কিভাবে ২ মিনিটে একটি ব্লগ তৈরি করা যায় Jetpage এর মাদ্ধমে
আমরা সকলেই জানি ব্লগ তৈরি করে, সেখানে নিয়মিত কন্টেন আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করা সম্ভব। তাই আমরা সকলেই ব্লগ তৈরি করতে চেয়ে থাকি। কিন্তু একটি ওয়ার্ডপ্রেস, বা ব্লগার এর মত প্ল্যাটফর্মে ব্লগ তৈরি করতে। ওয়েবসাইট সম্পর্কে কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয়ে থাকে। যেটা সবার মধ্যে উপস্থিত থাকে না।
তাই যারা ব্লগিং সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে, কিন্তু ওয়েবসাইট তৈরীর সম্পর্কে কোন জ্ঞান নেই। কিন্তু নিজস্ব একটি ব্লগ তৈরি করতে চান। তাহলে এই নিবন্ধনটি মনোযোগ সহকারে পড়ুন।
কারণ এই নিবন্ধনের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এমন একটি ব্লগিং প্ল্যাটফর্ম। যেখানে আপনি, আমি বা অন্য যেকোনো নতুন ভাই বা বোনেরা একটি নিজস্ব ব্লগ ওয়েবসাইট তৈরি করে। আপনার এক্সপেরিয়েন্স বা কর্মকার্য গুলো অনলাইনের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরতে পারবে।
তারপর আপনার ব্লগ সাইটটিকে বিভিন্ন উপায়ে মনিটাইজেশন করে, সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
তাই চলুন; জেনে নেই সেই সহজ ব্লগ তৈরীর পদ্ধতিটি।
কিভাবে ২ মিনিটে একটি ব্লগ তৈরি করা যায়
২ মিনিটে একটি ব্লগ তৈরি করতে। আপনাকে সবার প্রথম এই নিবন্ধনে শেয়ার করা ব্লগ তৈরীর ওয়েবসাইট–টিতে প্রবেশ করতে হবে।
যে ওয়েবসাইটটির নাম হল জেটপেজ। এই ব্লগ তৈরি সাইটটি নির্বাচন করার মূল উদ্দেশ্য হলো এখানে আপনি ফ্রিতে সুন্দর ডিজাইনের ব্লগ বা ছোট ব্যবসায়ী ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
এর জন্য সবার প্রথম আপনাকে এখানে দেওয়া লিংকে ক্লিক করে এই জেটপেজ ডট কো ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
তারপর সেখানে উপলব্ধ “ট্রাই ফর ফ্রি” বাটনটিতে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনি আপনার ওয়েবসাইট এর কালার, বা রং কেমন রাখতে চান সেটি নির্বাচন করুন। তারপর উপরে দেওয়া “নেক্সট” বাটনে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনাকে আপনার সাইট সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিতে হবে। যেমন; ওয়েবসাইটের নাম, ডামিন নাম, লোগো, ওয়েবসাইটের হেড লাইন, ট্যাগলাইন, এছাড়া আরো অনেক কিছু। এর জন্য আপনাকে সেগুলো সেখানে দেওয়া বক্সে সেগুলো ফিলাপ করতে হবে।
১. ওয়েবসাইট নেম বক্সে আপনার ওয়েবসাইটের নামটি কি রাখতে চান সেটি লিখুন।
২. ডোমিন নাম বক্সে আপনার ওয়েবসাইটের ডোমিন নামটি লিখুন। তবে আমি আপনাকে রিকমেন্ড করব আপনার ওয়েবসাইটের নাম যেটি আছে সেই একই নামটি লেখার জন্য। শুধুমাত্র নামের মাঝখানে যে স্পেস বা গ্যাপ-টি থাকে সেটা না দিয়ে লিখুন।
৩. লোগো অপশনে, আপলোড বাটনে ক্লিক করে আপনার ওয়েবসাইটের লোগো টি আপলোড করুন। যদি আপনার লোগো বানানো না থেকে থাকে। তাহলে আপনি এখনই ক্যানভা কিংবা উইক্স ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ওয়েবসাইটের জন্য একটি সুন্দর লোগো বানিয়ে নিন।
৪. হেডলাইন বক্সে আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে একটি সুন্দর হেডলাইন লিখুন ৫০ থেকে ৬০ সংখ্যার মধ্যে।
৫. ট্যাগ লাইন বক্সে আপনি কোন টপিক এর উপরে আপনার ওয়েবসাইটটি সঠিক ভাবে চালু করে দর্শকের কাছে পরিচিত করতে চান সেই টপিকের কিছু ট্যাগ বা কিওয়ার্ড সেখানে যুক্ত করে দিন। সেটা হতে পারে ব্লগিং এর ক্ষেত্রে, স্বাস্থ্য, শরীর চর্চার, টেকনোলজি ব্লগ এর ক্ষেত্রে, ট্রাভেল ব্লগের ক্ষেত্রে, বা অন্যান্য ক্ষেত্রে।
৬. আপনার ব্লগে একদম উপরে যে হেডিং টি লিখেছেন সেটিকে লুকিয়ে রেখে আমাদের ওয়েবসাইটের মত দর্শকের কাছে ওয়েবসাইটের লোগো প্রদর্শিত করার জন্য “হেডার টেক্সট” অপশনে ক্লিক করে আপনার ওয়েবসাইটের মেইন লোগোটি আপলোড করে দিন।
এই সমস্ত কাজ সম্পূর্ণ করার পরে উপরে দেওয়া ফিনিশ বাটনে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনার স্কিনে একটি “কংগ্রেজুলেশন” মেসেজ দেখাবে। এরপর আপনার শুধু মাত্র একটি কাজ বাকি থাকবে। সেটি হল আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার করার জন্য আপনি আপনার ইমেল আইডি বা পাসওয়ার্ড লিখে “সাইন আপ” বাটনে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
অন্যথায় আপনি উপরে দেওয়া “সাইন আপ উইথ গুগল” বা “সাইন আপ উইথ ফেসবুক” বাটনে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করে তাদের ১৪ দিনের ফ্রি ট্রায়াল পরিকল্পনাটি ব্যবহার করে দেখতে পারেন।
এর জন্য আপনাকে কোন ক্রেডিট কার্ড এর প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট তৈরি করেই সেখানে ব্লগ পোষ্ট এর মাদ্ধমে বা ব্যবসার সম্মোধ ওয়েবসাইট ডিজাইন করে ব্যবসাকে প্রচার করা শুরু করতে পারবেন।
আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পূর্ণ হয়ে গেলে। আপনাকে তাদের সাইট অপারেট করবার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। যেটা দেখতে নিচে দেওয়া ছবির মতন। সেখানে আপনি আপনার (ওয়েবসাইটের লিংকে) ক্লিক করে, আপনার সাইটটি কেমন তৈরি হয়েছে সেটি দেখতে পারবেন।
এরপর আপনি “এডিট” বাটনে ক্লিক করে আপনার সাইটটিকে এডিট করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। আর আপনি যদি আপনার সাইটটি ডিলিট করতে চান। তাহলে সেখানে দেওয়া “ডিলিট” বাটনে ক্লিক করুন।
আর আপনার সাইটটিকে ম্যানেজ করার জন্য “এডিট” বাটনে ক্লিক করে আপনার সাইট ম্যানেজ পেজে প্রবেশ করুন। তারপর সেখানে দেওয়া অপশন গুলিতে ক্লিক করে আপনার সাইটটিকে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিন এবং নতুন নতুন ব্লগ পোস্ট পাবলিশ করতে থাকুন।
আপনার এই জেট পেজ ফ্রি ব্লগ সাইটে পোস্ট করবার জন্য। সেখানে উপলব্ধ মেনুগুলির মধ্যে থেকে “ব্লগ” মেনুতে ক্লিক করুন। তারপর “অ্যাড নিউ” বাটনে ক্লিক করে, ব্লক পোষ্টের টাইটেল, থাম্বেল, কিওয়ার্ড, ও শব্দগুলো বসিয়ে “পাবলিশ” বাটনে ক্লিক করে পোস্টটি পাবলিশ করে দিন।
আর ব্লগ পোস্ট ও সাইট এডিটিং এর বিষয়ে সম্পূর্ণ জানতে, নিচে দেওয়া ভিডিওটি দেখুন। আর যদি আমার কাছ থেকে এই বিষয় সম্পূর্ণ টিপ পেতে চান, তাহলে নিচে কমেন্ট বক্সে জানান।
এইভাবে ব্লগিং করলে কি সফলতা পাওয়া যাবে?
অবশ্যই আপনি যদি সঠিকভাবে কাজ করে, সঠিক দর্শকের কাছে আপনার ব্লকটিকে পৌঁছাতে পারেন। তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। কারণ এখান থেকে আপনি খুব সহজেই Google এড, Facebook অ্যাড, পিনন্টারেস্ট অ্যাড ও আরো বিভিন্ন ক্যাম্পেইন এর মাধ্যমে আপনার ব্লগকে দর্শকের কাছে প্রচার করতে পারবেন।
এই Jetpage এর ফ্রি পরিকল্পনা শেষ হয়ে গেলে কি হবে?
এই জেড পেজ এর ফ্রি পরিকল্পনাটি শেষ হয়ে গেলে। আপনাকে তাদের প্রিমিয়াম পরিকল্পনা তে আপডেট করতে হবে। এর জন্য আপনাকে প্রতিমাসে ২৯ ডলার করে পেমেন্ট করতে হবে একটা ওয়েবসাইটের জন্য।
Jetpage এবং Blogger এর মধ্যে কোন প্লাটফর্মটি ভালো?
আপনি যদি শুধুমাত্র ব্লগিং এর জন্য ওয়েবসাইট তৈরি করতে চান। তাহলে আপনি ব্লগার ওয়েবসাইট টিকে নির্বাচন করতে পারেন। আর আপনি যদি ব্লগিং সাথে আপনার ব্যবসায় বা পরিষেবা বিক্রয়ের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে Jetpage সাইটটি নির্বাচন করুন।
আরো পড়ুন:
- জিমেইল কি? এবং জিমেইল ব্যবহারের সুবিধা কি
- বিনামূল্যে Guest Writing করার সাইট
- ব্লগ কাকে বলে এবং ব্লগিং কিভাবে শুরু করব?
- মোবাইলে ব্লগিং কিভাবে শুরু করা যায় তার উপায়
শেষ কথা:
আপনি কিভাবে দু মিনিটের মাধ্যমে মধ্যে জেট-পেজ এর মতো ব্লগ সাইট তৈরি প্লাটফর্ম ব্যবহার করে একটি ব্লগ সাইট তৈরি করতে পারবেন? সে বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়েছেন।
যদি আপনি এই নিবন্ধন থেকে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে থাকেন। তাহলে নিবন্ধনটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে এই বিষয়ে জানতে সাহায্য করুন।
আর এরকম ধরনের আরো নতুন নতুন নিবন্ধন পেতে ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন।
আপনার কোন প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে জানান। আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব।