ল্যাপটপ ব্যাগের ডিল অফার ৭৫% পর্যন্ত ছাড় আপনার জন্য সুবর্ণ সুযোগ
আমরা যারা ল্যাপটপ ব্যবহার করে থাকি, তাদের অনেকেরই কাছে একটি ভালো ল্যাপটপ ব্যাগ থাকে না। সুতরাং, আমরা আমাদের ল্যাপটপটিকে সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি না।
কারণ আমাদের মনের মধ্যে ভয় থাকে। যদি ব্যাগটি কোথাও পড়ে গিয়ে কিংবা জোরে ধাক্কা লেগে ল্যাপটপটি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। তাহলে বড় ক্ষতি হয়ে যাবে।
তাই আমি তাদের জন্য এই নিবন্ধন এর মাধ্যমে নিয়ে এসেছি পাঁচটি ভালো ল্যাপটপ ব্যাগের ডিল অফার। যে ল্যাপটপ ব্যাগগুলো আপনি অনলাইন থেকে ক্রয় করে আপনার ল্যাপটপটি কে সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করতে পারবেন।
ল্যাপটপ ব্যাগের ডিল অফার
ল্যাপটপ ব্যাগের ডিলস অফার পাওয়ার জন্য আমি আপনাদের জন্য যে পাঁচটি ল্যাপটপ ব্যাগ নির্বাচন করেছি, সেগুলো ভিন্ন প্ল্যাটফর্মে উপলব্ধ। তাই আমি সেই ব্যাগ গুলো ক্রয় করবার লিংক ও নিচে শেয়ার করেছি। আপনি ক্রয় করতে চাইলে সেই লিংকে ক্লিক করে থাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন।
১. স্কাই ব্যাগ ক্লিক ডাইপ্যাক ০১

আপনি এই ব্যাগটি স্কাই ব্যাগ এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেটির মূল্য শুধুমাত্র ২৯৯ টাকা। এবং এই ব্যাগটির মধ্যে আপনি ল্যাপটপ সহ কিছু নোটবুক, হেডফোন, চার্জার, আর কিছু প্রয়োজনীয় যাবতীয় জিনিস ক্যারি করতে পারবেন। এবং ব্যাগটিতে পেয়ে যাবেন খুব ভালো মানের কাপড় সহ সুন্দর একটি ডিজাইন। এটি দূর থেকে লোককে আকর্ষিত করবে। সাথে এই ব্যাগ টিকে ক্রয় করতে আপনি পেয়ে যাবেন ৫০ শতাংশ ছাড়।
২. Deodap অফিসিয়াল ব্যাগ

আপনি এই ব্যাগটি ডিও-ডিপের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেটির মূল্য মাত্র ৩১২ টাকা। এবং ব্যাগটিতে দেওয়া কাঁধের স্ট্রিপটি নিজের মত অ্যাডজাস্ট করতে পারবে। সাথে এটি খুব হালকা ওজনের এবং জল প্রতিরোধী একটি ব্যাগ। যেটিকে নিয়ে আপনি অফিসে, স্কুলে, কলেজে এবং ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
এই ব্যাগটির ভিতরে আপনি আলাদাভাবে ল্যাপটপ নিয়ে যাওয়ার জন্য একটি স্পেস পেয়ে যাবেন। সাথে আপনার নোটবুক, ছাতা, জলের বোতল, হেডফোন, চার্জার এছাড়া আরো প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন। এই ব্যাগ-টিকে অনলাইন থেকে ক্রয় করতে পেয়ে যাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
দেখুন : ৪০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ল্যাপটপ প্রতিদিন ব্যবহারের জন্য।
৩. ইমপালস এম্পিয়ার এলিট ২৫ লিটার

এই ব্যাগটি দেখতে যেমন সুন্দর এর কাজও তেমন সুন্দর। এবং এই ব্যাগটিকে দেখতে অনেকটা প্রিমিয়াম ও দামি ব্যাগের মতো লাগে। যেটিতে আপনি জল প্রতিরোধক এর সাথে পেয়ে যাবেন চার্জিং পোর্ট। যেটি অন্য কোন ব্যাগে দেওয়া নেই। সাথে আপনি এটিকে নিয়ে অফিস স্কুল কলেজ ও আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
আর সব থেকে দুর্দান্ত বিষয় হলো ব্যাগটিতে আপনি চারটি আলাদা আলাদা পার্টস বা স্পেস পেয়ে যাবেন। যেখানে আপনার আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস, ল্যাপটপ পিন, নোটবুক, চার্জার, হেডফোন, এবং আরো অনেক কিছু ক্যারি করতে পারবেন। আর সব থেকে তো আকর্ষণীয় বিষয় হলো ব্যাকটিতে আপনি এক বছর এর ওয়ারেন্টি পেয়ে যাবেন।
সাথে নিজের ইচ্ছা মত অ্যাডজাস্টেবেল কাঁধের স্ট্রিপ ও টলি ব্যাগ এর সাথে ক্যারি করার জন্য আলাদা একটি স্ট্রিপ বেল্ট পেয়ে যাবেন। এই ব্যাগটিকে অনলাইন থেকে ক্রয় করতে আপনি ৭৬ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
৪. ট্রু হিউম্যান এম্পেরোর ব্যাগ

ট্রু হিউম্যান ব্যাগটি খুব সুন্দর ডিজাইনের একটি ব্যাগ। যে ব্যাগটি গত এক সপ্তাহ আগে আমার একটি বন্ধু ক্রয় করেছেন। এবং এই ব্যাগটি দেখতে অন্য ব্যাগের তুলনায় একদম আলাদা। সাথে ব্যাকটিতে পাওয়া যাবে একটি ইউএসবি চার্জার পোর্ট এবং তিনটি আলাদা আলাদা জিনিসপত্র ক্যারি করার স্পেস। যেগুলো ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গুলো ক্যারি করতে পারবেন। সাথে আলাদা ভাবে জলের বোতল কারি করার একটি জায়গা পেয়ে যাবেন।
আপনি এই ব্যাগটিকে স্কুল, কলেজ, অফিস, এবং ঘুরতে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। আর সব থেকে বড় যে বিষয় হলো, ব্যাকটিতে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চেইন, জিপার, কাপড় এবং জল প্রতিরোধ ক্ষমতা কারি এবং হালকা ওজনের। আর এই ব্যাগটিকে নিচে দেওয়া লিংকে ক্লিক করে ক্রয় করতে আপনি ৬৩% পর্যন্ত ছাড় পাবেন।
৫. প্লে ব্যাগস স্মার্ট এন্টি থেফ্ট

এই ব্যাগটির ডিজাইনটি সম্পূর্ণ আলাদা ও ইউনিক একটি ডিজাইন, যেটি আমার নিজস্ব পছন্দের একটি ব্যাগ। এই ব্যাগটিতে পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বা জল প্রতিরোধকারী। তাই আপনি অনায়েসে ব্যাগটির মধ্যে একটি ল্যাপটপ, কিছু নোটবুক, ফোন, ছাতা, চার্জার, জলের বোতল, একটি ড্রেস ও আপনার প্রয়োজনীয় আরো অন্যান্য জিনিসপত্র গুলো নিয়ে বহন করতে পারবেন।
কারণ ব্যাকটিতে আপনি ৩০ লিটার এর জায়গা পেয়ে যাবেন। সাথে পাবেন একটি ইউএসবি চার্জিং পোর্ট। যেটি ব্যবহার করে আপনি ব্যাগের চেন না খুলে আপনার প্রয়োজনীয় যে কোন ডিভাইসে চার্জ দিতে পারবেন।
এছাড়া পিছনের দিকে পেয়ে যাবেন একটি গুপ্ত পকেট এবং কাঁধে কম প্রেসার দেওয়ার জন্য সুন্দর দুটি গার্ড। এবং ব্যাগটির ওজনও খুব হালকা। সুতরাং আপনি যদি এই ব্যাগটি কিনতে চান তাহলে পেয়ে যাবেন ৭৪% ছাড়।
আরো জানুন : পুরানো ল্যাপটপ কেনার সময় আমাদের কি কি দেখে কেনা উচিত?
শেষ কথা;
আপনি যদি আপনার ল্যাপটপটিকে সুরক্ষিতভাবে ক্যারি করার জন্য সুন্দর ও ভালো একটি ব্যাগের সন্ধান করে থাকেন। তাহলে আপনি এখানে দেওয়া পাঁচটি ব্যাগের মধ্য থেকে, আপনার পছন্দনীয় যেকোনো একটি ব্যাগকে ক্রয় করতে পারেন। তবে আপনি যদি অতিরিক্ত সুরক্ষিত যুক্ত ব্যাগ ক্রয় করতে চান। তাহলে আমি আপনাকে বলব চার নম্বর না হলে পাঁচ নম্বরে দেওয়া ল্যাপটপ ব্যাগ টিকে ক্রয় করতে পারেন। আপনার বাজেট যদি ৫০০ টাকার উপরে হয়ে থাকে।
আর আপনার যদি এই ল্যাপটপ ব্যাগ সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জানান। সাথে এরকম ধরনের নতুন নতুন বিষয় জানতে ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে জুড়ে থাকুন।