বাংলা মাসের নাম কী । বারো মাসের নাম (বাংলায় ও ইংরেজিতে) …
এই পোস্টে আমরা জানবো “বাংলা মাসের নাম” কারণ আমরা অনেকে অনেক সময় বাংলা বারো মাসের নাম কী কী তা ভুলে যাই, কারণ এখন এই ইন্টারনেটের দুণিয়া আমাদের বাংলার ব্যাবহার খুব কম হয় কারণ আমরা সব সময় ইংরেজি নিয়ে বেশি পরিচর্যা করতে থাকি সেই কারণে আমাদের বাংলা মাস, তারিখ বা দিন নিয়ে খুব কম চর্চা হয়।
সুতারং আপনি যদি বাংলা বারো মাসের নাম কী কী জানতে চান তাহেল আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন, এখানে আমি আপনার সাথে শেয়ার করেছি বাংলা মাসের নাম ইংরেজিতে ও বাংলায় এবং ঋতু সম্পর্কে। তো চলুন দেরি না করে আমরা জেনে নেয় যাক বাংলা ১২ মাসের নাম।
বাংলা মাসের নাম :
১. বৈশাখ।
২. জ্যৈষ্ঠ।
৩. আষাঢ়।
৪. শ্রাবণ।
৫. ভাদ্র।
৬. আশ্বিন।
৭. কার্তিক।
৮. অগ্রহায়ণ।
৯. পৌষ।
১০. মাঘ।
১১. ফাল্গুন।
১২. চৈত্র।
বাংলা ১২ মাসের নাম ইংরেজিতে
- Boisakh.
- Joishatha.
- Ashar.
- Srabon.
- Vadra.
- Ashwin.
- Kartik.
- Agrahyan.
- Poush.
- Magh.
- Falgun.
- Chaitra.
বাংলা সাত দিনের নাম
১. রবিবার।
২. সোমবার।
৩. মঙ্গলবার।
৮. বুধবার।
৫. বৃহস্পতিবার।
৬. শুক্রবার।
৭. শনিবার।
বাংলা সাত দিনের নাম ইংরেজীতে
Bangla | English |
---|---|
Robibar. | Sunday. |
Sombar. | Monday. |
Mongolbar. | Tuesday. |
Budhbar. | Wenesday. |
Brhopoti. | Thrisday. |
Sukrobar. | Friday. |
Sonibar. | Saturday. |
বাংলা ঋতু ও মাসের নাম ইংরেজিতে এবং বাংলায়
বাংলার জলবায়ু মৌসুমী আবহাওয়া হওয়ায় আমাদের বারো মাসে পতি দুমাস অন্তর ঋতু পাল্টায় সেই কারণে আমাদের ১২ মাসে বা এক বছরে ৬ টি ঋতু, যেমন :
১. গ্রীষ্ম কাল। (Summer)
২. বর্ষা কাল। (Moonsoon)
৩. শরৎ কাল। (Autumn)
৪. হেমন্ত কাল। (Let Autumn)
৫. শীত কাল। (Winter)
৬. বসন্ত কাল। (Spring)
তো চলুন এখন জেনে নেয় যাক ঋতুর সময় ও কাল। মানে কোন মাসে কোন ঋতু চলে :
- (গ্রীষ্ম) Grishmo kal – বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত।
- (বর্ষা) Borsha kal – আষাঢ় থেকে শ্রাবণ মাস পর্যন্ত।
- (শরৎ) Shrot kal – ভাদ্র থেকে আশ্বিন মাস পর্যন্ত।
- (হেমন্ত) Hemanto kal – কার্তিক থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত।
- (শীত) Shit Kal – পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত।
- (বসন্ত) Bosonto kal – ফাল্গুন থেকে চৈত্র মাস পর্যন্ত।
জানুন : রেফারেল কোড কী ও মানে কী?
বাংলা মাস গুলিতে ইংরেজি মাস কি থাকে?
সাধারণত বাংলা মাস ইংরেজি মাসের মধ্যবর্তি সময়ের দিক থেকে শুরু হয়, সেই কারণে এটি বাংলা মাস দুটি ইংরেজি মাস ধরে চলে, যেমন :
১. এপ্রিল ও মে হলো বৈশাখ মাস।
২. মে ও জুন হলো জ্যৈষ্ঠ মাস।
৩. জুন ও জুলাই হলো আষাঢ় মাস।
৪. জুলাই ও আগস্ট হলো শ্রাবণ মাস।
৫. আগস্ট ও সেপ্টম্বর হলো ভাদ্র মাস।
৬. সেপ্টম্বর ও অক্টোবার হলো আশ্বিন মাস।
৭. অক্টোবার ও নভেম্বর হলো কার্তিক মাস।
৮. নভেম্বর ও ডিসেম্বর হলো অগ্রহায়ণ।
৯. ডিসেম্বর ও জানুয়ারী হলো পৌষ মাস।
১০. জানুয়ারী ও ফেব্রুয়ারী হলো মাঘ মাস।
১১. ফেব্রুয়ারী ও মার্চ হলো ফাল্গুন মাস।
১২. মার্চ ও এপ্রিল হলো চৈত্র মাস।
বাংলা মাসের নামের উৎপত্তি
বাংলা ১২ মাসের নামগুলো উৎপত্তি হয়েছে কিছু নক্ষত্র মন্ডল, চন্দ্রের আবর্তনে ও তার অবস্থানের উপর ভিত্তি করে, যেমন :
- বিশাখা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে বৈশাখ।
- জৈষ্ঠা নক্ষত্র থেকে নেওয়া জ্যৈষ্ঠ।
- অষধা নক্ষত্র থেকে নেওয়া আষাঢ়।
- ভদ্রা নক্ষত্র থেকে নেওয়া ভাদ্র।
- আশ্বিনী নক্ষত্র থেকে নেওয়া আশ্বিন।
- কৃত্তিকা নক্ষত্র থেকে নেওয়া কার্তিক।
- মৃগশিরা বা অগ্রহায়নী নক্ষত্র থেকে নেওয়া অগ্রহায়ণ।
- পুষ্যা নক্ষত্র থেকে নেওয়া পৌষ।
- মঘা নক্ষত্র থেকে নেওয়া মাঘ।
- ফাল্গুনি নক্ষত্র থেকে নেওয়া ফাল্গুন।
- চিত্রা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে চৈত্র।
বাংলা ১২ মাস সম্পর্কে প্রশ্নাবলী :
বাংলা বছরের প্রথম মাসের নাম কি?
বৈশাখ, বাংলা ১২ মাসের মধ্যে, বছরের প্রথম মাসের নাম হলো Boisakh.
কত মাসে এক ঋতু?
দুই মাসে এক ঋতু। যেমন আষাঢ় ও শ্রাবণ মাস হলো বর্ষা কাল।
বৈশাখ মাস কত দিনে?
বাংলা বৈশাখ মাস হলো ৩১ দিনের। এই মাস টি শুরু হয় এপ্রিলের ১৫ তারিখ থেকে।
বৈশাখ কোন মাসকে বলা হয়?
বাংলা ভাষার প্রথম মাসকে বলা হয় বৈশাখ মাস। সাধারণত আঞ্চলিক ভাষায় আমরা গরম ও প্রখর রৌদ্রের, গাছপালা নদী খাল বিল শুকিয়ে যাওয়ার সময় কে বৈশাখ মাস বলি। আর এটি ইংরেজিতে এপ্রিল ও মে মাস।
বৈশাখ কিসের জন্য পালন করা হয়?
কৃষকদের সুখ ও সমৃদ্ধির জন্য পালন করা হয়। কৃষকদের যায় উৎসব টি ১৬৯৯ সালে ফসল কাটার উদযাপনের জন্য চালু করা হয়েছিল যেটি বৈশাখী নামেও পরিচিত এবং এটি চালু করেছিলেন গুরু গোবিন্দ সিং খালসা। আরো জানুন।
আষাঢ় মাস ইংরেজি কি মাস?
আষাঢ় মাস ইংরেজি হলো মে ও জুন মাস। (May or June).
আশ্বিন মাস কি কাল?
বাংলা আশ্বিন মাস হলো শরৎকাল। আর এই শরৎকাল ভাদ্র থেকে আশ্বিন পর্যন্ত চলে।
অঘ্রান মাস কোন ঋতুর মধ্যে পড়ে?
বাংলা মাসের অঘ্রান মাস পড়ে হেমন্ত ঋতুর মধ্যে।
ফাল্গুন মাস কি কাল?
ফাল্গুন মাস হলো বসন্ত কাল। আর এই ঋতুর সময় কাল হলো ফাল্গুন ও চৈত্র মাস পর্যন্ত।
হেমন্তকাল ইংরেজিতে কী বলে?
হেমন্তকাল কে ইংরেজিতে বলে “Let Autumn”, আর বাংলাতে আমরা লিখি Hamanto kal.
শরৎকাল ইংরেজিতে কী বলে?
শরৎকাল কে ইংরেজিতে বলে “Autumn” আর এটি সময় হলো ভাদ্র থেকে আশ্বিন মাস পর্যন্ত।
কোন কোন মাস নিয়ে বর্ষাকাল?
বাংলার আষাঢ় ও শ্রাবণ মাস কে নিয়ে হলো বর্ষাকাল।
প্রধান দিক ক-টি? কী কী?
প্রধান দিক চারটি। পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ।
মোট দিক ক-টি? কী কী?
মোট দিক ছয়টি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব ও অধঃ।
দিক কোণ মোট কটি? কী কী?
দিক কোণ চারটি। অগ্নিকোণ, বায়ুকোণ, নৈঋত কোণ ও ঈশান কোণ।
সকালবেলায় সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে তোমার সামনের, পিছনের, ডানহাতের ও বাঁহাতের দিকগুলি কোন্ কোন্ দিক হয়?
সামনের দিকটি পূর্বদিক, পিছনের দিকটি পশ্চিমদিক, ডানহাতের দিকটি দক্ষিণ দিক এবং বামহাতের দিকটি উত্তরদিক হয়।
এক বছরে মোট কটি সপ্তাহ হয়?
এক বছরে মোট বাহান্নটি সপ্তাহ হয়।
কত দিনে একমাস হয় ?
সাধারণত ত্রিশ দিনে একমাস হয়। তবে কোনও কোনও বাংলা মাস ৩১ ও ৩ দিনেও হয়। আবার ২৯ দিনেও মাস দেখা গেছে। ইংরেজিতে ২৮ দিনে ফেব্রুয়ারি মাস হয়ে থাকে।
কত দিন ও কত মাসে একবছর হয়?
৩৬৫ দিনে ও বারো মাসে একবছর হয়।
পক্ষ কটি? কী কী ?
পক্ষ দু-টি। (১) শুক্ল পক্ষ (২) কৃষ্ণ পক্ষ।
এক বছরে ক-টি ঋতু? কী কী ?
ছয়টি ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
ক-টি করে মাস নিয়ে একটি ঋতু হয়?
দু-টি করে মাস নিয়ে একটি ঋতু হয়।
কোন্ কোন্ মাস নিয়ে গ্রীষ্মকাল হয় ?
বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল হয়।
কোন্ কোন্ মাস নিয়ে বর্ষাকাল হয়?
আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল হয়।
কোন্ কোন্ মাস নিয়ে শরৎকাল হয়?
ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল হয়।
কোন্ কোন্ মাস নিয়ে শীতকাল হয় ?
পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল হয়।
কোন্ কোন্ মাস নিয়ে হেমন্তকাল হয় ?
কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল হয়।
কোন্ কোন্ মাস নিয়ে বসন্তকাল হয় ?
ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল হয়।
ইংরেজি বছরের প্রথম মাসের নাম কী ?
জানুয়ারি মাস।
উপসংহার :
আশা করি আপনি এই আর্টিকেলটি পড়ে বাংলা বারো মাসের নাম, ঋতু ও কোন নক্ষত্র থাকে নেওয়া এই সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে আমি তোমাকে এই আর্টিকেলটি তোমার বন্ধুদের সাথে Whatsapp বা ফেসবুকে শেয়ার করার জন্য অনুরোধ করবো। আর কোনো প্রশ্ন থালে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন আমি আপনার উত্তর দেব।