দশমিক মুদ্রার পরিচিতি পরিমাপ ও ওজন এর হিসাব
আপনি কি দশমিক মুদ্রার পরিচিতি পরিমাপ ও ওজন এর হিসাব সম্পর্কে জানতে চান তাহলে নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন আর জেনে নিন তখন কার সময়ের বিভিন্ন জিনিসের ওজন ও মাপ।
দশমিক মুদ্রার ক্ষেত্রে ১০০ পয়সায় হয় ১ টাকা, লেখার সময় টাকা ও পয়সাকে দুইভাবে লেখা হয়। ১ম পদ্ধতি ১ টাকার জায়গায় টাকা ও পয়সার জায়গায় পয়সা। যেমন ৬ টাকা ২০ পয়সা। ৬ টাঃ ৫০ পঃ দ্বিতীয় পদ্ধতি -টাকা ও পয়সার মধ্যে একটি বিন্দু দিয়ে লেখা যায়।
নতুন দৈর্ঘ্য পরিমাপ ও ওজন
কিলোমিটার = কি.মি মিটার = ডে.মি।
হেক্টোমিটার = হে.মি ডেসিমিটার = ডে.মি ডেকামিটার = ডে.মি সেন্টিমিটার = সে.মি।
মিলিমিটার = মি.মি।
১ মিটার = ১০০ সেন্টিমিটার বা ১০০০ মিলিমিটার ১ সেন্টিমিটার হলো ১ মিটারের ১০০ ভাগের ১ ভাগ।
১ ডেসিমিটার ১ মিটারের ১০ ভাগের ১ ভাগ।
বাটখারার বিবরণ
(ক) লোহার তৈরী-৫০ গ্রাম। ১০০ গ্রাম। ২০০ গ্রাম। ৫০০ গ্রাম। ১ কিলোগ্রাম। ৫ কিলোগ্রাম। ১০ কিলোগ্রাম। ২০ কিলোগ্রাম। ১ কুইন্ট্যাল ইত্যাদি।
ইংরাজী দৈর্ঘ্যের মাপ
১২ ইঞ্চিতে – ১ ফুট।
৩ ফুটে – ১ গজ।
১২০ গজে – ১ ফারলং।
৮ ফারলং বা ১৭৬০ গজে ১।
২০ বর্গ হাতে – ১ ছটাক।
৪ ছটাকে – ১ পোয়া।
৪ পোয়ায় – ১ কাঠা।
২০ কাঠায় – ১ বিঘা।
- জানুন : বাংলার ভূমি অনলাইন জমির রেকর্ডস।
স্বর্ণের মাপ
৪ ধানে – ১ রতি
৮ রতিতে – ১ মাষা
১২ মাষায় – ১ ভরি
১৬ আনায় – ১ ভরি
কাগজের গননা
ফুলস্কেপ সাইজ ২৪ টায় ১ দিস্তা ২৫ টা কাগজে ১ দিস্তা ২০ দিস্তায় (৪৮০ টায়) ১ রিম ২০ দিস্তা বা ৫০০ টায় ১ রিম মেট্রিক নিয়মে।
তরল দ্রব্যের পরিমাপ
১০ মিলিলিটারে = ১ সেন্টিলিটার।
১ সেন্টিলিটার = ১ ডেসিলিটার।
১০ ডেসিলিটারে = ১ লিটার।
১০ লিটারে = ১ ডেকালিটার।
১০ ডেকালিটারে = ১ হেক্টোলিটার।
১০ হেক্টোলিটারে = ১ কিলোলিটার।
১ লিটারে = ১০০০ মিঃ লিঃ।
১০০০ লিটারে = ১ কিলোলিটার।
ঔষধিবিষয়ক পদার্থের ওজন
২০ গ্রেণে – ১ স্তূপল।
৩ স্কুপলে – ১ ড্রাম।
৮ ড্রামে – ১ আউন্স।
১৬ আউন্সে – ১ পাউন্ড।
তরল পদার্থের মাপ
৩ জিলে -১ পাইন্ট।
১ পাইন্টে – ১ কোয়ার্ট।
৪ কোয়ার্টে – ১ গ্যালন।
৩৬ গ্যালনে – ১ ব্যারেল।
ডাক্তারী তরল পদার্থের মাপ
৩০ মিনিট বা ১ ড্রাম (তরল)।
৮ ড্রামে – ১ আউন্স (তরল)।
২০ আউন্সে – ১ পাইন্ট।
২ পাইন্টে – ১ কোয়ার্ট বা বোতল।
৪ কোয়ার্টে বা ৮ পাইন্টে ১ গ্যালন।
১ মিনিমর অর্থ ফোঁটা। ১ ড্রাম, চায়ের চামচের ১ চামচ তরল পদার্থের ওজনের সমান। ১ গ্যালন পরিশ্রুত জলের ওজন ১০ পাউন্ড (এভ) এর সহিত সমান।
চাউল ধান্যাদির মাপ
১ ছটাকে ১ কুনিকা।
২ কুনিকায় ১ খুচি।
২ খুচিতে ১ রেক।
২ রেকে ১ পালি।
২ পালিতে ১ দন.
৮ দনে ১ মণ।
২০ পালিতে ১ শলি।
১৬ শলিতে ১ কাহন।
২ দনে ১ কাটি।
৮ কাটিতে ১ আড়ি।
২০ আড়িতে ১ বিশ।
১৬ বিশে ১ কাহন।
কলিকাতার চাষ মাপের এই প্রণালী এখন আর দেখিতে পাওয়া যায় না।
ইঞ্চির মাপ
১২ ইঞ্চিতে ১ ফুট।
৩৯ ইঞ্চিতে ১ মিটার।
১ ইঞ্চিতে ৮ সুতো।
১৮ ইঞ্চিতে ১ হাত।
২ হাতে ১ গজ।
শেষকথা :
আশাকরি আমি আপনাকে দশমিক মুদ্রার পরিচিতি পরিমাপ ও ওজন এর হিসাব সম্পর্কে সমত তথ্য শেয়ার করতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে এটি বেশি করে শেয়ার করে দিন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আর এরকম ধরণের নতুন তথ্য বা অনলাইন ইনকাম সম্পর্কে জানতে এই ওয়েবসাইট টি সাবস্ক্রিব করে রাখুন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। ধন্যবাদ।