ব্লগিং এর আয়ে সাইকেল কিনলাম কত টাকা নিল? আমার প্রথম সফলতা
আপনি কি জানেন আমি ব্লগিং করে এই ব্লগিং থেকে টাকা উপার্জন করেছি। এবং সেই টাকায় একটি ভালো সুন্দর সাইকেল কিনেছি। যেটা দেখলে আপনারও একবার চালাতে ইচ্ছা হতে পারে।
হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। অনেকেই ভাববেন সাইকেল কিনেছেন?
হ্যাঁ, বন্ধুরা আমি সাইকেল কিনেছি তার কিছু কারণ আছে। যেমন; আমি ব্লগিং করার আগে আমার একটা সাইকেল ছিল সেই সাইকেলটি খারাপ হয়ে যায় এবং সেটি আর চালানো সম্ভব হয় না। সেই কারণে আমার প্রয়োজন হয় একটি সাইকেল বা মোটরসাইকেল যেটা নিয়ে আমি প্রতিদিন আমার যাতায়াতের কাজটা সারতে পারি সেই জন্য।
কিন্তু আমার ভাগ্যবশত আমার মোটরসাইকেলের টাকাটি না হয়ে ওটাই আমি ১৪০০০ টাকা দিয়ে একটি হারকিউলিস কোম্পানির সাইকেল কিনি। যেটার ছবি নিচে আপনি দেখতে পাচ্ছেন।
এই সাইকেলটা এখনকার সময় আমাদের এই এলাকাতে সবারই একটি প্রিয় সাইকেল হয়ে উঠেছে। কারণ আমি যখনই সাইকেলটা নিয়ে বার হই। তখনই আমি রাস্তায় থাকা লোকের মুখে শুনতে পায় যে খুব সুন্দর একটি সাইকেল তাই আমার বাইক কেনার যতটা অভাব বা অপূর্ণতা ছিল সেটা সাইকেলের উপর দিয়েই পূরণ করে নিচ্ছি বললেই চলে।
কিন্তু এবার অনেকেই বলবে ভাই সেটা তো বুঝলাম। কিন্তু আপনি ব্লগিং থেকে কিভাবে সাইকেল কিনলেন এবং কোথা থেকে কিনলেন।
তাদের জন্য বলে দেই আমি ব্লগিং থেকে সাইকেল কিনেছি ব্লগিং এর ইনকাম দিয়ে। এবার আপনি বলবেন ব্লগিং এর ইনকাম কিভাবে। আমি আগেই বলেছি আপনার যদি একটি ব্লগ থেকে থাকে তাহলে আপনি সেই ব্লগ ওয়েবসাইটটি থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। তবে আপনার যদি কোন ব্লক ওয়েবসাইট না থেকে থাকে কিংবা আপনি যদি ব্লগ বা ওয়েবসাইট কি এ সম্পর্কে না জেনে থাকেন তাহলে এটি জেনে নিন।
এরপর আপনি যখন একটি ব্লগ ওয়েবসাইট শুরু করবেন সেই ব্লগ ওয়েবসাইটটিতে প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট এর আপডেট দিতে থাকুন। এবং আপনার ব্লগ ওয়েবসাইটে আসা যত দর্শক বা ভিজিটর আছে তাদের সবাইকে google এডসেন্স এর বিজ্ঞাপন দেখিও ও অ্যাফিলেট মার্কেটিং এর লিঙ্ক যুক্ত করে আপনাদের পণ্যকে বিক্রি করে আপনি ব্লগিং থেকে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। এবং সেই ইনকামের টাকা দিয়ে আপনি আপনার মনের সব স্বপ্ন পূরণ করতে পারবেন ঠিক আমার মতো।
তবে আপনি যদি আপনার মনের স্বপ্ন পূরণ করতে চান আর ব্লগিং থেকে ইনকাম করে আমার মত সাইকেল বা মোটরসাইকেল কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে নিয়মিত আপনার ব্লগে নতুন নতুন পোস্টের আপডেট দিন। আর বেশি বেশি পরিমাণে দর্শক নিয়ে আসার চেষ্টা করুন। এবং সেই দর্শক বা ভিজিটরদেরকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখিয়ে সেখান থেকে বেশি পরিমাণে ইনকাম বার করবার চেষ্টা করুন।
আর একটি প্যাসিভ ইনকাম এর রাস্তা খুলে নিন। ফলে আপনি যদি দুদিন কাজ নাও করেন তাহলেও যেন আপনার ইনকামটা আসতে থাকে। কারণ, ব্লগিং এমনই একটি রাস্তা যেখানে আপনি কিছুদিন নিয়মিত কাজ করার পরে যদি আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হয় এবং আপনার ব্লগ সাইটটি যদি গুগলে র্যাঙ্ক করে। তাহলে আপনি যদি সেই ব্লগ সাইটটিতে ২ দিন ৩ দিন কোন আপডেট না দিয়ে থাকেন তাও সেই সাইটটি থেকে কিছু পরিমাণে ইনকাম আসতে থাকবে। যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলে জানি।
তাই তাই দেরি না করে এখনি জেনে নিন আপনি কিভাবে ফ্রিতে একটি ব্লগ শুরু করতে পারবেন সেই বিষয়ে। আর আপনার যদি ব্লগিং সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান।
আর আপনি যদি জানতে চান যে এই সাইকেলটি কোথা থেকে নেওয়া? তাহলে আমি বলবো এই সাইকেলটি আমরা আমাদের বেড়াচাঁপা এলাকার একটি জনপ্রিয় সাইকেল দোকান থেকে নেওয়া হয়েছে। এবং এই সাইকেলটা কিনতে আমি ও আমার কাছের বন্ধু মইনুদ্দিন কিনতে গিয়েছিলাম। যার ছবিটি আপনি এই নিবন্ধনে দেখছেন।
তবে আপনিও যদি আমার মতো একটা সুন্দর সাইকেল কিনতে চান তাহলে আপনি হিরো, হারকিউলিস, ও টাটা কোম্পানির একটি সাইকেল কিনতে পারেন।
অনেকে বলবেন ভাই সাইকেল না নিয়ে বাইক নিতে পারতেন। আমি তাদের বলব আমার যতটা সম্ভব আমি ততটা পর্যন্তই আগাই। কারণ আমি যদি ইএমআই তে কিম্বা লোন হিসেবে কোন মোটরসাইকেল কিনে থাকি তাহলে আমি অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। তাই আমি সেই সমস্যা না চাওয়ার কারণে আমি এই সাইকেলটি কিনেছি, ফলে আমার আর কোন সমস্যা নেই।
তবে আপনারা যদি আমাকে ভালোবাসেন এবং এই ব্লগের প্রতি ভালবাসা থাকে। তাহলে এটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর বেশি বেশি দর্শককে আমার ব্লগ ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য বলুন। তাহলে হয়তো আমি খুব শিগগিরই একটি মোটরসাইকেল কিনতে পারব যেটা আমার স্বপ্ন। ধন্যবাদ সম্পূর্ণ নিবন্ধনটি পড়ার জন্য।