কালিয়ানী মাদ্রাসা জলসার আমন্ত্রণ

কালিয়ানী মোজাদ্দেদিয়া খালেকিয়া মাদ্রাসা জলসার আমন্ত্রণ ২০২৪

আসসালামু আলাইকুম আপনাকে আমাদের তরিকুল বাঙালি নতুন খবর পোস্ট স্বাগতম। আজকে মূলত এই নিবন্ধনটি লেখা আপনাদেরকে কালিয়ানী মোজাদ্দেদিয়া খালেকিয়া মাদ্রাসার তরফ থেকে জলসার আমন্ত্রণ দেওয়ার জন্য।

তো চলুন জেনে নেই সেই সম্পর্কে।

শায় খুত্তরিকত পীরে কামেল শাহ সুফি আলহাজ্ব হজরত মাওলানা মোঃ আব্দুল খালেক সাহেব (রহঃ) এর স্মৃতি ও কালিয়ানী মোজাদ্দেদিয়া খালেকিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উন্নতি কল্পে –

কালিয়ানী মাদ্রাসার জলসার আমন্ত্রণ

মাদ্রাসার দাতা সম্মেলন

  • স্থানঃ- কালিয়ানী (এগারানী) হুজুরের নিজ বাড়িতে।
  • থানা- দেগঙ্গা।
  • জেলা- উত্তর ২৪ পঃ।
  • তারিখ- বাংলা ১১ই অগ্রহায়ন, ১৪৩১ (ইং- ২৭ শে নভেম্বর, ২০২৪) বুধবার।
  • সময়:- সকাল ৮ টা থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত।

পরিচালনায়:

আসসালামু আলাইকুম,

মাদ্রাসা কমিটি ও গ্রামবাসীবৃন্দ;

মুহতারাম মুসলিম ভ্রাতৃবৃন্দ ছালাম ও দোয়া পূর্বক জানাইতেছি যে ‘পীরে কামেল আলহাজ্ব হজরত মাওঃ মহঃ আব্দুল খালেক সাহেব (রহঃ) এর মেমোরিয়াল কালিয়ানী মোজাদ্দেদিয়া খালেকিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, একটি আবাসিক সেবা মূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

যেখানে দ্বীনি শিক্ষার সাথে সাথে সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তৃতীয় থেকে আলিম (প্রথম বর্ষ) পর্যন্ত ভর্তি চলিতেছে ও পঠন পাঠন চলিতেছে। ছাত্রদের থাকা, খাওয়া, ঔষধ ও ইলেকট্রিকের বিল সমস্ত খরচ আপনাদের দানের বিনিময়ে চলে এবং বিল্ডিংয়ের নির্মান কাজ চলিতেছে।

তাই আগামী ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ (ইং-২৭ শে নভেম্বর, ২০২৪) বুধবার সকাল ৮টা হইতে প্রয়োজনীয় সময় পর্যন্ত দাতা সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।

উক্ত দিবসে আপনাদের খাস দাওয়াত দেওয়া যাইতেছে ও আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি।

জানুন : মোবাইলের মাধ্যমে সঠিক আবহাওয়ার খবর দেখব কিভাবে।

উক্ত সভায় সভাপতিত্ব করিবেন আলহাজ্জ

মাওঃ মুফতি মোঃ সিরাজুল ইসলাম সাহেব। (গয়ড়া)

আমন্ত্রিত ওলামায়ে কেরাম

১) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বঙ্গ আসামের পীরে কামেল সুলতানুল ওয়েজিন আশেকে রসুল আলা হজরত ছোটো হুজুর পীর কেবলা (রহঃ) -এর পৌত্র আলহাজ্ব হজরত হাফেজ মাওঃ মোঃ ওজায়ের সিদ্দিকী আলকোরাইশী সাহেব। (ফুরফুরা দরবার শরীফ)

এছাড়াও বঙ্গের বিখ্যাত খ্যাতনামা ওলমা হজরতগণ ও হুজুরের সাহেবজাদাগণ এবং উক্ত মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত থাকিয়া ওয়াজ নসিয়ত করিবেন। (ইনশাআল্লাহ)

বিঃ দ্রঃ- ২০২৫ শিক্ষাবর্ষে মাদ্রাসায় ভর্তি চলিতেছে ১৫ ই ডিসেম্বর থেকে ১৫ ই জানুয়ারী পর্যন্ত। অতি শ্রীঘ্রই যোগাযোগ করুন।

পথ নির্দেশ:- দেগঙ্গা থানা স্টপেজ নামিয়া দক্ষিণ দিকে ৫ মিনিটের রাস্তা কালিয়ানী প্রাইমারী স্কুলের সংলগ্ন। শিয়ালদহ হইতে হাসনাবাদগামী ট্রেনে লেবুতলা ষ্টেশন নামিয়া উত্তরে অটো যোগে ১০ মিনিটের রাস্তা।

মাহফিল শেষে তাবারুকের সু-ব্যবস্থা থাকিবে। (ইনশাআল্লাহ)

জানুন : সবচেয়ে ছোট টাচ মোবাইল সম্পর্কে।

যোগাযোগঃ-

  • +৯১ ৯৭৩২৭৬৫২২২
  • +৯১ ৯৫৯৩০৮৪৭৫৪
  • +৯১ ৯৭৩৫৩৮৮৯৮৬
  • +৯১ ৯৭৩৩৫০৬২৬৭

আশা করি আপনারা আমাদের দাওয়াত গ্রহণ করবেন এবং আমাদের মাদ্রাসার উন্নতি প্রকল্পে আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন। আর এই আমন্ত্রণ পত্রটি সকলের কাছে শেয়ার করে তাদের এই বিষয়টি জানার সুযোগ করে দেবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে উপরে দেওয়া নাম্বারে ফোন করুন।

আরো পোস্ট পড়ুন :-

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।