রোড ম্যাপ লোকেশন খুঁজে পাওয়ার সঠিক পদ্ধতিটি

রোড ম্যাপ লোকেশন খুঁজে পাওয়ার সঠিক পদ্ধতিটি জেনে নিন এখুনি

আমরা সকলেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে থাকি। সেক্ষেত্রে আমরা অনেক সময় কোথাও ঘুরতে গিয়ে সেখানকার রোডম্যাপ বা রাস্তায় মানচিত্র সঠিকভাবে খুঁজে পাই না। সেই কারণে আমাদের অনেক বিভ্রান্তের মধ্যে পড়তে হয়।

তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি রোডম্যাপ লোকেশন খুঁজে পাওয়ার সঠিক পদ্ধতিটি। কারণ আমি চাই আপনি যেন, এরকম কোন বিভ্রান্তে না পড়েন। সুতরাং, আপনি যদি রোডম্যাপ কি? কিভাবে রোড ম্যাপ লোকেশন খুঁজে পাওয়া যায়। সেইসব সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

রোডম্যাপ কি?

রোডম্যাপ হলো রাস্তার মানচিত্র। যেটা দেখে আমরা সকলেই সেই রাস্তাকে নির্বাচন করে থাকি, বা সেই রাস্তাটি ব্যবহার করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে থাকি। তাকে বলা হয় রোড ম্যাপ।

রোডম্যাপ লোকেশন খুঁজে পাওয়ার পদ্ধতি

রোডম্যাপ লোকেশন খুঁজে পাওয়ার জন্য। প্রথমে আপনাকে আপনার মোবাইলের নেভিগেশন মেনুর মধ্যে থাকা “লোকেশন” অপশনটিতে ক্লিক করে সেটিকে চালু করে দিতে হবে। (আরেকটা বিষয় আমরা এই রোডম্যাপ লোকেশন খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করবো Google ম্যাপ অ্যাপ্লিকেশন কে। সেই কারণে আপনার মোবাইলে প্লে-স্টোর থেকে গুগল ম্যাপ এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।)

location google map

এরপর আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করুন বা খুলুন। তারপর সেখানে থাকা “ডাইরেকশন” অপশন টিতে ক্লিক করুন।

google map location detection

আপনি ডাইরেকশন অপশনটিতে ক্লিক করলে। আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখানে আপনি প্রথম বক্সে আপনার বর্তমান লোকেশনটি নির্বাচন করে দিন। এবং দ্বিতীয় বক্সে আপনি যে গন্তব্যস্থলে যেতে চান সেই জায়গাটির নাম লিখুন।

google map location detection for you

আপনি আপনার বর্তমান অবস্থান ও গন্তব্য স্থল যে জায়গাটি যেতে চান, সেই জায়গাটির নাম লিখলে। আপনার স্কিনে নিচে দেওয়া ছবির মত সমস্ত তথ্য দেখতে পাবেন। যেমন; আপনি কোন রাস্তা দিয়ে যাবেন, বর্তমান জায়গা থেকে গন্তব্যস্থলে দূরত্ব কতটা, এছাড়া মোটরসাইকেল, গাড়ি, বাস, ট্রেন, ও হেঁটে গেলে কত সময় লাগবে। সাথে আপনাকে কোন পথ দিয়ে যেতে হবে।

তাই আপনি সেখানে আপনার বর্তমান অবস্থান থেকে আপনার গন্তব্য স্থলে কিসের মাধ্যমে যাবেন সেটি নির্বাচন করে। “স্টার্ট” বাটনে ক্লিক করুন।

google map location detection and distance

আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে, আপনার স্কিনে আপনার বর্তমান অবস্থান থেকে গন্তব্য স্থলে যাওয়ার পথে মানচিত্র বা রোড ম্যাপটি দেখতে পাবেন। আপনি সেই রোড ম্যাপ দেখে খুব সহজে গন্তব্য স্থলে পৌঁছে যেতে পারবেন। কারণ সেখানে আপনাকে আগে থেকে দেখিয়ে দেওয়া হবে। আপনাকে কোন রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে। আপনি কোন জায়গায় আছেন, আপনি ঠিক যাচ্ছেন কি ভুল যাচ্ছেন, আপনাকে কোন টার্নিং পার করতে হবে, এছাড়া আরো অনেক কিছু।

google map location starts

এইভাবে আপনি খুব সহজেই রোডম্যাপ এর লোকেশন টি খুঁজে পেতে পারেন।

সবচেয়ে ভালো রুট ম্যাপ কোনটি?

আমার জানা ও নিজে ব্যবহার করার অভিজ্ঞতা থেকে, আমার মনে হয় সব থেকে ভালো রোড ম্যাপ হল “গুগল ম্যাপ।” এরপরে জিও রুট, তারপর দ্রুত রাস্তা, ও রুট প্ল্যানার।

রোডম্যাপ বলতে কি বুঝায়?

রোডম্যাপ বলতে বুঝায় রাস্তার মানচিত্র। যেটি সাধারণত ব্যবহার করা হয় কোন অচেনা জায়গায় গিয়ে সেই জায়গার সঠিক রাস্তা খুঁজে পেতে, বা যে কোনো রাস্তার সম্পর্কে জানতে।

রোডম্যাপ এর ব্যবহার কি?

রোডম্যাপ রাস্তার দিক নির্ণয় বা মানচিত্র দেখতে ব্যবহার হয়ে থাকে বা ব্যবহার করা হয়।

ম্যাপ সফটওয়্যার গুরুত্বপূর্ণ কেন?

ম্যাপ সফটওয়্যার গুরুত্বপূর্ণ, তার প্রধানত কারণ হলো। আপনি ম্যাপ সফটওয়্যার এর মাধ্যমে কোন জায়গায়, কোন দোকান, স্টোর, শপিংমল, ও রাস্তা আছে? সব কিছু জানতে পারবেন। সাথে আপনি বর্তমান অবস্থান থেকে আপনার গন্তব্য স্থলে পৌঁছানোর রাস্তা পর্যন্ত দেখতে পারবেন। এবং সেখানে যেতে কতক্ষণ সময় লাগবে এবং কত কিলোমিটার রাস্তা, এসমস্ত বিষয়ে জানতে পারবে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Road Map এর পূর্ণরূপ কি?

রোড ম্যাপ এর পূর্ণরূপ হল মটর, বা যানবাহন, চালকদের জন্য ডিজাইন করা একটি মানচিত্র। যেটি কোন একটি রাজ্য। শহর বা এলাকার প্রধান রাস্তার মানচিত্র। সাথে সেই জায়গার থেকে আপনার অগ্রসরের জায়গার মাইলেজ দেখানো হয়।

রাস্তার মানচিত্র বলতে কি বুঝায়?

রাস্তার মানচিত্র বলতে কোন একটি রাজ্য, শহর, বা এলাকার জাতীয় সড়ক। যে সড়ক বা পরিবহন গুলোর মাধ্যমে মোটর বা যানবাহন যাতা য়াত করে থাকে সেই মানচিত্র টিকে রাস্তার মানচিত্র বলা হয়।

Roadmap শব্দের ব্যবহার?

রোডম্যাপ শব্দের ব্যবহারটি বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। যেমন; রাস্তার মানচিত্র বুঝতে, কিংবা কোনো কাজের ক্ষেত্রে সেই কাজটিকে কোন এক পদ্ধতিতে সম্পূর্ণ করার ক্ষেত্রেও এই শব্দের ব্যবহার হয়ে থাকে।

রোডম্যাপ কি এক কথায়?

এক কথায় রোড ম্যাপ হলো রাস্তার মানচিত্র।

কোন ম্যাপ অ্যাপ সঠিক?

আমার বিগত চার বছরের, ম্যাপ ব্যবহারের অভিজ্ঞতা থেকে আমি মনে করি গুগল ম্যাপ, জিও রুট, ও ম্যাপ প্ল্যানার এই তিনটি অ্যাপ সঠিক। হয়তো এর বাইরে আরো অন্য অন্য এপ্লিকেশন থাকতে পারে কিন্তু সেগুলো হয়তো আমার জানা নেই।

রোড ম্যাপ কিভাবে বুঝবো?

রোডম্যাপ বোঝার জন্য, সবার প্রথমে আপনাকে google ম্যাপ ব্যবহার করতে হবে। তারপর সেই গুগল ম্যাপের মধ্যে প্রবেশ করে “ডাইরেকশন” অপশনটিতে ক্লিক করে। আপনার গন্তব্যস্থল থেকে আপনি কোন জায়গায় যেতে চান সেই জায়গাটি নির্বাচন করলে। আপনার সামনে যে মানচিত্রটি ফুটে উঠবে সেটি হবে আপনার রোড ম্যাপ।

রোড ম্যাপ কি দুটি শব্দ নাকি এক?

রোডম্যাপ হল দুটি শব্দ। কারণ রোড মানে হলো রাস্তা, আর ম্যাপ মানে হল মানচিত্র।

শেষ কথা :

আমি আশা করি আপনি রোডম্যাপ কি?রোডম্যাপ লোকেশন খুঁজে পাওয়ার সঠিক পদ্ধতিটি সম্পর্কে জানতে পেরে অনেক উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন এবং নিবন্ধনটি আপনাকে ন্যূনতম সাহায্য করে থাকে। তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরো নতুন নতুন নিবন্ধন পেতে ও অনলাইন টিপস সম্পর্কে জানতে। আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট করুন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করে, আমাদের “তরিকুল বাঙালি” পরিবারের সদস্য হয়ে যান। আর আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।

আরো পোস্ট পড়ুন :-