আমাদের দরকারি যন্ত্রপাতি নিয়ে কিছু কথা বা প্রশ্ন
আমাদের চারপাশে বা আমাদের সামনে চলতে ফিরতে বা আমাদের কাজের ক্ষেত্তে অনেক ধরণের যন্ত্রপাতি দেখে থাকি কিন্তু আমরা অনেক সেই যন্ত্রপাতির নাম গুলো জানিনা বা আমাদের অজানা থাকে। কিন্তু আমাদের সবাইকে অবশ্যই এই যন্ত্রপাতির নাম গুলো জানা দরকার।
সুতারং তুমি যদি এই যন্ত্রপাতি সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেল টি পড়ুন, কারণ এই সকল যন্ত্রপাতি আমাদের এখন না হলেই চলে না। যেমন :
দরকারি যন্ত্রপাতি নিয়ে প্রশ্ন
যন্ত্রপাতি কে ইংরেজিতে কী বলে? (english meaning)
যন্ত্রপাতি কে ইংরেজিতে বলে “Equipment”. এবং এটির english meaning ও এটাই। কিন্তু যন্ত্র english meaning মানে হলো “machine” যেমন ধরুন গাড়ি, ট্রাকটার, এর ইঞ্জিনকে বলা হয় যন্ত্র।
থার্মোমিটার কী ?
থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা যায়। ডাক্তারি থার্মোমিটার দিয়ে দেহের তাপমাত্রা (জ্বর) মাপা হয়।
এক্স-রে যন্ত্রটি কী কাজে লাগে ?
এক্স-রে যন্ত্রটির সাহায্যে অসুস্থ মানুষের শরীরের ভিতরের হাড়ের এবং ফুসফুসের ছবি তোলা হয়। পরে সেই ছবি দেখে চিকিৎসা শুরু করেন ডাক্তারবাবুরা।
সি. ডি. কী?
সি. ডি. বা কমপ্যাক্ট ডিস্ক হল একধরনের রেকর্ড। এটি চালিয়ে গান ও কথা শোনা যায়।
গ্রামোফোন কী ?
গ্রামোফোন বা ‘কলের গান’-এ রেকর্ড চালিয়ে গান শোনা যায়।
টেপ রেকর্ডার কী?
টেপ রেকর্ডার যন্ত্রে চৌম্বক-ফিতায় (টেপ-এ) গানবাজনা, কথা, বক্তৃতা রেকর্ড করা হয়। আর এই যন্ত্রেই টেপ চালিয়ে রেকর্ড করা শব্দ শোনা যায়।
ল্যান্ড ফোন ও মোবাইল ফোন কী ?
ল্যান্ড ফোন-এ শুধু বাড়িতে বসেই কথা বলা যায়। কিন্তু মোবাইল ফোনে বাইরে বেরিয়ে যত্রতত্র চলতে চলতেও কথা বলা যায়।
ক্যামেরা কী কাজে লাগে?
ক্যামেরার সাহায্যে ফটো বা ছবি তোলা হয় এবং ভিডিও রেকর্ড করা যায়।
টেলিভিশন কী কাজে লাগে?
টেলিভিশন বা দূরদর্শন যন্ত্রে রেডিয়োর মতো কথা শোনার সঙ্গে সঙ্গে দূরের ঘটনার ছবিও দেখা যায়।
ক্যালকুলেটর কী?
ক্যালকুলেটর একটি ছোটো গণকযন্ত্র। এই যন্ত্রটি দিয়ে যোগ-বিয়োগ-গুণ-ভাগ ‘ ইত্যাদি সহজে খুব তাড়াতাড়ি করা যায় এবং জটিলতম অঙ্কও নিমেষে করা যায়।
কম্পিউটার কী ?
কম্পিউটার একটি অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বয়ংক্রিয় গণকযন্ত্র। কম্পিউটারের টেপ বা ফিতায় লক্ষ লক্ষ তথ্য জমা করে রাখা হয়। পরে দরকারমতো ওইসব তথ্য নিমেষে বিশ্লেষণ করে ফল বা সিদ্ধান্ত জানা যায়।
অণুবীক্ষণ যন্ত্র কী ?
অণুবীক্ষণ যন্ত্র (মাইক্রোস্কোপ) দিয়ে অতি ক্ষুদ্র জিনিস এবং রোগের জীবাণুকে কয়েক হাজার গুণ বড়ো করে দেখা যায়। গবেষণার কাজে এই যন্ত্র ব্যবহার করা হয়।
দূরবীক্ষণ যন্ত্র কী ?
দূরবীন (টেলিস্কোপ) বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে বহু দূরের বস্তু, প্রাণী, গ্রহ-নক্ষত্রকে একেবারে চোখের সামনে বড়ো করে দেখায়।
এস্কালেটর কী ?
এস্কালেটর হল একরকম চলমান সিঁড়ি। এস্কালেটরে চড়ে উঁচু জায়গায় পরিশ্রম ছাড়াই ওঠা-নামা করা যায়।
আশা করি আপনারা এই দরকারি যন্ত্রপাতি নিয়ে প্রশ্ন গুলো ভালো লেগেছে? যদি এই প্রশ্ন গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এরকম ধরণের আরো প্রশ্ন জানতে এই ব্লগটি সাবস্ক্রিব করে রাখুন। এছাড়া অনলাইন থেকে ইনকামের উপায় জানতে এই পোস্টটি পড়ুন।