যিকারের ভালো থিম কোনটি, সেটা নির্বাচন করা কঠিন হয়ে ওঠে।

তাই, আমি আপনাদের সেই কঠিন কাজটি সহজ করার জন্য এই নিবন্ধনটি লিখেছি। কারন আমি একজন ব্লগার, ও ওয়েবসাইট ডেভলপার। সুতরাং আমি জানি কোন ধরনের ওয়েব সাইটে কোন ধরনের থিম ব্যবহার করলে সেই ওয়েবসাইটটি ভালো চলতে পারে, বা সুন্দর ডিজাইন করা যেতে পারে।

আপনি যদি সেই বিষয়ে জানতে আগ্রহী থাকেন। এবং নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটি সেরা থিম এর সন্ধান করে থাকেন। তাহলে নিবন্ধনটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন।

সেরা ওয়াডপ্রেস থিম এর তালিকা

আমরা সকলেই জানি অনলাইনে কয়েক লক্ষের বেশি ওয়ার্ডপ্রেস থিম উপলব্ধ আছে। কিন্তু তার মধ্য থেকে আমি আপনাদের জন্য সেরা ১০ টি থিম নির্বাচন করেছি। যে থিমগুলো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরীর জন্য, ব্যবসায়ী ওয়েবসাইট তৈরীর জন্য, বা এজেন্সি ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহার করতে পারবেন। আর সেই ওয়ার্ডপ্রেস থিম গুলোর মধ্য থেকে কিছু থিম আমার নিজের ওয়েবসাইটের জন্য, এবং ক্লাইন্টের ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করে থাকি।

তাই আপনি নিশ্চিন্তে এখান থেকে আপনার পছন্দনীয়, যেকোনো একটি ওয়ার্ডপ্রেস থিমকে নির্বাচন করে নিতে পারেন। আমি প্রতিটি থিমের নাম ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত করে আলোচনা করেছি। যেগুলো আপনি নিচের তালিকাতে দেখতে পাবেন।

১. ডব্লুপি আস্ট্র থিম

সেরা ওয়ার্ডপ্রেস থিম wp astra

ডব্লুপি আস্ট্র হল সবচাইতে সেরা, জনপ্রিয় ও হালকা একটি ওয়ার্ডপ্রেস থিম। এই থিমটি ব্যবহার করে, আপনি যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সাথে আপনার ওয়েবসাইটকে ডিজাইন করতে বা কাস্টমাইজেশন কোন কোডিং করার প্রয়োজন হবে না। আপনি যে কোন ওয়েবসাইট ডিজাইনার টুলকে ব্যবহার করে, এই থিমের উপর আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন।

এবং এটি একটি খুবই দূরত্ব লোডিং হওয়া ওয়ার্ডপ্রেস থিম। যেখানে আপনি আপনার নিজের মতন করে ব্লগ পোষ্টের লেআউট, ব্লগের কালার, টাইপোগ্রাফি, থিম হেডার, ও ফুটার অপশন কে ম্যানেজ করতে পারবেন। সাথে আপনি বিভিন্ন ধরনের গুটেনবার্গ ব্লক পেয়ে যাবেন। যেগুলোর ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে দর্শকের কাছে বেশি আকর্ষিত করতে পারবেন। সাথে এই এসইও সম্পূর্ণ থিমটিকে এডিট করবার জন্য লাইভ ভিডিও ও 24 ঘন্টা সমর্থন পাবেন তাদের প্রিমিয়াম পরিকল্পনা গুলিতে।

তাই আপনি আপনার ওয়েবসাইটে জন্য মাত্র ৪৯ ডলার দিয়ে তাদের প্রো পরিকল্পনাটা ক্রয় করতে পারেন। অন্যথায় আপনি সরাসরি ওয়ার্ডপ্রেস থেকে কিংবা তাদের ওয়েবসাইট থেকে ফ্রি পরিকল্পনাটাও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। কিন্তু সেখানে আপনি অতিরিক্ত যে ফিচারস বা কার্যক্রম গুলো উপলব্ধ আছে সেগুলো পাবেন না।

২. ডেভি এলিগ্যান্ট থিমস

সেরা ওয়ার্ডপ্রেস থিম divi elegent theme

ডিভি এলিগ্যান্ট থিম হলো অন্যতম জনপ্রিয় একটি ওয়ার্ডপ্রেস থিম। যেই থিমের মধ্যে আপনি দূরত্ব লোডিং সহ, ফ্রি এখান থেকে ওখানে ফাইল টেনে নিয়ে ওয়েবসাইট ডিজাইন করবার ফ্যাসিলিটি পেয়ে যাবেন। সাথে আপনি পেয়ে যাবেন পাঁচটি প্রয়োজনীয় প্রিমিয়াম ওয়াডপ্রেস প্লাগিন একদম ফ্রিতে।

তবে এই থিমটির সব থেকে দুঃখজনীয় যে বিষয়টি। সেটি হল আপনি এই থিমটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এই থিমটি ব্যবহার করার জন্য আপনাকে তাদের প্রিমিয়াম পরিকল্পনা কিনতে হবে। মাত্র ৮৯ ডলার ব্যয় করে।

তবে তার জন্য আপনি অনেক ফিচারস ও পাবেন। যেমন; তিনশোর বেশি আগে থেকেই তৈরি হওয়া ওয়েবসাইট ডিজাইন পাবেন। যেগুলো সামান্য পরিবর্তন করে আপনার নিজের ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন। সাথে আপনি এআই ফিচারস পেয়ে যাবেন। অসংখ্য ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। ২৪ ঘন্টা তাদের লাইভসের সাপোর্ট পাবেন, সাথে আপনি টাকা ফেরত গ্যারান্টিও পেয়ে যাবেন।

তবে আপনি যদি তাদের প্রো পরিকল্পনাটা ক্রয় করেন। তাহলে উপরে বলা সমস্ত ফিচারগুলো তো পাবেই। সাথে ডিবি এআই এর মাধ্যমে অসংখ্যক লেআউট, লেখা, ছবি, কোডিং, ও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সাথে ডিভি ক্লাউড স্টোরেজ পাবেন, যেখানে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং ভিআইপি সাপোর্ট পাবেন। একই সাথে ৫০ ডলার ডিভি মার্কেটপ্লেসে ক্রেডিট পাবেন। যেটি ব্যবহার করে আপনি মার্কেটপ্লেসে উপলব্ধ যেকোনো পরিষেবা কে ক্রয় করতে পারবেন।

৩. থেমিফাই থিম

সেরা ওয়ার্ডপ্রেস থিম themify

থিমিফাই হলো আমার পছন্দনীয় একটি অন্যতম ওয়াডপ্রেস থিম। যেটি আমি আমার ক্লাইন্ট দের ওয়েবসাইট তৈরির জন্য বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি। কারণ এই থিমের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য বিভিন্ন ধরনের তৈরী থিম পেয়ে যাবেন। সাথে ওয়েবসাইট বিল্ডার টুল, ও প্রিমিয়াম প্লাগিন পেয়ে যাবেন। যেগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের দর্শকদেরকে আকর্ষিত করাতে পারবেন।

তবে একটি দুঃখজনক বিষয় হলো আপনি এই থেমিফাইন থিমটি বিনামূল্যে পাবেন না। কারণ এটি একটি প্রিমিয়াম থিম, যার প্যাকেজেস বা পরিকল্পনার মূল্য শুধুমাত্র ২ ৪৯ ডলার। যেখানে আপনি 42 টির উপরে থিম পেয়ে যাবেন, এগারটির বেশি প্লাগিন, ও ২৪-টির বেশি বিল্ডার অ্যাডঅন, ও ৪-টি পিটিভি অ্যাডঅন পেয়ে যাবেন।

তবে সব থেকে তে মজাদার যে জিনিসটি। সেটি হল আপনি এই সমস্ত কিছু শুধুমাত্র আপনার একটি মাত্র ওয়েবসাইটের জন্য যদি পেতে চান। তাহলে সেক্ষেত্রে আপনি ৫৯ ডলারে তাদের সিঙ্গেল থিম পরিকল্পনাটি ক্রয় করতে পারেন। যেখানে আপনি সমস্ত থিম পাবেন, কিন্তু তার মধ্য থেকে শুধুমাত্র একটি থিমকেই ব্যবহার করতে পারবেন। যেটা আপনার সব থেকে বেশি পছন্দনীয়।

এছাড়া এই থিমটি ক্রয় করলে আপনি ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি পেয়ে যাবেন। এবং এক বছরের সমস্ত নতুন আপডেট ও ২৪ ঘন্টা লাইভ চ্যাট, ইমেইল, ও টিকিট সিস্টেমের মাধ্যমে সমর্থন পাবেন।

৪. জেনারেট প্রেস থিম

সেরা ওয়ার্ডপ্রেস থিম generatpress

জেনারেট প্রেস হলো সমস্ত ব্লগার দের একটি জনপ্রিয় থিম। এই থিমটি এমন একটি থিম, যেটি ব্যবহার করে যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। সেই কারণে একশোর মধ্যে ৮০টি ব্লগার তাদের ওয়েবসাইটে এই থিমটি ব্যবহার করে থাকেন। বেশি করে সমস্ত নতুন ব্লগার গুলি ব্যবহার করেন। কারণ এই থিমটি বিনামূল্যেও পাওয়া যায় কিছু অল্প ফিচারস এর সাথে।

তবে আপনি যদি একটু অভিজ্ঞ ব্যক্তি হয়ে থাকেন, কিংবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থেকে থাকে। তাহলে আপনি এই জেনারেট প্রেস ফ্রি থিম এর মাধ্যমে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে তাদের প্রিমিয়াম পরিকল্পনা গুলি ক্রয় করলে আপনি আপনার কাজ কে আরও এডভান্স লেভেলে করতে পারবেন। কারণ সেগুলোতে অতিরিক্ত ফিচার দেওয়া থাকে।

যেমন; ২০০-র বেশি আগে থেকে তৈরি হওয়া বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইনের টেমপ্লেট পেয়ে যাবেন। ড্রাগ এন্ড ড্রপ বা এখান থেকে ওখানে টেনে নিয়ে গিয়ে ওয়েবসাইট ডিজাইন করা প্লাগিন টি পেয়ে যাবেন। সমস্ত নতুন আপডেট ও বিশ্ব বিখ্যাত সাপোর্ট পাবেন। এছাড়া আরো অনেক কিছু পাবেন, শুধুমাত্র 99 ডলারে। আর সিঙ্গেল বা একটি সাইটের জন্য যে প্রিমিয়াম পরিকল্পনাটি উপলব্ধ আছে সেটি আপনি শুধুমাত্র ৫৯ ডলারে পেয়ে যাবেন।

৫. কাডেনসি ডব্লুপি থিম

সেরা ওয়ার্ডপ্রেস থিম kadence wp

আমি আমার নিজস্ব যতগুলো ওয়েবসাইট আছে, তার মধ্য থেকে ৮০ শতাংশ ওয়েবসাইটের উপরে এই কাডেনসি ডব্লুপি থিমটি ব্যবহার করে থাকি। এটা জেনে আপনি বুঝতেই পারছেন, যে থিমটি কতটি জনপ্রিয় থিম। এই থিমটির ফ্রি ও প্রিমিয়াম পরিকল্পনা দুটোই উপলব্ধ আছে। তাই আপনি যদি নতুন ব্লগ ওয়েবসাইট বা ছোটখাটো ব্যবসায়িক ওয়েবসাইট তৈরি করে চান। তাহলে তাদের ফ্রি পরিকল্পনাটি ব্যবহার করতে পারেন। কারণ তাদের সেই পরিকল্পনাটিতেই আপনি অনেক কাস্টমাইজেশন এর ফিচারস পেয়ে যাবেন।

যেমন; থিমের হেডার, ফুটার, পোস্ট, লোগো কাস্টমাইজেশন, দূরত্ব লোড হওয়া। যেটি গুগলের কাছে সব থেকে বেশি প্রাধান্য পায় সেটি ফ্রীতে পেয়ে যাচ্ছেন। এছাড়া আরো অনেক কিছু পাবেন।

তবে আপনি যদি তাদের প্রো পরিকল্পনা গুলির মধ্য থেকে যে কোন একটি পরিকল্পনা ক্রয় করেন। তাহলে আপনি সেই পরিকল্পনা গুলিতে কাডেনসি থিম ব্লক, কাস্টম ফ্রন্ট কাস্টমাইজেশন, সাতশোর বেশি ডিজাইন হওয়া টেমপ্লেট। ৪ হাজার থেকে ৮ হাজার পর্যন্ত এআই কনটেন্ট তৈরির ক্রেডিট পেয়ে যাবেন, যেটি অন্য কোন থিম বিক্রেতা এটি দিচ্ছে না। সাথে আপনি পপআপ বিল্ডার পেয়ে যাবেন। দর্শকদের সাথে কনভারসেশন টুল পেয়ে যাবেন, ও ১০০% টাকা ফেরত গ্যারান্টি ও পেয়েজাবেন।

৬. স্টুডিও প্রেস থিম

সেরা ওয়ার্ডপ্রেস থিম studio press

স্টুডিও প্রেস থিম হল ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্রিমিয়াম থিম কোম্পানি। সমস্ত ডেভেলপার ব্লগার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য। এই থিমটি জেনেসিস ফ্রেমওয়ার্ক থিম এর উপর ভিত্তি করে অপটিমাইজেশন করা। যেটি সমস্ত ব্যবহারকারীর জন্য, আপনার ওয়েবসাইট দ্রুত লোডিং, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ও সমস্ত ডিভাইসে সাপোর্ট করে, সেরকম রেসপন্সিভ ডিজাইন প্রদান করা। সাথে সহজে এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা।

এছাড়া ব্যবহারকারীর কোন কোডিং এর জ্ঞান ছাড়াই থিমটি কাস্টমাইজেশন করতে পারবে। এমন ভাবে তৈরি করা, সাথে নিয়মিত আপডেট দিয়ে সুরক্ষা প্রদান করেন।

তবে এই থিমটি আপনি বিনামূল্যে পাবেন না। এই স্টুডিও প্রেস কোম্পানির জেনেসিস ফ্রেমওয়ার্ক থিমটির মূল্য মাত্র ১২৯ ডলার। আপনি যদি প্রফেশনাল ভাবে ব্লগিং, কিম্বা আপনার ব্যবসাকে অনলাইনের মাধ্যমে তুলে ধরতে চান। তাহলে সেক্ষেত্রে এই থিমের প্রিমিয়াম পরিকল্পনা ক্রয় করতে পারেন।

৭. ওশান ডব্লুপি থিম

সেরা ওয়ার্ডপ্রেস থিম oceanwp

ওশান ডব্লুপি থিমটি হলো একটি ফ্রি এবং নির্ভরযোগ্য বহুমুখী থিম। যেটি আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কিংবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে। আপনার ওয়েবসাইটে ব্যবহার করে, আপনার ওয়েবসাইট টিকে ফ্লেক্সিবেল বা রেস্পনসিভ ডিজাইন করতে পারবে, বিভিন্ন বৈশিষ্ট্য সহ। সাথে এই থিমটি আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে, ই-কমার্স সাইট বানাতে, ব্লগ বানাতে কিংবা নিজস্ব পোর্টফোলি সাইট তৈরি করতে ব্যবহার করতে পারবেন।

থিমটি লাইট ওয়েট বা হালকা হওয়ায় দূরত লোডিং হয়ে থাকে। ফলে সার্চ ইঞ্জিনে ভালো পারফরমেস করে। এছাড়া আপনি এই থিমটিতে WooCommerce প্লাগিন ব্যবহার করে একটি ই-কমার্স সাইট তৈরি করতে পারবেন, খুব সহজভাবে। সাথে আপনি এলিমেন্টর, কিংবা ভারবা পেজ বিল্ডার এর মত জনপ্রিয় ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ব্যবহার করে, আপনার পছন্দ অনুযায়ী ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন।

তবে আপনি যদি তাদের প্রিমিয়াম পরিকল্পনা ক্রয় করেন। তাহলে সেক্ষেত্রে আপনি সমস্ত প্রিমিয়াম ফিচার্স গুলো পেয়ে যাবেন। যেমন; প্রিমিয়াম লাইসেন্স, আনলিমিটেড ওয়েবসাইট ব্যবহারের পারমিশন, পপআপ বিল্ডার, ৭ টি ফ্রি এক্সটেনশন, ও ১৪ টি প্রিমিয়াম এক্সটেনশন, এলিমেন্টারি বিল্ডারের মাধ্যমে ডিজাইন করা কুড়িটির বেশি ওয়েবসাইট ডিজাইন এর টেমপ্লেট, ২৪ ঘন্টা সাপোর্ট, সাথে আরো অনেক কিছু।

৮. রিহ্যাব থিম

সেরা ওয়ার্ডপ্রেস থিম rehub

রিহ্যাব থিম হলো ওয়ার্ডপ্রেস এর একটি বহুমুখী শক্তিশালী এবং জনপ্রিয় থিম। যেটি বিশেষভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেমন; ডিলস, কুপন, ক্যাশব্যাক, তুলনা, সেরা প্রোডাক্ট এর লিস্টিং, পণ্যের রিভিউ এর মত অ্যাফিলিয়েট বিজনেস বা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে ব্যবহার করাযেতে পারে।

কারণ, এই রিহাব থিমটি আমি আমার নিজস্ব কুপন ওয়েবসাইট এর জন্য পাঁচ বছর ধরে ব্যবহার করেছি। যেটা শুধুমাত্র ৫৯ ডলার থেকে থিম ফরেস্ট প্লাটফর্ম থেকে ক্রয় করেছিলাম। কারণ এই রিহ্যাব থিমটি বিনামূল্যে পাওয়া যায় না। আপনি হয়তো অল্প মূল্যে তাদের জিপিএল থিম পেতে পারেন। কিন্তু সেটিতে আপনাকে পরবর্তীতে আপনার অনেক সমস্যা সম্মুখীন হতে হবে।

তবে সব থেকে মজাদার যে বিষয়টি হলো। আপনি এই থিমে মাধ্যমে বিভিন্ন ধরনের eCommerce ব্যবসা করতে পারবেন। সাথে বডি প্রেস এবং বিবি-প্রেস এর মত প্লাগিন ইন্টিগ্রেশন করে, গ্রুপ মেম্বারশিপ সিস্টেম তৈরি করতে পারবেন। সাথে এটি আধুনিক ডিজাইনের থিম, সেকারণে এটির লোডিং স্পিড খুবই দূরত্ব, যেটি সার্চ ইঞ্জিনের জন্য খুবই উপযোগী।

৯ আভাদা থিম

সেরা ওয়ার্ডপ্রেস থিম avada theme

আভাদা থিম হল ওয়ার্ডপ্রেস এর সবচাইতে জনপ্রিয়। এবং থিম ফরেস্ট এর মত পপুলার ওয়েবসাইটে বেশি বিক্রয়কৃত প্রিমিয়াম থিম গুলোর মধ্য একটি। এই থিমটি থিম ফাংশনস দ্বারা তৈরি। সুতরাং এর অনেক প্রধান বৈশিষ্ট্য আছে। যেমন; অসংখ্য কাস্টমাইজেশন অপশন, ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার এর মাধ্যমে সহজে ওয়েবসাইট ডিজাইন ফ্যাসালিটি, এবং কিছু প্রিমিয়াম ডিজাইন টেমপ্লেট উপলব্ধ আছে।

আপনি এই বহুমুখী আভাদা থিমটিকে ব্যবহার করে, যেকোনো ধরনের ব্যবসায়িক ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, লগ ওয়েবসাইট, ও পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন বা তৈরি করতে পারবেন। এবং এই থিমটি ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করাও খুব সহজ। কারণ আভাদা থিমটি ব্যাবহার করে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে গেলে, আপনার কোন কোডিং এর দক্ষতার প্রয়োজন হয় না। সাথে এটি eCommerce এর সাথে সম্পূর্ণভাবে ইট্রিগ্রেটে করা। ফলে আপনি সহজেই আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট বিক্রেতার ই-কমার্স ফিচার্স যোগ করতে পারবেন।

এছাড়া আপনি এই থিমের মধ্য পেয়ে যাবেন এসিও বন্ধুত্ব, দূরত্ব লোডিং সিস্টেম। যেটি আপনার ওয়েবসাইট ব্যবহারকারী অভিজ্ঞতা কে বাড়াতে সাহায্য করে। সাথে google সার্চ পারফরমেন্সে আপনার ওয়েবসাইটকে উচ্চতা র‍্যাংকিং নিয়ে আসতে সাহায্য করে।

১০. নেভে থিম

সেরা ওয়ার্ডপ্রেস থিম neve theme

নেভে হলো ওয়ার্ডপ্রেস এর জন্য একটি হালকা এবং দূরত্ব লোডিং কাস্টমারজেবল থিম। যেটি বিশেষ করে ব্লগার, ছোট ব্যবসা, এজেন্সি এবং ই-কমার্স ওয়েবসাইট এর জন্য তৈরি করা হয়েছে। সুতরাং, আপনি যদি এগুলোর মধ্যে থেকে কোন একটি কাজের জন্য ওয়েবসাইট তৈরি করতে চান। তাহলে আপনি নেভে থিমটি ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

কারণ এ থিমের মূল উদ্দেশ্য হলো উন্নত পারফরম্যান্স দিয়ে, ব্যবহারকারীকে উন্নত করে, তার লক্ষ্যে পৌঁছানো। যেটার মাধ্যমে সে তার ওয়েবসাইট তৈরি করার কার্যকারী সম্পন্ন করতে পারে। সাথে মোবাইল, কম্পিউটার, এবং ল্যাপটপ এর রেস্পন্সিপ ডিজাইন এর সমর্থন ও সুন্দরভাবে লোড হতে সক্ষম হয়। অন্যান্য জনপ্রিয় পেজ বিল্ডারের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে ডিজাইন করা সম্ভব।

তবে আপনি যদি তাদের প্রিমিয়াম পরিকল্পনা গুলির মধ্য থেকে একটি পরিকল্পনা মাত্র ৬৯ ডলার দিয়ে ক্রয় করেন। তাহলে আপনি কিছু অতিরিক্ত ফিচারস পাবেন। যেমন ; অসংখ্য সাইটে ব্যবহার করার পারমিশন, থিমের হেডার, ফুডার ও ব্লগ পোস্ট কাস্টমাইজেশন, কাস্টম লেআউট, হুক তৈরী, রিভিউ এবং তুলনা, প্রোডাক্ট এর সাথে প্রোডাক্টের তুলনা করবার ব্লক, পপআপ, ব্লগ কনটেন্ট আকৃতি পরিবর্তন, কনটেন্ট সুরক্ষিতা, কনটেন্ট ডাইরেকশন। এছাড়া আরো অনেক কিছু পাবেন সেগুলো জানতে এখানে ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস ব্লগারদের জন্য সেরা থিম কোনটি?

ওয়ার্ডপ্রেস ব্লগারদের জন্য সেরা থিম হলো; ডব্লুপি আস্ট্র, জেনারেট প্রেস, কাডেনসি ডব্লুপি, অভাদা থিম গুলি হল আপনার জন্য সেরা থিম।

ওয়ার্ডপ্রেস ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য সেরা থিম কোনটি?

ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য সেরা ওয়ার্ডপ্রেস থিম হলো ডব্লুপি আস্ট্র, ডেভি এলিগেন্ট থিম, থেমিফাই, ওশান ডব্লুপি এবং রিহ্যাব থিম।

এজেন্সি ওয়েবসাইটের জন্য সেরা থিম কোনটি?

এজেন্সি ওয়েবসাইটের জন্য সেরা থিম হলো ডিভি এলিগ্যান্ট, স্টুডিও প্রেস, রিহ্যাব, ওশান ডব্লুপি, ও নেভে থিম। এগুলো আপনার এজেন্সি ওয়েবসাইট তৈরি করতে সার সঞ্জোম পূর্ণ হতে পারে।

শেষ কথা :

আমি আশা করি এখানে দেওয়া ১০ টি জনপ্রিয় এবং সেরা ওয়ার্ডপ্রেস থিম এর মধ্য থেকে, আপনার পছন্দনীয় ও প্রয়োজনীয় থিমটি পেয়ে গিয়েছে। যদি পেয়ে থাকেন এবং এই নিবন্ধনটি আপনাকে একটি সঠিক থিম নির্বাচন করতে সাহায্য করে থাকে। তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরো নতুন নতুন বিষয়ে জানতে ও ব্লগিং সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট করুন। সাথে টেলিগ্রাম চ্যানেলে যোগদান করে সমস্ত নতুন আপডেটের খবরগুলি সংগ্র কোহ করুন।

আরো পোস্ট পড়ুন :-