ডোমেইন নাম কিভাবে কিনবো

ডোমেইন নাম কিভাবে কিনবো । ডোমেইন কিভাবে কিনতে হয় ও দাম কত

ডোমেইন নাম কিভাবে কিনবো এই বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে ডোমেইন কি এবং domain কিভাবে কাজ করে। এর আগের আর্টিকেল এই বিষয়ে সম্পূর্ণ বিবরণ শেয়ার করেছি। সুতারং ডোমেইন কেনার আগে ডোমেইন নাম কি এই বিষয়ে জেনে নিন।

সংক্ষপে : সাধারণত ডোমেইন নাম হলো একটি ওয়েবসাইটের ঠিকানা বা অ্যাড্রেস। এটি সাধারণত ওয়েবসাইটের URL এর অংশ হিসাবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, “tarikulbangali.in” হলো একটি ডোমেইন নাম।

এই ডোমেইন নাম কেনার আগে আপনাকে কিছু রিসার্চ করতে হবে। যদি আপনি একটি ব্লগ ওয়েবসাইট বা অনলাইন সার্ভিস বিক্রয় করার চিন্তা করে থাকেন। তবে আপনি যদি আগে থেকে কোনো দোকান বা স্টোরে থেকে থাকে কোনো একটি নামে যেমন: “জমজম বস্ত্রলয়” সে খেত্তে আপনাকে কোনো রিসার্চ করতে হবে না। আপনি আপনার দোকান বা স্টোরে নামে ডোমেইন কিনতে হবে, নাহলে আপনার ব্র্যান্ড অনলাইন জগতে পরিচিত হবে না।

সুতরাং আপনার ব্র্যান্ডকে অনলাইন প্রমোট করতে বা আপনার সার্ভিস বিক্রয় করার জন্য ওয়েবসাইট তৈরী করতে বা আপনার ওয়েবসাইটের নাম দিতে ডোমেইন নামের প্রয়োজন হয়, কারণ দর্শক আপনার ডোমেইন নামের মাদ্ধমে ওয়েবসাইট এ প্রবেশ করতে পারবে। আর প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য ভিন্ন ধরণের ডোমেইন হয় মানে একই Domain-এ দুটি ওয়েবসাইট হয়না।

তাই চলুন আর আর দেরি না করে ডোমেইন কিভাবে কিনতে হয় তার সমস্ত ধাপ গুলো জেনে নেওয়া যাক।

সঠিক ডোমেইন নাম কিভাবে কিনবো

তবে আপনি যদি একটি ব্লগ বা অনলাইন সার্ভিস বিক্রয় করার জন্য সবার প্রথমে আপনাকে একটি সঠিক ডোমেইন কিনতে হবে আপনার ব্যবসায় সফল হওয়ার জন্য। কারণ একটি সঠিক ডোমেইন আপনার ব্যবসাকে ৮০% পর্যন্ত সফলতা এনে দিতে পারে। তাই ডোমেইন কেনার আগে আপনাকে কিছু রিচার্জ করতে হবে সঠিক ডোমেইন কেনার জন্য

সবার প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন বিষয়ে ব্লগ, ওয়েবসাইট তৈরী করবে বা আপনার সার্ভিস বিক্রয় করবেন। যেমন : ব্লোগ্গিং এর বিষয়ে , শিক্ষার বিষয়ে, ভ্রমণের বিষয়ে বা নিউজ এর বিষয়ে সেটি ঠিক করতে হবে। ঠিক একই ভাবে আপনি কি বিষয়ের সার্ভিস বিক্রয় করবে সেটি ঠিক করুন, যেমন : ওয়েব হোস্টিং, SEO পরিষেবা, ওয়েবসাইট ডিজাইন বা অন্যনো সার্ভিস সেই বিষয়ে একটি ডোমেইন নিন।

তবে এই সমস্ত বিষয় ডোমেইনের জন্য আপনাকে ভিন্ন ধরণের ডোমেইন এক্সটেনশন কিনতে হবে যেমন; .com .net, .in, .site .online এছাড়া আরো অনেক, এগুলো কে বলা হয় ডোমেইন এক্সটেনশন।

ব্লোগ্গিং : ব্লোগ্গিং এর জন্য আপনাকে ব্লগের উপর ভিত্তি করে ডোমেইন এক্সটেনশন নিতে হবে, যেমন ব্লগ, মাইক্রো niche ব্লগ, ইন্টারনেশনাল ব্লগ, ও নিউজ ব্লগ, প্রত্যেকের জন্য আপনাকে আলাদা আলাদা ডোমেইন এক্সটেনশন নিতে হবে। উদহারণ : https://domainwheel.com/

ব্লগ বা ব্লোগ্গিং : যে কোনো ধরণের ব্লগ এর জন্য আপনাকে .com, .net, .info, .tech, .blog, .online ডোমেইন এক্সটেনশন কে বেছে নিতে হবে।

মাইক্রো niche ব্লগ : তৈরী করতে আপনি .com, .me, .info, .tech, .blog, .app, .co, .online এই ধরণের ডোমেইন এক্সটেনশন কে চয়ন করুন।

ইন্টারনেশনাল ব্লগ : ইন্টারনেশনাল ব্লগ করতে গেলে আপনাকে দেশের নামের কোড ডোমেইন এক্সটেনশন গুলো নির্বাচন করতে হবে। মানে আপনি যে দেশ এর উপর ভিত্তি করে ওয়েবসাইট বানাবেন সেই দেশের নামের কোড যেমন আমাদের ভারতবর্ষ (India) .IN, আমেরিকা .US .UK, বাংলাদেশে .BD এগুলো হলো দেশের কোড। তাই আপনি যে দেশকে ভিত্তি করে ওয়েবসাইট বানাবেন সেই দেশের কোড কে ডোমেইন এক্সটেনশন হিসাবে চয়ন করুন।

নিউজ ব্লগ : এক্ষেত্রে আপনাকে সবসময়.com বা .news ডোমেইন কে নির্বাচন করা উচিত।

ব্যাবসায়িক ওয়েবসাইট : আপনার ব্যাবসার ওয়েবসাইটের জন্য .com, .store, .services, বা .website বা .space ডোমেইন এক্সটেনশন কে নির্বাচন করুন।

আপনার ডোমেইন এক্সটেনশন টি নির্বাচন করার পর আপনি কোন ধরনের ব্লগ বা ওয়েবসাইট তৈরী করবেন সেটি ঠিক করতে হবে। উদহারণ স্বরূপ আমি একটা মোবাইল টেকনোলজী সম্মন্দ ব্লগ বানাবো তো সেক্ষেত্তে আগে থেকে অনেক ব্লগ ওয়েবসাইট আছে যেগুলি টেকনোলজী সম্মন্দ, তাই আপনাকে একটা সঠিক ডোমেইন নির্বাচিত করতে অসুবিধা হতে পারে।

এই অসুবিধা কে সুবিধাতে পরিবর্তন করার জন্য আমরা Domainwheel.com এর সাহায্য নেবো। তাই এই Domainwheel.com ওয়েবসাইট টিতে প্রবেশ করে ডোমেইন সার্চ বক্সে “মোবাইল টেকনোলজী” লিখে সার্চ বাটনে ক্লিক করুন।

Search বাটনে ক্লিক করলে আপনার স্ক্রিনে নিচে দেওয়া ছবির মতো mobile technology সম্মন্ধ বিভিন্ন ধরণের ডোমেইন নাম দেখতে পাবে সেখান থেকে আপনার পছেন্দের একটি ডোমেইন নাম কে বেছে নিন এবং সেটি কপি করে নিন। এবং ডোমেইন নাম ক্রয় করতে নিচে দেওয়া টিপস কে অনুসরণ করুন।

সঠিক ডোমেইন নাম কিভাবে কিনবো

ডোমেইন নাম কিভাবে কিনবো

ডোমিন নাম কেনার জন্য সবার প্রথম আপনাকে ডোমিন ও হোস্টিং সার্ভিস প্রোভাইডার এর ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আপনি Bluehost, Namecheap, Hostinger, কিম্বা Bigrock ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে একটি ডোমিন নেম কিনতে হবে।

তাই উদাহরণস্বরূপ আমরা এই ডোমিন নাম ক্রয় প্রসেসে Namecheap.com কে বেছে নেব সেই কারণে সবার প্রথমে আমরা Namecheap.com ওয়েবসাইটে প্রবেশ করবো। তবে আপনি এখানে দেওয়া লিংকে ক্লিক করেও Namecheap ডোমেইন রেজিস্টেশন পেজ যেতে পারো।

Namecheap.com ডোমিন রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করার পর যে domain সার্চ বক্সটি আছে সেই ডোমিন সার্চ বক্সে আপনি আপনার ডোমিন লিখুন বা পেস্ট করে দিন তারপর “Search” বাটনে ক্লিক করুন।

namecheap

আপনি ডোমিন নামটি লিখে সার্চ বাটনে ক্লিক করলে আপনার স্ক্রিনে অনেকগুলো ডোমিন নামের এক্সটেনশন সহ রেজাল্ট চলে আসবে সেখান থেকে আপনি যে এক্সটেনশনটি নিতে চান সেই এক্সটেনশনটি নির্বাচন করুন। যেমন; .com .org, .xyz .blog এছাড়া অন্যনো, আপনার পছন্দের একটা domain extinction কে বেছে নিয়ে Add to Cart বাটনে ক্লিক করুন। তারপর আপনি নিচে “Checkout” বাটন দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন।

namecheap 3

পরবর্তী শপিং কার্ট পেজে আপনি যে domain এক্সটেনশনটি বেছে নিয়েছিলে সেই এক্সটেনশন সহো ডোমিন নাম টি দেখতে পাবেন, সেখানে তুমি এই ডোমেইনটি কত বছরের জন্য কিনবে সেটি নির্বাচন করুন। এক্ষেত্রে আমি বলব এক বছর জন্য নির্বাচন করতে কারণ যদি ডমিনিটি এক বছরের মধ্যে ভালো চলে তাহলে খুব ভালো, না হলে পরবর্তীকালে আমরা অন্য ডোমিন রেজিস্ট্রেশন করে তার উপরে কাজ চালু করতে পারব, এর ফলে আপনার বেশি টাকা নষ্ট হবেনা।

তারপর নিচে দেওয়া Privacy policy অপশনটি দেখুন যদি ওটা এনাবেল না থাকে তাহলে ওটা Enable করে দিন এবং তারপরে পেজটি একটু নিচের দিকে নামিয়ে Promo Code অপশানে আপনি এই “SWIMDOM” প্রোমো কোডটি লিখে ‘Apply‘ বাটনে ক্লিক করুন এর ফলে আপনি কিছু অতিরিক্ত ছাড় পাবেন। তারপরে পেজটি আর একটু নিচের দিকে নামিয়ে ‘Confirm Order‘ বাটনে ক্লিক করুন।

তবে আপনি এই Namecheap থেকে ডমিন কেনার সময় কিছু অতিরিক্ত ছাড় পাওয়ার জন্য যে কুপন কোডটি দেওয়া হয়েছে ওই কুপন কোডটি Apply বা প্রয়োগ করার জন্য আপনাকে আগে থেকেই একটি Namecheap একাউন্ট তৈরি করে রাখতে হবে এবং সেটা যেন নতুন এবং হয় ওই একাউন্টে যেন আগে থেকে কোন ডোমিন রেজিস্ট্রেশন না হয়ে থাকে।

namecheap 4

Confirm Order বাটনে ক্লিক করলে আপনার স্কিনে Namecheap লগইন এবং একাউন্ট তৈরী পেজ চলে আসবে সেখানে আপনি ব্যাবহারকারির নাম, পাসওয়ার্ড, আপনার প্রথম নাম ও শেষ নাম, এবং ইমেল আইডি দিয়ে “Create Account” ক্লিক করে একাউন্ট তৈরি করে নিন। আর যদি আপনার আগে থেকেই একটি নেমচিপ একাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি লগইন অপশনে আপনার ব্যাবহারকারির নাম এবং পাসওয়ার্ডটি দিয়ে “Sign-In and Continue” বাটনে ক্লিক করুন।

namecheap 5

আপনার Namecheap একাউন্ট তৈরি করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি কোন পদ্ধতিতে পেমেন্ট করবেন সেটি নির্বাচন করুন এবং আপনি আপনার পেমেন্টটি সম্পূর্ণ করে দিন।

আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে আপনার দেওয়া ইমেইল আইডিতে একটি ইমেইল পাবেন সেখানে আপনি আপনার domain রেজিস্ট্রেশনের একটি বিল পাবেন।

তারপরে আপনি আপনার নেমচিপ একাউন্টটি লগইন করে আপনি আপনার ডোমিনকে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনার ডোমেইন কে হোস্টিং এর সাথে কানেক্ট করে ওয়েবসাইট ওয়েবসাইট তৈরী করতে পারো।

আপনি যদি ওয়েবসাইট তৈরী না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এখানে ক্লিক করে আমরা কম টাকা সুন্দর একটি ওয়েবসাইট বানিয়ে দেব।

ডোমেইনের দাম কত

ডোমেইনের দাম কত টাকা এটা এক কথায় বলা অসম্ভব ব্যাপার। কারণ বিভিন্ন ডোমিন প্রোভাইডার বিভিন্ন দামে ডোমিন এক্সটেনশন গুলো বিক্রয় করে থাকে, যেমন উদাহরণস্বরূপ আমি নিচে কিছু ডোমিন নামের এক্সটেনশন ও তার দাম শেয়ার করেছি, যেগুলো আমি এই Namecheap.com থেকে পেয়েছি। নিচে দেওয়া মূল্যে Namecheap.com এই ডোমিন এক্সটেনশন গুলো বিক্রয় করে থাকেন।

ডোমেইন নামদাম বা মূল্য
.Com৪৯১ টাকা এক বছর
.Net৮৯৪ টাকা এক বছর
.Org৭৩৮ টাকা এক বছর
.Io৩২৮১ টাকা এক বছর
.Co১৫৫ টাকা এক বছর
.Ai৬৫৬৬ টাকা এক বছর
.Ca৯৮৪ টাকা এক বছর
.Me১০৬৬ টাকা এক বছর
.Co.uk৭৩৭ টাকা এক বছর
.In৬৫৫ টাকা এক বছর
.App১২৩০ টাকা এক বছর
.De৫৭৩ টাকা এক বছর
এছাড়া আরো অনেক আছে.

সুতারং আপনি এই সমস্ত ডমিনের মূল্য জানতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক মূল্য দেখতে পারেন। কারণ ডোমিনের দাম সবসময় একই নিধারিত থেকে না।

উপসংহার :

ডোমিন নাম কেনার জন্য সবার প্রথমে আপনি একটি ডোমেইন প্রোভাইডারের ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর সার্চ বক্সে আপনার ডোমেইন নামটি লিখুন এবং আপনি কোন Domain এক্সটেনশন টি কিনবেন সেটি নির্বাচন করুন। সার্চ বাটনে ক্লিক করলে আপনি অনেক গুলো ডোমেইন নাম দেখতে পাবে ভিন্ন এক্সটেনশন এর সাথে, সেখান থেকে আপনার ডোমিন এক্সটেনশনটি “Add to Cart” এ যুক্ত করে ডোমিন নামটি কিনে ফেলুন তারপরে আপনি সেই domain-টি ব্যবহার করতে করুন আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য।

আশা করি আপনি বুঝতে পেরেছেন ডোমেইন নাম কিভাবে কিনব, বা ডোমিন নাম কিভাবে কিনতে হয়, এবং ডোমিন এর দাম কত এই সমস্ত বিষয়ে? যদি এখনো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। আর এই আর্টিকেলটি ভালো লাগে বন্ধুদের সাতে শেয়ার করুন। এছাড়া এরকম ধরনের আরো নতুন নতুন টেকনোলজি, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সম্পর্কে জানতে এই ওয়েবসাইট প্রতিনিয়ত পড়তে থাকুন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও এই ব্লকটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

আরো পোস্ট পড়ুন :-