এয়ারটেলে পোর্ট বা নতুন সিমের আবেদন কিভাবে করবেন

বাড়ি বসে যেকোন সিমকে এয়ারটেলে পোর্ট বা নতুন সিমের আবেদন কিভাবে করবেন

আপনি কি আমার মত বাড়ি বসে আপনার ভোডাফোন, আইডিয়া, জিও বা অন্য যে কোন কোম্পানির সিমকে, এয়ারটেল কোম্পানিতে পোর্ট করতে চান। বা নতুন এয়ারটেল সিমের জন্য আবেদন করতে চান। যেটি ফ্রিতে আপনার বাড়ি ডেলিভারি দিয়ে যাবে। যদি আপনার সিমটি এয়ারটেল এ পোর্ট করতে চান বা নতুন সিম নিতে চান তাহলে এই নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন।

কারণ আমরা জানি প্রতিদিন নিয়মিত Airtel তাদের পরিষেবা কে উন্নত করতে চলেছে। এবং সবাইকে ফাইভ-জি (5G) ইন্টারনেট পরিষেবা ফ্রিতে প্রদান করছে। সেই কারণে অনেকেরই আগ্রহ হয়ে থাকে তাদের কাছে থাকা জিও, ভোডাফোন বা অন্য যেসব কোম্পানির সিম গুলো আছে। সেই সব কোম্পানির সিম টিকে এয়ারটেল পোর্ট করে নেওয়ার জন্য বা একটি নতুন এয়ারটেল সিম নেওয়ার জন্য। তাই এই নিবন্ধনটি বিশেষ করে তাদের জন্য লেখা।

তাই চলুন আমরা দেরি না করে জেনে নিই। আমরা কিভাবে বাড়ি বসে অনলাইনের মাধ্যমে আমাদের সিমটিকে এয়ারটেল সিমে পোর্ট করতে পারি, বা নতুন সিমের জন্য আবেদন করতে পারে সেই বিষয়টি।

যেকোন সিমকে এয়ারটেলে পোর্ট কিভাবে করবেন

আপনি যদি আপনার কাছে থাকা ভোডাফোন, জিও বা অন্য যেকোনো কোম্পানির সিমকে এয়ারটেলে করতে চান। তাহলে আপনি সবার প্রথমে এখানে দেওয়াল লিংকে ক্লিক করে Airtel.in, এয়ারটেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

তারপর আপনি সেই এয়ারটেল অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর “সিডিউল ডোর স্টেপ কেওয়াইসি” অপশনের মধ্য থাকা ফর্মটি ফিলাপ করুন। যেমন ;

  1. নেম অপশনে আপনার নামটি লিখুন।
  2. মোবাইল নাম্বার বক্সটিতে আপনার মোবাইল নাম্বারটি লিখুন।
  3. তারপর তৃতীয় “ডু ইউ ওয়ান্ট টু পোর্ট দিস নাম্বার” মানে আপনি যদি আপনার মোবাইল নাম্বারটি পোর্ট করতে চান। তাহলে “ইয়েস” অপশনটি নির্বাচন করুন। আর যদি নতুন এয়ারটেল সিম নিতে চান তাহলে “নো” অপশনটি নির্বাচন করুন।
  4. পিন কোড বক্সে আপনার এরিয়া বা ঠিকানার পিন কোডটি লিখুন।
  5. লোকেশন বক্সে আপনি আপনার বাড়ির ঠিকানাটি লিখুন। অথবা আপনি নিচে দেওয়া “ইউজ ইওর কারেন্ট লোকেশন” অপশনটিতে ক্লিক করে সরাসরি গুগল ম্যাপ থেকে আপনার বর্তমান লোকেশন টি নির্বাচন করে দিন।
  6. একদম শেষের বক্সে আপনার বাড়ির বা ফ্ল্যাটের নাম্বারটি লিখুন। আর যদি আপনি আপনার বাড়ি বা ফ্লাটের নাম্বার না জেনে থাকেন, তাহলে লেখার দরকার নেই। আপনি শুধু নিচে দেওয়া “সাবমিট” বাটনে ক্লিক করুন।
যেকোন সিমকে এয়ারটেলে পোর্ট

আপনি সমস্ত তথ্যগুলো দিয়ে “সাবমিট” বাটনে ক্লিক করলে আপনি নিচে দেওয়া ছবির মত আপনার স্কিনে সাকসেস অপশনটি দেখতে পাবেন। এবং আপনার সিমটি পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। বা এয়ারটেল অফিসের কর্মচারী এসে আপনার যেসিমটি পোর্ট করার জন্য বা নতুন কানেকশন নেওয়ার জন্য আবেদন করেছিলেন সেটি ডেলিভারি দিয়ে যাবে।

যেকোন সিমকে এয়ারটেলে পোর্ট 2

এইভাবে আপনি খুব সহজেই বাড়ি বসে অনলাইনের মাধ্যমে, যেকোনো কোম্পানির সিমকে এয়ারটেল সিমে পোর্ট করে নিতে পারবেন একদম বিনামূল্যে।

এয়ারটেল নাম্বারে পোর্ট করতে কত সময় লাগে?

এয়ারটেল নাম্বারে পোর্ট করতে সাধারণত ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগে। কিন্তু আপনি যদি অনলাইনের মাধ্যমে আবেদন করে থাকেন। তাহলে তারা আপনাকে ২৪ ঘন্টার মধ্যে আপনার পোর্ট করা নাম্বারটি আপনার বাড়ি ডেলিভারি দিয়ে যাবে।

জিও নাম্বার এয়ারটেল পোর্ট করব কিভাবে?

আপনি জিও, ভোডাফোন বা অন্য যেকোনো কোম্পানির সিমকে এয়ারটেল পোর্ট করার জন্য উপরে দেওয়া টিপসটি অনুসরণ করুন। আর সহজেই আপনার নাম্বারটি এয়ারটেলে পোর্ট করে নিন।

এয়ারটেল পোর্ট করতে কত টাকা লাগে?

আপনি যদি আপনার কাছে থাকা সিমটি এয়ারটেলে পোর্ট করতে চান। তাহলে সেক্ষেত্রে আপনার কোন টাকা লাগবে না। তবে আপনি যদি নিজে থেকে অনলাইনের মাধ্যমে এয়ারটেলে পোর্ট করতে চান। সেক্ষেত্রেও আপনি ফ্রিতে পোর্ট করতে পারবেন। তবে আপনাকে প্রথমবারের জন্য একটি এয়ারটেল প্যাকেজ রিচার্জ করতে হবে। যেটি সর্বনিম্ন ২৯৯ টাকা।

এয়ারটেল সিম Vi তে কিভাবে পোর্ট করব?

এয়ারটেল সিম ভিআই তে পোর্ট করার জন্য। সবার প্রথমে আপনি আপনার মোবাইলে মেসেজ বক্সটি ওপেন করে ১৯০০ নাম্বারে একটি পোর্ট এসএমএস পাঠাতে হবে। সেই কারণে আপনি নাম্বার অপশনে 1900 নম্বর লিখুন এবং এসএমএস বক্সে PORT লিখুন। তারপরে <১০ – আপনার দশসংখ্যার মোবাইল নাম্বারটি লিখুন> এবং সেন্ড বাটনে ক্লিক করলে আপনার এসএমএসটি সেন্ড হয়ে যাবে। এবং আপনাকে ওই একই মোবাইল নম্বরে UPS পাঠানো হবে। সেটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী vi স্টোরে গিয়ে যোগাযোগ করলে তারা আপনার সিমটিকে পোর্ট করে দেবে।

অন্য নম্বর থেকে কি পোর্ট এসএমএস পাঠানো যায়?

অবশ্যই, আপনি প্রথম মেসেজ বক্সে 1900 নম্বরে PORT লিখে আপনি যে নাম্বারটি পোর্ট করতে চান সেই দশ সংখ্যার নাম্বারটি লিখে সেন্ড করে। আপনার নাম্বারটি নিশ্চিত করে দিতে হবে। তাহলে আপনি যে কোন নাম্বার থেকে এসএমএস পাঠিয়ে পোর্ট করতে পারবেন।

উপসংহার :

আমি আশা করি আপনি বাড়ি বসে আপনার কাছে থাকা ভোডাফোন, আইডিয়া, জিও বা অন্য কোম্পানির যে সিমটি আছে। সেই সিমটিকে এয়ারটেল কোম্পানির সিমে পোর্ট কিভাবে করবেন বা নতুন এয়ারটেল সিমের কানেকশন এর জন্য আবেদন কিভাবে করবেন এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরও নতুন নতুন টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। সাথে ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন।

আর আপনার যদি এয়ারটেল সিম পোর্ট করবার সম্পর্কে কোন ধরনের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন। ধন্যবাদ।

আরো পোস্ট পড়ুন :-