অ্যাপেল আইডি তৈরি কিভাবে করে বা খুলতে হয় তার নিয়ম এবং টিপস
আপনি কি আমার মত প্রথমবার iPhone বা অ্যাপেলের কোনো ডিভাইস ক্রয় করেছেন। এবং সেই ফোনটি বা ডিভিসিটি ব্যবহার করার জন্য অ্যাপেল আইডি তৈরি কিভাবে করে সেই বিষয়ে জানতে চাচ্ছেন। তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন। কারণ এই নিবন্ধনের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে সহজেই একটি অ্যাপেল আইডি তৈরি করতে এই বিষয়ে।
কারন আমরা সকলেই জানি যেকোন IOS ডিভাইস বা আইফোনকে ব্যবহার করতে গেলে। সবার প্রথমে সেই iPhoneটি তে অ্যাপেল আইডি তৈরি বা লগইন করতে হয়। যেমন; এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল জিমেইল আইডি প্রয়াজন। ঠিক আইফোনের ক্ষেত্রে অ্যাপেল আইডি। তাই এটি কিভাবে তৈরী করার যায় সেই বিষয়ে জানাটা আমাদের অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে।
তাই চলুন আমরা দেরি না করে জেনে নিই, সেই অ্যাপেল আইডি তৈরি করবার সমস্ত টিপস গুলো, ও কিভাবে তৈরি করতে পারব সেই সমস্ত বিষয়গুলি।
অ্যাপেল আইডি তৈরি কিভাবে করব
আইফোনে অ্যাপেল আইডি তৈরি করার জন্য, আপনাকে যেটি করতে হবে। সেটি হল, সবার প্রথমে আপনি আপনার আইফোনটি বা অ্যাপেল ডিভাইসটি চালু করে “সেটিং” অপশন এর মধ্যে প্রবেশ করুন। তারপর সেখানে দেওয়া একদম উপরে “সাইন ইন টু ইওর iPhone” অপশনটিতে ক্লিক করুন।
তারপরে আপনার স্কিনে আসা পেজে “ডোন্ট হ্যাভ এন অ্যাপেল আইডি অর ফরগেট আইডি” অপশনটিতে ক্লিক করুন।
তারপর আপনার স্কিনে আসা পপআপ এর মধ্যে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। সেখানে “ক্রিয়েট অ্যাপেল আইডি” অপশনটিতে ক্লিক করুন।
পরবর্তী অ্যাপেল আইডি তৈরি পেজে। ফাস্ট নেম বক্সে আপনার প্রথম নামটি লিখুন, লাস্ট নেম বক্সে আপনার নামের শেষ নামটি বা টাইটেলটি লিখুন। এবং তারপরে date of birthday এ আপনার জন্ম তারিখটি নির্বাচন করে উপরে দেওয়া “নেক্সট” বাটনে ক্লিক করুন।
পরবর্তী অ্যাপেল আইডি পেজে আপনি দুটি বাটন দেখতে পারবেন। “ইউজ ফোন নম্বর” ওর “ইউজ ইমেল আইডি” এই দুটির মধ্যে থেকে আপনি যেকোনো একটি কে নির্বাচন করে নিতে পারেন। তবে আমি আপনাকে বলব আপনার ফোন নম্বরটি নির্বাচন করার জন্য। সেই কারণে আপনি “ইউজ ফোন নম্বর” বানানটিতে ক্লিক করুন। আর আপনি যদি আপনার জিমেইল আইডিটি বা ইমেল আইডিটি ব্যবহার করতে চান। তাহলে “ইউজ ইমেইল আইডি” বাটনটিতে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনি কোন দেশে বসবাস করেন সেই দেশটি নির্বাচন করুন। তারপর আপনার ফোন নম্বরটি লিখে উপরে দেওয়া “নেক্সট” বাটনে ক্লিক করুন। আপনার ফোন নম্বর লিখে “নেক্সট” বাটনে ক্লিক করলে। আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং আপনার দেওয়া ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি ওখানে লিখুন এবং “নেক্সট বাটনে” ক্লিক করুন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওই ওটিপিটি অটোমেটিক নিয়ে নেয় ফলে সেটির লেখার প্রয়োজন হয় না।
আপনি ওটিপিটি লিখে নেক্সট বাটনে ক্লিক করলে। আপনাকে পরবর্তী পাসওয়ার্ড পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি আপনার অ্যাপেল আইডির সাথে যে পাসওয়ার্ডটি যুক্ত করতে চান বা রাখতে চান সেই পাসওয়ার্ডটি ‘পাসওয়ার্ড‘ বক্স এর মধ্যে ও ‘ভেরিফাই‘ বক্সের মধ্যে লিখে উপরে দেওয়া “নেক্সট” বাটনে ক্লিক করুন।
আপনি পাসওয়ার্ড লিখে “নেক্সট” বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী “ট্রিম এন্ড কন্ডিশন” পেজে নিয়ে যাবে। সেখানে আপনি “ট্রিম এন্ড কন্ডিশন” গুলো পড়ে নিচে দেওয়া “এগ্রি” বাটনে ক্লিক করুন। এগ্রি বটন এ ক্লিক করলে আপনার স্ক্রিনে একটি পপ আপ আসবে, সেখানে আপনি পুনরায় “এগ্রি” বাটনে ক্লিক করুন।
আপনি এগ্রি বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এবং আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার আইফোনে দেওয়া Screen lock OTP লিখে “ম্যারেজ” আর “ডোন্ট ম্যারেজ” এই দুটোর মধ্যে থেকে “ম্যারেজ” অপশনটি নির্বাচন করে দিন। এটি করলে সম্পূর্ণভাবে আপনার অ্যাপেল আইডিটি তৈরি হয়ে যাবে এবং সেটির মাধ্যমে আপনি অ্যাপেল স্টোর থেকে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেইসবুক ও আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ও অন্যান্য কাজগুলো করতে পারবেন।
তবে তার জন্য আপনাকে সেটিং অপশনের মধ্যে প্রবেশ করে Apple ID অপশনটিতে ক্লিক করে। অ্যাপেল আইডি অপশনের মধ্যে নিচে দেওয়া “Media and purchases” এ ক্লিক করে অফ বা বন্ধ থেকে সেটি অন বা চালু করে দিন। তবে এই প্রসেসে আপনার একটা ব্যাংক একাউন্ট নম্বর বা UPI id লাগবে। যেটি আপনার কাছে থাকা ফোনেপে বা গুগল পে থেকে পেয়ে যাবেন। সেটি দিয়ে সেভ করে দিলে আপনি আপনার অ্যাপেল ডিভাইসটিতে app ডাউনলোড, গান সোনা, আই ক্লাউড ব্যাবহার করা ও আরো অন্নান্য কাজ গুলো করতে পারবে।
এইভাবে সহজেই আপনি যে কোন আইফোনে অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন বা খুলতে পারবেন।
অ্যাপেল আইডি তৈরি করতে কি কি প্রয়োজন?
অ্যাপেল আইডি তৈরি করার জন্য শুধুমাত্র আপনার কাছে একটি ফোন নাম্বার, ইমেইল আইডি ও একটি ইউ-পি-আই আইডি বা ব্যাংক একাউন্ট থাকলেই হবে। আপনি সেটি ব্যবহার করে একটি নতুন অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন।
অ্যাপেল আইডি কিভাবে বের করব?
অ্যাপেল আইডি বের করার জন্য। সবার প্রথমে আপনি আপনার ফোনটি আনলক করুন। তারপর আপনার আইফোনের মধ্যে থাকা সেটিং মেনুটিতে ক্লিক করুন। তারপর সেটিং অপশন এর মধ্যে যে প্রথম অপশনটি আছে সেটিতে ক্লিক করুন। যেটির নিচে অ্যাপেল আইডি আইডি, আই ক্লাউড, বা মিডিয়া লেখা থাকবে। সেটির উপরে ক্লিক করলে আপনি আপনার অ্যাপেল আইডিটি দেখতে পাবেন বা বার করতে পারবেন।
অ্যাপেল আইডি কিভাবে হয়?
অ্যাপেল আইডি শুধুমাত্র আইফোনের জন্য হয়। যেটি ওই আইকনটি ব্যবহার করার জন্য ওই ফোনের অ্যাপ স্টোর আইক্লাউড ও আরও অন্যান্য ফিচারস গুলি ব্যবহার করা যায়। সেটাকে আমরা অ্যাপেল আইডি বলে থাকি। কারণ একটি অ্যান্ড্রয়েড মোবাইলে, যেমন; জিমেইল আইডি ছাড়া সেই এন্ড্রয়েড ফোনটি ব্যবহার করা যায় না। ঠিক তেমনি ওই অ্যাপেল আইডি ছাড়া ওই আইফোনটি বা যেকোনো অ্যাপেল ডিভাইস ব্যবহার করা যায় না। যেটি যেকোনো অ্যাপেল ডিভাইস লগইন করে ব্যাবহার করা যায়। এবং এটি শুধু মাত্র অ্যাপেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক্টিভেশন করা হয়।
অ্যাপেল আইডি পাসওয়ার্ড কেমন দিতে হয়?
আইডি পাসওয়ার্ড সাধারণত “Mol12@uy#Bk” এর মত দিতে হয়। কারণ আপনি যদি আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ডে আপনার নাম দিয়ে থাকেন। তাহলে সেটা কিন্তু কাজ করবে না। সেই কারণে অবশ্যই সেই পাসওয়ার্ডটি একটি অন্য ধরনের দেবেন। যেটা এখানে দেখানো হয়েছে ঠিক এরকম ভাবে একটি দেবেন। তাহলে অ্যাপেল আইডি খুলতে কোন অসুবিধা হবে না।
উপসংহার :
অ্যাপেল আইডি তৈরি কিভাবে করে বা খুলতে হয় সেই বিষয়ে আশা করি আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। এবং এই নিবন্ধনটি আপনাকে একটি নতুন অ্যাপেল আইডি খুলতে সাহায্য করেছে। যদি নিবন্ধনটি ভাল লেগে থাকে, কিংবা এটি আপনার সাহায্য করে থাকে। তাহলে অবশ্যই এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরো নতুন নতুন টিপস ও অনলাইন ইনকামের বিষয়ে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। সাথে এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার যদি অ্যাপেল আইডি তৈরি করতে কোন অসুবিধা হয়ে থাকে। কিংবা আপনার কোন প্রশ্ন থেকে থাকে। তাহলে সেটি কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।