ব্লগার থিম ডাউনলোড – ব্লগের জন্য প্রিমিয়াম থিম বা টেম্পলেট

ব্লগার থিম ডাউনলোড – ব্লগের জন্য প্রিমিয়াম থিম বা টেম্পলেট

ব্লগার এ ওয়েবসাইট তৈরি করে সেই ব্লগ সাইটের জন্য। একটি ভালো ব্লগার থিম ডাউনলোড করে আপনার ব্লগে ব্যবহার করা অত্যন্ত জরুরী।

কারণ আপনার ব্লগে যদি ভালো একটি থিম ইন্সটল বা ব্যবহার করা থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি অনেক উপকার পাবেন। এবং দর্শকদের বেশি করে আকর্ষিত করতে পারবেন।

কারণ আমরা সকলেই জানি ব্লগার থিমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর মত সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি না। সেই কারণে আমরা সেই কথা মাথায় রেখে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু থিম।

যে থিমগুলো আপনার ব্লগ ওয়েবসাইটে ব্যবহার করলে, অনেকটাই ওয়ার্ডপ্রেস সাইটের মত কাস্টমাইজেশন এবং সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন।

এছাড়া সেই থিমগুলোতে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অপশন। সাথে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও আরো অন্যান্য সমস্ত ডিভাইসে সাপোর্টেবল বা রেস্পন্সিভ। তাই চলুন দেরি না করে জেনে নিই সেই ব্লগার থিম গুলোর সম্পর্কে।

সেরা ৫ টি ব্লগার থিম ডাউনলোড প্রিমিয়াম ভার্সন

আমরা ব্লগার থিম ডাউনলোড করার আগে জেনে নেব। সেই থিমের মধ্য কি কি থাকলে আমরা সেই থিমটাকে নির্বাচন করতে পারি?

প্রথমত সেই থিমটা যেন এসিও ফ্রেন্ডলি হয়ে থাকে, এবং মোবাইল ও অন্য সমস্ত ডিভাইসগুলিতে খুব সুন্দরভাবে খোলা যায়। এবং এডসেন্স কিংবা অন্য কোন এড নেটওয়ার্কের অ্যাড ফ্রেন্ডলি হয়ে থাকে। সাথে সেটি রেস্পনসিভ ডিজাইন এবং দ্রুত লোডিং হয়ে থাকে। এবং সেই থিমটি ব্যবহার করে ওয়েবসাইটটি দেখতে যেন প্রফেশনাল হয়ে থাকে। তারপর আমরা সেই থিমটি নির্বাচন করতে পারি।

তাই এগুলোই দেখেই আমি আপনাদের জন্য এই থিমগুলো নির্বাচন করেছি।

তবে এই থিমগুলো ব্যবহার করার জন্য আপনাকে হয়তো একবার অল্প কিছু টাকা ব্যয় করতে হতে পারে। কিন্তু আপনি যদি সেই টাকাটি ব্যয় করেন। তাহলে আশা করি আপনার ওয়েবসাইটটি অন্যদের তুলনায় অনেক জনপ্রিয় হয়ে উঠবে।

১. এসইও নেক্সট ব্লগার টেমপ্লেট

s670 e90 rw l55

এটি একটি ব্লগার ওয়েবসাইট এর জন্য অন্যতম থিম বা টেমপ্লেট। যেটির মধ্যে আপনি পেয়ে যাবেন পুরোপুরিভাবে এসইও অপটিমাইজ, ডার্ক ও লাইট মোড, দ্রুত লোডিং স্পিড, গুগল কোর ওয়েভ ভাইটাল থেকে মুক্তি। এছাড়া আরও অনেক কিছু।

এই থিমটি আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে ব্যবহার করে যে কোন ধরনের একটি ব্লগ তৈরি করতে পারবেন। সেটা টেকনোলজি, নিউজ, কিম্বা অন্য যেকোন সম্পর্কে হোক না কেন, কোনো অসুবিদা হবে না। সাথে থিমটিতে পেয়ে যাবেন আপনার দর্শকদের আপনার ব্লগের সাথে জোড়াবার জন্য সাবস্ক্রাইব বাক্স ও বাটন।

খুব সুন্দর একটি নেভিগেশন মেনু, এবং সুন্দর ডিজাইন টেম্পেলের। সাথে আপনি প্রতিটি ব্লগ পোস্টে মাল্টিপেল অ্যাড বা বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন। আপনার অন্যান্য social media লিংক গুলো লাগাতে পারবেন। এবং পোষ্টের নিচে আপনার ব্লগের মালিক এর সম্পর্কে দর্শকদের জানাতে পারবেন।

২. ম্যাগসফ্ট ব্লগার টেমপ্লেট

magsoft%20blogger%20template%20v1

ম্যাগসফ্ট হলো সুন্দর ডিজাইন এর এসইও রেডি একটি ব্লগার টেম্পলেট বা থিম। যেটা আপনার ওয়েবসাইটে লাগানোর পর আপনার ব্লগটিকে খুব সুন্দর ও প্রফেশনাল ভাবে দেখাতে পারবেন। এবং এই ব্লগার টেমপ্লেট টিকে তিনটি পৃথক ভাগে বৈশিষ্ট্য অফার করা হয়েছে। প্রথমত RPL, অত্যন্ত এসিও অপটিমাইজ, এবং এডসেন্স এর সাথে খুবই বন্ধুত্বপূর্ণ। সাথে সাময়িকভাবে সমস্ত ব্রাউজার এ সাপোর্ট করে।

এছাড়া এই ব্লগার টেম্পলেট টি আপনি টেকনোলজি, ম্যাগাজিন, গেমিং, কিম্বা নিজের ব্যক্তিগত ব্লগ তৈরির জন্য এটি একটি সুন্দর ব্লগার টেমপ্লেট পাবেন। যেখানে আপনি আপনার ব্লগের প্রিয় পোস্টটিকে বুক মার্ক হিসেবে নির্বাচিত করে রাখতে পারবে।

এবং আপনার ওয়েবসাইটটিকে এইচটিএমএল উই-জেড এর মাধ্যমে খুব সহজেই কাস্টমাইজেশন করে নিতে পারবেন। সাথে একটি কাস্টম বিজ্ঞাপন প্রদর্শিত করতে পারবেন।

৩. কুইক স্পর্ট ব্লগার টেমপ্লেট

Quick%20Spot%20blogger%20template%20v1%20%281%29

কুইকস্মট হল আমার পছন্দনীয় অন্যতম একটি জনপ্রিয় থিম। যে থিমটি আমি আমার কিছু ব্লগার ওয়েবসাইটে ব্যবহার করেছি।

কারণ এই থিমটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে। যেটি গুগলের অ্যালগরিদম আপডেট মেনে চলবে। সাথে এটি একটি শক্তিশালী ম্যাগাজিন থিম বলা যেতে পারে। কারণ এটি বিভিন্ন ধরনের গ্যাজেট, বিভাগ, গুলি দেখানো যায়। যেগুলো দর্শকদেরকে প্রদর্শিত করে আকর্ষণ করবে।

এবং এই থিমটি আপনার ব্যবহার করে আপনি যেকোনো ধরনের ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং এটি এডসেন্স এর বন্ধুত্বপূর্ণ টেমপ্লেট।

সুতরাং আপনি খুব সহজেই গুগল এডসেন্সের অ্যাড লাগিয়ে সেগুলি গুলো দর্শকদের সাথে প্রদর্শিত করেত পারবেন। সাথে আপনার পোস্ট এবং পৃষ্ঠাগুলি সহজেই সেটআপ করতে পারবেন। এছাড়া এটি এসিও বন্ধুত্ব থিম। যেটি আপনাকে গুগলে র‍্যাংকিং দিতে সাহায্য করবে।

৪. ম্যাগী ব্লগার টেমপ্লেট

AVvXsEg16FKHO BPxnhlwQhrE7YCV5dUx02nDG9tR94oIn6lTtMWSC1W2DejShQdDz56F5V2qEtU4wm3UF7rIMCsj6yyoUE7Qc6YmPkeNykX3ZAIzS2L9cj6MdZBBIMalhtpmpeTbsK01AJTgW6JoDAryi CIYplKvaN2eQ0qo3RdWp8bDi6M7SYHz 3miDSng=s670 e90 rw l55

আপনি যদি সুন্দর ডিজাইন, কিংবা আমাদের ওয়েবসাইট এর মত ডিজাইনের একটি সুন্দর ব্লগার টেমপ্লেট খুঁজে থাকেন। তাহলে এই ম্যাগী থিমটি আপনার জন্য অন্যতম একটি জনপ্রিয় থিম হতে পারে।

কারণ এই থিমটিতে আপনি পেয়ে যাবেন খুব সুন্দর ও মোবাইল রেসপন্সিভ ডিজাইনর, সাথে নাইট ও লাইট মোড, সার্চ বাটন, সমস্ত নতুন পোস্টের লিস্ট, নেভিগেশন ও সুন্দর ডিজাইনের বৈশিষ্ট্য, হাইলাইট পোস্ট, ক্যাটাগরি, সাথে দর্শকদের জনপ্রিয় পোষ্টের list এবং একটি ইমেইল সাবস্ক্রাইব বক্স। যেটির মাধ্যমে আপনার দর্শকদের কাছ থেকে আপনি ইমেইল সংগ্রহ করতে পারবেন।

এই থিমটি বিশেষ করে পার্সোনাল ব্লগ, ব্লগিং ও অনলাইন ইনকাম সম্পর্কিত ব্লগ তৈরি করতে ব্যবহার হয়ে থাকে।

এছাড়া সিঙ্গেল পোস্ট অপশন এর মধ্যে আপনি এডসেন্স এর অনুমোদিত নিয়ে আপনার দর্শকদের বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন। সাথে আপনার ব্লগের মালিকের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার একটি অথর বক্স পেয়ে যাবেন। এবং নিচে দেওয়া সেই ক্যাটাগরি সম্বন্ধে দর্শকদের পছন্দনীয় পোস্টগুলো দেখাতে পারবেন।

এছাড়া আরো অনেক ফিচারস পাবেন। যেগুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে Google Search রেংকিং এ নিয়ে আসতে পারবেন এবং কোর ওয়েব ভাইটাল ও সমস্ত নতুন আপডেট থেকে মুক্তি পেতে পারবেন।

৫. এসিও ইঞ্জিন ব্লগার টেমপ্লেট

AVvXsEhAKYQ1DVFcKfyk5oW kdAx bjrDHFXT8L3qhXjXQkwadYGQTVjqYBAH6PZGsgOdv7rcZi2ibsUgwy3s1ZDUSUr71FPcLG5a FcOgY ojjfsIZsU9z2xrouCRqzNvXgZRnTTFX5GTvwZ7QtGWg BcEALT EmwGdwQsLQSI7WTotFzofz50ZHddOdmst4A=s700 rw

যে সমস্ত দর্শক বা ব্লগার তাদের ওয়েবসাইটে ইনকাম, ইউটিউব, ব্লগিং, এসইও সার্ভিস এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত ব্লগ করে থাকেন তাদের জন্য এই থিমটি অত্যন্ত প্রয়োজনীয় বা লাভবান বলতে পারেন।

কারণ এই থিমটি এত সুন্দর ভাবে কাস্টমাইজেশন বা ডিজাইন করা হয়েছে। যেটি সমস্ত ব্রাউজার এবং ডিভাইস গুলিতে সাপোর্ট করে। সাথে এটি পুরোপুরিভাবে এসইও রেডি একটি থিম। এবং এই থিমটি ডিজাইনটি অন্য থিমের তুলনায় পুরো আলাদা।

এই এসইও ইঞ্জিন থিমটি তে আপনাদের জন্য অফার করেছে ওয়ার্ডপ্রেস এর মত সমস্ত প্রয়োজনীয় ফিচারস। যেমন; সূচিপত্রের তালিকা, বিভিন্ন ধরনের বাটন ও কালার বাটন, সাথে ডাউনলোড বাটন, এবং হেডিং ট্যাগ পয়েন্ট, সেকশন, নাম্বার কাউন্টিং, যোগাযোগ ফর্ম এবং অ্যালার্ট মেসেজ বক্স।

সাথে প্রতিটি ব্লক পোস্ট কে শেয়ার করার জন্য শেয়ার বাটন, অথর বক্স, ইমেইল সাবস্ক্রাইব বাটন ও আপনার সোশ্যাল মিডিয়া লিংক যুক্ত করার অপশন পেয়ে যাবেন। এছাড়া আপনি আরো অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো একটি ব্লগের ক্ষেত্রে প্রয়োজনীয় সে সমস্ত কিছুই এই থিমটিতে পেয়ে যাবেন।।

কিভাবে ব্লগার থিম প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করব?

ব্লগার থিম প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করার জন্য আপনাকে প্রিমিয়াম ব্লগার থিম ক্রয় করতে হবে। সেগুলো পাওয়া যাবে থিমফরেস্ট, ও ব্লগারটেমপ্লেট ওয়েব সাইটে প্রবেশ করে। সেখান থেকে আপনি কিছু টাকা ব্যয় করে একটি প্রিমিয়াম ভার্সন এবং সুরক্ষিত একটি ব্লগার থিম ডাউনলোড করে নিতে পারেন।

লাইসেন্স ছাড়া ব্লগার টেমপ্লেট ব্যবহার করলে কি কোন ক্ষতি হবে?

অবশ্যই, আমি মনে করি লাইসেন্স ছাড়া ব্লগার টেমপ্লেট ব্যবহার করলে ক্ষতি হবে। কারণ আমার সাথে একবার এই বিষয়টি ঘটেছে। যেখানে আমি একটি লাইসেন্স ছাড়া ব্লগার থিম আমার ওয়েবসাইটটিতে ব্যবহার করেছিলাম। কিন্তু যখন ওই ব্লগ ওয়েবসাইটটি গুগোলে রেংক করে, বেশি পরিমাণ দর্শক আসার শুরু করেছে। তখনই সেই ব্লগের থিমের তরফ থেকে ডিএমসিএ রিপোর্ট দিয়ে দিয়েছে। ফলে আমার ব্লগ ওয়েবসাইটটি ধীরে ধীরে নিচের দিকে চলে যেতে শুরু করে। ফলে এই বিষয়টা জানার পরে আমি নতুন একটি প্রিমিয়াম ভার্সন ব্লগার থিম ক্রয় করে, আমার ব্লগ সাইটে লাগানোর পরে। তিন মাস প্রতিনিয়ত কাজ করি। তারপরে আমার ব্লগটি আবার সেই আগের জায়গায় ফিরে আসে।

ব্লগার এর জন্য বেস্ট প্রিমিয়াম থিম কোনটি?

আপনি যদি ব্লগার এর জন্য বেস্ট প্রিমিয়াম থিমটি খুঁজে থাকেন। তাহলে আমি আপনাকে বলব আপনি উপরে দেওয়া পাঁচটি ব্লগার থিমের তালিকা থেকে। “ম্যাগী ব্লগার” বা “এসিও ইঞ্জিন ব্লগার” থিমটি একবারের জন্য শুধুমাত্র ৫০০ থেকে হাজার টাকা দিয়ে ক্রয় করে নিতে পারেন। এবং সেটি আপনার ব্লগে ব্যবহার করতে পারেন। কারণ এই দুটো থিম হল ব্লগ ওয়েবসাইটের জন্য সবথেকেতে বেস্ট থিম।

উপসংহার :

আমি আশা করি আপনি এখানে দেওয়া ব্লগার টেম্পলেট গুলো সম্পর্কে জানতে পেরে বা ডাউনলোড করতে পেরে উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন এবং এটি আপনার ভালো লেগে থাকে। তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আপনার যদি এই ব্লগার থিম ডাউনলোড করার বিষয়ে কোন প্রশ্ন থেকে থাকে, কিংবা ফ্রিতে ব্লগ থিম ডাউনলোড করবার জন্য সন্ধান করে থাকেন। তাহলে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেটির উপরে একটি আলাদা নিবন্ধন পাবলিশ করব আপনাদের জন্য। আর আপনার যদি ব্লগিং সম্পর্কে জানতে আগ্রহ থেকে থাকে এবং অনলাইন থেকে ইনকাম করতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান হয়ে থাকুন।

আরো পোস্ট পড়ুন :-