কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব (Google Adsense একাউন্ট কি)
আপনি কি জানতে চান কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব বা Google Adsense একাউন্ট কি? এই ব্যাপারে আমরা অনেকেই অজানা থাকি তাই আপনি এই নিবন্ধনটি পড়ে এই ব্যাপারে সম্পূর্ণ ধারণা নিতে পারবেন।
কারণ সাধারণত আমি বা আপনার মত ছোট বড় ব্লগার গুলি তারা সবাই তাদের ব্লগ থেকে ইনকাম করার জন্য এই Google এডসেন্স বিজ্ঞাপন নেটওয়ার্ক টি ব্যবহার করে থাকেন। কারণ এই google এডসেন্স টি হল ইনকাম করার জন্য অন্যতম একটি উপায়। যে উপায়টি ব্যবহার করে ব্লগার, ইউটিউবার, এবং অ্যাপ্লিকেশন ডেভলপাররা ইনকাম করে থাকেন। যেমন আমি।
তাই আপনি যদি আপনার ব্লগের জন্য গুগল এডসেন্স এর এপ্লাই করতে চান এবং ব্লগ থেকে ইনকাম করতে চান তাহলে এই নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন। কারণ এই নিবন্ধনের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনি কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করবেন এই বিষয়ে। তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব বা এপ্লাই করবো তার টিপস।
গুগল এডসেন্স একাউন্ট খুলবার জন্য সবার প্রথমে আপনাকে একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করতে হবে। যে জিমেইল একাউন্টটি তে আগে কখনো এডসেন্স একাউন্ট তৈরি করা হয়নি, বা ছিল না। এমন একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। তারপর আপনি সেই জিমেইল অ্যাকাউন্টটি আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে ব্রাউজারের মধ্যে লগইন করে নিন। কারণ আপনার যদি পুরনো এডসেন্স থাকা Gmail অ্যাকাউন্টটি তে আবার adsense এর জন্য apply করেন তাহলে আপনার কষ্টটাই বেকার হবে। এবং google আপনার পুরনো একাউন্টটি ব্যান্ড বা বন্ধ করে দিতে পারে। তাই সবসময় নতুন জিমেইল আকাউন্ট ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়া এডসেন্স একাউন্ট এর এপ্লাই করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইট টিতে যেন ২০-টির বেশি নিবন্ধন পাবলিশ করা থাকে। এবং আপনার ওয়েবসাইটে প্রতিদিনে ১০০ এর বেশি ভিজিটার আসে। তাহলে আপনি এপ্লাই করলে ১০০% গ্যারান্টি সহকারে আপনার ওয়েবসাইটটি এপ্রুভ হয়ে যাবে। এবং এডসেন্স থেকে বিজ্ঞাপন প্রদর্শিত হবে।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
আপনাকে গুগল এডসেন্স একাউন্ট খোলার বা অ্যাপ্লাই এর জন্য আপনাকে সবার প্রথমে “adsense.google.com” ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। তারপর সেখানে উপলব্ধ “গেট স্টারটেড” বাটনটিতে ক্লিক করুন।
পরবর্তী পেজে ‘ইউর সাইড‘ অপশনটিতে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি লিখুন। তারপরে গেট ‘মোর আউট অফ এডসেন্স‘ অপশন টিতে send me customization help অপশনটিতে ক্লিক করুন। এবং নিচে ইওর পেমেন্ট country অপশনটিতে আপনি আপনার দেশটি নির্বাচন করুন। যেমন আমার ক্ষেত্রে ইন্ডিয়া সেখানে আমি ইন্ডিয়া নির্বাচন করেছি। আপনার দেশকে নির্বাচন করার পর আপনার স্কিনে একটি “ট্রিম এন্ড কন্ডিশনের” নোটিফিকেশন আসবে যেটা আপনি সম্পূর্ণ পড়ার পর একদম নিচে “আই হ্যাভ রিড এন্ড একসেপ্ট দা এগ্রিমেন্ট” এই বক্সটিতে ক্লিক করে ঠিক চিহ্ন করে দিন। তারপর “Start Using Adsense” বাটনটিতে ক্লিক করুন।
আপনি “start ইউজিং এডসেন্স” বানানটিতে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। যেটা দেখতে নিচে দেওয়া ছবির মত। সেখানে আপনি হোম অপশনের মধ্যে তিনটি অপশন দেখতে পাবেন। তার মধ্য থেকে আপনি “কানেক্ট ইওর সাইড টু অ্যাডসেন্স” অপশনটির নিচে “লেটস গো” বাটনটিতে ক্লিক করুন।
আপনি “লেটস গো” বাটন-টিতে ক্লিক করলে আপনার স্ক্রিনে নিচে দেওয়া ছবির মত একটি পেজ চলে আসবে। সেখানে আপনি আপনার এডসেন্সের Snippet কোডটি দেখতে পাবেন। সেই কোডটি Copy বাটনটিতে ক্লিক করে কপি করে নিন।
ওই কোডটি কপি করার পরে আপনি যে ওয়েবসাইটের জন্য এডসেন্স এপ্লাই করেছেন সেই ওয়েবসাইটটি লগইন করে তার ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তারপরে আপনি আপনার ওয়েবসাইটের থিম ফাইল এডিটর এর header.php এর মধ্যে <head> ট্যাগ এর নিচে ও </head> এর উপরে পেস্ট করে সেভ করে দিন। এটি ব্লগারও হতে পারে বা ওয়ার্ডপ্রেসের হতে পারে দুটোই একই নিয়ম। শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য আপনাকে আপনার ওয়ার্ডপ্রেসের থিম অপশন এর মধ্য ফাইল এডিটর অপশনটিতে ক্লিক করে এটি করতে হবে। আর ব্লগারের জন্য আপনাকে থিম কাস্টমাইজেশন অপশনে “HTML এডিটরের” মধ্যে গিয়ে এই কাজটি করতে হবে করতে হবে।
জানুন : – আপনার ব্যবসাকে অনলাইনের মাধ্যমে বৃদ্ধি কিভাবে করবেন।
এডসেন্স ads.txt ওয়েবসাইটে যুক্ত করার টিপস
পুনরায় আবার এডসেন্স একাউন্টে ফিরে এসে দ্বিতীয় ads.txt অপশনটিতে ক্লিক করুন। তারপর সেখানে উপলব্ধ ads.txt ফাইলটি কপি করে নিন।
তারপর সেই ads.txt ফাইলটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপলোড করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগিন অপশনটিতে ক্লিক করে একটি নতুন প্লাগইন যুক্ত করতে হবে। সেই কারণে অ্যাড নিউ প্লাগিন অপশনটিতে ক্লিক করুন। তারপর সেখানে সার্চ বক্সে গিয়ে ads.txt এটি লিখুন। তারপরে আপনি তৃতীয় নম্বর ads.txt ম্যানেজার প্লাগ্যান্টি ইন্সটল করুন। ইনস্টল হয়ে গেলে সেটি একটিভ বাটনে ক্লিক করে সেটিকে একটিভ করে দিন। তারপরে আপনি আপনার ওয়ার্ডপ্রেস মেনু সেটিং অপশনে ক্লিক করে একদম নিচে যে ads.txt লেখাটি আছে ওটিতে ক্লিক করুন। তারপরে আপনার কপি করা ads.txt ফাইলটি ওখানে পেস্ট করে দিয়ে “সেভ” বাটনে ক্লিক করে সেভ করে দিন।
আর ব্লগারে এই ads.txt টি যুক্ত করবার জন্য আপনার ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তারপর সেখানে সেটিং অপশনটিতে ক্লিক করুন। এবং সেটিং অপশনের মধ্য আপনি পেজটি একটু নিচের দিকে নামালে সেখানে আপনি ads.txt অপশনটি দেখতে পারবেন সেটিতে ক্লিক করে আপনার এই ads.txt ফাইলটি পেস্ট করে দিয়ে Save বাটানে ক্লিক করে সেভ করে দিন।
আপনার ads.tx ফাইলটি ওয়েবসাইট আপলোড করার পরে আপনি পুনরায় আপনার এডসেন্স একাউন্টের ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর সেখানে থাকার নিচে “I’ve please ads” বক্সটিতে ক্লিক করে ঠিক চিহ্ন করে দিন। তারপর সেখানে দেওয়া তার পাশে “ভেরিফাই” বাটনটিতে ক্লিক করুন।
ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার স্কিনে “ইউর site is ভেরিফাইড” লেখা একটি popup মেসেজ দেখতে পাবেন। এটা দেখতে পেলে মনে করবেন আপনার সাইটটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে। আপনি শুধু তার নিচে দেওয়া “নেক্সট” বাটনটিতে ক্লিক করুন।
আপনি নেক্সট বাটন দিতে ক্লিক করলে আপনার স্কিন থেকে পপ-আপ নোটিফিকেশনটি সরে যাবে। তারপর আপনি আপনার সেই ওয়েবসাইট কানেকশন অপশনটিতে চলে আসবেন। সেখানে নিচে দেওয়া “রিভিউ রিকোয়েস্ট” অপশনটিতে ক্লিক করুন। এটিতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটি এডসেন্সে একাউন্ট এপ্লাইয়ের জন্য রিভিউয়ে যাবে। এবং আপনাকে পুনরায় এডসেন্সের হোম অপশনের মধ্য নিয়ে আসবে।
আপনার ওয়েবসাইটটি যদি সম্পূর্ণ তথ্য এবং সমস্ত কিছু সঠিক থাকে তাহলে গুগল আপনাকে বিজ্ঞাপনের জন্য আপ্রুভ করে দেবে এবং আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া শুরু হয়ে যাবে। তবে এর জন্য আপনাকে সর্বনিম্ন এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
আপনার ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের জন্য এপ্রুভ হয়ে গেলে আপনার এডসেন্স একাউন্টটি তৈরি করা জিমেইল অ্যাকাউন্ট-টিতে একটি জিমেইল পেয়ে যাবেন। যেটাতে লেখা থাকবে “কংগ্রাচুলেশন ইউ আর এপ্রুভ” মানে আপনার ওয়েবসাইটটা এপ্রুভ হয়ে গেছে। এছাড়া আরো অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যেটা আপনি ওই Email টির মধ্যে দেখতে পাবেন।
এগুলি সম্পূর্ণ করার পর আপনি আপনার google এডসেন্স একাউন্টে প্রবেশ করে Ads অপশন এর মধ্যে ক্লিক করে আপনার ওয়েবসাইট নামের পাশে যে পেন আইকনটি আছে ওটিতে ক্লিক করুন। তারপর সেখানে আপনি “অটো ads” অপশনটি চালু করে দিন। এবং আরো বিভিন্ন ধরনের যে অ্যাড অপশন গুলো আছে সেগুলো চালু করে দিন আপনার প্রয়োজন অনুসারে। তারপরে নিচে দেওয়া “apply to site” বাটনটিতে ক্লিক করুন। তবে এই কাজটি আপনি এডসেন্স একাউন্ট এপ্রুভ হওয়ার আগেও করে রাখতে পারেন।
এরপর আপনার ওয়েবসাইটটিতে বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া হয়ে গেলে আপনি আপনার পছন্দমত বা ইচ্ছা অনুসারে বিজ্ঞাপন লাগাতে পারেন এবং দর্শকদের কাছে প্রদর্শিত করতে পারবেন। এবং সেই বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনার ব্লগ বা ওয়েবসাইট থেকে।
এবার অনেকেই বলবেন আমার ব্লগ বা ওয়েবসাইট থেকে গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম শুরু হয়ে গেলে সেই ইনকাম কিভাবে আমি পাব, বা তার জন্য কি করতে হবে?
আপনার ওয়েবসাইটটি যদি গুগল এডসেন্সের দ্বারা ইনকাম শুরু হয়ে যাবে তখনই আপনি গুগল এডসেন্স এর মধ্যে “Payments” এ ক্লিক করে “পেমেন্ট info” অপশনটিতে ক্লিক করুন। তারপর সেখানে কাস্টমার ইনফরমেশনের কিছু তথ্য প্রদান করতে হবে। সেকারণে সেইখানে আপনি একাউন্টে ইন্ডিভিজুয়াল অপশনটি নির্বাচন করুন। তারপর নেম এন্ড অ্যাড্রেস-এ প্রথমে আপনার নামটি লিখুন। তারপর এড্রেস-এ আপনার ঠিকানাটি লিখুন। তারপর আপনার শহরটি লিখুন। আপনার পিন কোড লিখুন, এবং আপনার রাজ্য কোনটি সেটি নির্বাচন করুন। তারপর আপনার ফোন নম্বরটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
ফোন নম্বর না দিলেও হবে। তবে দিলে ফোন নম্বরটি লেখার আগে অবশ্যই আপনি কোন দেশে বসবাস করেন সেই দেশটি নির্বাচন করে নিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার বিলিং তথ্যটি গুগল এডসেন্স একাউন্টে আপলোড হয়ে যাবে। এবং আপনার স্কিনে ওই পেমেন্ট ইনফরমেশন এর মধ্যে Your earnings, ট্রানজেকশন ও সেটিং অপশন দেখতে পাবেন। কিন্তু এখানে আপনাকে এই মুহূর্তে কিছু করার দরকার নেই।
এরপর পুনরায় আপনি আপনার google Adsense একাউন্টে প্রবেশ করুন। তারপর “একাউন্ট” অপশনটিতে ক্লিক করে সেটিং এর মধ্যে “পার্সোনাল সেটিং” অপশনটিতে ক্লিক করুন। তারপর সেখানে আপনি কন্টাক্ট ডিটেলসে প্রথমে আপনার নাম। তারপর কন্টাক্ট ইমেইলে আপনি যে ইমেইলটি ব্যবহার করেন এই ইমেইলটি আপনার কন্টাক্ট ইমেল কি না সেটি নির্বাচন করুন। আর আপনি যদি অন্য কোন ইমেইল ব্যবহার করে থাকেন সেটাও ওখানে “use ডিফারেন্ট ইমেইল” অপশন দিতে নির্বাচন করে লিখে দিতে পারেন। তারপরে আপনি আপনার ফোন নম্বরটি লিখুন এবং ফোন নম্বর লেখার আগে অবশ্যই আপনি আপনার দেশের কোড নম্বরটি দেবেন। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে +91. দ্বিতীয় ইমেইল পারফরমেন্স অপশনের মধ্যে আপনাকে কিছু করার দরকার নেই। কিন্তু আপনি চাইলে সবগুলো অপশন নির্বাচন করে নিতে পারবেন। তারপরে আপনি ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে আপনার ভাষাটি নির্বাচন করুন এবং একদম শেষে নিচে দেওয়া “সেভ” বাটনটিতে ক্লিক করুন।
এই কাজগুলো করার পরে আপনার এই এডসেন্স একাউন্টে এই মুহূর্তে আর কিছু করার দরকার নেই। আপনাকে শুধু আপনার ওয়েবসাইটে নতুন নতুন কন্টেন আপলোড করে বেশি পরিমাণে দর্শক এনে তাদেরকে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করার জন্য প্রস্তুতি নিন। আর যখনই আপনার এডসেন্স একাউন্টে ১০ ডলার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার দেওয়া ঠিকানাতে গুগল থেকে একটি ভেরিফাই পিন কোড পাঠানো হবে পোস্ট অফিসের মাধ্যমে। এটি পাঠানো হয় আপনি একজন মানুষ না রোবট সেটা চেক করার জন্য। এই কোডটি আপনি ভেরিফাই করে দিলে আপনার দ্বিতীয় কাজ হল আপনার গুগল এডসেন্স একাউন্টে ১০০ ডলার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা।
আপনার এডসেন্স একাউন্টটিতে ১০০ ডলার সম্পূর্ণ হয়ে গেলে আপনি এডসেন্স একাউন্টের মধ্যে প্রবেশ করে পেমেন্ট অপশনটিতে ক্লিক করে পেমেন্ট ইনফো বাটনটিতে ক্লিক করুন। তারপর “অ্যাড ব্যাংক একাউন্ট” অপশনটিতে ক্লিক করে আপনার ব্যাংকের সমস্ত তথ্য গুলো সঠিকভাবে দিন। যেমন ব্যাংকের নাম, Swift কোড, IFSC কোড ও অ্যাকাউন্ট নাম্বারটি। তারপরে “সেভ” বাটনে ক্লিক করে সেভ করে দিন।
আপনার ব্যাংক একাউন্টের তথ্য গুলি আপলোড করে দিলে আপনার ওই একাউন্টে মাসের ২০ থেকে ২৬ তারিখের মধ্যে টাকাটি ট্রান্স করে দিয়ে থাকেন। তবে আপনি এই মাসের ইনকামটি পরের মাসের ২২ তারিখে এর পরে পাবেন এবং সেটি ১০০ ডলার সম্পূর্ণ হওয়ার পর। সম্পূর্ণ নাওয়া পর্যন্ত কিন্তু পাবেন না।
সেই কারণে সব সময় আপনার এডসেন্স একাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ওয়েবসাইটে নিয়মিত কনটেন্ট বা নিবন্ধন পাবলিশ করে বেশি পরিমাণ দর্শক নিয়ে আসার চেষ্টা করুন এবং তাদেরকে বিজ্ঞাপন দেখিয়ে প্রচুর পরিমাণ ইনকাম করুন একটি ব্লগ ওয়েবসাইট থেকে। যেমন আমি একটি ব্লগ ওয়েবসাইট থেকে আগের মাসে ২৭৪৫ ডলার ইনকাম করেছি শুধুমাত্র Google এডসেন্স থেকে।
গুগল এডসেন্স সম্পর্কে প্রশ্নোত্তর :
Google গুগল এডসেন্স একাউন্ট কি?
গুগল এডসেন্স হলো বিশ্বের সবথেকে বড় একটি এড বা বিজ্ঞাপন নেটওয়ার্ক যে নেটওয়ার্কে ব্যবহার করে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে, আপনার অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন দেখিয়ে, বা আপনার ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আর এটি হল গুগলের একটি নিজস্ব প্রোডাক্ট, যার মাধ্যমে বাড়ি বসে গুগলের সাথে কাজ করে ইনকাম করার সুযোগ দিয়ে থাকেন। যেমন আমি। তাই এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় যাকে আমরা বলি গুগল এডসেন্স একাউন্ট।
গুগল এডসেন্স এর কাজ কি?
এক কথায় এডসেন্সের কাজ হল বিজ্ঞাপন দেখানো। এটি একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। যেখানে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো তাদের পণ্য বা পরিষেবা কে প্রচার করার জন্য এই এডসেন্স এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকেন। এবং সেই বিজ্ঞাপন গুলো আমার এবং আপনার মত কনটেন্ট creator বা ব্লগার, ইউটিউবার, এবং অ্যাপ্লিকেশন ডেভলপারদের তৈরি কনটেন্ট, অ্যাপ্লিকেশন বা ভিডিও এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন থেকে ইনকাম করবার সুযোগ করে দেওয়া।
গুগল এডসেন্স থেকে কত টাকা আয়?
এটা বলা অসম্ভব ব্যাপার। কারণ আমি গত ২ দিন আগে আমার পরিচিত একটি ব্লগারের ইনকাম রিপোর্ট দেখছিলাম যেটা ছিল “এক লক্ষ ১৬ হাজার” আমেরিকান ডলার। এবং আমার গত মাসের ইনকাম হল ২৭৪৫ ডলার। এই ইনকাম টা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্লগ ওয়েবসাইটের কনটেন্ট এবং দর্শকের উপরে। তবে সাধারণত টেকনোলজি সম্বন্ধ কনটেন্ট গুলোতে বেশি ইনকাম হয়ে থাকে অন্য ক্যাটাগরির কন্টেন্টের থেকে।
গুগল এডসেন্স থেকে আয় করার উপায়?
গুগল এডসেন্স থেকে আয় করবা তিনটি উপায় আছে। প্রথমত আপনি আপনার ব্লগে এডসেন্সের বিজ্ঞাপন লাগিয়ে ব্লগ থেকে আয় করতে পারবেন। দ্বিতীয় আপনি ইউটিউবে ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে সেখানে গুগল এডসেন্সের অ্যাড লাগিয়ে ইনকাম করতে পারবেন। এবং তৃতীয় আপনি যদি একজন application developer হয়ে থাকেন তাহলে আপনি যেকোন অ্যাপ্লিকেশন তৈরি করে সেই অ্যাপ্লিকেশনটিতে গুগল এডসেন্সের যে Admob প্লাটফর্মটি আছে সেটিতে যোগদান করে গুগল এডসেন্স থেকে ইনকাম করতে পারবে।
গুগল এডসেন্স পেমেন্ট?
গুগল এডসেন্সের পেমেন্ট সাধারণত সর্বনিন্ন ১০০ ডলার সম্পূর্ণ হয়ে গেলে দেওয়া হয়। এবং এই পেমেন্টটি আপনি যে মাসে ১০০ টাকা ইনকাম করবেন তার পরবর্তী মাসে ২২ থেকে ২৬ তারিখের মধ্যে আপনার দেওয়া ব্যাংক একাউন্টের মধ্যে পেয়ে যাবেন।
গুগল এডসেন্স লগইন?
গুগল এডসেন্স একাউন্ট লগইন করার জন্য সর্বপ্রথম এডসেন্স.google.com ওয়েবসাইটিতে প্রবেশ করুন। তারপর সেখানে দেওয়া “সাইন ইন” বাটনটিতে ক্লিক করুন। তারপর আপনি যে ইমেইলটি তে এডসেন্স একাউন্ট খুলে রেখেছেন সেই ইমেইলটি নির্বাচন করুন। তারপর দেখবেন অটোমেটিক্যালি আপনার এডসেন্স একাউন্টে লগইন হয়ে গিয়েছে।
আরো জানুন : বাংলা ব্লগ লিখে আয় বা ব্লগ লিখে আয় করার উপায়।
উপসংহার :
গুগল এডসেন্স একাউন্ট খোলার বা এপ্লাই করার জন্য সর্বপ্রথম একটি নতুন জিমেইল তৈরি করুন। তারপর সেই জিমেইল ব্যবহার করে গুগল থেকে Google এডসেন্স ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। তারপর সেখানে আপনার ব্লগ ওয়েবসাইটের লিংকটি সাবমিট করুন এবং google এডসেন্স এর তরফ থেকে দেওয়া snippet এড কোডটি আপনার ওয়েবসাইটে হেড ট্যাগের নিচে আপলোড করুন। তারপর আপনার ওয়েবসাইটটি এপ্রুভ হয়ে গেলে সেখানে অটোমেটিক বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া শুরু হয়ে যাবে।
আশা করি আমি আপনাকে সঠিকভাবে বোঝাতে পেরেছি কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব বা গুগল এডসেন্স কিভাবে এপ্লাই করতে হয় এই বিষয়ে। যদি এখনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই গুগল এডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট কিভাবে যুক্ত করে ও কিভাবে টাকা তোলা যায় ও একটি এডসেন্স একাউন্টে অনেকগুলো ওয়েবসাইট কিভাবে যুক্ত করা যায় এই সম্পর্কে জানতে আমাদের ব্লগটি সাবস্ক্রাইব করে রেখে দিন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে যান নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।