ব্লগিং থেকে ইনকাম করার জন্য সেরা ৫টি উপায় জেনে নিন এখুনি
আমাদের মত অনেকেই ব্লগিং করে থাকেন এবং তারা তাদের ব্লগ থেকে শুধুমাত্র google এডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকেন। ফলে তারা তাদের ব্লগ থেকে পর্যাপ্ত পরিমাণে ইনকাম করতে পারে না। ফলে অনেকেই ব্লগিং ছেড়ে দিয়ে থাকে এবং বলে ব্লগিং থেকে কোন টাকা ইনকাম হয় না।
আপনার সাথে যদি এরকম কিছু হয়ে থাকে কিংবা আপনি শুধুমাত্র গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকেন। এবং আপনার ইনকামকে আরো বাড়াতে চান। তাহলে এই নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন, কারণ এই নিবন্ধনের মাধ্যমে আমি আপনাদের জন্য শেয়ার করেছি ব্লগিং থেকে ইনকাম করার সেরা পাঁচটি উপায়। যে উপায়গুলোকে ফলো করে আপনি খুব সহজে আপনার ব্লগ ওয়েবসাইট থেকে বর্তমানে যে পরিমাণ টাকা ইনকাম করছেন তার দ্বিগুণ বা তিনগুণ টাকা ইনকাম করতে পারবেন।
তাই যদি আপনি আপনার ব্লগ থেকে ইনকাম বৃদ্ধি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এটি মনোযোগ সহকারে পড়ুন আর এখনই জেনে নিন সেরা পাঁচটি উপায়।
ব্লগিং থেকে ইনকাম করার ৫টি উপায়
গুগল এডসেন্স বা বিজ্ঞাপন থেকে
আমরা বেশিরভাগ ব্লগার গুগল এডসেন্স এর বিজ্ঞাপন ব্যবহার করে আমাদের ব্লগ থেকে ইনকাম করে থাকি। কিন্তু আপনি হয়তো জানেন না google এডসেন্সের মতো এমন অনেক আরো বিজ্ঞাপন প্ল্যাটফর্ম আছে। যেখানে আপনি আপনার ওয়েবসাইটকে সাবমিট করে সেখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবে। গুগল এডসেন্সের সাথে। যেমন; ইজয়ক, এডপুষব ও আই-মনিটাইজ এর মতো বিজ্ঞাপন প্ল্যাটফর্ম গুলোকে গুগল এডসেন্সের সাথে ব্যবহার করে আপনার ইনকামকে দ্বিগুণ করতে পারেন।
এফিলিয়াটে মার্কেটিং থেকে
আমি প্রায় সময় আপনাদের সাথে এফিলিয়াটে/অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বলে থাকি। কিন্তু আপনি হয়তো জানেন না যে একটি ব্লগ থাকলে আপনি সেই ব্লগ ওয়েবসাইটটি থেকে কি পরিমানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। হ্যাঁ, বন্ধু আপনি ঠিকই শুনছেন। আপনি ফ্লিপকার্ট, আমাজন বা কোন হোস্টিং কোম্পানির অ্যাফিলিয়েট পণ্যটি আপনি আপনার ব্লগের মাধ্যমে আপনার ব্লগ দর্শকদের সাথে তুলে ধরতে পারেন। যখন সে আপনার ব্লগে উপলদ্ধ অ্যাফিলিয়েট ব্যানার বা লিংকে ক্লিক সেই পণ্যটি ক্রয় করেন তখন আপনি একটি কমিশন ইনকাম করতে পারবেন।
আপনি গুগল এডসেন্স ও এফিলেট মার্কেটিং বিজ্ঞাপন আপনার ব্লগে একসাথে লাগাতে পারবেন। তবে আপনি যদি না জানেন অ্যাফিকেট মার্কেটিং কি তবে এখনই ক্লিক করে এখানে জেনে নিন। আর আপনি যদি জানতে চান যে ব্লগিং এর সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি এর উপর একটি আলাদা নিবন্ধন লিখব আপনার জন্য।
স্পন্সর পোস্ট থেকে
এই স্পন্সর পোস্ট থেকে ইনকাম করা উপায়টি একটু কঠিন। কারণ এই উপায়ে ইনকাম করার জন্য আপনার ব্লগ ওয়েবসাইটটি কোন একটি niche বা ক্যাটাগরির উপরে হতে হবে। যেমন, আমার এই ব্লগ ওয়েবসাইটে ব্লগিং ও অনলাইন ইনকামের উপরে।
সুতরাং আমার এই ব্লগে আমি যে হোস্টিং, ডোমিন কিংবা কোন অ্যাপ্লিকেশনের উপরে লিখে থাকি সেই কোম্পানিগুলো আমাকে তাদের পণ্যকে প্রচার করার জন্য অনেক সময় যোগাযোগ করে থাকে। এবং তাদের সেই পণ্য সম্পর্কে বিস্তারিত লিখে আপনাদের সাথে শেয়ার করার জন্য তারা আমাকে একটি কমিশনে পেমেন্ট করে থাকে।
তো আপনার ব্লগ ওয়েবসাইটটি যদি কোন একটি সঠিক টপিক বা niche এর উপরে হয়ে থাকে সেটা হতে পারে জাম কাপড়ের উপরে, মোটরসাইকেলের উপরে, কম্পিউটারের উপরে, বা আরো অন্য বিষয়ে। তাহলে আপনিও আপনার ব্লগ ওয়েবসাইটটিতে স্পন্সার পোস্ট পেতে পারেন এবং সেই স্পন্সর পোষ্টের মাধ্যমে আপনি এডসেন্সের থেকে দ্বিগুণ ইনকাম করতে পারবেন। তবে স্পন্সর পোস্ট করার জন্য আপনার ওয়েবসাইটটিতে প্রতিমাসে কুড়ি হাজারের বেশি অ্যাক্টিভ ভিজিটর থাকা দরকার।
পণ্য বিক্রয় করে
আপনি যদি একজন ব্লগার হয়ে আপনার ব্লগিং অভিজ্ঞতাকে বা অন্য কোন বিষয়ে বিশেষ কোনো অভিজ্ঞতা থেকে থাকে। তাহলে আপনি সেই বিষয়ে একটি কোর্স লঞ্চ করতে পারেন। এবং সেই কোর্সটিকে আপনার ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করতে পারেন বা ব্লক দর্শকদের মধ্যে বিক্রয় করতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি কোন কোর্স না তৈরি করে নিজের কোন পণ্য তৈরি করে থাকেন। যেমন; কোন জামা, প্যান্ট, বা জুতো, সেটা হোক যে কোন পণ্য বা প্রোডাক্ট সেই পণ্যটাকে আপনার ব্লগ ওয়েবসাইট টিতে যুক্ত করে বিক্রয় করতে পারেন।
তবে এর জন্য আপনার ব্লোগ্গিং সম্পর্কে বা অনলাইন ওয়েবসাইট সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন হতে পারে। সেই জ্ঞান অর্জন করতে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন বা আমাদের ব্লগ টিকে প্রতিনিয়ত ফলো করতে পারেন। এবং কোন প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমরা আপনাকে সাহায্য করবো।
ব্যাকলিংক বিক্রয় করে
এই ব্যাকলিংক বিক্রয় করার পদ্ধতি থেকে যেকোনো ব্লগের মাধ্যমে আপনি অধিক পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন। তবে এই কাজটির জন্য আপনার ব্লগ ওয়েবসাইটটির ডোমেইন অথরিটি ভালো হওয়া দরকার। তারপর আপনি সেই ব্লগে পাবলিশ করা পোস্ট বা নিবন্ধনের মধ্যে বিভিন্ন ধরনের কোম্পানির ওয়েবসাইট এর ব্যাকলিংক দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
এর জন্য আপনাকে কোন কাজ করতে হবে না শুধুমাত্র আপনাকে আপনার ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটির লিংকটি কোন একটি টেক্সট এর মধ্যে পেস্ট করে দিতে হবে। যেমন; এখানে দেওয়া আমার ওয়েবসাইট “কুপন মোল্লা ডট কম” এখানে এখানে যে লিংকটি দেওয়া আছে ঠিক এরকম একটি লিঙ্ক দিতে হবে।
তবে এর জন্য আপনার ওয়েবসাইটটি অবশ্যই কোন একটি নিচ বা ক্যাটাগরির উপরে হতে হবে। তাহলে আপনি ব্যাকলিংক বিক্রয় করে ইনকাম করতে পারবেন।
উদাহরণ; আমার একটি ব্লগ ওয়েবসাইটে গত মাসে আমি একটি ব্যাকলিংক বিক্রয় করেছি যে ব্যাকলিংক-টির মূল্য আমাকে তারা দিয়েছে ৪০০০ ডলার। এবং এছাড়াও আরো অনেক ব্যাকলিংক বিক্রি করেছি সেগুলো আরো কম দামে সেগুলো ছিল ৫০ ডলার ১০০ ডলার এরকম। কিন্তু একটি ভালো ব্লগ ওয়েবসাইট হলে সেখানে অনেক মূল্যতে ব্যাকলিংক বিক্রয় হয়ে থাকে। আপনি এই ব্যাকলিংক বিক্রয় করার জন্য backlinks.com ওয়েবসাইটটিতে আপনার ওয়েবসাইটটি যুক্ত করে রাখতে পারেন। আর ব্যাকলিংক বিক্রয় করে ইনকাম করতে পারেন।
উপসংহার :
আমি সাধারণত আমার ব্লগ ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য এই ৫টি উপায় সব থেকে বেশি ব্যবহার করে থাকি। সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু বেশিরভাগ ব্লগারই তারা তাদের ব্লগ থেকে ইনকাম করার জন্য গুগল এডসেন্স কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবহার করে থাকে। এটি আমি জানি কারন এটি গুগলের ২০২৪ এ রিচারজে পাওয়া গিয়েছে যে বেশিরভাগ ব্লগর-ই তারা এই কাজটি করে থাকেন। তাই আমি তাদের বলব তাদের ওয়েবসাইটটি যদি কোন একটি নিস বা টপিকের উপর থেকে থাকে তাহলে অবশ্যই তারা এই সমস্ত উপায় থেকে ইনকাম করতে পারবেন। আর যদি কোন ক্যাটাগরির উপরে না থাকে মানে বিভিন্ন ধরনের নিবন্ধন পাবলিশ করে থাকেন। তাহলে আপনারা গুগল এডসেন্স এর সাথে Ezoic, Adstra বা অন্য কোন বিজ্ঞাপন নেটওয়ার্ককে গুগল এডসেন্সের সাথে ব্যবহার করে আপনার ব্লক থেকে দ্বিগুন ইনকাম করতে পারবেন।
আশা করি এখানে দেওয়া ব্লগ থেকে ইনকাম করার সেরা পাঁচটি টিপস গুলি বা এই নিবন্ধনটি আপনাকে উপকৃত করেছে। যদি করে থাকে তাহলে অবশ্যই এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যদি এটি ভালো লেগে থাকে বা এরকম ধরনের আরো নতুন নতুন ব্লগিং টিপস ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। সাথে এই তরিকুল বাঙালি ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।