১০টি সেরা মোবাইল দিয়ে টাকা ইনকাম app

১০টি সেরা মোবাইল দিয়ে টাকা ইনকাম app – Mobile Earning Apps

এখনকার সময় এই ২০২৩ এ অনেকেই মোবাইল দিয়ে টাকা ইনকাম app এর সন্ধান করে থাকে এবং তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাপের সম্পর্কে জানতে পারে। কিন্তু দুঃখের বিষয় হল এটাই যে তারা সেই অ্যাপ গুলো ব্যবহার করে সঠিক ভাবে ইনকাম করতে পারেনা বা ইনকাম করলেও পেমেন্ট পাওয়ার সময় ওই অ্যাপের অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়, এবং তখন আপনি নিরাশ হয়ে যান, এবং আপনি মনে করেন যে অ্যাপ থেকে টাকা ইনকাম করা সম্ভব নয়।

সুতরাং আপনি যদি আগে থেকেই কোন অ্যাপকে ব্যবহার করে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে থাকেন এবং টাকা ইনকাম করতে গিয়ে ব্যর্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

এই আর্টিকেলের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব ১০ সেরা মোবাইল দিয়ে টাকা ইনকাম অ্যাপ যে অ্যাপগুলো ব্যবহার করে আপনি একদম ১০০% অরজিনাল ভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে কোন scam বা চিটিং বা একাউন্ট বন্ধের কোন ঝামেলা নেই।

কারণ আমি এই অ্যাপগুলো আগে নিজে ব্যবহার করেছি এবং ব্যবহার করার পরে সব কিছু রেজাল্ট ভালো পেয়ে এবং দর্শকের রেটিং দেখার পরেই এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যে apps গুলোতে আপনি সার্ভে করে, গেম খেলে, এবং তাদের দেওয়া ছোট ছোট টাস্ক পুরন করে ও তোমার বন্ধুদের সাথে রেফার করে ইনকাম করতে পারবে।

তাই আপনি যদি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপ খুঁজে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া অ্যাপ গুলো একবার চেষ্টা করে দেখুন। তাই দেরি না করে চলো জেনে নিই কোন কোন অ্যাপ দিয়ে আমরা মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি।

মোবাইল দিয়ে টাকা ইনকামের App

Earnkaro

aFjyP5VFedNrohp7C2rZBHXvwPvyRwMIj8G80h5FA9GcmYVGSXncj6kCQOXN9TJ Ww

আর্নকরো আর্নিং অ্যাপ

  • ২০১৫ সালে এটি চালু হয়েছিল।
  • ৩.৯/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ১ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

আর্নকরো একটি অ্যাপ বা ওয়েবসাইট বলতে পারো, যেখানে তুমি একটি অ্যাকাউন্ট তৈরী করার পর তাদের দেওয়া অনলাইনের যত শপিং সাইট আছে সেই শপিং সাইটের লিংকগুলো কপি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে সেই লিংক দিয়ে যদি কেউ কোন পণ্য কেনাকাটা করলে দরুন আপনি টাকা ইনকাম করতে পারবে

এটাকে এক কথায় এফিলিয়েট মার্কেটিং বলা হয়।

এছাড়া আপনি একাউন্ট খোলার পরে আপনার যে রেফারেল লিংকটি আছে সেই লিংক দিয়ে যদি আপনার কোন বন্ধু এই Earnkaro তে নতুন একাউন্ট তৈরী করে তাহলে সে ৫০ টাকা বোনাস পাবে সাথে আপনিও ৫০ টাকা বোনাস পাবেন।

এই বোনাস হিসাবে পাব টাকাটি আপনি ততক্ষণ পাবেন না যতক্ষণ না আপনার রেফারেল করা ব্যাক্তিটি Earnkaro থেকে প্রথম ইনকাম তুলবে। এছাড়া আর্নকরো থেকে কিভাবে ইনকাম করা যায় সেই সম্পর্কে জানতে এখানে দেওয়া লিংকে ক্লিক করে এই আর্টিকেলটি পড়ুন।

Earnkaro সুবিধা ও অসুবিধা

সুবিধা

  • Earnkaro তে সহজেই একাউন্ট তৈরি করা যায়।
  • এটি তৈরি করেছেন রতন টাটা এবং এটি সম্পূর্ণ সুরক্ষা পূর্ণ।
  • এখানে ১০ টাকা আয় হয়ে গেলে সেই টাকা তুলে নেওয়া যায়।
  • এখানে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ বাম মুনাফা পাওয়া যায়।
  • যেকোন শপিং সাইটের অ্যাফিলিয়েটলি সহজেই নিতে পারবে।

অসুবিধা

  • অনেক ক্ষেত্রে লগইন করতে গেলে বারবার ওটিপি দিতে হয়।
  • মাঝে মাঝে টাকা পেমেন্ট দিতে একটু দেরি করে।
  • কোন লাইভ চ্যাট সাপোর্ট প্রদান করেন না।

Roz Dhan

iK0KR3gsQqMZOwc4 ImTvNcu

রোজ ধান আর্নিং অ্যাপ

  • ২০১৮ সালে এটি চালু হয়েছিল।
  • ৩.৮/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ১০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

রোজ ধান একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ইন্সটল করার পরে সেখানে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে তার মাধ্যমে ইনকাম করতে পারবেন

তবে এখানে ইনকাম করার উপায় গুলি হল আপনি প্রতিদিন এই অ্যাপটিতে প্রবেশ করে আপনার রাশিফল পরীক্ষা করে, ধাঁধা প্রশ্নগুলোর উত্তর দিয়ে, ও কিছু ওয়েবসাইট আছে সেগুলোতে পরিদর্শন করে বাকি বিনামূল্যে গেম খেলে অর্থ উপার্জন করতে পারবেন।

এছাড়া আর আপনার রেফারেল লিংক দিয়ে কেউ সাইন আপ করলে প্রতিটি সাইনআপের প্রতি আপনি ৫০ টাকা পাবেন, এবং তাদের দেওয়া কাজ গুলো করে আপনি ৩০০ টাকা ইনকাম করে ফেললে সেই টাকাটি দুই দিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে বা UPI এর মাদ্ধমে তুলতে পারবে।

রোজ ধান সুবিধা ও অসুবিধা

সুবিধা

  • এই অ্যাপটি ইনস্টল করে অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ।
  • আপনি সহজ ও মজাদার কাজগুলি করে কিছু টাকা ইনকাম করতে পারবেন।
  • এখান থেকে যে কেউ ইনকাম করতে পারবে।
  • এটি মোবাইলের মাধ্যমে কাজ করে আয় করা যায়।
  • এটি একটি সুরক্ষিত পূর্ণ অ্যাপ।

অসুবিধা

  • অনেক সময় থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইন্সটল করতে হলে মোবাইলে অনেক জায়গা নিয়ে নেয়।
  • ইন্টারনেট ছাড়া ব্যবহার করা অসম্ভব।
  • ২০০ টাকা না হলে টাকা তুলতে পারবে না।

Taskbucks

pXxhbl9JVsmFmJsnzDx3T6CvQampqvZzeZgqvh2QasknYcWhGH D4lQ3kq0P y7PMeg

টাস্ক বাক্স আর্নিং অ্যাপ

  • ২০১৪ সালে এটি চালু হয়েছিল।
  • ৪.০/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ১০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

টাস্ক বাক্স হলো একটি কুইজ অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনি কুইজ খেলে টাকা জিততে পারবেন।

যেমন; আপনি এই টাস্ক বক্স অ্যাপস টি ইন্সটল করার পরে এটিতে প্রবেশ করলে আপনার সামনে কিছু কুইজ দেওয়া হবে, এবং সেই কুইজ গুলোকে উত্তর করলে আপনি সেই কুইজের সঠিক উত্তর অনুযায়ী কিছু পয়েন্ট বা কয়েন পাবেন। এবং সেই কয়েন গুলো টাকা তে কনভার্ট করে আপনার একাউন্টে তুলে নিতে পারবে।

এরকম ভাবে আপনি যতগুলো কুইজ সম্পূর্ণ করবেন আপনি ততো বেশি টাকা ইনকাম করতে পারবেন।

এই Taskbucks এর সাহায্যে বিনামূল্যে টকটাইম জিতে পারবেন এছাড়া আপনি সার্ভে করে বা গেম খেলেও টাকা ইনকাম করতে পারবেন। এবং নতুন একাউন্টে তৈরী করলে বোনাস হিসেবে আপনি ২৫ টাকা পাবেন ও বন্ধুদেরকে রেফার করে বা ইনভাইট করার জন্য আপনি তিন হাজার টাকা পর্যন্ত ভাউচার পেতে পারেন।

Taskbucks সুবিধা ও অসুবিধা

সুবিধা

  • সহজে মোবাইলে ব্যবহার করা যায়।
  • ফ্রি মোবাইল রিচার্জ ও ক্যাশ পাওয়া যায়।
  • ইনকামের জন্য বিভিন্ন ধরনের উপায় আছে।
  • ইমেইলের মাধ্যমে কাস্টমার সাপোর্ট পাওয়া যায়।
  • আপনার আয় করা টাকা পেটিএম ক্যাশ ও মোবাইল রিচার্জ এর মাধ্যমে নিতে পারবেন।

অসুবিধা

  • এটির কোনো কম্পিউটার app পাওয়া যায় না।
  • কিছু ক্ষেত্রে না বলে আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে।

ySence

ZAJVpxpjqy 6qj0bfmho4lRM0nr CmtAw yNeKTo6TanaV lQ0DiZGNKINoTeQ38Bw

ওয়াই সেন্স ইনকাম অ্যাপ

  • ২০১১ সালে এটি চালু হয়েছিল।
  • ২.৫/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ১ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

ওয়াই সেন্স একটি জনপ্রিয় সার্ভে করে গিফট কার্ড এবং ক্যাশ জেতার অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনি হাজার হাজার কোম্পানির সার্ভে পাবেন এবং সেই সার্ভেগুলো আপনি সম্পূর্ণ করে গিফট কার্ড বা ক্যাশ টাকা ইনকাম করতে পারবেন।

তবে আপনাকে এই সার্ভে গুলিতে সঠিক মতবাদ গুলি দিতে হবে কারণ এগুলো বিভিন্ন কোম্পানি তাদের পণ্য সম্পর্কে মার্কেটে চাহিদা ও ব্যবহারকারীর প্রয়োজনীয়তা বুঝতে এই ySense কোম্পানি দ্বারা সার্ভে গুলো করিয়ে থাকে।

যেমন বড় বড় টিভি শো কোম্পানি, বা অনলাইন শপিং ওয়েবসাইট, নতুন এপ্লিকেশন বা ইত্যাদির জন্য।

তবে এক্ষেত্রে আপনাকে সামান্য অনলাইন সম্পর্কে জ্ঞান থাকা দরকার।

যদি আপনার সামান্য পরিমাণ জ্ঞান থাকতে হবে অবশ্যই তাই এখান থেকে পর্টিমে কাজ করে ভালো পরিমান ইনকাম করা শুরু করতে পারবে।

ওয়াইসেন্স সুবিধা ও অসুবিধা

সুবিধা

  • আমেরিকান ডলারে ইনকাম করা সম্ভব।
  • ১০ মিনিটের সার্ভে করে দুই ডলার পর্যন্ত ইনকাম করতে পারবে।
  • বন্ধুকে রেফার করে ইনকাম করতে পারবে।
  • পার্ট টাইম কাজ করে বেশি আয় সুযোগ।
  • এটি বহু পুরনো এবং সুরক্ষিত অ্যাপ।

অসুবিধা

  • তাদের নীতি অমান্য করলে আপনাকে ব্লক করতে পারে।
  • সার্ভের জন্য আপনাকে যোগ্যতা দরকার হতে পারে।

Cointiply

cointiply earn real bitcoin

কয়েন টিপলি ইনকাম অ্যাপ

  • ২০২০ সালে এটি চালু হয়েছিল।
  • ৪.৬/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ১ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

কয়েন টিপলি একটি খুবই সহজ ও মজাদার ক্রিপটো কারেন্সি উপার্জন করার অ্যাপ। যেখানে আপনি প্রতিদিন মজাদার গেম খেলে ভিডিও দেখে, বিজ্ঞাপন দেখে, টাক্স পূর্ণ করে, এবং তাদের দেওয়া সার্ভেকে পূর্ণ করে কিছু কয়েন উপার্জন করতে পারবেন এবং সেই কয়েন অনুযায়ী একটি হিসাব করে আপনাকে টাকা দেওয়া হবে।

আপনি চাইলে আপনার ওয়ালেটে বিটকয়েন ও অন্যান্য কারেন্সি কে যুক্ত করতে পারেন এছাড়া আপনি লটারি বোনাসে জিতে গেলে দ্বিগুণ পর্যন্ত টাকা পাবেন।

এবং ঘন ঘন বোনাস ও কয়েন বুস্টার এর উপহারও পাবেন। এছাড়া আপনি প্রোমো কোড ব্যবহারের সুযোগ পাবেন এবং সাথে কুড়ি ধরনের বিটকয়েন ও কিপ্টো কারেন্সি ইনকাম করতে পারবে।

আর সব থেকে তে মজাদার জিনিস হল আপনি এখানে ৩৫ হাজার কয়েন করে ফেলতে পারলে আপনার পতি কয়েনের প্রতি 5% ইন্টারেস্ট পাবেন এবং সাথে ২৪ ঘন্টা সাহায্য বা Support পাবেন।

কয়েন টিপলি সুবিধা ও অসুবিধা

সুবিধা

  • অল্প কাজ করে বেশি ইনকাম করতে পারবে।
  • গেম খেলে ও ভিডিও দেখে আয়ের সুযোগ।
  • আপনি ডলারে ইনকাম করতে পারবেন।
  • এটি অ্যান্ড্রয়েড ও আইওএস (IOS) জন্য উপলব্ধ আছে।
  • রেফার করে আপনি তার ইনকামের ২৫% পর্যন্ত আয় করতে পারবেন।

অসুবিধা

  • অনেক সময় বেশি সার্ভে করে কম টাকা পেতে পারেন।
  • একাউন্টে থেকে টাকা তুলতে অসুবিধা হতে পারে।
  • কোন কারণ ছাড়াই আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে।

Swagbucks

TeyqgvFbBBf0srC8mpcGV0jHLrI4diBtUcHDYF Hdvh6JeJOo6O6m2m3BjvoNwI6G6A

স্বগবাকস ইনকাম অ্যাপ

  • ২০১৩ সালে এটি চালু হয়েছিল।
  • ৪.৩/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ৫০ লাখের বেশি ডাউনলোড হয়েছে।

স্বগবাকস অনলাইনে একটি অন্যতম বিখ্যাত অ্যাপ যেটির মাধ্যমে আপনি আপনার প্রিয় ব্র্যান্ড থেকে নতুন পণ্য কেনাকাটা করে, গেম খেলে, ব্রাউজার এক্সটেনশন ইন্সটল করে, ও কোন কিছু গুগলে সার্চ করে এই সাক্সবাক অ্যাপ থেকে উপহার কার্ড বা কিছু নগদ টাকা জিততে পারবেন

এছাড়া আপনি এখানে তাদের দেওয়া সার্ভেগুলো সম্পূর্ণ করে কিছু ডলার বোনাস জিততে পারবেন।

এখানে প্রতিদিন দশ হাজারেরও বেশি উপহার কার্ড প্রদান করেন তাদের ব্যাবহার কারীকে দেওয়ার জন্য।

আপনি এই অ্যাপটিতে নতুন যোগদান করলে ১০ ডলার বোনাস পাবেন এবং কাউকেও রেফার করলে ১০ ডলার এর একটি গিফট কার্ড পাবেন। আমি মনে করি এটি ফ্রিতে গিফট কার্ড জেতার জন্য সবচাইতে জনপ্রিয় একটি অ্যাপ।

স্বগবাকস সুবিধা ও অসুবিধা

সুবিধা

  • বিভিন্ন উপায়ে কাজ করে ইনকামের সুযোগ আছে।
  • এটি মোবাইল ও কম্পিউটারের জন্য উপলব্ধ আছে।
  • নতুন ব্যবহারকারীকে ফ্রি বোনাস প্রদান করেন।
  • শপিংয়ের জন্য সহজে গিফট কার্ড জেতা যায়।
  • আপনি আমেরিকান ডলারে ইনকাম করতে পারবেন।

অসুবিধা

  • অনেক ক্ষেত্রে অ্যাপে কাজে অসুবিধা করে।
  • অনেক সময় সার্ভে করে তার রেওয়ার্ড পাওয়া যায় না।
  • কিছু অফার পেজের লিংক ঠিকভাবে কাজ করে না।

Earn Easy

uSzkr26nUQ9dB6RaNY2OD

আর্নইজি টাকা উপার্জন অ্যাপ

  • ২০২০ সালে এটি চালু হয়েছে হয়েছিল।
  • ৪.১/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ৫ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

আর্নইজি একটি জনপ্রিয় মোবাইলে মাধ্যম ইনকাম করবা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি তাদের দেওয়া টাস্ক পূর্ণ করে, এবং ভিডিও দেখে ইনকাম করতে পারবেন।

এছাড়া আপনি নতুন একাউন্ট তৈরি করলে ৫০ টাকা বোনাস পাবেন। এবং আপনি যদি আপনার রেফারেল লিংক ও কোডটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন এবং সেই লিংক দ্বারা কেউ Signup বা একাউন্ট তৈরী করলে তার জন্য আপনি ৫০ টাকা বোনাস পাবেন।

আপনার উপার্জন করার টাকাটি আপনি ২৪ ঘন্টার মধ্যে আপনি আপনার পেটিএম, ব্যাংক একাউন্ট, এবং Upi এর মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন। এছাড়া এখানে কাজ করে আপনি খুব সহজে একশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত প্রতিদিন ইনকাম করতে পারবে।

আর্নইজি সুবিধা এবং অসুবিধা

সুবিধা

  • সহজে কাজ করে ইনকাম করা যায়।
  • প্রতিদিন হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করা সম্ভব।
  • ২৪ ঘন্টার মধ্যে আপনার উপার্জন করা টাকা পেয়ে যাবেন।
  • সাইন আপ ও রেফারেল বোনাস পাওয়া যায়।
  • কোন সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব।

অসুবিধা

  • একটি নতুনদের জন্য ব্যবহার করা একটু কঠিন।
  • ৫০ টাকা না হওয়া পর্যন্ত টাকা তুলতে পারবেন না।

Google Rewards

Google Opinion Rewards app logo

গুগল রেওয়ার্ডস আর্নিং অ্যাপ

  • ২০১৭ সালে এটি চালু হয়েছে হয়েছিল।
  • ৪.৩/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ৫০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

Google রেওয়ার্ডস একটি বিখ্যাত অনলাইন সার্ভে করে আর্নিং করার এপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলে ইন্সটল করার পরে গুগলের দেওয়া বিভিন্ন কোম্পানির সার্ভেগুলোকে কমপ্লিট করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন

এটার জন্য আপনাকে Google রেওয়ার্ডস এপ্লিকেশনটি ইন্সটল করতে হবে এবং সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

তারপর আপনি তাদের দেওয়া সার্ভেগুলো কমপ্লিট বা সম্পূর্ণ করলে প্রতি সার্ভে প্রতি ০.১০ ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।

তবে গুগল থেকে সার্ভে করে ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই সার্ভে সম্পর্কে কিছু ধারনা থাকতে হবে। তারপর আপনি সেখানে দেওয়া সার্ভে গুলো কমপ্লিট করে আমার মত অল্প সময়ে কাজ করে 125 ডলারের বেশি ইনকাম করতে পারবে।

Google রেওয়ার্ডস সুবিধা ও অসুবিধা

Pros

  • একটি ক্লিকের মাধ্যমে একাউন্ট তৈরি করা যায়।
  • গুগল থেকে ডলার ইনকাম করা সম্ভব।
  • এটি সম্পূর্ণ সুরক্ষা যুক্ত গুগলের অ্যাপ্লিকেশন।
  • ছোট ছোট সার্ভে সম্পূর্ণ করে আয় করতে পারবেন।
  • কোন ঝামেলা ছাড়াই আপনারা আয় করা টাকা তুলে নিতে পারবেন।

Cons

  • প্রথম সার্ভেটি ভুল করলে দ্বিতীয় সার্ভে নাও আসতে পারে।
  • আপনার লোকেশন টি বেশি গ্রাম এলাকাতে হলে আপনি সার্ভে নাও পেতে পারেন।

Toloka

S9VoAO8CKW8c4 H7v6CK4sUM12oQ8CY93OXG4ZuTT2mIErpMhs9IS7wJ4AJEIKg qN4

তোলোকা আর্নিং অ্যাপ

  • ২০১৭ সালে এটি চালু হয়েছে হয়েছিল।
  • ৪.২/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

তোলোকা একটি জনপ্রিয় অনলাইন অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে ইন্সটল করার পরে তাদের দেওয়া টাক্সকে পূরণ করে আপনি কিছু টাকা উপার্জন করতে পারবেন। আর এই অ্যাপটি মোবাইল এবং কম্পিউটারের জন্য উপলব্ধ আছে।

এছাড়া তাদের যে রেফারেল সিস্টেম আছে সেটি ব্যবহার করে তোমার বন্ধুদের রেফার করলে আপনি প্রতি রেফার প্রতি একটি বোনাস পাবেন।

এবং এই অ্যাপটি আপনি অনলাইন ইন্টারনেটের মাধ্যমে কিংবা ইন্টারনেট না থাকলে অফলাইনের মাধ্যমে ব্যাবহার করতে পারবেন।

এছাড়া সব থেকে বড়ো জিনিস হল আপনি এই অ্যাপটি ব্যবহার করে কোন স্কিল ছাড়াই আপনি এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। আপনার ইনকাম করা টাকাটি আপনি Paypal, Payoneer, Papara, Qiwi, ও Money অ্যাপের মাধ্যমে পেমেন্টটি গ্রহণ করতে পারবেন।

তোলোকা অ্যাপ সুবিধা ও অসুবিধা

সুবিধা

  • কোন স্কিল বা অভিজ্ঞতা ছাড়াই কাজ করা সম্ভব।
  • ছোট টাস্ক পূরণ করে ডলার ইনকাম করতে পারবে।
  • যখন খুশি এখান থেকে আই করা টাকা তোলা সম্ভব।
  • এটি একটি জনপ্রিয় ও সুরক্ষিত অ্যাপ।
  • ফ্রিতে সাপোর্ট এবং গাইড প্রোভাইড করে।

অসুবিধা

  • Paypal একাউন্ট না থাকলে টাকা তুলতে অসুবিধা।
  • বারবার নোটিফিকেশন ও এসএমএস পাঠায়।

Make Money Cash

lyzPA9qHOrH0O fzGtbwBuV84Ui09fCFbGryAQ2wgLf350zs9k e5F3QCTv6uGEQANM=w240 h480

মেক মানি ক্যাশ আর্নিং অ্যাপ

  • ২০১৯ সালে এটি চালু হয়েছে হয়েছিল।
  • ৪.৮/৫ ব্যবহারকারীদের রেটিং আছে।
  • ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

এটি একটি বিখ্যাত টাকা ইনকাম করার অ্যাপ্লিকেশন, এটি আপনাকে সহজে টাকা উপার্জন করতে সাহায্য করে।

এখান থেকে টাকা উপার্জন করার জন্য আপনাকে বিনামূল্যের অ্যাপস ইনস্টল করা বা টেস্টিং করা এবং সার্ভে সম্পন্ন করা এছাড়া আরো অনেক কাজ আছে যেগুলো করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।

এছাড়া এই অ্যাপে নতুন একাউন্ট করার জন্য আপনাকে নগদ হাজার টাকা দেয় এবং আপনার বন্ধুদের রেফার করার জন্য প্রতি রেফারাল প্রতি ১ ডলার বোনাস পাবে। এছাড়া এখান থেকে উপার্জন করা টাকাটি আপনি পেপালের মাধ্যমে সহজে তুলে নিতে পারবেন।

মেক মানি ক্যাশ অ্যাপ সুবিধা ও অসুবিধা

সুবিধা

  • ইনকাম করার জন্য একটি সঠিক অ্যাপ।
  • এটি খুব সুরক্ষিত এবং জনপ্রিয় অ্যাপ।
  • অধিক রেফারের জন্য এক্সট্রা বোনাস পাওয়া যায়।
  • ৫ ডলার হয়ে গেলে আপনি টাকাটা তুলে নিতে পারবেন।
  • পার্ট টাইম কাজ করে বেশি টাকা আয় সম্ভব না আছে।

অসুবিধা

  • কিছু ক্ষেত্রে খারাপ ধরনের অ্যাপ্লিকেশন ও সার্ভে পাওয়া যায়।
  • Paypal ছাড়া এখান থেকে টাকা তোলা সম্ভব নয়।

উপসংহার :

আপনি যদি এই ২০২৩ এ পার্ট টাইম হিসেবে online থেকে অ্যাপের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে উপরে দেওয়া অ্যাপগুলোর মধ্য থেকে আপনার পছন্দের একটি অ্যাপকে বেছে নিয়ে আজ থেকেই কাজ শুরু করতে পারেন এবং অনলাইনে পার্ট টাইম হিসেবে কাজ করে ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি ফুল টাইম অ্যাপের মাধ্যমে কাজ করার জন্য ভাবেন তাহলে আমি আপনাকে বলবো এটি না করার জন্য। কারণ আপনি যদি ফুল টাই কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনি অবশ্যই ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ইউটিউব, কিংবা সিপিএ মার্কেটিং করতে পারেন।

অ্যাপ গুলো কোথা থেকে ডাউনলোড করব?

এই অ্যাপ গুলো ডাউনলোড করার জন্য আপনি উপরে দেওয়া “ইন্সটল নাও” বাটনে ক্লিক করে প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করতে পারবেন।

এই Earning App ব্যবহার করে কত টাকা ইনকাম করা সম্ভব?

এই আর্নিং অ্যাপ ব্যবহার করে আপনি দিনে দু থেকে তিন ঘন্টা কাজ করলে মোটামুটি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। তবে কিছু কিছু অ্যাপ এ আপনি এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন যেমন Earnkaro কিংবা ySence এই দুটো অ্যাপ এ যদি আপনি প্রতিনিয়ত দুই থেকে তিন ঘন্টা কাজ করেন তাহলে আপনি প্রতিদিন ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

এই অ্যাপগুলো কি সুরক্ষিত?

হ্যাঁ, এই অ্যাপগুলো সুরক্ষিত এবং খুব জনপ্রিয় এছাড়া আমি এই অ্যাপগুলো নিজে ব্যবহার করার পরে আপনাদের সাথে শেয়ার করেছি এবং এগুলোর ডাউনলোড মিলিয়নের উপরে এবং অ্যাপগুলির দর্শকের দেওয়া রেটিংও খুব ভালো যেটা দেখেই আপনি সহজে বুঝতে পারবেন যে অ্যাপ গুলো কত সুরক্ষিত।

এই অনলাইন অ্যাপ গুলো কি টাকা দিতে অসুবিধা করে?

অনলাইন জগতে এমন অনেক অ্যাপ আছে যেগুলো টাকা দিতে লেট বা অসুবিধা করে। কিন্তু আমি এখানে যে অ্যাপগুলো শেয়ার করেছি সেই অ্যাপ গুলোর মাধ্যমে কাজ করলে আপনি অবশ্যই তাদের যে টাকার কোটা টি আছে সেটি পূরণ করে ফেললে সহজেই আপনার ব্যাঙ্ক একাউন্টের মাদ্ধমে তুলে নিতে পারবেন। এবং তারা টাকা দেওয়ার জন্য কোন সমস্যা তৈরি করে না তাদের ব্যবহারকারীর সাথে।

কি করে বুঝবো কোন আর্নিং অ্যাপটি আমার জন্য ভালো?

এটি বোঝার জন্য আপনি প্রতিটি আর্নিং অ্যাপের ইউটিউব ভিডিও কিংবা ব্লগ পোস্ট পড়ে তার সম্পর্কে জানতে পারেন। এবং সেই অ্যাপের ব্যবহারকারীর রিভিউ দেখে তার সম্পর্কে জানতে পারবেন। তারপর আপনি কিছুদিন কিছুদিন করে এক একটি অ্যাপ এর উপরে কাজ করে দেখে নিতে পারেন যে কোন অ্যাপটি আপনার জন্য ভাল কাজ করছে। এবং যে অ্যাপটি বেশি পরিমাণে ইনকাম দিচ্ছে আপনি তখন আপনি সেই অ্যাপটি কে নির্বাচন করে তার উপরে বেশি করে কাজ করতে থাকুন। এটা আমার পার্সোনাল একটি অভিজ্ঞতা।

আশা করি আপনি এই মোবাইল দিয়ে টাকা ইনকাম app এর সম্পর্কে জানতে পেরেছেন এবং কিভাবে এখন থেকে ইনকাম করা যাই সেই বিষয়ে বুজতে পেরেছেন। যদি না বুজতে পারেন বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানান আর এরকম ধরণের নতুন নতুন বিষয়ে জানতে বা অনলাইন থেকে ইনকাম করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন ও ব্লগটি সাবিস্ক্রিব করে রাখুন।

আরো পোস্ট পড়ুন :-