৫টি বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি! ব্লগ ও ওয়েবসাইট এর জন্য
আপনি কি একজন বাংলাদেশী ব্লগার বা বাংলাদেশে বসবাস করেন। আপনি আমার মত একটি নতুন ব্লগ ওয়েবসাইট শুরু করতে চান। সেই কারণে আপনি যদি আপনার ওয়েবসাইট বা ব্লগ তৈরী করতে বাংলাদেশী সেরা হোস্টিং কোম্পানি খুজে থাকেন। এবং সেই হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনে আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য পরিকল্পনা করে থাকে। তাহলে এই নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন। আর এখনই জেনে নিন বাংলাদেশ সেরা হোস্টিং কোম্পানি গুলির সম্পর্কে।
কারণ আমরা সকলেই জানি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য হোস্টিং এর অত্যন্ত জরুরী। তাই সকলেই চাই তাদের দেশে উপলব্ধ সেরা হোস্টিং কোম্পানি সম্পর্কে জানতে এবং তাদের সার্ভিসকে ব্যবহার করতে। কিন্তু আসলেই তারা জানে না যে এই ২০২৪ এ বাংলাদেশে উপলব্ধ অনেক hosting প্রোভাইডার এর মধ্য থেকে কোন হোস্টিং প্রোভাইডাটি আপনার জন্য সেরা। তাই এই নিবন্ধনটি বিশেষ করে তাদের জন্য লেখা।
সুতারং আপনি যদি একজন বাংলাদেশী হয়ে থাকেন। তাহলে আপনি এটি সম্পূর্ণ পড়ে আপনার জন্য এখানে দেওয়া বাংলাদেশে সেরা ৫ টি হোস্টিং কোম্পানি গুলির মধ্য থেকে আপনার পছন্দের একটি হোস্টিং কোম্পানিকে বেছে নিন।
বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি
আপনি যদি একজন বাংলাদেশী হয়ে থাকেন বা আপনি বাংলাদেশের বসবাস করাকালীন অবস্থায় সেখানকার সার্ভারে একটি ওয়েবসাইট বা ব্লগ শুরু করতে চান। তাহলে আপনি আপনি এখানে দেওয়া এই ৫টি হোস্টিং প্রোপাইডার এর তরফ থেকে আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য হোস্টিং ক্রয় করতে পারেন।
কারণ এখানে উপলব্ধ এই সমস্ত হোস্টিং প্রোভাইডার গুলি আপনাকে সস্তা মূল্যে ওয়েব হোস্টিং প্রদান করে থাকেন। সাথে আপনাকে ফ্রি ডমিন, এবং সুপারফাস্ট ওয়েবসাইট লোডিং স্পিড, আনলিমিটেড দর্শক প্রবেশের অনুমতি, সিপিউ , রেম, HTTP/৩, এসএসএল এবং হোস্টিং কে ম্যানেজ করার জন্য ফ্রি সি প্যানেল, ম্যালওয়ার প্রটেকশন, ২৪ ঘন্টা সাপোর্ট বা সমর্থন, এবং ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি। যে ফিচারগুলো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগ তৈরির জন্য প্রয়োজন সে সমস্ত কিছুই আপনি এই হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে পেয়ে যাবেন।
তাই চলুন দেরি না করে জেনে নিই হোস্টিং কোম্পানিগুলোর নাম, ও তাদের হোস্টিং প্যাকেজ এর সাথে কি কি? ফিচার আপনাদের জন্য প্রদান করছে সেগুলি।
১. হোস্টিং বাংলাদেশ (Hosting Bangladesh)
হোস্টিং বাংলাদেশ এটি হল বাংলাদেশের ব্যবহারকারীর জন্য সেরা একটি hosting কোম্পানি। যেখানে আপনি শুধুমাত্র ৯৫০ টাকাতে এক বছরে হিসেবে এসএসডি ওয়েব হোস্টিং পেয়ে যাবেন। সাথে আপনি সমস্ত হোস্টিং প্লান গুলিতে ২০গুণ দ্রুত বা first NVMe ssd স্টোরেজ পাবেন, সিপিইউ কোর, এবং রেম পাবেন। সাথে ফিজিক্যাল সাপোর্ট পাবেন, DDoS আক্রমণ এর প্রটেকশন পাবেন, আপনার ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার জন্য প্রতিদিন ফ্রি ব্যাকআপ পাবেন। তবে আপনি যদি প্রতি ঘন্টা হিসেবে আপনার ওয়েবসাইট এর ব্যাকআপ নিতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হতে পারবে।
এছাড়া এই হোস্টিং কোম্পানিতে আপনি ২৪ ঘন্টা সামর্থন পাবেন। ফলে আপনার হোস্টিং প্ল্যানটিতে কোন সমস্যা দেখা দিলে তাদের সমর্থন টিম আপনাকে সেই অসুবিধা থেকে বা প্রবলেমটিকে খুব শীঘ্রই ঠিক করে দেবে। এর জন্য আপনি হোয়াটসঅ্যাপে ও লাইভ চ্যাট ব্যবহার করে আপনার প্রবলেম টিকে ঠিক করে নিতে পারবেন। এবং সবথেকে বড় যে বিষয়টি হলো সেটি হলো আপনি এখান থেকে যে মূল্যে প্রথম বছরের জন্য হোস্টিং টি ক্রয় করবেন পরের বছরে আপনি সেই একই মূল্যে সেটি পেয়ে যাবেন।
আর এই হোস্টিং কোম্পানিটি থেকে আপনি শুধু ওয়েব হোস্টিং নয় আপনি আপনার ওয়েবসাইটের জন্য ওয়েব হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার hosting, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সাভার এবং ডমির নাম রেজিস্ট্রেশন করতে পারবেন একদম অল্প মূল্যে। এবং খুব সহজে আপনার ব্যবসার জন্য বা একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
২. ডায়না হোস্ট (Dianahost)
এই “ডায়না হোস্ট” হোস্টিং কোম্পানিটি বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় সেরা হোস্টিং প্রোভাইডার। যেখানে আপনি খুব সুলভ মূল্যে ওয়েভ হোস্টিং সাথে ফ্রি ডোমেইন, ফ্রি এস-এস-এল, ফ্রি ইমেইল ফরওয়ার্ডিং, ইউআরএল ফরওয়ার্ডিং, ডোমেইন কন্ট্রোল প্যানেল, এবং সহজ একাউন্ট সেটাপ, পাওয়ারফুল ও ১০x দ্রুত বা ইস্পিড লোডিং ওয়েভ হোস্টিং, 99.9% অফ টাইম গ্যারান্টি, সিপিইউ, র্যাম, এসএসডি স্টোরেজ, আনলিমিটেড দর্শক প্রবেশের অনুমতি। ২৪ ঘন্টা লাইভ চ্যাট ও ফেসবুক মেসেঞ্জার চ্যাটের মাধ্যমে সাপোর্ট বা সমর্থন পাবেন ও এছাড়া আরো অনেক কিছু পেয়ে যাবেন।
তবে এই ডায়না হোস্ট কোম্পানিতে আপনি যে ধরনের হোস্টিংগুলি পাবেন। সেটি হলো। ওয়েব হোস্টিং, চিপ হোস্টিং, প্রিমিয়াম হোস্টিং, পিএনআর হোস্টিং, উইন্ডোজ হোস্টিং, ম্যানেজ ক্লাউড ভিপিএস হোস্টিং, বিডিআইএক্স, কেভি-এম-ভি-এস হোস্টিং, বিডি আইএক্স আরডিপি হোস্টিং, ইমেইল হোস্টিং এছাড়া আরো অনেক ধরনের হোস্টিং। সাথে আপনি ডোমিন নাম রেজিস্ট্রেশন ও গুগল জি সুইট এর প্ল্যান গুলিও এখান থেকে ক্রয় করতে পারবেন।
আর এখান থেকে হোস্টিং ক্রয়় করার জন্য আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, স্কলার, ও আস্থা অবিচল BRAC ব্যাংক লিমিটেডের অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনার হোস্টিং এর টাকাটি প্রদান করে হোস্টিং ক্রয় করতে পারবেন।
তবে এখানে আপনি শুধুমাত্র ৯৯ টাকা প্রতি মাসে যে হোস্টিং পরিকল্পনাটি পাবেন। সেই হোস্টিং পরিকল্পনাটিতে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ৫০০ জিবি জায়গা পাবেন। ৫০ জিবি ব্যান্ডউইথ পাবেন। ডাটাবেস, ব্যাবসীয়ক ইমেইল একাউন্ট, ফ্রি সিপ্যানেল এছাড়া আরো অনেক কিছু পাবেন।
যেটি একটি নতুন ব্লগার বা নতুন ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য সঠিক একটি হোস্টিং কোম্পানি। তবে আপনার যদি এখান থেকে আগে কোনো হোস্টিং পরিকল্পনা ক্রয় করা থেকে কিংবা আপনার ওয়েবসাইটে বেশি পরিমাণে দর্শক এসে থাকে। তাহলে আপনি এই ডাইনো হোস্ট ওয়েবসাইট থেকে আগের থেকে ভালো একটি ওয়েব হোস্টিং প্ল্যান করাই করতে পারেন বা তাদের কাছে উপলব্ধ যে অন্যান্য হোস্টিং গুলো আছে সেগুলোতে আপগ্রেড করতে পারেন।
৩. ওয়েব হোস্ট বিডি (Web Host BD)
আশা করছি অনেকেই এই “ওয়েব হোস্ট বিডি” হোস্টিং কোম্পানি সম্পর্কে আগে থেকেই জানেন। কারণ এটি একটি বহু পুরনো বাংলাদেশী ওয়েব ওয়েস্টিং প্রোভাইডার। যেখানে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি পছন্দনীয় ওয়েব হোস্টিং পেয়ে যাবেন। এবং যে ওয়েব হোস্টিং গুলিতে আপনি ফাস্ট এবং দ্রুত লোডিং এনভিএমই এসএসডি স্টোরেজ এবং ৯৯% আপটাইম গ্যারান্টি পেয়ে যাবেন। সাথে ফ্রি SSL, ফ্রিতে প্রতিদিন এবং সাপ্তাহিক আপনার ওয়েবসাইট এর ব্যাকআপ পেয়ে যাবেন। ফ্রি ইমেইল একাউন্ট তৈরী করতে পারবেন।
আপনার ওয়েব হোস্টিংকে ম্যানেজ করার জন্য ফ্রি কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন। এছাড়া আপনি ফ্রি ওয়েবসাইট বিল্ডার ও পেয়ে যাবেন। যেটি ব্যাবহার করে খুব সহজে সুন্দর একটি ওয়েবসাইট তৈরী করে পারবে।
এখানে উপলব্ধ ওয়েব হোস্টিং এর মূল্য শুরু শুধুমাত্র ১৫০০ টাকা প্রতি বছর হিসাবে। যেখানে আপনি ২ জিবি এনবিএসই ssd স্টোরের, ডাটা ট্রান্সফা,র লাইট সুইট সার্ভার, দুটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আনলিমিটেড ডাটাবেস, ফ্রি সফটওয়্যার অটোমাইজেশন, ২৪ ঘন্টা লাইভ চ্যাট, হোয়াটসঅ্যাপ ও ফোন কলের চ্যাট সমর্থন পেয়ে যাবেন। সাথে আপনি এখান থেকে খুব স্বল্পমূল্যে আপনার ওয়েবসাইটের জন্য একটি ডোমিন রেজিস্ট্রেশন করতে পারবেন।
এছাড়া আপনি আপনার ওয়েবসাইটের জন্য এখানে ওয়েব হোস্টিং, প্রিমিয়াম, ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং ,ডেডিকেটেড সার্ভার, ওয়েবসাইট ডিজাইন করবার টুল বা ওয়েবসাইট ডিজাইন হোস্টিং ও ই-কমার্স ওয়েবসাইট হোস্টিং, এবং ডোমিন নাম রেজিস্টেশন।
এছাড়া আরো অনেক কিছু পাবেন। ফলে এখান থেকে হোস্টিং কিনে আপনি আপনার ইচ্ছা মত একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে আপনি যদি এখান থেকে হোস্টিং ক্রয় করার জন্য কিছু ডিসকাউন্ট অফার খুঁজে থাকেন তাহলে আপনি এখানে দেওয়া লিংকে ক্লিক করে এই “ওয়েব হোস্ট বিডি” ওয়েবসাইট থেকে হোস্টিং করাই করুন। আর পেয়ে যান ৩০% পর্যন্ত ছাড়।
৪. জিয়ন বিডি (XEeonBD)
“জিয়ন বিডি” হল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত একটি হোস্টিং প্রোভাইডার। যেটি ২০০৫ সাল থেকে তাদের হোস্টিং পরিষেবা প্রদান করছেন বা অনলাইনে বিক্রি করছেন। তবে তাদের কাছে উপলব্ধ হোস্টিং এ মূল্য অন্য হোস্টিংয়ের তুলনায় সামান্য বেশি। কিন্তু আপনি এক বছরের পরিকল্পনা ক্রয় করলে আপনি অনেক কম মূল্যে পেয়ে যাবেন।
যেখানে আপনি পেয়ে যাবেন আপনার ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করার জন্য নরমাল ওয়েব হোস্টিং, Windows হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, এবং বাংলাদেশ ছাড়া অন্যান্য ডেটা সেন্টার গুলিও উপলব্ধ আছে। এবং প্রতিটি হোস্টিং এ আপনি পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটিং ম্যানেজমেন্টের জন্য ফ্রি কন্ট্রোল প্যানেল। যেটি খুব সহজেই ব্যবহার করা যায়। এবং এক ক্লিকেই আপনি ওয়ার্ডপ্রেস, জুমুলা, ও ই-কমার্স এর মতো এপ্লিকেশন গুলো ইন্সটল করতে পারবেন আপনার হোস্টিং সার্ভিসে।
এছাড়া আপনি এই হোস্টিং প্ল্যানটিতে পেয়ে যাবেন হাই স্পিড সার্ভার। এইচটিটিপি/৩, ৯৯% অপটাইম গ্যারান্টি, ফ্রি এস-এস-এল সার্টিফিকেট, সাইট লক, ২৪ ঘন্টা লাইভ চ্যাট ও ফোন কল সমর্থন। সাথে আপনি ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টিও পেয়ে যাবেন। এছাড়া আপনি এদের ডিসকাউন্ট অফার এর প্রোমো কোড টি ব্যবহার করার জন্য লিনেক্স শেয়ার হোস্টিং এ ৩০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
তবে এই জিয়ন-বিডি হোস্টিং প্রোভাইডারটিতে সবথেকে তে মজাদার যেটি হল সেটি হল এটাতে আপনি প্রতিটি শেয়ার হোস্টিং প্ল্যানে রেম ও বাংলাদেশের ডেটার সেন্টার পেয়ে যাবে। এবং দুঃখের বিষয় হল এই সমস্ত হোস্টিং প্লান গুলিতে কোন ফ্রি ডোমিন নাম প্রদান করেন না। ফলে আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন নাম ক্রয় করতে আপনি গোড্যাডি বা নেমচিপ ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন।
৫. আইটি নুট হোস্টিং (IT Nut Hosting)
এটি হলো বাংলাদেশের সেরা একটি হোস্টিং কোম্পানি। আপনি এই “আইটি নুট হোস্টিং” কোম্পানি থেকে বহু সস্তা মূল্যে ওয়েব হোস্টিং ক্রয় করতে পারবেন। এবং এখানে আপনার ওয়েবসাইট তৈরির এর জন্য পেয়ে যাবনে ওয়েব হোস্টিং, স্পিড স্টার হোস্টিং, বিডিআইএক্স হোস্টিং, Windows হোস্টিং, ভিপিএস হোস্টিং, ইমেল হোস্টিং, এবং আরো অন্যান্য হোস্টিং। আপনি ওই হোস্টিং প্ল্যান গুলিতে এন-ভি-এম-ই এস-এস-ডি স্টোরের, আনলিমিটেড ফ্রি এস-এস-এল, সাবডমিন তৈরি করার অনুমতি, ফ্রি ইমেইল একাউন্ট ও আপনার হোস্টিংকে ম্যানেজ করার জন্য সহজ একটি কন্ট্রোল প্যানেল।
এছাড়া আপনি এই হোস্টিং প্ল্যান টিতে পেয়ে যাবেন আপনার ওয়েবসাইট লোডিং হওয়ার লাইট স্পিড বা দ্রুত একটি সার্ভার এবং হ্যাক প্রটেকশন। যেটি যেকোনো হোস্টিং কোম্পানি প্রদান করেন না। সাথে আপনার হোস্টিংএ ৯৯.৯% আপটাইম গ্যারান্টি ও ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার জন্য প্রতিদিনে ফ্রি ব্যাকআপ পাবেন। ফলে কোন কারণে যদি আপনার ওয়েবসাইটে ডিলিট হয়ে যায় বা কোন অসুবিধা হয়। তাহলে আপনি এক ক্লিকে আপনার ওয়েবসাইট কে পুনরায় অনলাইনে লাইভ বা চালু করতে পারবেন।
সাথে আপনার ওয়েবসাইটে বা হোস্টিং এর মধ্য যদি কোন ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি তাদের ওয়েবসাইটে প্রবেশ করে লাইভ চ্যাট সাপোর্টে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে ২৪ ঘন্টা লাইভ চ্যাট ও ফোন কলের মাধ্যমে সমর্থন প্রদান করে থাকেন। এবং তাদের হোস্টিং প্ল্যান গুলিতে নতুনদের জন্য অফার দিয়ে থাকেন। শুধুমাত্র প্রথম বছরের জন্য। তবে আপনি যদি তাদের দেওয়া কুপনটি ব্যবহার করে থাকেন তাহলে সে ক্ষেত্রে আপনি অতিরিক্ত ছাড় পাবেন।
হোস্টিং কিনলে ডোমিন ফ্রি পাওয়া যায় কি?
হ্যাঁ, হোস্টিং কিনলে ডোমিন ফ্রি পাওয়া যায়। তবে সমস্ত ওয়েব হোস্টিং প্রোভাইডার এর হোস্টিং এ ফ্রি ডমিন পাওয়া যায় না। কারণ অনেক সময় তারা তাদের সার্ভিসকে ভালো ও অন্যদের থেকে আরও উন্নত করার জন্য অন্য সুবিধা দিয়ে থাকেন। ফলে তাদের সেই টাকা সেই সুবিধার টি দেওয়ার পিছনে চলে যায়। ফলে তারা ফ্রি ডোমেইন প্রদান করতে পারেন না। তবে আপনি হোস্টিং বাংলাদেশ ও ডায়না হোস্ট এর মত সেরা হোস্টিং কোম্পানির কাছ থেকে হোস্টিং ক্রয় করলে আপনি ওয়েব হোস্টিং প্ল্যান এর সাথে ফ্রি ডোমেইন পাবেন।
ফ্রি .com ডোমেইন কিভাবে পাব?
ফ্রিতে (.com) ডট কম ডোমিন পাওয়ার জন্য আপনি হোস্টিং বাংলাদেশ ও ডায়না হোস্ট ওয়েবসাইট থেকে হোস্টিং ক্রয় করুন। তাহলে আপনি ফ্রিতে ডট কম ডোমেইন নাম পাবেন। আর আপনি যদি এ আরেকটু বেশি টাকা ব্যয় করে একটি উন্নত ধরনের হোস্টিং ক্রয় করতে চান তাহলে আপনি হোস্টিংজার ও বুলুহোস্ট এর মত হোস্টিং প্রোভাইডার এর কাছ থেকে হোস্টিং ক্রয় করতে পারে।
ফ্রি ডমেইন রেজিস্ট্রেশন এর উপায়?
ফ্রি ডোমিন রেজিস্ট্রেশন এর একমাত্র উপায় হল আপনাকে একটি ভালো হোস্টিং কোম্পানির কাছ থেকে হোস্টিং ক্রয় করতে হবে। যে হোস্টিং প্ল্যান গুলিতে ফ্রি ডমিন পাওয়া যায় এমন একটি হোস্টিং পরিষেবা। তাহলে আপনি ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। অন্যথায় আপনি আমেরিকার একটি ওয়েবসাইট 1&1 ionos টিতে প্রবেশ করে দেখতে পারেন। কারণ মাঝেমধ্যে তারা ফ্রি ডমিনের অফার দিয়ে থাকেন। ফলে আপনি সেখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য একটি ফ্রি ডট কম রেজিস্ট্রেশন করতে পারে।
উপসংহার :
আশা করি আপনি একজন বাংলাদেশী হয়ে এখানে উপলব্ধ এই ৫টি বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানির মধ্য থেকে আপনার পছন্দের কোম্পানিটি আপনি নির্বাচিত করতে পেরেছেন। এবং এই নিবন্ধনটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন এবং এটি আপনাকে সহায়ক করে থাকে। তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরো ওয়েব হোস্টিং, ডোমেইন নাম ও ব্লগিং এর সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। সাথে এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর চাইলে ২০২৪ এর সেরা ওয়েব হোস্টিং কোম্পানির তালিকাটি একবার দেখে নিন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে জানান।