রমজান মাসের ক্যালেন্ডার : রোজার দিন সেহরির সময় ও ইফতারের সময়সূচী
আমরা সকলেই জানি আমাদের কাছে আগামী কাল ১২ই মার্চ, মঙ্গলবার আমাদের মাহে রমজান শুরু হতে চলেছে। কিন্তু আমরা অনেকেই জানিনা যে সেই রমজানের সেহেরী সময়, ইফতার সময় এবং রমজানের তারিখ ও সময়সূচী গুলি। কারন আমরা সবসময় তো রমজানের সময়সূচী ও চাট নিয়ে ঘুরতে পারবো না। সেই কারণে আমি এই নিবন্ধনটি আপনাদের জন্য শেয়ার করেছি।
কারণ আমরা সকলেই জানি আমরা রোজার সময়সূচী ভুলে গেলেও আমাদের মোবাইলটাকে ভুলি না। তাই যদি আমরা আমাদের মোবাইলের মাধ্যমে আমাদের রমজানের সময়সূচী টি জেনে নিতে পারি তাহলে কতই না ভালো হতো। সেই কারণে আমরা অনেকেই অনলাইনে খোঁজাখুঁজি করতে থাকি। কিন্তু সঠিক সময়সূচী না পাওয়ায় আমাদের সেই খোঁজাখুঁজি টা ব্যর্থ হয়ে যায়।
তাই আমি তাদের জন্য এই ২০২৪ এর বাংলা ১৪৪৫ নববর্ষের রমজানের সময়সূচী টি আপনাদের সাথে শেয়ার করেছি। যেটি আপনি আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন, বা ছবিটি ডাউনলোড করে রাখতে পারেন।
তাই চলুন আমরা দেরি না করে জেনে নিই আমাদের রমজানের সময়সূচী টি, সাথে রমজান ও ইফতারের দোয়া এবং যে কারণে রোজা নষ্ট হয় সেই সমস্ত বিষয়গুলি।
রমজান ক্যালেন্ডার সময়সূচী
রমজান | শেহরী | বাংলা তারিখ | দিন | English তারিখ | ইফতার |
---|---|---|---|---|---|
১ | ৪:২৮ | ফাল্গুন, ২৮ | মঙ্গলবার | March 12 | ৫:৪৯ |
২ | ৪:২৭ | ২৯ | বুধবার | 13 | ৫:৫০ |
৩ | ৪:২৬ | ৩০ | বৃহস্পতিবার | 14 | ৫:৫০ |
৪ | ৪:২৫ | চৈত্র, ০১ | শুক্রবার | 15 | ৫:৫০ |
৫ | ৪:২৪ | ০২ | শনিবার | 16 | ৫:৫১ |
৬ | ৪:২৩ | ০৩ | রবিবার | 17 | ৫:৫১ |
৭ | ৪:২২ | ০৪ | সোমবার | 18 | ৫:৫২ |
৮ | ৪:২১ | ০৫ | মঙ্গলবার | 19 | ৫:৫২ |
৯ | ৪:২০ | ০৬ | বুধবার | 20 | ৫:৫৩ |
১০ | ৪:১৯ | ০৭ | বৃহস্পতিবার | 21 | ৫:৫৩ |
১১ | ৪:১৮ | ০৮ | শুক্রবার | 22 | ৫:৫৩ |
১২ | ৪:১৭ | ০৯ | শনিবার | 23 | ৫:৫৪ |
১৩ | ৪:১৬ | ১০ | রবিবার | 24 | ৫:৫৪ |
১৪ | ৪:১৫ | ১১ | সোমবার | 25 | ৫:৫৪ |
১৫ | ৪:১৪ | ১২ | মঙ্গলবার | 26 | ৫:৫৪ |
১৬ | ৪:১৩ | ১৩ | বুধবার | 27 | ৫:৫৪ |
১৭ | ৪:১২ | ১৪ | বৃহস্পতিবার | 28 | ৫:৫৫ |
১৮ | ৪:১১ | ১৫ | শুক্রবার | 29 | ৫:৫৬ |
১৯ | ৪:১০ | ১৬ | শনিবার | 30 | ৫:৫৬ |
২০ | ৪:০৯ | ১৭ | রবিবার | 31 | ৫:৫৬ |
২১ | ৪:০৮ | ১৮ | সোমবার | April, 01 | ৫:৫৬ |
২২ | ৪:০৭ | ১৯ | মঙ্গলবার | 02 | ৫:৫৭ |
২৩ | ৪:০৬ | ২০ | বুধবার | 03 | ৫:৫৭ |
২৪ | ৪:০৫ | ২১ | বৃহস্পতিবার | 04 | ৫:৫৭ |
২৫ | ৪:০৪ | ২২ | শুক্রবার | 05 | ৫:৫৮ |
২৬ | ৪:০৩ | ২৩ | শনিবার | 06 | ৫:৫৮ |
২৭ | ৪:০২ | ২৪ | রবিবার | 07 | ৫:৫৯ |
২৮ | ৪:০১ | ২৫ | সোমবার | 08 | ৫:৫৯ |
২৯ | ৪:০০ | ২৬ | মঙ্গলবার | 09 | ৫:৫৯ |
৩০ | ৩:৫৯ | ২৭ | বুধবার | 10 | ৬:০০ |
রোজার নিয়েত কি?
নাওয়াইতু ওয়ান আসমা গাদাম মিনশাহেরে রমজানুল মোবারকের ফরিজুল্লাহু তালা, ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম। (নাওয়াইতু আছুমা গাদান লিল্লাহে তায়া’লা আজ্জা ওয়াজাল্লা মিন ফিরছি রামাদ্বান।)
ইফতারের দোয়া কি?
আল্লাহুমা ছুমতু লাকা, অ-তাওয়াক্কালতু আ’লা রিজকির অ-অফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
কি কারণে আপনার রোজা নষ্ট হয়?
- ১) স্বেচ্ছায় পানাহার, ঔষধ ও তামাকাদি পান করা।
- ২) নাক ও কানের মধ্যে ঔষধ প্রদান করা, যাহাতে তা মস্তিস্কে ও পেটে পৌঁছাইয়া যায়।
- ৩) কুল্লি করার সময় অনিচ্ছা সত্ত্বেও পানি গিলিয়া ফেলা।
- ৪) রাত্রি ভ্রমে প্রভাতে সেহেরী খাওয়া।
- ৫) সন্ধ্যা ভ্রমে দিবসে ইফতার করা।
- ৬) সমস্ত রমজানের রোজা বিম্বা ইফতারের নিয়ত না করা।
- ৭) কঙ্কর বা এইরূপ কোন অখাদ্য বা ঘৃণিত বস্তু গিলিয়া ফেলা।
আপনি উপরে দেওয়া এই সমস্ত কাজগুলো করলে আপনার রোজাটি নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনি এই কাজগুলো করবেন না। আপনার রোজাটাকে বাঁচিয়ে রাখার জন্য।
উপসংহার:
আমি আশা করি আপনি এই রমজান মাসের ক্যালেন্ডার, রোজার দিন, সেহরির সময়, ও ইফতারের সময়সূচী টি জানতে পেরে উপকৃত হয়েছেন। এবং এটি আপনাকে রমজানের সময়সূচী জানতে সাহায্য করেছে। যদি করে থাকে, তাহলে এটি বেশি বেশি করে আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরো নতুন নতুন টিপস, ও অনলাইন ইনকামের বিষয়ে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। সাথে ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পারলে আপনি এটিকে ১০ জনের কাছে শেয়ার করে আমাদের নতুন লেখক নাজিমুল মোল্লাকে এগিয়ে যেতে উৎসাহিত করুন।