ছোটদের ছড়া ও কবিতা : Poems for Kids (শিশুদের জন্য মজার ছড়া)
এই আর্টিকেলের মাদ্ধমে আমি তারিকুল মোল্লা আপনার সাথে শেয়ার করেছি কিছু ছোটদের ছড়া ও কবিতা যেগুলো শিশুদের জন্য খুব মজার। সুতারং আপনি যদি আপনার বাচ্ছাকে এই ছড়া বা কবিতা গুলো শেখাতে চান তাহলে আর্টিকেল টি সম্পূর্ণ পড়ুন।
কারণ কারণ আমরা যে ছড়া গুলো পড়ে বড়ো হয়েছি সেই অ, আ, ক, খ, বই গুলো প্রায় বিলুপ্ত হতে চলেছে, কারণ এখন কার সময় প্রায় মানুষ ইন্টারনেটের মাদ্ধমে বেশিরভাগ কাজ করে থাকে, এবং তারা সবসময় ইন্টারনেটে জুড়ে থাকে চাই এবং সেখান থেকে তার প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করে। সেই কারণে তারা এগুলো গুগলে সার্চ করে থাকে পড়ার জন্য, কিন্তু তারা সঠিক ছড়া গুলো পাইনা। এই কারণে আমি এই আর্টিকেলের মাদ্ধমে সমস্ত পুরানো ও নতুন ছড়া গুলো তুলে ধরার চেষ্টা করেছি।
ছোটদের ছড়া ও কবিতা
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
এত ডাকি তবু
কথা কও না কেন বউ?
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে’।
হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম।
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।
খোকন যাবে শ্বশুর বাড়ি
সঙ্গে যাবে কে সঙ্গে যাবে কে?
হোর বিড়াল কোমর বেঁধেছে।
তাই তাই তাই
মামার বাড়ি যাই,
মামার বাড়ি ভারি মজা
কিল চড় নাই।
সোনা নাচে কোনা
বলদ বাজায় ঢোল
সোনার বউ রেধে রেখেছে
ইলিশ মাছের ঝোল।
আমরা দুটি ভাই
শিবের গাজন গাই
ঠাকুমা গেছেন গয়াকাশী
ডুগডুগি বাজাই।
তাঁতির বাড়ি ব্যাঙের বাসা
কোলাব্যাঙের ছা
খায় দায়, গান গায়
তাই-রে-নাইরে না।
পুঁটু নাচে কোন খানে?
শতদলের মাঝখানে।
সেখানে পুঁটু কী করে?
চুল ঝাড়ে আর ফুল পাড়ে।
খোকন খোকন ডাকপাঠি
খোকন মোদের কার বাড়ি।
আয়রে খোকন ঘরে আয়
দুধ মাখা ভাত কাকে খায়।
কাঠবেড়ালি কাঠবেড়ালি
কাপড় কেচে দে,
তোর বিয়েতে নাচতে যাব।
ঝুমকো কিনে দে।
ও পাড়ার ময়না
কেন কথা কয়না,
ভুল করে একদিন
খেয়েছিল আলপিন
সেই থেকে গলা গেছে এঁটে।
লেখা-পড়া করে যে
গাড়ি-ঘোড়া চড়ে সে।
বড়ো যদি হতে চাও,
লেখা-পড়া করে যাও।
খোকন খোকন গেল মাছ ধরতে
ক্ষীরে নদীর কূলে।
ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে
মাছ নিয়ে গেল চিলে।
আতায় পাতায় দুটি ভাই
শিবের গাজন গায়,
ঠাকুরমা গেছেন বোয়াগাছি
ডুগডুগি বাজায়।
শাক আর কলা খাও
খাও আনারস, ডাল পাতা
আরো কালোজাম।
ছোটদের ছড়া বই কিনুন :
আপনি যদি ছোটদের ছড়া বই অনলাইন থেকে কিনতে চান তাহলে নিচে দেওয়া এই দুটি বই আপনি কিনতে পারেন আপনার বাচ্চাকে বাংলা শিক্ষা দেওয়ার জন্য :
বাংলা কবিতা বই
ছোটদের জন্য জ্ঞানের বই বাংলা, সম্পাদকীয় দল
- 15 পৃষ্ঠার বই।
- ভাষা: বাংলা।
- প্রকাশক: এসইউ পুস্তকালয়।
- 7 দিনের মধ্যে ফেরত গ্যারান্টি।
- ক্যাশ অন ডেলিভারি উপলব্ধ।
- মূল্য : মাত্র ১৬৯ টাকা।
বাংলা বর্ণপরিচয়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় পুস্তক
- ৩২ পৃষ্ঠার বই।
- ভাষা: বাংলা।
- প্রকাশক: এসইউ পুস্তকালয়।
- লেখক: সম্পাদকীয় দল।
- ক্যাশ অন ডেলিভারি উপলব্ধ।
- মূল্য : মাত্র ১৮৮ টাকা।
আশা করি এখানে দেওয়া সমস্ত ছোটদের ছড়া ও কবিতা গুলো ভালো লেগেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি আপনাকে বলবো আর্টিকেলটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আরও নতুন নতুন আপডেট পেতে এই ব্লগটি প্রতিনিয়ত ফলো করুন। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। ঘরে বসে আয় করার উপায় জানতে এটি পড়ুন।