ওয়েবসাইট মাইগ্রেশন কিভাবে করব শেয়ার্ড হোস্টিং থেকে Cloudways ক্লাউড হোস্টিং এ
আমরা সকলেই সাধারণত একটি নতুন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে মার্কেটে উপলব্ধ সস্তা শেয়ার্ড হোস্টিং গুলো ব্যবহার করে থাকি। যেমন; হোস্টিংজার, ব্লুহোস্ট, ও ইউস্টেবলের মতো হোস্টিং প্ল্যাটফর্ম গুলি থেকে হোস্টিং ক্রয় করে থাকি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য। কিন্তু একটা সময় এসে যখন আমাদের ওয়েবসাইটটি বা ব্লগটি খুব পরিচিত হয়ে যায় এবং বেশি পরিমাণে দর্শক প্রবেশ করা শুরু করে আপনার ব্লগ ওয়েবসাইটটি যে কোম্পানির শেয়ার্ড হোস্টিং এ হোস্ট করা থাকে সেই হোস্টিং সার্ভারে প্রবলেম বা অসুবিধে দেখা দিতে থাকে। কারণ সেই হোস্টিংটি অন্য সব ক্লাউড, ভিপিএস, বা ডেডিকেটেড হোস্টিং এর মত শক্ত নয়।
সেই কারণে আমাদের প্রয়োজন হয় সেই ওয়েবসাইটটিকে একটি ভালো হোস্টিং বা ক্লাউড হোস্টিং এ হোস্ট করা। কারণ একটি ক্লাউড হোস্টিং এ আপনি ওয়েবসাইট হোস্ট করলে আপনার ওয়েবসাইটে যত পরিমাণই দর্শক আসুক না কেন সেই ক্লাউড হোস্টিংটি সেটি সামলে নিতে পারবে। এবং Malware ও DDos attack থেকে সুরক্ষিত থাকবে। সেই কারণে আমাদের ওয়েবসাইটের হোস্টিং আপডেট করার প্রয়োজন হয়ে থাকে।
তাই আপনার সাথে যদি এরকম হয়ে থাকে বা আপনি আপনার ওয়েবসাইট টিতে কোনো ক্ষতি ছাড়া আমার মত ব্লুহোস্ট এর শেয়ার্ড হোস্টিং থেকে Cloudways এর ক্লাউড হোস্টিং এ এক ক্লিকে মাইগ্রেশন করে নিতে চান তাহলে এই নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন।
কিছুদিন আগে আমার ওয়েবসাইটটিতে বেশি পরিমাণে দর্শক প্রবেশ করায় আমার ওয়েবসাইটটি দর্শকদের সঠিকভাবে সামলাতে বা নিয়ন্ত্রণ করতে পারেনি কারণ এটি তখন শেয়ার হোস্টিং এ হোস্ট করা ছিল । সাথে আমার ব্লগ সাইটে লোড বেশি পড়ায় পেজ লোড হওয়ার ক্ষমতা ধীরে হয়ে গেছে। ফলে আমার ওয়েবসাইটটি তে উপলব্ধ কিছু কিছু নিবন্ধন গুগল রেংকিং থেকে নিচে নেমে গিয়েছিল। সেই কারণে আমি আমার ওয়েবসাইটটি একদম ফ্রিতে এক ক্লিকে ক্লাউডওয়েস হোস্টিং এ মাইগ্রেশন করে নিয়েছি। ফলে আমার ওয়েবসাইটটি পুনরায় Google এর কাছে র্যাংক হওয়া শুরু হয়ে গেছে এবং বেশি পরিমাণে দর্শক আসতে ধরেছে। এবং এখন বেশি দর্শক আসলেও আমার ওয়েবসাইটে আর কোন অসুবিধা হবে না। তাই আপনিও যদি আপনার ওয়েবসাইটকে ক্লাউডওয়েস হোস্টিং এ মাইগ্রেশন করে ওয়েবসাইট কে সুরক্ষিত রাখতে চান তাহলে মনোযোগ সহকারে নিচে দেওয়ার টিপসগুলি পড়ুন।
ব্লগ বা ওয়েবসাইট মাইগ্রেশন কিভাবে করে
আপনার ব্লগ বা ওয়েবসাইটটি মাইগ্রেশন করার জন্য সবার প্রথমে আপনার সাইটটি লগইন করুন। তারপর প্লাগিন মেনুটিতে ক্লিক করে “এড নিউ” প্লাগিন অপশন এ ক্লিক করুন। তারপর আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে “Cloudways WordPress migration” প্লাগিনটি ইন্সটল করুন এবং সেটিকে “একটিভ” বাটনে ক্লিক করে একটিভ করে দিন.
তবে এই মাইগ্রেশন প্রসেসটি শুরু করার আগে আপনাকে ক্লাউডওয়েস হোস্টিং প্ল্যাটফর্মে একাউন্ট তৈরি করে সেখানে একটি সার্ভার বানাতে হবে। তারপর সেই সার্ভারে একটি ওয়ার্ডপ্রেস এপ্লিকেশনটি ইন্সটল করে এই প্রসেসটি শুরু করতে হবে। তবে আপনি যদি না জানেন কিভাবে ক্লাউডওএস প্ল্যাটফর্মে একাউন্ট তৈরি করে ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তাহলে এখানে ক্লিক করে এই এই সম্পর্কে আগে জেনে নিন।
আপনার প্লাগিনটি একটিভ হয়ে গেলে আপনার WordPress ড্যাশবোর্ডে মেনু অপশনে “ক্লাউডওয়েস মাইগ্রেশন” এর একটি নতুন মেনু দেখাবে সেটাতে ক্লিক করলে আপনার স্কিনে নিচে দেওয়া ছবির মত একটি পেজ আসবে। সেখানে আপনার ইমেইল এড্রেসটি লিখে “I এগ্রি বক্সে” ক্লিক করে টিক মার্ক করে দিন। তারপর “মাইগ্রেট” বাটনটিতে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনার স্কিনের নিচে দেওয়া ছবির মত একটি পেজ আসবে সেখানে আপনার ক্লাউডওয়েসে ইন্সটল করা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লিংকটি কপি করে এখানে পেস্ট করুন। তারপর আপনার হোস্টিং সার্ভারের আইপি এড্রেসটি লিখুন, ও আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডেটাবেস নামটি লিখুন, সাথে আপনার (SFTP) এসএফটিপি ইউজার নেম, ও পাসওয়ার্ডটি লিখুন। তারপর পেজটি একদম নিচের দিকে নামিয়ে “মাইগ্রেট” বাটনটিতে ক্লিক করুন।
মাইগ্রেশন ফর্মে Destination সাইটি ইউ আর এল টি বার করার জন্য সবার প্রথমে আপনার ক্লাউডওয়েস একাউন্টটি লগইন করুন। তারপর আপনার সার্ভারে ইন্সটল থাকা এপ্লিকেশন এর উপরে ক্লিক করুন।
পরবর্তী পেজে কি আপনাকে সেই ওয়ার্ডপ্রেস এপ্লিকেশনটি পরিচালনা করার জন্য যে অপশনগুলো থাকে সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত তথ্য দেখতে পাবে। তার মধ্য থেকে প্রথমে উপলব্ধ “Access ডিটেলস” অপশন থেকে আপনার সাইট এর ইউআরএল, ডাটাবেস নেম ও হোস্টিং সার্ভার আইপি অ্যাড্রেস টি পেয়ে যাবেন।
পরবর্তী SFTP ইউজার নেম ও পাসওয়ার্ডটি পেতে আপনার ক্লাউডওয়েস ওয়েবসাইটে যে হোস্টিং সার্ভারটি আছে সেই সার্ভার টির উপরে ক্লিক করে সেই সার্ভারে উপলব্ধ অপশনের মধ্যে প্রবেশ করুন। আপনি সার্ভারের মধ্যে প্রবেশ করলে প্রথম যে “মাস্টার credentials” অপশনটি আছে তার মধ্যে আপনার হোস্টিং সার্ভার এর আইপি অ্যাড্রেস, SFTP ইউজার নেম ও পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। সেগুলি কপি করে আপনার ওয়েবসাইটে উপলব্ধ মাইগ্রেশন ফর্মটিতে লিখে দিন।
আপনি সমস্ত তথ্যগুলো সঠিকভাবে দিয়ে মাইগ্রেশন বাটনটিতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটি যেকোনো হোস্টিং থেকে Cloudways ক্লাউড হোস্টিং এ মাইগ্রেশন হওয়া শুরু হয়ে যাবে। এবং আপনার স্কিনে নিচে দেওয়া ছবির মত একটি পেজ দেখাবে এবং আপনাকে এই মাইগ্রেশন প্রসেসের জন্য কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। সেটা নির্ধারণ করবে আপনার ওয়েবসাইটটি কত বড় তার উপরে। আপনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, এবং মাইগ্রেশন সম্পূর্ণ হয়ে গেলে সব অপশন গুলো ১০০% হয়ে যাবে। তারপর আপনি সেটি কেটে দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস মেন ড্যাসবোর্ডে ফেরত যান বা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কেটে দিতে পারেন।
তারপর পুনরায় আপনি ক্লাউডওয়েস ওয়েবসাইটে প্রবেশ করে এপ্লিকেশন অপশনের মধ্যে প্রবেশ করুন। তারপর আপনি যে অ্যাপ্লিকেশনটিতে আপনার ওয়েবসাইট মাইগ্রেশন করছিলেন সেই এপ্লিকেশনটি তে ক্লিক করে ওই ওয়েবসাইটটি তে প্রবেশ করুন। এবং আপনার ওয়েবসাইটটি খুলে দেখে নিন সবকিছু ঠিকঠাক ভাবে মাইগ্রেশন হয়েছে কিনা এবং সাইট-টি ঠিক ভাবে কাজ করছে কিনা। যদি আমার ওয়েবসাইটের মত ঠিকঠাক ভাবে কাজ করে এবং কোন অসুবিধা না করে তাহলে আপনি আপনার ডোমিন নামটি আপনার ক্লাউডওয়েস হোস্টিং সার্ভার এর সাথে যুক্ত করে দিন।
কিভাবে ক্লাউডওয়েস হোস্টিংয়ে ডোমেইন নাম যুক্ত করে এই বিষয়ে আপনার যদি না জানা থাকে তাহলে এখানে ক্লিক করে জেনে নিন। আর যদি জানা থাকে তাহলে ডোমেন নামটি যুক্ত করে সেটি প্রাইমারি ডোমিন হিসেবে নির্বাচন করে দিন। এরপর আপনার ডোমেইন নামটি হোস্টিং এর সাথে যুক্ত হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে Cloudways হোস্টিং এ মাইগ্রেশন বা স্থানান্তর হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটে যতই পরিমাণেই দর্শক আসুক না কেন কোন অসুবিধা হবে না।
এছাড়া শেয়ার্ড হোস্টিং এর থেকেও অনেক বেশি সুরক্ষিত রাখতে পারবেন আপনার ওয়েবসাইট টিকে এই ক্লাউড হোস্টিং এর মাধ্যমে। তাই আপনি যদি আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য এখনো ক্লাউড হোস্টিং না ক্রয় করে থাকেন তাহলে আপনি এখানে দেওয়া লিংকে ক্লিক করে এখনই Cloudways এ একাউন্ট তৈরি করে সেখান থেকে তিন দিনের ফ্রি হোস্টিং নিয়ে আপনার ওয়েবসাইটটি মাইগ্রেশন করে নিন। এবং মাইগ্রেশন হয়ে গেলে সেটিকে আপগ্রেড করে ব্যাবহার করুন।
উপসংহার ;
যেকোনো শেয়ার হোস্টিংয়ে হোস্ট থাকা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ক্লাউডওয়েস ক্লাউড হোস্টিং এ মাইগ্রেশন কিভাবে করে এই সম্পর্কে আশা করি আমি আপনাকে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই এটি বেশি বেশি শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। আর আপনার যদি এখনও এই ওয়েবসাইট মাইগ্রেশন করবার এর বিষয়ে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জানান। আর এরকম ধরনের আরো নতুন নতুন ব্লগিং টিপস, অনলাইন ইনকাম, ও অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে আমাদের ব্লগটি সাবস্ক্রাইব করুন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। ধন্যবাদ।