গুগল এডসেন্সে ব্যাংক একাউন্ট কিভাবে যুক্ত করে তার উপায় বা নিয়ম
আপনি যদি আমার মতন একজন ব্লগার, কিংবা ইউটিউবার হয়ে থাকেন এবং সেখান থেকে ইনকাম করার জন্য এডসেন্স ব্যবহার করে থাকেন, বা আপনি প্রথমবার আপনার এডসেন্স একাউন্টে ১০০ ডলার সম্পূর্ণ করে থাকেন তাহলে এই নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন।
কারণ আমরা এই নিবন্ধনের মাধ্যমে জানব। আপনার এডসেন্স একাউন্টে ১০০ ডলার সম্পূর্ণ হয়ে গেলে। কিভাবে আমরা সেই টাকাটি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলতে পারি। এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে তোলার জন্য আমরা কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি আমাদের এডসেন্স একাউন্টে যুক্ত করতে পারি সেই বিষয়ে।
সুতরাং আপনার এডসেন্স একাউন্টে যদি ১০০ ডলার সম্পূর্ণ হয়ে যায়। তাহলে এটি মনোযোগ সহকারে পড়ুন। আর চলুন আমরা দেরি না করে জেনে নেই এডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করার টিপসটি। আর আপনি যদি না জানেন এডসেন্স একাউন্ট কি? কিংবা এডসেন্স এ কিভাবে ইনকাম করা যায়। তাহলে এখনই এখানে ক্লিক করে সেই সম্পর্কে জেনে নিন।
এডসেন্সে ব্যাংক একাউন্ট কিভাবে যুক্ত করে
এডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করার জন্য, সবার প্রথমে আপনাকে আপনার এডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করতে হবে।
তারপর আপনি আপনার এডসেন্স একাউন্টের মধ্যে প্রবেশ করে পেমেন্ট অপশনটিতে ক্লিক করে, পেমেন্ট ইনফরমেশন অপশনটিতে ক্লিক করুন।
আপনি, “পেমেন্ট ইনফরমেশন” অপশনটিতে ক্লিক করলে করলে আপনার সামনে নিচের দেওয়া ছবির মত একটি পেজ খুলবে। সেখানে আপনি “এড পেমেন্ট মেথড” বাটনটিতে ক্লিক করুন।
আপনি “এড পেমেন্ট মেথড” বাটনটিতে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার নাম, ব্যাংকের নাম, ব্যাংকের আইএফসি কোড ও সুইফট কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে “সেভ” বাটনে ক্লিক করুন।
তবে একটা কথা মনে রাখবেন আপনি সেখানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের তথ্যগুলো দেবেন সেগুলোতে কোথাও যেন ভুল না হয়। তাহলে কিন্তু আপনার টাকা সেই একাউন্টে চলে যেতে পারে।
এছাড়া সবচাইতে বড় যে বিষয় সেটা হলো সুইফট কোড। কারণ আমরা সকলেই জানি আমাদের ব্যাংকে আইএফসি কোড উপলব্ধ আছে সাথে সুইফট কোড উপলব্ধ আছে। কিন্তু সেটি সমস্ত ব্যাংকে উপলব্ধ নয়।
সেই কারণে আপনার যে কোম্পানির ব্যাংক। সেই কোম্পানির নাম দিয়ে তার পাশে সুইফট কোড লিখে গুগলের সার্চ করতে পারেন বা সরাসরি আপনি ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে যোগাযোগ করে সেখান থেকে সুইফট কোড নিয়ে নিতে পারেন।
যেমন; আমার ব্যাংক হল এসবিআই এবং আমার এখানকার ব্রাঞ্চের কোন সুইচ কোড নেই। সেই কারণে আমি গুগল এ গিয়ে সার্চ করব এসবিআই সুইফট কোড। তারপর আমি এসবিআই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমার নিকটবর্তী থাকা যেকোনো একটি স্টেট ব্যাংকের সুইফ কোড কে কপি করে নিয়ে সেখানে দিয়ে দেব।
কারণ এই সুইফ কোড টি কাজ করে শুধুমাত্র আপনার টাকাটি ডলার থেকে ভারতের টাকাতে কনভার্ট বা ভাঙ্গানোর জন্য। ফলে হলে আপনি যদি আপনার আপনার ব্যাংকের সুইফট কোড না ব্যবহার করে সেই একই ব্যাংকের শাখার অন্য জায়গার ব্যাংকের সুইফট ব্যবহার করেন তাহলে সেটি কাজ করবে এবং সে ক্ষেত্রে আপনার কোন অসুবিধা হবে না।
এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সেভ হয়ে গেলে আপনি অপেক্ষা করতে থাকুন মাসের ২২ তারিখ পর্যন্ত। তারপর দেখবেন যখনই আপনার এডসেন্স একাউন্টে ১০০ ডলার সম্পূর্ণ হয়ে যাবে তখনই সেটিকে তারা মাসের ২২ তারিখে আপনার ব্যাংক একাউন্টে সেন্ড করে বা পাঠিয়ে দেবে। তবে আপনাকে মাসের ২২ তারিখে যে টাকাটি পাঠাবে সেটি হল আগের মাসের ইনকাম। মানে আপনি এ মাসে যে ইনকাম করলে সেটি পরের মাসের ২২ থেকে ২৬ তারিখে পাবেন।
এডসেন্স থেকে কত টাকা ইনকাম করা যায়?
কত টাকা ইনকাম করা যায় এটা বলা অসম্ভব ব্যাপার। কারণ আপনি কত টাকা ইনকাম করবেন সেটা আপনার কাজের উপরে কিংবা আপনার ব্লগে, বা ইউটিউব চ্যানেলে দর্শকরা আপনার এডের উপরে কত পরিমান ক্লিক করছে কিংবা এড গুলো দেখছে তার উপরে নির্ভর করে। সেই কারণে সঠিক বলাটি একটি অসম্ভব ব্যাপার।
এডসেন্স এ কত টাকা ইনকাম হলে পেমেন্ট দেয়?
এডসেন্স সাধারণত ১০০ ডলার সম্পূর্ণ হয়ে গেলে। তারা আপনার পেমেন্টটি আপনার দেওয়া ব্যাংক একাউন্টে পরের মাসে ২২ তারিখে মধ্য পাঠিয়ে দেয়।
এডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করলে কি কোন অসুবিধা হবে?
না, আপনি যদি আপনার ব্যাংক একাউন্টটি এডসেন্স একাউন্টের সাথে যুক্ত করেন। তাহলে আপনার কোন অসুবিধা হবে না। কারণ প্রথমত গুগল একটি সুরক্ষিত প্ল্যাটফর্ম। এছাড়া আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন তারা শুধু সেখান থেকে টাকাটা পাঠাতে পারবে। কিন্তু টাকা তুলতে গেলে আপনার মোবাইলে আশা ওটিপিটি প্রয়োজন হবে। এছাড়া আমি এই আট বছরের অভিজ্ঞতায় কখনো এডসেন্সে ব্যাঙ্ক একাউন্টে যুক্ত করে কোন অসুবিধা হতে দেখিনি।
একটি এডসেন্স একাউন্টে কয়টি ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করা যায়?
একটি এডসেন্স একাউন্টে আপনি আনলিমিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। কিন্তু পেমেন্ট পাবেন যে কোন একটাই। আপনি যেটিকে প্রাইমারি হিসেবে সিলেট করে রাখবেন সেটিতে আপনার পেমেন্ট বা ইনকাম করা টাকাটি ঢুকবে।
এডসেন্সে যুক্ত করা ব্যাংক একাউন্ট কি মুছে দেওয়া সম্ভব?
হ্যাঁ, অবশ্যই আপনি যদি আপনার এডসেন্স একাউন্টে ১ এর থেকে অধিক ব্যাংক একাউন্ট যুক্ত করে রাখেন। তাহলে আপনি সেগুলো মুছে ফেলতে পারবেন। এর জন্য আপনার যুক্ত করে রাখা ব্যাংক একাউন্ট সেকশনের নিচে তিনটি ডট আইকনে ক্লিক করে রিমুভ বাটানে ক্লিক করুন। এটি করলে আপনার ব্যাংক একাউন্টে এডসেন্স একাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে বা মুছে যাবে।
উপসংহার :
আশা করি আপনি বুঝতে পেরেছেন। কিভাবে এডসেন্স একাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় এই বিষয়ে। যদি বুঝতে পেরে থাকেন এবং এই নিবন্ধনটি আপনাকে সাহায্য করে থাকে। তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করেন দিন। আর এরকম ধরনের আরো নতুন নতুন এডসেন্স টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যোগদান করুন এবং এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি অনলাইন থেকে ইনকামের কোন উপায় খুঁজে থাকেন। তাহলে এখানে দেওয়া লিংকে ক্লিক করে এখনি জেনে নিন অনলাইন থেকে ইনকাম করার সেরা ১০ টি উপায়।