২০২৫ সেরা ওয়েব হোস্টিং কোম্পানির তালিকা (সবচেয়ে ভালো ও সহজ)
আপনি কি, আপনার ব্যবসায়ের জন্য, বা একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য একটি সেরা ওয়েব হোস্টিং কোম্পানি খুঁজছেন। যে ওয়েব হোস্টিং কোম্পানির উপর ভরসা করে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেখান থেকে সস্তা মূল্যে ওয়েব হোস্টিং পাওয়া যায়। এমন একটি কোম্পানি?
তাহলে আপনার আর কোন চিন্তার দরকার নেই। আপনি এই নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন। আর জেনে নিন সেরা তিনটি ওয়েব হোস্টিং কোম্পানির সম্পর্কে। যেখান থেকে আপনি খুব সস্তায় একটি নির্ভরযোগ্য হোস্টিং এর সাথে ফ্রি ডোমিন নাম পাবেন। এবং এই হোস্টিং কোম্পানিগুলো আমি নিজেই আমার অন্যান্য ব্লগ ওয়েবসাইটের জন্য এই কোম্পানিগুলো থেকে হোস্টিং ক্রয় করে ব্যবহার করে থাকি।
তাই আপনার যদি হোস্টিংয়ের প্রয়োজন হয়ে থাকে। তাহলে আপনি আমার উপর বিশ্বাস করে এখানে দেওয়া এই তিনটি কোম্পানি থেকে হোস্টিং ক্রয় করতে পারেন। আর আপনি যদি ওয়েব হোস্টিং কি? ও একটি ওয়েবসাইটের জন্য সঠিক হোস্টিং নির্বাচন কিভাবে করে? তাহলে এখানে ক্লিক করে এখনই জেনে নিন।
সেরা ওয়েব হোস্টিং কোম্পানি
১. হোস্টিংযার
হোস্টিংযার হলো এটি একটি অন্যতম জনপ্রিয় হোস্টিং প্ল্যাটফর্ম। এই হোস্টিং প্ল্যাটফর্ম সম্পর্কে সকল ব্লগার কিম্বা ওয়েবসাইট ডেভেলপাররা এই কোম্পানিটিকে খুব ভালোভাবেই চেনেন এবং জানেন। এবং তারা এখান থেকে তাদের জন্য ওয়েব হোস্টিং ক্রয় করে থাকেন। এমনকি আমিও।
তাই আপনিও চাইলে আপনার ওয়েবসাইটের জন্য এই হোস্টিংয়ার প্ল্যাটফর্ম থেকে ওয়েব হোস্টিং কিনতে পারেন। যেখানে ওয়েব হোস্টিং এর মূল্য শুরু শুধুমাত্র ৬৯ টাকা প্রতি মাসে। আর আপনি যদি ওই হোস্টিং এর সাথে ফ্রিডমিন সহ যে প্রিমিয়াম প্ল্যানটি আছে তার মূল্য ১৩৯ টাকা প্রতি মাসে। এবং সেই হোস্টিং প্ল্যানটিতে আপনি ১০০ টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ১০০ জিবি এসএসডি স্টোরেজ বা জায়গা পাবেন। এবং প্রতি সপ্তাহে আপনার ওয়েবসাইটের ফ্রি ব্যাকআপ পাবেন, সাথে আপনি ফ্রি ইমেইল, ফ্রি এস এস এল, এবং আনলিমিটেড দর্শক আপনার ওয়েবসাইটে প্রবেশ করাতে পারবেন।
এছাড়া আপনি যদি আপনার ওয়েবসাইট টিকে অন্য কোন ওয়েব হোস্টিং থেকে এই হোস্টিংযার হোস্টিং এ আপনার ওয়েবসাইটটি মাইগ্রেট করতে চান। তাহলেও সেটি ফ্রিতে করতে পারবেন। তারপর এক ক্লিকে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এছাড়া আরো অনেক কিছু করতে পারবেন।
তাই আপনি যদি হোস্টিংযার থেকে ওয়েব হোস্টিং কিনতে চান। তাহলে আপনি এখানে দেওয়া লিংকে ক্লিক করে হোস্টিংযার প্ল্যাটফর্ম থেকে এখনই হোস্টিং ক্রয় করে নিন। আর হোস্টিং করায় করবার সময় এই (HI10) কুপনটি ব্যবহার করে ১০% অতিরিক্ত ডিসকাউন্ট সংগ্রহ করে নিন।
২. ব্লুহোস্ট হোস্টিং
ব্লুহোস্ট হলো অন্যতম একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং প্রোভাইডার। যে হোস্টিং প্রোভাইডারকে ওয়ার্ডপ্রেসের মতো বড় কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিজে থেকেই এই ব্লুহোস্ট হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নেওয়ার জন্য সবাইকে রিকমেন্ট করে। যেখানে থেকে ওয়েব হোস্টিং শুধুমাত্র ১৬৯ টাকা প্রতি মাস হিসেবে আপনার জন্য হোস্টিং পেয়ে যাবেন।
যে হোস্টিং প্ল্যানটিতে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ৫০ জিবি এসএসডি স্টোরেজ বা ওয়েবসাইটের জায়গা পাবেন। আনলিমিটেড দর্শকদের প্রবেশ করাতে পারবেন। এক বছরের জন্য একটি ফ্রি ডোমিন পাবেন। ফ্রি এস এস এল পাবেন, ফ্রি CDN পাবেন আপনার ওয়েবসাইট স্পিড বা গতি বাড়ানোর জন্য এবং আপনার ওয়েবসাইটকে সুরক্ষিত রাখতে অটোমেটিক মালেয়র (malware) এসকানার পাবেন।
এছাড়া আপনি ওই হোস্টিং প্ল্যানটিতে ভারত ও আমেরিকার মধ্য থেকে যেকোনো একটি ডেটা সেন্টারকে নির্বাচিত করতে পারবেন। এবং আপনার হোস্টিং ম্যানেজ করার জন্য খুব সহজ ও ব্যবহারযোগ্য একটি কন্ট্রোল প্যানেল পাবেন। সাথে ২৪ ঘন্টা লাইভ সমর্থন বা সাপোর্ট পাবেন।
তাই আপনি ব্লুহোস্ট থেকে হোস্টিং ক্রয় করতে এখনই এখানে দেওয়া স্পেশাল ডিসকাউন্ট লিংকে ক্লিক করে Bluehost থেকে হোস্টিং ক্রয় করুন। আর ৬৫% পর্যন্ত ছাড়টি সংগ্রহ করে নিন।
৩. ইউএস-টেবিল
ইউএস-টেবিল হলো ভারতীয় দর্শকদের জন্য ও নতুন ব্লগারদের জন্য ওয়েব হোস্টিং ক্রয় করার একটি অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। যেখানে আপনি শুধুমাত্র ৪৯ টাকা প্রতিমাস হিসাবে পেয়ে যাবেন। এবং এই ইউএস-টেবিল কোম্পানিটি সমস্ত নতুন দর্শক বা কাস্টমারদের জন্য তাদের ওয়েব হোস্টিং প্ল্যানে ৭৫% পর্যন্ত বিশাল ছাড়ের অফার দিয়েছে।
কিন্তু তাদের যে ৪৯ টাকা প্রতিমাস হিসেবে শুরু হোস্টিং প্ল্যানটি আছে সেই হোস্টিংয়ে তারা কোন ফ্রি ডোমিন প্রদান করেন না। সেই কারণে আপনি তাদের ডিএ-প্রফেশনাল প্ল্যানটি করায় করতে পারেন। যে প্ল্যানটি শুধুমাত্র ১৪৯ টাকা প্রতিমাস হিসেবে আপনার জন্য অফার করেছে। এবং সেই প্ল্যানটিতে আপনি দশটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং একটি ফ্রি ডমিন পাবেন। সাথে ১০০ জিবি NVMe এসএসডি স্টোরেজ বা ওয়েবসাইটের জায়গা পাবেন। আনলিমিটেড দর্শকদের প্রবেশ করতে পারবেন।
আর সবথেকে আকর্ষণীয় যেটি আছে সেটি হলো তারা তাদের ডিএ-প্রফেশনাল হোস্টিং প্ল্যানে ১ জিবি রেম দিয়ে থাকেন। যেটা অন্য কোন হোস্টিং প্রোভাইডার এই ধরনের ওয়েব হোস্টিং এ রেম প্রোভাইড করেন না। এছাড়া এমন আরো অনেক অতিরিক্ত ফিচার তাদের হোস্টিং এ তাদের কাস্টমারদের জন্য দিয়ে রেখেছেন।
সুতরাং, আপনি বুঝতেই পারছেন এই ইউএস-টেবিল ওয়েব হোস্টিং প্রোভাইডারটি কতটাই নির্ভরযোগ্য। এবং তাদের কাস্টমারদের নিয়ে কতটা চিন্তাভাবনা করে ওয়েবসাইট করেন। তাই আপনি যদি এই ইউএস-টেবিল হোস্টিং প্ল্যাটফর্ম থেকে আপনার ওয়েবসাইটের জন্য হোস্টিং করাই করতে চান। তাহলে এখানে দেওয়া লিংকে ক্লিক করে এখনই ৭৫% ডিসকাউন্ট সহ হোস্টিং ক্রয় করুন।
হোস্টিং ক্রয়ের আগে আমাদের কি দেখা প্রয়োজন?
হোস্টিং ক্রয় করার আগে অবশ্যই আপনি দেখুন সেই হোস্টিং কোম্পানিটি কত পুরনো এবং সেই হোস্টিং কোম্পানির যে দর্শক রিভিউ আছে সেগুলো পড়ুন। এবং সেই হোস্টিং কোম্পানির হোস্টিং এর মূল্য কেমন, এবং সেই হোস্টিং প্ল্যানটিতে কি কি ফিচাস্ আপনার জন্য প্রদান করছে এবং সেটি অন্য হোস্টিংয়ের থেকে বেশি না কম সেটি দেখে নিন। তারপরে আপনি সেই হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং ক্রয় করুন।
এই ৩টি হোস্টিং কোম্পানির মধ্য থেকে কোনটি আমার জন্য সেরা হবে?
আপনি যদি একজন নতুন ব্লগার বা ওয়েবসাইট তৈরি করা শুরু করে থাকেন। তাহলে আপনি ইউএস-টেবিল বা ব্লুহোস্ট হোস্টিং প্ল্যাটফর্ম থেকে তাদের বেসিক হোস্টিং প্ল্যানটি ক্রয় করতে পারেন। আর আপনি যদি প্রফেশনাল ভাবে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনি হোস্টিংযার থেকে চার বছরের জন্য hosting ক্রয় করতে পারেন। তাহলে আপনি খুব সস্তায় হোস্টিংযার থেকে হোস্টিং পেয়ে যাবেন।
এই কোম্পানিগুলো থেকে হোস্টিং ক্রয় করতে কি ক্রেডিট কার্ড প্রয়োজন?
এই হোস্টিং কোম্পানিগুলো কি টাকা ফেরত দেয়?
অবশ্যই, এই হোস্টিং কোম্পানি গুলো তাদের কাস্টমারদের টাকা ৩০ দিনের মধ্যে ফেরত দিয়ে থাকে। যদি সেই কাস্টমারের ক্রয় করা হোস্টিং প্লানটি আপনার পছন্দ না হয়ে থাকে, কিংবা কোন অসুবিধা থেকে থাকে। তাহলে সেক্ষেত্রে ৩০ দিনের মধ্যে হোস্টিং প্ল্যানটি বাতিল করে আপনার টাকাটি ফেরত নিয়ে নিতে পারবেন।
উপসংহার:
আশা করি আপনি এই হোস্টিংযার, ব্লুহোস্ট, ও ইউএস-টেবিল এই তিনটি সেরা ওয়েব হোস্টিং কোম্পানি থেকে আপনার পছন্দের পোস্টিং কোম্পানিটি নির্বাচন করতে পেরে উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন? কিংবা এই নিবন্ধনটি ভালো লেগে থাকে? তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরো নতুন নতুন টিপস, ওয়েব হোস্টিং ও ব্লগিং এর সম্পর্কে জানতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। সাথে এই তরিকুল বাঙালি ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার যদি ওয়েব হোস্টিং সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি না জেনে থাকেন ওয়েব হোস্টিং কিভাবে কিনতে হয় তাহলে এখানে ক্লিক করে এখনি জেনে নিন।