বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম

বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম ও কৌশল (কিভাবে করবেন)

আজকে আমরা এই আর্টিকেলে জানবো বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম। কারণ এখনকার সময় ইংরেজি জানাটা খুব প্রয়জনীয় যদি আপনি খুব বড়ো কিছু করতে চান বা কোথাও ইন্টারভিউ দিতে গেলে আমাদের ১০০% english জানা দরকার হয় , কিন্তু আমরা অনেকে ইংরেজি ঠিক ঠাক জানা থাকে না, কারণ আমাদের মাতৃ ভাষা হলো বাংলা।

সুতারং তুমি যদি bengla to english শিখতে চান একদম সহজ ভাবে তাহলে আপনি সঠিক সাইটে এসেছেন। আমি এই আর্টিকেলে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আপনি শিখতে পারবেন এবং তার সমস্ত প্রসেস গুলো অনুসরণ আশা করি আপনি একবারে শিখে যাবেন।

তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম :

বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম

বাংলা থেকে ইংরেজি শিখতে আমরা ব্যাবহার করবো গুগল translate app বা ওয়েবসাইট কে কারণ এখানে আপনি খুব সহজে মুখে বাংলা ভাষায় কথা বলে ইংরেজিতে শুনতে পারবে। এক্ষেত্রে আপনাকে শুধু ইংরেজি ওয়ার্ড সম্পর্কে গেইন থাকে দরকার।

সবার প্রথমে আমরা এখানে ক্লিক করে গুগল translate ওয়েবসাইট প্রবেশ করবো যেটা দেখতে নিচে দেওয়া ছবির মতো। এখানে আপনি কিছু অপসন দেখতে পাবে যেমন (text) (images) ও (Website) সাথে আপনি ভাষা পরিবর্তনের অপসন পাবে এবং আরো অনেক কিছু।

1

Text বা লেখা থেকে অনুবাদ :

প্রথমে বলি (text) টেক্সট মানে হলো লেখা যেমন আমি এই পোস্ট টি লিখেছি এটা হলো টেক্সট ফরমেট যেটা ব্যাবহার করে আমরা মুখ দিয়ে কথা বলে বা বাংলা ভাষায় লিখে English অনুবাদ জানবো বা শিখবো।

সবার প্রথমে গুগল ট্রান্সলেট (text) অপশনে যে ভাষা পরিবর্তনের অপশন আছে সেখানে ক্লিক করলে আপনার সামনে ২০০ বেশি ভাষার নাম আসবে সেখান থেকে আমাদের Bangali ভাষাকে নির্বাচন করতে হবে, চাইলে আপনি অন্য ভাষাও বেছে নিতে পারো , কিন্তু আমরা বাঙালি সেই কারণে আমরা প্রথম অপশনে বাংলা এবং দ্বিতীয় অপশনে English ভাষা বেছে নেবো।

2

বাংলা এবং English ভাষা বেছে নেওয়ার পর আমরা সেখানে কিছু লিখবো বা মুখে বলবো বাংলা থেকে ইংরেজি শেখার জন্য, তো আমরা গুগল ট্রান্সলেট সাইট নিচে দিকে যে মাইক অপশনটি আছে সেখানে ক্লিক করুন।

21

মাইক অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে নিচে দেওয়া ছবির মতো অপশন চলে আসবে (তবে আপনি যদি এর আগে কখনো এই পদ্ধতি অবলম্বন না করে থাকেন তাহলে আপনার স্ক্রিনে পারমিশন চাইবে আপনি শুধু “Yes” বাটনে ক্লিক করে পারমিশন টি দিয়ে দিন।), তারপর সেখানে আপনি “Speek now” অপশনটি দেখতে পাবে।

3

আপনার স্ক্রিনে যখন “Speek now” অপশনটি চলে আসবে তখন আপনাকে মুখ দিয়ে কিছু বলতে হবে (আপনি যে বাংলা ভাষার মানে ইংরেজিতে জানতে চান সেটি বলুন, তবে অনেকক্ষণ কিছু না বল্লে বা দীর্ঘি শ্বাস নিলে অপশনটি বন্ধ হয়ে যাবে।). এক্ষেত্রে আমি বললাম “বাংলা থেকে ইংরেজি শিখবো কি করে?” গুগল ট্রান্সলেট আমার ভাষাকে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছে “How to learn English from Bangali”. এটাকে শোনার জন্য আপনাকে English ট্রান্সলেট অপশনে নিচে যে স্পিকার অপশন আছে আপনি সেখানে ক্লিক করলে শুনতে পাবে, আর এই ইংরেজি অনুবাদকে কপি বা কারো সাথে শেয়ার করতে আপনি কপি বা শেয়ার অপশনে ক্লিক করে এটি করতে পারবেন।

5

এই ভাবে মুখে বলে বা লিখে আপনি বাংলা থেকে ইংরেজি অনুবাদ আজ থেকে শুরু করতে পারবে।

জানুন : রেফারেল কোড কী ও মানে কী? রেফার করে ইনকাম করার সেরা অ্যাপ বা ওয়েবসাইট!

Images বা ছবি থেকে ট্রান্সলেট :

কোনো images বা ছবি কে বাংলা থেকে ইংরেজি করতে আপনাকে এই “images” অপশন টি select করতে হবে। এটি select করলে আপনার স্ক্রিনে নিচে দেওয়া ছবির মতো। সেখানে “Browse your computer” অপশনে ক্লিক করে আপনার মোবাইল থেকে ছবি আপলোড করতে হবে যেই ছবিটি আপনি বাংলা থেকে English অনুবাদ করতে চান সেটি।

6

Browse your computer” অপশনে ক্লিক আপনার আপনার ছবিটি select করুন, আপনার গ্যালারি তে যদি ছবিটি না থেকে তাহলে আপনি “Camera” অপশন টিতে ক্লিক করে ছবি তুলে নিন আর সেটিকে আপলোড করুন। আমার ক্ষেত্রে আমি আগে থেকে ছবি তুলে রেখেছিলাম সুতারং আমি আমার গ্যালারি থেকে একটি সিলেক্ট করলাম, তারপর উপরে ডান সাইডে “Done” বাটনে ক্লিক করুন।

8

আপনি “Done” বাটনে ক্লিক করলে ছবিটি আপলোড হয়ে যাবে এবং সেটি একটু টাইম নিয়ে বাংলা ভাষা থেকে English এ ট্রান্সলেট হয়ে যাবে নিচে দেওয়া ছবির মতো।

9

আপনি চাইলে এখান থেকে এই ইংরেজি অনুবাদ text কে কপি করে অন্য কোথাও শেয়ার বা সেভ করে রাখতে পারবে।

Website কে ট্রান্সলেট নিয়ম :

Website কে ট্রান্সলেট করার জন্য আপনাকে গুগল ট্রান্সলেট “Website” অপশনটি সিলেক্ট করুন এটি সিলেট করলে আপনার সামনে নিচে দেওয়া ছবির মতো অপশন চলে আসবে, সেখানে আপনাকে প্রথম আপনার ভাষাকে সিলেক্ট করতে হবে এবং ওয়েবসাইট অপশনটিতে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে সেখানে URL টি দিয়ে গোল যে এরও চিহ্ন টি আছে ওটিতে ক্লিক করুন।

11

আপনি ওই চিহ্ন টিতে ক্লিক করলে ওই ওয়েবসাইট টি সম্পূর্ণ লোড হবে এবং তার পর আপনার স্ক্রিনে বাংলা থেকে English ভাষাতে অনুবাদ হয়ে যাবে। যেমন নিচে দেওয়া আছে এই ওয়েবসাইটের ছবি সহ উদহারণ।

12

Contribute বা অবদান ট্রান্সলেট করা :

আপনি কোনো অবদান ট্রান্সলেট করতে চান তাহলে আপনি শেষ যে সবথেকে মজার অপশনটি আছে সেটি হলো “Contribute” এটি আপনি পাবেন গুগল ট্রান্সলেটের একদম নিচের দিকে সেখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন তার মধ্যে “Contribute” বাটনে ক্লিক করুন।

1

আপনি যদি এটি প্রথম বার ব্যাবহার করে থাকেন তাহলে আপনার সামনে নিচে দেওয়া ছবির মতো একটা পেজ খুলবে সেখানে আপনি “Get Started” বাটনে ক্লিক করুন।

14

পরবর্তী পেজ আপনার অবদান এর ভাষাকে সিলেক্ট করুন + বাটনে ক্লিক করে তারপর “Continue” বাটনে ক্লিক করুন। আপনি যদি বাংলা ভাষাকে খুঁজে না পান বা সহজে খোঁজার জন্য উপরে সার্চ বক্সে “Bengali” লিখুন আপনার সামনে চলে আসবে আপনি সেটি নির্বাচন করে নিচে দেওয়া “Continue” বাটনে ক্লিক করুন।

15

পরবর্তী পেজ আপনাকে দুটি টাস্ক দেবে নিচে দেওয়া ছবির মতো সেগুলোকে আপনাকে পূরণ করতে হবে। প্রথম টাস্ক হলো নির্ভুলতার জন্য বৈধ অনুবাদ “valid translations for accuracy” এবং দ্বিতীয়টি হলো শব্দ এবং বাক্যাংশ অনুবাদ করুন “Translate words and phrases“.

16

১) আপনি যখন নির্ভুলতার জন্য valid translations for accuracy টি সিলেক্ট করবেন তখন আপনার ইংরেজি অভিজ্ঞতা চেক করার জন্য কিছু ওয়ার্ড বা শব্দ দেবে আপনাকে শুধু ঠিক ভুল নির্বাচন করতে হবে এটি একটা ভীষণ ভালো উপায় বাংলা থেকে ইংরেজি শেখার জন্য কারণ এই ঠিক ভুল নির্বাচনে একসাথে ১০টি প্রশ্ন থাকে সেগুলোকে এক এক করে কমপ্লিট করুন। উদহারণ নিচে দেওয়া আছে।

17

আপনি এই ঠিক ভুল নির্বাচন করা সম্পূর্ণ করলে আপনাকে thanks জানাবে গুগল থেকে আর আরো জানতে বা গেইন অর্জন করতে “Keep going” এ ক্লিক করুন এবং এই পর্যন্ত শেষ করতে “Done” বাটনে ক্লিক করুন।

19

২) আপনি যখন শব্দ অনুবাদ করতে চান তখন আপনি Translate words and phrases অপশনে ক্লিক করুন। এটিতে ক্লিক করার পর আপনার সামনে নিচে ছবির মতো একটা পেজ আসবে সেখানে আপনাকে গুগল থেকে বাংলা লেখা থাকবে আপনাকে শুধু সেটিকে ইংরেজিতে লিখে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে।

20

এখানে আপনাকে একই ভাবে ১০টি প্রশ্ন দেয় সেগুলোকে সঠিকভাবে উত্তর লিখে সাবমিট করে দিলে গুগল তোমাকে tanks জানাই। আর আপনি যতবার এটি চেষ্টা করবেন ততবার আপনি নতুন নতুন প্রশ্ন পাবে এবং আপনি এই ভাবে সহজে বাংলা থেকে ইংরেজি অনুবাদ শিখে যাবে।

জানুন : স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি?

বাংলা থেকে ইংরেজি অনুবাদের উদাহরণ :

বাংলা থেকে ইংরেজি অনুবাদের সময় আপনাকে কিছু কথা মনে রাখতে হবে যেমন : সঠিক ভাবে ভাষাকে অনুবাদ করা, শব্দ ও তার অর্থ সম্পর্কে জানা দরকার, এবং ভাষার গঠন সম্পর্কে গেইন থাকা দরকার,(মানে হলো আপনি যদি বাংলাভাষা সঠিভাবে বলতে বা লিখতে পরনে তাহলে হবে।) আমি কিছু উদহারণ নিচে দিয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজেলাগে :

বাংলাইংরেজি
১. আপনি কেমন আছেন?How are you?
২. আপনি কাজ কি করেন?What do you do at work?
৩. আপনি কোথায় থাকেন?Where do you live?
৪. আপনার বাড়ি কোথায়?Where is your home?
৫. আপনার বাড়িতে কে কে আছেন?Who is in your house?
৬. তোমার বাবা ও মায়ের নাম কী?What is your father and mother’s name?
৭. তোমার বাবা ও মা কি করেন?What do your parents do?
৮. তোমার শিক্ষাগত যোগ্যতা কী?What is your educational qualification?
৯. তুমি এখন কি করো?What do you do now?
১০. আপনার বয়স কত?How old are you?
১১. আপনি এখন কোথায় যাবেন?Where do you go now?
১২. আমি এখন ট্রেনে আছি।I am on the train now.
১৩. আমার বাড়ি যেতে দেরি হবে।I will be late going home.
১৪. আমার শরীরটা ঠিক মত সুস্থ নেয়।My body heals properly.
১৫. আপনি কিছু খেয়েছেন?Have you eaten anything?
১৬. কাল অবশই আসবেন আমার বাড়িতে।You will definitely come to my house tomorrow.
১৭. চলুন দার্জিলিং থেকে ঘুরে আসি।Let’s travel from Darjeeling.
১৮. মা আমাকে একটা ফোন কল দাও তো.Mom give me a phone call.
১৯. আমার খুব খিদে পেয়েছে খেতে দাও।I’m very hungry, let me eat.
২০. আপনার মোবাইল কত টাকা দিয়ে কিনলেন এবং কোন কোম্পানি?How much money did you buy your mobile and which company?

এই ভাবে আপনি খুব সহজে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা শিখতে পারবে।

translate

আপনি যদি মোবাইল দিয়ে গুগল ট্রান্সলেট ব্যাবহার করতে চান তাহলে আপনি app টি play store থেকে ডাউনলোড করে নিতে পারো সাথে “bangla keyboard” aap ও ডাউনলোড করুন। এটি ডাউনলোড করার কারণ হলো আপনি যদি english এ বাংলা অনুবাদ না লিখতে পারো সেই কারণে. jmaon apnar ki posti valo lageche? (যেমন আপনার কি পোস্ট টি ভালো লেগেছে।) এই ভাবে যদি আপনি লিখতে পারে তাহলে “bangla keyboard” aap ডাউনলোড করার দরকার নেয়। তবে এই app টি ব্যাবহার করলে নতুনদের ইংরেজি শেখ খুব সহজ করে তোলে।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন?

বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবার জন্য আপনি গুগল ট্রান্সলেট এপ্লিকেশন কে ব্যাবহার করে। আপনার যে ট্রান্সলেট করতে চান সেই ভাষাটি লিখে ও মুখে বলে আপনার ভাষায় এই গুগল ট্রান্সলেট app এর মাদ্ধমে ট্রান্সলেট করতে পারবে।

বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম?

বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবার জন্য গুগল ট্রান্সলেট app টি ওপেন করে প্রথম বক্সটিতে বাংলা ভাষা “Bengali” অপশনটি নির্বাচন করুন তারপর দ্বিতীয় বক্সে উপরে ভাষা অপশনের মধ্যে ইংরেজি “English” অপশনটি নির্বাচন করুন। তারপর প্রথম বক্সে আপনি যেকোনো বাংলা ভাষাকে লিখলে বা মুখে বল্লে সেটি অটোমেটিক ইংরেজি ভাষাতে ট্রান্সলেট হয়ে যাবে।

আরো পড়ুন : এআই কি ও কিভাবে কাজ করে – কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কি?

উপসংহার :

আশা করি আপনি বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম ও কৌশল সহজভাবে জানতে পেরেছেন? যদি আপনার উত্তর হ্যাঁ, হয় তাহলে পোস্টি তোমার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিগেস করুন আমি অবশয় সাহায্য করবো।

এছাড়া আপনি যদি বাংলা থেকে ইংরেজি অনুবাদের যে App বা ওয়েবসাইট গুলো আছে সেগুলো ব্যাবহার করতে চান বা তার সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানান, তাহলে আমি একটি লিস্ট নিয়ে হাজির করবো। আর যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি এই পোস্টি অবশয় পড়ুন।

আরো পোস্ট পড়ুন :-