(৯০ টি) ইন্টারনেট বা নেটওয়ার্ক সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
এই ২০২৩ এ এমন কোনো মানুষ নেই যে ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহার করে না। কিন্তু দুঃখের বিষয় হলো তারা শুদু ইন্টারনেট ব্যবহার করতে জানে কিন্তু ইন্টারনেট কি, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা, এবং বিভিন্ন ধরণের তথ্য সম্পর্কে জানে না। সুতারং আপনিও যদি না জেনে থাকে এবং অগ্রহী থাকেন তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
এটি সম্পূর্ণ পড়লে আপনি ইন্টারনেট বা নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবে তাই দেরি না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি পড়ুন।
ইন্টারনেট বা নেটওয়ার্ক প্রশ্ন উত্তর
১. LAN কথাটির সম্পূর্ণ নাম— লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network).
২. কম্পিউটার নেটওয়ার্ককে 3টি ভাগে ভাগ করা হয়েছে।
৩. ওয়েব পেজ তৈরী HTML ল্যাঙ্গুয়েজের সাহায্যে করা যায়।
৪. ফাইল ট্রান্সফার করতে FTP প্রোটোকল ব্যবহৃত হয়।
৫. OSI সিস্টেমটি 7টি লেয়ার বা স্তর দ্বারা গঠিত।
৬. টেলিফোন নেটওয়ার্কে ফুল ডুপ্লেক্স ধরনের তথ্য আদান প্রদান করা হয়।
৭. টেলিভিশনের মাধ্যমে সিমপ্লেক্স ধরনের তথ্য আদান প্রদান করা হয়।
৮. একটি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন ব্যবস্থার উদাহরণ হল— ওয়াকিটকি।
৯. একটি ISP সংস্থার উদাহরণ হল – BSNL.
১০. টপলজি (Topology) কথাটি LAN এর সাথে যুক্ত।
১১. ভিন্ন প্রোটোকলের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য যে যন্ত্রের প্রয়োজন হয় তার নাম হল- গেটওয়ে।
১২. রাউটার (Router) OSI মডেলের নেটওয়ার্ক লেয়ার ব্যবহৃত হয়।
১৩. একটি সার্চ ইঞ্জিনের উদাহরণ হল— ইয়াহু।
১৪. একটি ওয়েব ব্রাউসারের উদাহরণ হল— ইন্টারনেট এক্সপ্লোরার বা গুগল ক্রোম।
১৫. টেলিফোন ব্যবস্থায় ব্যবহৃত সিগন্যালের নাম হল— অ্যানালগ।
১৬. ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে অথবা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে যে যন্ত্রের মাধ্যমে পরিবর্তিত করা যায়, তার নাম – মোডেম।
১৭. URL কথাটির পুরো নাম- ইউনিভার্সাল রিসোর্স লোকেটর।
১৮. . Com (কম্) কথাটির অর্থ— কমার্শিয়াল বা ডমিন এক্সটেনশন।
১৯. রেডিও ব্রডকাস্ট সিস্টেম হল— সিমপ্লেক্স।
২০. সেশন লেয়ারটি TCP/IP কানেকশনে নেই।
২১. TCP/IP কানেকশনটিতে 4টি লেয়ার রয়েছে।
২২. একটি ওয়েবসাইট হল— অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি।
২৩. যে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে ইন্টারনেটে তথ্য আদান-প্রদান হয় তা হল— প্রোটোকল।
২৪. মোডেম ইন্টারনেট কানেকশন নিতে প্রয়োজন হয়।
২৫. ইমেল-এর মাধ্যমে সব ধরনের ধরনের বার্তা পাঠানো যায়।
২৬. WWW কথাটির পুরো নাম— ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
২৭. একটি টপোলজির উদাহরণ হল- রিং, ট্রি, ও বাস।
২৮. ISP এর পুরো নাম- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।
২৯. ভাইরাস আসলে একটি- প্রোগ্রাম।
৩০. HTML প্রোগ্রামের এক্সটেনশন হল— HTML.
৩১. ইনট্রানেট একটি প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেম।
৩২. HTML প্রোগ্রামটি রান করানো হয় – ইন্টারনেট এক্সপ্লোরারে।
৩৩. মাইক্রোকম্পিউটার ডিজিটাল কম্পিউটারের উদাহরণ।
৩৪. টপোলজি ল্যান ধরনের নেটওয়ার্কে দেখতে পাওয়া যায়।
৩৫. বিভিন্ন ধরনের ঠিকানা ইন্টারনেটে URL এর মাধ্যমে জানা যায়।
৩৬. WAN শব্দটির সম্পূর্ণ নাম— ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network).
৩৭. সাধারণত দুটি কম্পিউটারের মধ্যে সর্বাধিক দূরত্ব 500 মিটার হলে তাদের LAN এর আওতায় ফেলা যায়।
৩৮. একটি অফিসের কম্পিউটারগুলি LAN ধরনের নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে যুক্ত।
৩৯. রিপিটার, স্যুইচ, হাব ব্যবহার করে LAN এর আওয়ার সর্বাধিক 25 দূরত্বে কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা যেতে পারে।
৪০. MAN শব্দটির সম্পূর্ণ নাম— মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network).
৪১. কোনো একটি সমগ্র শহর বা নগরের নেটওয়ার্ক ব্যবস্থাকে বলে— WAN.
৪২. 3 প্রকার তথ্য আদান প্রদানের (Data transmission mode) আছে.
৪৩. যে কম্পিউটারটি সদাসর্বদা স্থায়ীভাবে কম্পিউটারের সাথে যুক্ত থেকে অন্যান্য কম্পিউটারের সাথে ইন্টারনেটের সংযোগ ঘটিয়ে দেয়, তাকে বলে— ওয়েব সার্ভার বা গেটওয়ে।
৪৪. ইন্ট্রানেট এবং এক্সট্রানেট সম্পর্কে দুটি নেটওয়ার্কই LAN পদ্ধতিতে যুক্ত তথ্যটি সঠিক নয়।
৪৫. ইন্টারনেটের জন্য অপরিহার্য হার্ডওয়্যার হল— সবগুলিই প্রয়োজন।
৪৬. ইন্টারনেট এক্সপ্লোরার ও নেটস্কেপ নেভিগেটর হল ব্রাউসার সফ্টওয়্যার।
৪৭. কয়েকজন মিলে একসঙ্গে যখন ইন্টারনেটের সাহায্যে টাইপ করে শব্দ আদান প্রদান করেন তথা খোশ মেজাজে গল্প করেন তখন তাকে বলি চ্যাট্ (chat).
৪৮. একটি ডাউনলোড ম্যানেজার (অর্থাৎ ডাউনলোডিং কার্য সম্পন্ন করা যে সফ্টওয়্যার) হল— Gozilla.
৪৯. কম্পিউটারে ওয়েব-পেজ (Web Page) দেখার জন্য যে প্রোগ্রামের প্রয়োজন হয় তাকে বলে— ব্রাউসার।
৫০. HTML -এর সম্পূর্ণ নাম— Hyper Text Markup Language.
৫১. http://www.yahoo.com—এই URL টির প্রথম অংশ http -এর অর্থ— hyper text transfer protocol.
৫২. URL টির http: অংশটি প্রোটোকোল (protocol) নির্দেশ করে।
৫৩. ওয়েবসাইটের প্রথম পাতাটিকে বলে— হোম পেজ (home page).
৫৪. ই-মেল (E-mail) কথাটির অর্থ— ইলেকট্রনিক মেল বা বৈদ্যুতিন ডাক।
৫৫. rediffmail.com, hotmail.com, yahoo.com এই সবগুলোই ওয়েবসাইটটি ই-মেল পরিষেবা দিতে পারে।
৫৬. যদি সুমেলী দে নামের কোনো ছাত্রী যদি rediffmail.com নামের ওয়েবসাইটের ই-মেল পরিষেবার গ্রাহক হতে চান তাহলে তার ই-মেল আই-ডি হওয়া উচিত— yahoo.com@sumely-dey.
৫৭. ইন্টারনেটের একটি অপরিহার্য হার্ডওয়্যার যার জন্য তথ্যের আদান প্রদান হয় এবং যাতে কম্পিউটার এবং টেলিফোন লাইনের সংযোগ দেওয়া থাকে তাকে বলে— মোডেম।
৫৮. ব্যবহারকারীকে পাঠানো সমস্ত ই-মেল যে ডাকবাক্সে জমা হয় তার নাম— ইনবক্স (Inbox).
৫৯. Telnet হল এক ধরনের প্রোটোকল।
- জানুন : পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম।
- জানুন : ১০টি সেরা মোবাইল দিয়ে টাকা ইনকাম app.
৬০. Ring Network Topology-তে, কোনো একটি কম্পিউটার অচল হলে, সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম বিকল হয়ে পড়ে।
৬১. Bus Network Topology-তে Troubleshooting করা খুব কঠিন হয়ে পড়ে।
৬২. কম্পিউটারগুলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network) নেটওয়ার্কে মডেম, উপগ্রহ বা টেলিফোন লাইন মারফৎ পরস্পর যুক্ত থাকে।
৬৩. Simplex এবং Full-Duplex হল Data প্রবাহের ধরন।
৬৪. দুটি টেলিফোন লাইন-এর মাধ্যমে দুজনের মধ্যে কথা বলা ফুল-ডুপ্লেক্স (Full Duptex) ডাটা প্রবাহের উদাহরণ।
৬৫. দুই ব্যক্তির মধ্যে ওয়াকিটকি-র মাধ্যমে কথোপকথন হল Half-Duplex উদাহরণ।
৬৬. দূরদর্শনের কোনো অনুষ্ঠান সম্প্রচার (Television Broadcasting) Simplex এর উদাহরণ।
৬৭. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex) ক্ষেত্রে ডাটা প্রবাহের দিক সবসময় একমুখী অর্থাৎ শুধুমাত্র প্রেরকের কাছ থেকে গ্রাহকের কাছে ডাটা প্রেরণ করা যায়; কিন্তু গ্রাহকের কাছ থেকে ডাটা প্রেরণ করা যায় না বা অসম্ভব।
৬৮. হাফ-ডুপ্লেক্স (Half-Dyplex) এর ক্ষেত্রে ডাটা প্রবাহ প্রেরক থেকে গ্রাহক বা গ্রাহক থেকে প্রেরক উভয় দিকেই হওয়া সম্ভব ; কিন্তু একই সময়ে তা সম্ভব নয়।
৬৯. Full-Duplex ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে ডাটা প্রবাহ প্রেরক থেকে গ্রাহক বা গ্রাহক থেকে প্রেরক উভয় দিকেই একই সময়ে হওয়া সম্ভব।
৭০. (Bus Network) বাস নেটওয়ার্ক Topology-তে সাধারণত কোন বিশেষ ধরনের Network Equipment ব্যবহার করা হয় না।
৭১. বাস নেটওয়ার্ক Topology-তে পূৰ্বস্থিত কোনো কম্পিউটার-এর সাথে নতুন কোন কম্পিউটার যুক্ত করা বা পূর্বস্থিত এক কম্পিউটার থেকে কোন কম্পিউটার খুলে নেওয়া কষ্টসাধ্য।
৭২. Star Network Topology-তে ব্যবহৃত কম্পিউটারগুলির মধ্যে কোনো একটি কম্পিউটার- এর মধ্যে বা কোনো একটি কম্পিউটার-এর সাথে লাগানো তারের মধ্যে দিয়ে ডাটা প্রবাহের বিঘ্ন হলে ওই Topology-তে ব্যবহৃত অন্য কম্পিউটারগুলিতে কোনো অসুবিধা হয় না।
৭৩. (Ring Network) রিং নেটওয়ার্ক Topology-তে কোনো একটি কম্পিউটার অচল হলে, সম্পূর্ণ Network Sys- tem-ই বিকল হয়।
৭৪. Bus Network Topology-তে Troubleshooting করা খুব কঠিন।
৭৫. Start Network (স্টার নেটওয়ার্ক) Topology-তে সমস্ত পার্সোনাল কম্পিউটারগুলি একটি কেন্দ্রীয় যন্ত্র Hub বা Con- nector-এর সাথে যুক্ত থাকে।
৭৬. Ring Network Topology-তে সমস্ত কম্পিউটারগুলি একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে।
৭৭. Start Network নেটওয়ার্কে সমস্ত তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার-এ Hub বা সুইচের মাধ্যমে আদান-প্রদান হয়।
৭৮. Star Network ধরনের নেটওয়ার্কে ডাটা প্রবাহের আদান- প্রদানের দক্ষতা বৃদ্ধির জন্য Hub-এর পরিবর্তে সুইচ ব্যবহার করা হয়।
৭৯. Bus Network নেটওয়ার্কে অপেক্ষাকৃত কম দৈর্ঘ্যের তার ব্যবহার করা হয়।
৮০. বিভিন্ন ধরনের Network System (যেমন—PC Network এবং MAC Network)-এর সংযোগ সাধনের জন্য সংযোগকারী যন্ত্র (Communica tion Device) হিসাবে Presentation স্তরে Gateway ব্যবহৃত হয়।
৮১. Physical স্তরে প্রেরক ও গ্রাহক কম্পিউটার-এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য ‘হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স’ Half Duplex বা Full Duplex Mode ব্যবহার করা হয়।
৮২. IP Address, 32 বিট Bit-এর হয়।
৮৩. রিং টপোলজি নেটওয়ার্কে থাকা সবচেয়ে কম খরচের Topology বলতে কোন্ Topology-কে বোঝায়।
৮৪. Physical স্তরে প্রবাহিত ডাটা সংকেতের নাম বাইটস।
৮৫. নেটওয়ার্কের মধ্যে যুক্ত থাকা কম্পিউটার এবং সংযোগকারী যন্ত্রগুলি যুক্ত হয় End-to-End এবং Point-to-Point সংযোগে।
৮৬. ই-মেইল (e-mail) কথাটির অর্থ— ইলেক্ট্রনিক মেইল electronic mail.
৮৭. একটি আধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন মোডেমের তথ্য সংযোগ আদান-প্রদান করার ক্ষমতা সর্বাধিক 36600 bps.
৮৮. ইন্টারনেট ব্যবহার করার জন্য অত্যাবশ্যকীয় হার্ডওয়্যার হল কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন
৮৯. মডেম-এর স্পীড পরিমাপের জন্য সাধারণত বিট(স্) প্রতি সেকেন্ড এককটি ব্যবহার করা হয়।
৯০. একটি ডক্যুমেন্ট ডিজিট্যাল সিগন্যাল-এ কোডিং হওয়ার পর তা টেলিফোন, ট্যালেক্স অথবা উপগ্রহ মারফৎ গ্রাহকের কাছে পাঠানো যেতে পারে, যেখানে সিগন্যালটি ডিকোডিং হয়ে ওই প্রকৃত ডক্যুমেন্টটির একটি হুবহু প্রতিলিপি গঠন করে। একে বলে ইলেকট্রনিক মেল।
আশাকরি আপনি ইন্টারনেট বা নেটওয়ার্ক সম্পর্কে কিছু গেইন অর্জন করতে পেরেছো এই আর্টিকেল থেকে। যদি আপনার এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে এটি তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আর এরকম ধরণের নতুন নতুন টিপস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যোগদান করুন সাথে ব্লগটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করতে এই আর্টিকেলটি পড়ুন।