জিমেইল পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব বা চেঞ্জ করবো কিভাবে

আমি জিমেইল পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব বা চেঞ্জ করবো কিভাবে

আমরা সকলেই, যারা মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, কিংবা যেকোনো ডিভাইস ব্যবহার করে থাকি। তারা সকলেই জিমেইল ব্যবহার করে থাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, আমরা সেই Gmail এর পাসওয়ার্ড ভুলে যায় বিভিন্ন কারণে। সাথে অনেক সময় আমাদের জিমেইল এর পাসওয়ার্ড অন্য কেউ জেনে যাওয়ায়, আমাদের জিমেইল পাসওয়ার্ড টিকে পরিবর্তন করতে হয়।

সুতরাং, আপনিও যদি আমার মত বিভিন্ন কারণে জিমেইলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, কিংবা আপনার জিমেইলে পাসওয়ার্ড অন্য কেউ জেনে গিয়েছে। সেকারণে আপনি পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে। জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবো কিভাবে এই বিষয়ে জানতে চান। তাহলে নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন। আশা করি এটি আপনাকে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তনে সম্পূর্ণ সহায়তা করবে।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব

জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করাটি খুবই সহজ ব্যাপার। এর জন্য সবার প্রথমে আপনি আপনার জিমেইল একাউন্টে ম্যানেজ অপশানের মধ্যে প্রবেশ করে। “সিকিউরিটি” অপশনে ক্লিক করে, তার মধ্য থেকে “পাসওয়ার্ড” অপশনে ক্লিক করুন। তারপর, আপনি যে পাসওয়ার্ডটি রাখতে চান সেটি লিখে “চেঞ্জ পাসওয়ার্ড” বাটনে ক্লিক করুন।

এর জন্য সবার প্রথমে আপনার যে কাজটি করণীয়। সেটি হল আপনার মোবাইলে উপলব্ধ গুগল প্লে-স্টোর, গুগল ক্রোম, কিংবা জিমেইল অ্যাপ্লিকেশনটি খুলুন।

তারপরে সেখানে থাকা একদম উপরে আপনার “প্রোফাইল” আইকনে ক্লিক করে “মেনেজ ইউর google একাউন্ট” অপশনটিতে ক্লিক করুন।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব 1

আপনি ম্যানেজ ইওর গুগল একাউন্ট অপশনটিতে ক্লিক করলে। আপনাকে আপনার গুগল একাউন্ট ম্যানেজ পেজ নিয়ে যাবে। যেটা দেখতে হবে নিচে দেওয়া ছবির মত। সেখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে থেকে “সিকিউরিটি” অপশনটিতে ক্লিক করুন।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব 2

সিকিউরিটি অপশন এ ক্লিক করলে আপনাকে গুগল একাউন্ট বা জিমেইল এর সিকিউরিটি অপশন গুলির মধ্য নিয়ে যাবে। সেখানে আপনি পেজটি একটু নিচের দিকে নামিয়ে “পাসওয়ার্ড” অপশনটিতে ক্লিক করুন।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব 3

আপনি পাসওয়ার্ড অপশন দিতে ক্লিক করলে। আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখানে আপনি প্রথম বক্সে আপনি যে নতুন জিমেইল পাসওয়ার্ডটি দিতে চান সেটি লিখুন, এবং দ্বিতীয় বক্সে ওই একই পাসওয়ার্ডটি লিখুন, যেটা আপনি প্রথম বক্সে দিয়েছেন। তারপর নিচে থাকা “চেঞ্জ পাসওয়ার্ড” বাটনটিতে ক্লিক করুন।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব 4

আপনি চেঞ্জ পাসওয়ার্ড বাটনটিতে ক্লিক করলে। আপনার জিমেইল এর পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন ওই দুটি বক্সে কিন্তু একটি পাসওয়ার্ড দুবার লেখা হবে। আর সেটা যেন ভুল না হয়। সাথে আপনি যে ডিভাইসে এই কাজটি করবেন। সেটিতে যেন আগে থেকে জিমেইল একাউন্টটি লগইন থেকে থাকে। তাহলে আপনি সহজে এই সহজ পদ্ধতি ব্যবহার করে। আপনার জিমেইল পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন।

আরো জানুন : গুগল ফটো ব্যাকআপ কিভাবে করতে হয়?

জিমেইল পাসওয়ার্ড ফরগেট কিভাবে করে?

জিমেইল পাসওয়ার্ড ফরগেট করবার জন্য। সবার প্রথমে আপনাকে জিমেইলের লগইন পেজে প্রবেশ করতে হবে। তারপর সেখানে আপনি আপনার ইমেল আইডিটি লিখে “নেক্সট” বাটনে ক্লিক করুন।

জিমেইল পাসওয়ার্ড ফরগেট কিভাবে করে 1

পরবর্তী পাসওয়ার্ড পেজে “ফরগেট পাসওয়ার্ড” অপশনটিতে ক্লিক করুন।

জিমেইল পাসওয়ার্ড ফরগেট কিভাবে করে 2

পরবর্তী পাসওয়ার্ড অপশনে আপনার যে আগের জিমেইল পাসওয়ার্ডটি ছিল, সেটি লিখে “নেক্সট” বাটনে ক্লিক করুন। যদি পাসওয়ার্ডটি ঠিক হয়ে থাকে। তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এবং সেখানে নতুন পাসওয়ার্ড লিখে সেটাকে সেভ করবার অনুমতি দেবে। তবে যদি আপনার আগের যদি পাসওয়ার্ড মনে না থেকে থাকে। তাহলে নিচে দেওয়া” ট্রাই আনাদার ওয়ে” অপশনটিতে ক্লিক করুন।

জিমেইল পাসওয়ার্ড ফরগেট কিভাবে করে 3

আপনি “ট্রাই অনাদার ওয়ে” অপশনটিতে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এবং সেখানে আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য। কোন ইমেইল আইডি, বা ফোন নম্বর যুক্ত করে থাকেন, সেগুলোকে সেখানে প্রদর্শিত করাবে।

আপনি তার মধ্য থেকে ফোন নম্বর বা ইমেইল আইডি যেকোনো একটি নির্বাচন করে, সেটি লিখে নেক্সট বাটনে ক্লিক করলে। আপনার ওই ফোন নম্বরে বা ইমেল আইডিতে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি সেখানে লিখে ভেরিফাই করে দিন।

ভেরিফিকেশন হয়ে গেলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার নতুন পাসওয়ার্ড লিখে “সেভ” বাটনে ক্লিক করলে সেই পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। আপনার Google একাউন্টটি রিকভারি হয়ে যাবে।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব?

জিমেইল পাসওয়ার্ড দেখবার জন্য। সবার প্রথমে আপনি আপনার জিমেইল একাউন্ট ম্যানেজমেন্ট অপশনের মধ্য প্রবেশ করুন। তারপর সেখানে থাকার “সিকিউরিটি” অপশনে ক্লিক করে। পেজটিকে একদম নিচের দিকে নামিয়ে “পাসওয়ার্ড ম্যানেজার” অপশনটিতে ক্লিক করুন।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব

পাসওয়ার্ড ম্যানেজার অপশনটিতে ক্লিক করলে। আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখানে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলোর ইউজার নেম ও পাসওয়ার্ড সেভ করে রেখেছিলেন বা রাখবেন। সেই সমস্ত অ্যাপ্লিকেশনের তালিকা দেখতে পাবেন। তার মধ্যে থেকে আপনি “Google” অপশনটির উপরে ক্লিক করুন।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব 2

গুগল অপশনটির উপরে ক্লিক করলে। আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। কিন্তু তার আগে আপনাকে আপনার মোবাইলে যদি কোন ফিঙ্গারপ্রিন্ট, মুখ লক, বা প্যাটার্ন লক থেকে থাকে সেটিকে ভেরিফাই করে, পরবর্তী পেজে যেতে হবে। তারপর সেখানে আপনার জিমেইল একাউন্টের নাম এর নিচে থাকা চোখ আইকনে ক্লিক করে সেই জিমেইলের পাসওয়ার্ডটি আপনি দেখতে পাবেন। আর কপি অপশনটিতে ক্লিক করে সেই পাসওয়ার্ডটি কে কপি ও করে নিতে পারবেন।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব 3

এইভাবে আপনি খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। যেকোনো ডিভাইস এর মধ্যে থেকে।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি?

জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে, যেটি করনীয় সেটি হল। আপনাকে নতুন করে পাসওয়ার্ড সেট করা। কারণ, আমরা সকলেই জানি জিমেইল একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তাই আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন। তাহলে আপনি উপরের পদ্ধতি অবলম্বন করে। আপনার জিমেইল পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। অন্যথায় আপনি জিমেইল লগইনের সময় “ফরগেট পাসওয়ার্ড” বাটনে ক্লিক করে আপনার জিমেইল পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার রিকভারি ইমেইল বা ফোন নাম্বার এর প্রয়োজন হতে পারে।

এডমিন ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিসেট?

এডমিন ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিসেট করা অসম্ভব ব্যাপার, কারণ গুগল কখনোই এটি করার পারমিশন দেবে না। তাই এডমিন ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিসেট করতে, আপনি সেই এডমিনের ডিভাইসে লগইন জিমেইল একাউন্ট এর মধ্যে প্রবেশ করে। সেখান থেকে উপরের পদ্ধতি অবলম্বন করে জিমেইল পাসওয়ার্ড রিসেট করতে পারবে।

পাসওয়ার্ড ছাড়া গুগল পাসওয়ার্ড রিসেট ?

পাসওয়ার্ড ছাড়া গুগল পাসওয়ার্ড রিসেট করার দুটি উপায় আছে। প্রথমত আপনি Gmail লগইন করবার সময় “ফরগেট পাসওয়ার্ড” অপশনটিতে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার বা রিকভারি ইমেইল ব্যবহার করে। আপনার Google পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন। অন্যথায় আপনি আপনার ডিভাইসে জিমেল একাউন্টটি লগইন থাকা অবস্থায়। সেই জিমেইল একাউন্ট ম্যানেজ অপশন এর মধ্যে প্রবেশ করে। সেখান থেকে রিসেট করতে পারবেন।

গুগল একাউন্ট পাসওয়ার্ড রিসেট?

গুগল একাউন্টের পাসওয়ার্ড রিসেট করবার দুটি উপায় আছে। সেটি আপনি ফরগেট পাসওয়ার্ড এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে পারেন। অন্যথায় আপনি গুগল একাউন্ট ম্যানেজ অপশন এর মধ্যে দিয়ে, সিকিউরিটি অপশন থেকে আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

আমার জিমেইল পাসওয়ার্ড কি?

আপনার জিমেইল পাসওয়ার্ড কি? জানার জন্য সবার প্রথমে আপনার google জিমেইল একাউন্ট ম্যানেজ অপশন এর মধ্যে প্রবেশ করে। সিকিউরিটি অপশনটিতে ক্লিক করুন। তারপর পেজটিকে একদম নিচের দিকে নামিয়ে মেনেজ পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করুন। পরবর্তী পেজে উপলব্ধ এপ্লিকেশন গুলির মধ্য থেকে google অপশনটির ওপরে ক্লিক করলে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি কি সেটি যানতে পাবেন।

শেষ কথা:

আমি আশা করি এখানে দেওয়া জিমেইল পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। তার সম্পর্কে সমস্ত তথ্যগুলো পেয়ে আপনি উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন, এবং এই নিবন্ধনটি আপনাকে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে বা আপনার জিমেইল পাসওয়ার্ড কি. সেটি জানতে সাহায্য করে থাকে। তাহলে এটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও সেটি জানার সুযোগ করে দিন।

আর এরকম ধরনের আরো নতুন নতুন নিবন্ধন পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট করুন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করে, আমাদের তরিকুল বাঙালি পরিবারের সাথে যুক্ত হয়ে যান। আর এই বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে বা মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।

আরো পোস্ট পড়ুন :-