ভারত আমার জন্মভূমি এই দেশকে নিয়ে কিছু কথা বা প্রশ্ন
আমার দেশ হলো ভারত আমার জন্মভূমি এই দেশকে নিয়ে কিছু কথা বা প্রশ্ন এই আর্টিকেলের মাদ্ধমে তুলে ধরবো যেগুলো আমাদের প্রত্যেককে জানা দরকার একজন দেশের নাগরিক হিসাবে।
তো চলুন দেরি না করে জেনে নিয় কিছু কথা :
আমার জন্মভূমি দেশকে নিয়ে
প্রশ্ন : আমাদের দেশের নাম কী ?
উত্তর : ভারতবর্ষ।
প্রশ্ন : আমদের জাতীয় সংগীত কী?
উত্তর : জনগণমন অধিনায়ক জয় হে।
প্রশ্ন : ১৫ আগস্ট কী জন্য বিখ্যাত ?
উত্তর : ভারতের স্বাধীনতা দিবস।
প্রশ্ন : ভারতের জাতীয় পতাকার ক-টি রং? কী কী ?
উত্তর: তিনটি রং। গেরুয়া, সাদা ও সবুজ।
জানুন : বাংলা বারো মাসের নাম কী কী?
প্রশ্ন : ভারতের জাতীয় পশু কী ?
উত্তর : ভারতের জাতীয় পশু বাঘ।
প্রশ্ন : ভারতের জাতীয় ফুল কোনটি?
উত্তর : ভারতের জাতীয় ফুল জলপদ্ম।
প্রশ্ন : ভারতের জাতীয় খেলা কী ?
উত্তর : ভারতের জাতীয় খেলা হকি।
প্রশ্ন : ভারতের জাতীয় পাখি কী?
উত্তর : ভারতের জাতীয় পাখি ময়ূর।
প্রশ্ন : ভারতের জাতীয় পতাকার মাঝখানে কি রং আছে ?
উত্তর : নীল রং এর অশোক চক্র আছে ?
প্রশ্ন : ভারতের জাতীয় ফল কী?
উত্তর : ভারতের জাতীয় ফল আম।
প্রশ্ন : সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি কার লেখা?
উত্তর : সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি কবিতাটি লেখা কাজী নজরুল ইসলামের।
উপসংহার :
আশাকরি আপনার আমার জন্মভূমি দেশকে নিয়ে কথা গুলো আপনার ভাল লেগেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে অবশ্যয় এই আর্টিকেল টি তোমার বন্ধুদের সাতে শেয়ার করো এবং আরাকান ধরণের নতুন আপডেট পেতে ব্লগটি সাবিস্ক্রিব করুন ও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন। এছাড়া আপনি আমি ও আমার পরিবারের পরিচয় সম্পর্কে জানতে পারেন।