ওয়েবসাইট ডিজাইনের জন্য ল্যাপটপ নাকি পিসি কিনলে ভালো হবে?
আমাদের সকলেরই ওয়েবসাইট ডিজাইন শেখার জন্য বা শুরু করার জন্য প্রয়োজন হয় একটি ল্যাপটপ বা কম্পিউটারের। কারণ মোবাইল দিয়ে তো ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব না।
তাই আমাদের অনেকেরই মনে প্রশ্ন জেগে থাকে। যে ওয়েবসাইট ডিজাইনের জন্য কোনটা কিনলে ভালো হবে ল্যাপটপ নাকি পিসি।
কারণ এই দুটোরই কাজ একই, কিন্তু কিছু জিনিস একটু আলাদা আছে। যেমন:
আপনি যদি শুধুমাত্র বাড়িতে বসে বা অফিসে বসে ওয়েবসাইট ডিজাইনের জন্য কাজ করতে চান। তাহলে আপনি কম্পিউটার ক্রয় করতে পারেন। আর এটি ল্যাপটপের তুলনায় কম মূল্যে ভালো মানের পাওয়া সম্ভব হবে।
তবে আপনি যদি আমার মত এখানে ওখানে ঘুরতে গিয়ে ও নিজের বাড়ি বসে, অফিসে বসে, বা যেখানে খুশি সেখানে গিয়ে কাজ করতে ভালোবেসে থাকেন। তাহলে আপনি ল্যাপটপ ক্রয় করতে পারেন। কারণ এটি আপনি খুব সহজেই এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, এবং পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফলে আপনার এলাকাতে ইলেকট্রিক সমস্যা থাকলেও আপনার কাজগুলো করে নিতে পারবেন।
তবে একটি ল্যাপটপ একটি কম্পিউটার এর তুলনায় অনেক কম ক্ষমতা শীল হয়। সাথে একটি ল্যাপটপে কোনো ধরণের প্রব্লেম হলে সেটা রিপেয়ারিং করতে যত টাকা লাগে তার তুলনায় একটি কম্পিউটার এর প্রব্লেম রিপেয়ারিং করতে অনেক কম খরচ হয়ে থাকে।
এবার আপনার ওপর নির্ভর করবে, আপনি কোনটি ক্রয় করবেন। আমি আপনার জন্য বিভিন্ন বাজেটের পাঁচটি সেরা ল্যাপটপ ও পাঁচটি সেরা কম্পিউটার এর লিস্ট নিচে দিয়েছি।
সেখান থেকে আপনার পছন্দের ও বাজেটের মধ্য আছে এমন একটি ল্যাপটপ বা কম্পিউটারটি ক্রয় করে নিন।
সেরা ল্যাপটপ বা কম্পিউটার
পাঁচটি সেরা ল্যাপটপ এর তালিকা
HP 15s Ryzen 5000
- মূল্য: ৪২,৯২০ টাকা
- ক্রেতা রেটিং : ৪.০০
আপনি এই এইচপি রাইজন ৫০০০ ল্যাপটপটির মধ্যে পেয়ে যাবেন 16gb ddr4 রেম, ৫১২ জিবি এস এস ডি স্টোরের, সাথে উইন্ডোজ ইলেভেন (১১) ইন্সটল সহ, ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি স্কিন। দুটি সুন্দর সাউন্ড কোয়ালিটি এর স্পিকার, 2gb amd radeon r5 গ্রাফিক্স কার্ড, ও আরো অনেক কিছু। আর ল্যাপটপটির মূল্য শুধুমাত্র ৪১,৯৪০ টাকা এবং ল্যাপটপটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম। যেটা কেরি বা বহন করা খুবই সহজ।
Lenovo V15 নতুন ল্যাপটপ
- মূল্য: ২২,৯৯০ টাকা
- ক্রেতা রেটিং : ৩.৫
Lenovo v15 মডেলের এই নতুন ল্যাপটপটিতে আপনি পেয়ে যাবেন, ফুল এইচডি অ্যান্টি গোরিলা গ্লাস এর স্ক্রিন সহ সুন্দর ডিজাইনের একটি ল্যাপটপ। যেটির স্কিনের সাইটের বেজেল খুবই কম এবং এটির মূল্য খুবই কম মাত্র ২২৯৯০ টাকা। আর এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন আপনি ৮ জিবি ddr4 ram, ২৫৬ জিবি NVME এসডি স্টোরেজ, যেটি খুবই দ্রুত কাজ করে সাথে উইন্ডোজ ১১ ফ্রি ইনস্টল। তবে এই ল্যাপটপের প্রসেসিং স্পিডটা সামান্য কম আছে। কিন্তু আপনি চাইলে সেটিকে পরবর্তী সময়ে আরেকটি ram ইন্সটল করে বাড়াতে পারবেন। আর এই Lenovo ল্যাপটপ টিরও ওজন মাত্র এক কেজি ৭০০ গ্রাম।
Asus vivobook গো ১৪
- মূল্য: ৩০,৯৯০ টাকা
- ক্রেতা রেটিং : ৪.০০
এই আসুস ভিভোবুক গো ফট্টিন, ল্যাপটপটি খুব সুন্দর ডিজাইনের কম্প্যাক্ট একটি ল্যাপটপ। যেটির স্কিন সাইজ মাত্র ১৪ ইঞ্চি কিন্তু স্কিনের সাইডে খুব হালকা বাজেলস। যার ফলে ল্যাপটপ টিকে দেখতে আরো আকর্ষণীয় করে তোলে। এবং এই ল্যাপটপটিতে আপনি পেয়ে যাবেন খুব ভালো মানের মাল্টি টাচ প্যাড। সাথে ৮ জিবি এলপিডিডিআর ৫ রেম, ৫১২ জিবি এসএসডি স্টোরে বা হার্ডডিস্ক। সাথে রাইজন ৩ প্রসেসর, দূরত চার্জিং সুবিধা, এবং ১৮০° স্কিন রোটেট সিস্টেম ও খুবই হালকা একটি ল্যাপটপ। যেটির ওজন মাত্র এক কেজি ৩৮০ গ্রাম। তাই এটি ব্যবহার করতে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে খুবই সুবিধা জনক হবে।
Apple ম্যাকবুক এয়ার
- মূল্য: ৫৬,৯৯০ টাকা
- ক্রেতা রেটিং: ৪.৫
অ্যাপেল ম্যাকবুক এয়ার এটি একটি দুর্দান্ত ল্যাপটপ। আশা করি এটির সম্পর্কে আপনাদের বলতে হবে না। কারণ অ্যাপেলের বর্তমান যে ম্যাকবুক এয়ার এম ৩ চিপের ল্যাপটপ গুলো উপলদ্ধ আছে। সেগুলোর পারফরম্যান্স খুবই ভালো। কিন্তু আমাদের বাজেট লিমিটের মধ্যে রাখায় আমরা নির্বাচন করবো ম্যাকবুক এয়ার এম ওয়ান চিপ এর ১৩.৩ ইঞ্চি রেটিনা স্কিনের যে ল্যাপটপটি আছে সেটিকে। এই ল্যাপটপটিতে আপনি ৮ জিবি রেম, ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ, কিবোর্ড এর লাইট, টাচ আইডি, ১৫ ঘণ্টার বেশি চার্জিং ক্ষমতা এবং সাথে খুবই হালকা একটি ল্যাপটপ। যেটির ওজন মাত্র ২.৮০ কেজি। তাই এটি বহন করা খুবই সহজ হবে।
Dell Inspiron 15 ল্যাপটপ
- মূল্য: ৫০,৪৮৯০ টাকা
- ক্রেতা রেটিং: ৪.৫
এই ডেলের ল্যাপটপটি আমার পছন্দের ল্যাপটপের মধ্য থেকে একটি। কারণ এই ল্যাপটপটির মধ্যে আপনি টুয়েলভ জেনারেশনের কোর আই ফাইভ প্রসেসর পেয়ে যাবেন যা, দুর্দান্ত স্পিড প্রসেসিং ক্ষমতা দেয়। সাথে আল্ট্রা এইচডি গ্রাফিক্স কার্ড পাবেন, ৮ জিবি ddr4 ram, ও ৫১২ জিবি এনভিএমই এসএসডি স্টোরেজ বা হার্ডডিক্স এর স্পেস পেয়ে যাবেন। সাথে আপনি কিবোর্ড এর লাইট ও পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটি সকল প্রকার কাজের জন্য সুবিধা জনক। যেটির ওজন মাত্র ১ কেজি ৬৫০ গ্রাম। যেটি আপনি অনায়াসে আপনার বাড়িতে বসে, অফিসে বসে বা অন্য কোথাও গিয়ে ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুন:
- ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে Whatsapp ব্যবহার করব
- পুরানো ল্যাপটপ কেনার সময় কি কি দেখা উচিত
- কম্পিউটার কি? কম্পিউটারের প্রাথমিক ধারণা
- কম্পিউটারের প্রাথমিক ধারণা সম্পর্কে প্রশ্ন উত্তর
সেরা পাঁচটি কম্পিউটার এর লিস্ট
আপনি যদি ওয়েবসাইট ডিজাইন শিখতে কম্পিউটার এর সন্ধান করে থাকেন। তাহলে আমি আপনাকে বলব আপনি amazon কিংবা আপনার পার্শ্ববর্তীতে থাকা কম্পিউটার স্টোর থেকে ১৪ থেকে ১৫ হাজার টাকার মধ্যে একটি কম্পিউটার সেট কিনে নিন। যেখানে আপনি ৮ জিবি ddr3 র্যাম থাকবে, আই ৩ এর প্রসেসর থাকবে, গ্রাফিক্স কার্ড থাকবে, একটি ২৫৬ জিবি এসএসডি হার্ডডিস্ক থাকবে, সাথে আরও প্রয়োজনীয় সরঞ্জাম গুলো থাকবে। এবং সেখানে আপনি একটি ১৫ থেকে ২১ ইঞ্চির একটি ডিসপ্লে বা মনিটর নিতে হবে।
আর আপনি যদি একটু ভালো মানের কম্পিউটার সেট কিনতে চান তাহলে নিচে দেওয়া কম্পিউটার গুলো দেখুন।
HP অল ইন ওয়ান পিসি
- মূল্য: ৩২,৯৯০ টাকা
- ক্রেতা রেটিং: ৪.৫
আপনি এই এইচপি অল ইন ওয়ান পিসিতে পেয়ে যাবেন উইন্ডোজ ইলেভেন ইন্সটল। সাথে n২০০ এর ইন্টেল প্রসেসর, ২১.৪৫ ইঞ্চির ডিসপ্লে, ইন্টেল এর আল্ট্রা গ্রাফিক্স কার্ড, ৮ জিবি ডিডিআর ৫ রেম, ৫১২ জিবি NVMe এসএসডি স্টোরেজ, হাই কোয়ালিটি ওয়েব ক্যামেরা, খুব সুন্দর ডিজাইনের একটি কম্পিউটার। যেটা সাথে ফ্রি কিবোর্ড এবং মাউস পাবেন। এছাড়া আরো অনেক কিছুই এই কম্পিউটার তার মধ্য পেয়ে যাবেন। যার মূল্য মাত্র ৩২ হাজার ৯৯৯০ টাকা। এটি নতুন ওয়েবসাইট ডিজাইনারদের জন্য ভালো একটি কম্পিউটার সেটআপ।
ASUS AiO M3402 কম্পিউটার
- মূল্য: ৪০,৯৯০ টাকা
- ক্রেতা রেটিং: ৪.০০
আপনি asus এর এই খুবই সুন্দর ডিজাইনের সাইটে কোন বর্ডার ছাড়াই কম্পিউটারটির মধ্যে পেয়ে যাবেন ৮gb LPDDR5 এর রেম, ৫১২ জিবি ssd এস্টোরেজ, ফুল এইচডি ডিসপ্লে, এবং এএমডি রাইজন ৫ এর প্রসেসর, সাথে কীবোর্ড এবং মাউস। এই কম্পিউটারটির ওজন ৫.৪ কেজি। কম্পিউটারটির মধ্যেও পাবেন ফোর পয়েন্ট থ্রি গিগাহেজে ম্যাক্সিমাম ব্যাবহার স্পিড, এবং দুই এমবি ক্যাচ, ও এমডি রেডিঅন গ্রাফিক্স কার্ড। এছাড়া আরো অনেক কিছু যার মূল্য মাত্র ৪০ হাজার ৯৯০ টাকা।
Lenovo আইডিয়া সেন্টার AIO ৩
- মূল্য: ৪৫,২৭২ টাকা
- ক্রেতা রেটিং: ৪.৫
আপনি এই লেনোভো আইডিয়া সেন্টার কম্পিউটারটির মধ্য পেয়ে যাবেন ১২ জেনারেশনের ইন্টেল আই থ্রি প্রসেসর। সাথে ৫১২ জিবি এসএসডি হার্ডডিস্ক। এবং ddr4 এর ৮ জিবি রেম, ২৩.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। সাইটে কোন বর্ডার ছাড়াই খুব সুন্দর ডিজাইনের একটি কম্পিউটার। যেটার মধ্যেও উইন্ডোজ ১১ ইন্সটল করা আছে এবং এটি সাথে আপনি ফ্রি কিবোর্ড এবং মাউস পেয়ে যাবেন। এটিতে আপনি ৭২০p এর এইচডি ক্যামেরা পেয়ে যাবেন। এবং ৩ ওয়ার্ডের হাই ডেফিনেশন এর অডিও সাউন্ড সিস্টেম সোহো পাবেন, মাত্র ৪৫ হাজার ২৭২ টাকাতে।
ডেল AIO Inspiron 5430
- মূল্য: ৫৩,৪৯৯ টাকা
- ক্রেতা রেটিং: ৫.০০
Dell হল আমার ফেভারিট একটি ব্রান্ড তাই আমি আপনাদের জন্য এই ডেল এআইও ইনস্পিরিয়ন কম্পিউটারটি আপনার জন্য নির্বাচন করেছি। যেটিতে আপনি ২৩.৮ ইঞ্চির ফুল এইচডি ইনফিনিটি সরু বর্ডারের সুন্দর ডিজাইনের কম্পিউটার পাবেন। যেটার মধ্যেও আপনি ৮ জিবি ddr4 এর রেম পাবেন, ৫১২gb এসএসডি হার্ডডিস্ক বা মেমোরি পাবেন। সাথে উইন্ডোজ ১১ ইন্সটল ও ফ্রি মাইক্রোসফট অফিস প্রিমিয়াম সফটওয়্যারটি পাবেন। আর সব থেকে মজার বিষয় হলো এই কম্পিউটার টি আপনি অ্যামাজন থেকে কিনলে বিভিন্ন কনফিগারেশনে পেয়ে যাবেন। সুতরাং এটিতে আপনি কোর্ ৩, আই ৩, আই ৫, ও কোর ৭ এর প্রসেসর পেয়ে যাবেন। তার মধ্যে আপনি ইন্টেল এর এইচডি গ্রাফিক্স ও পেয়ে যাবেন। দাম শুরু মাত্র ৫৩ হাজার ৪৯৯ টাকা থেকে।
Apple আইম্যাক কম্পিউটার
- মূল্য: ১,৭৪,৯৯০ টাকা
- ক্রেতা রেটিং: ৫.০০
এই কম্পিউটারটি দেখতে যেমন সুন্দর কাজ করতেও তেমন সুন্দর সাথে ব্যবহারেও তেমন উপযোগী। তবে এর মূল্যটা বাকি সব কম্পিউটারের থেকে অনেক অধিক। কারণ এটিতে আপনি পাবেন অ্যাপেলের নিজস্ব m4 চিপ বা প্রসেসর এবং ১০ কোর এর সিপিইউ। সাথে অ্যাপলে এর সমস্ত ইন্টিগ্রেশন এবং ২৪ ইঞ্চির একটি ফুল এইচডি রেটিনা ডিসপ্লে, ১৬ জিবি রেম, এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। সাথে ফ্রি ইউএসবি চার্জার কেবিল পাবেন। ম্যাজিক মাউস এবং ম্যাজিক কিবোর্ড পাবেন। এবং এই আই মেক এ কাজ করাটি হলো একটি অন্যতম অভিজ্ঞতা। কারণ এটি মাধ্যমে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন খুবই দ্রুত ভাবে। এই আইম্যাক টির মূল্য মাত্র এক লক্ষ ৭৪ হাজার ৯৯৯০ টাকা।
উপসংহার:
আপনি যদি ওয়েবসাইট ডিজাইন শিখবার জন্য ল্যাপটপ বা কম্পিউটারের সন্ধান করে থাকেন। তাহলে আপনি এখান থেকে আপনার পছন্দনীয় যে কোন একটি ল্যাপটপ বা কম্পিউটার টিকে ক্রয় করতে পারেন, আপনার বাজেট অনুসারে।
আর আপনি যদি আপনি একদমই নতুন হন এবং আপনার বাজেট কম থাকে। তাহলে আপনি উপরে দেওয়া টিপসটি ফলো করে ১৪-১৫ হাজার টাকার মধ্যে একটি কম্পিউটার ক্রয় করতে পারেন। তারপরে ওয়েবসাইট ডিজাইন শিখে সেখান থেকে কিছু টাকা উপার্জন হওয়া শুরু হয়ে গেলে একটি ভালো মানের ল্যাপটপ বা কম্পিউটার করায় করতে পারেন। এটি হলো আমার পার্সোনাল টিপস।
আমি আশা করি আপনি এই নিবন্ধনটি পড়ে, আপনার জন্য ল্যাপটপ না কম্পিউটার কোনটি সেরা হবে। সেটি বুঝতে পেরেছেন? এবং এই নিবন্ধনটি আপনাকে একটি সেরা ল্যাপটপ ও কম্পিউটার খুঁজতে সঠিকভাবে সাহায্য করতে পেরেছে। যদি পেরে থাকি তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও এই বিষয়ে জানবার সুযোগ করে দিন।
আর আপনি যদি এরকম ধরনের আরো নতুন নতুন তথ্য পেতে আগ্রহই থাকেন। তাহলে আমাদের ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান হয়ে যান। এবং প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ধন্যবাদ।