এন্ড্রোইড ফোন কেনার আগে চেক করে নিন এই ২০টি গুরুত্বপূর্ণ কোড ব্যবহার করে
আমরা যারা নতুন ফোন বা পুরাতন এন্ড্রোইড ফোন ক্রয় করে থাকি তার সকলেই একটা চিন্তার মধ্যে থেকে থাকি সেটি হলো আমাদের এন্ড্রোইড ফোনটি সব কিছু ঠিক আছে কি না।
যদি এরকম কিছু মনে হয় তাহলে নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন। কারণ এই নিবন্ধনের মধ্যে আপনার সাথে শেয়ার করেছি ২০ টি গুরুত্বপূর্ণ কোড. যেগুলো আপনার ফোনে ডাইল করে, আপনার ফোনের সমস্ত তথ্য গুলি জানতে পারবে।
এমন কি আপনার হাতে বর্তমানে যে এন্ড্রোইড ফোনটি আছে সেটিতে ও ব্যাবহার করে চেক করতে পারবেন।
তাই চলুন, দেরি না করে জেনে নেই সেই কোড গুলি।
এন্ড্রোইড ফোন চেকের জন্য ২০টি গুরুত্বপূর্ণ কোড
ব্যাবহার | কোড |
---|---|
IMEI নাম্বার জানতে | *#06# |
ব্যাটারি ও ফোনের তথ্য জানতে | *#*#4636*#*# |
ফোন রিসেট করতে | *2767*3855# |
টাচস্ক্রিন তথ্য জানতে | *#*#2664#*#* |
লক স্টেটাস জানতে | *#7465625# |
হার্ডওয়্যার ও সফটওয়্যার তথ্য জানতে | *#12580*369# |
ক্যামেরার তথ্য জানতে | *#*#34971539#*#* |
ভাইব্রেট ও ব্যাকলাইট টেস্ট করতে | *#*#0842#*#* |
টাচস্ক্রিন এর ভার্সন জানতে | *#*#2663#*#* |
ফোনের ডিসপ্লে সম্পর্কে জানতে | *#*#0#*#* |
জিপিএস টেস্ট জানতে | *#*#1472365#*#* |
ডায়াগনস্টিক সম্পর্কে জানতে | *#9090# |
ডাম্প সিস্টেম মোড চেক করতে | *#9900# |
ফ্যাক্টরি হার্ড রিসেট করতে | *#*#7780#*#* |
FTA ভার্সন চেক করতে | *#*#1111#*#* |
ব্লুটুথ তথ্য চেক করতে | *#*#2323373#*#* |
ডাটা কেবল কন্ট্রোল চেক করতে | *#872564# |
রেমের ভার্সন চেক করতে | *#*#32643#*#* |
পকেট লুফ টেস্ট করতে | *#*#0283#*#* |
ABCD এড্রেস চেক করতে | *#*#232338#*#* |
আরো পড়ুন;
- 💘 ভালোবাসা মাপার ক্যালকুলেটর।
- ১০০+ সেরা হাসির ক্যাপশন ইনস্টাগ্রামের জন্য।
- ২০২৫ এ কলকাতা থেকে দীঘা যাত্রার খরচ।
এই এন্ড্রয়েড ফোন চেকের জন্য ২০টি গুরুত্বপূর্ণ কোড গুলো ব্যবহার করার জন্য। প্রথমে আপনার ফোন ফোনে নাম্বার ডায়াল পেইড টি খুলুন। তারপর সেখানে, এখানে দেওয়া কোড গুলোর মদ্ধ্যে থেকে একটি একটি কোড লিখুন আর সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
শেষ কথা :
আপনার ফোনের সমস্ত ইনফরমেশন গুলি চেক করার জন্য এই ২০টি গুরুত্বপূর্ণ কোড ব্যাবহার করতে পারেন।
আশাকরি আপনি এই কোড গুলি পেয়ে উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরণের আরো নতুন নতুন নিবন্ধন পেতে আমাদের ওয়েবসাইট টিকে সাবস্ক্রিব করে রাখুন সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন।
আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।