১০০+ নতুন নতুন হাসির ও মজার ধাঁধা প্রশ্ন উত্তর (হাসির ধাঁধা উত্তর সহ)
হ্যালো বন্ধু আপনি কি নতুন নতুন কিছু হাসির ও মজার ধাঁধা প্রশ্ন উত্তর সহ খুঁজছেন। যদি খুঁজে থাকেন তাহলে এই নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন। কারণ এই নিবন্ধনের মাধ্যমে আমি আপনার জন্য শেয়ার করেছি একশটির বেশি ধাঁধা প্রশ্নের উত্তর। যেগুলো পড়ে আপনি বুঝতে পারবেন আপনার বুদ্ধিটা কতটা তীক্ষ্ণতা; এছাড়া আপনি সেই প্রশ্নগুলো বিভিন্ন ধরনের কুইজ ও খেলার মাধ্যমে ব্যবহার করতে পারবেন।।
তাই চলুন আমরা জেনে নিই সেই ধাঁধা প্রশ্ন সহ উত্তর গুলি। কারণ আমি জানি বাচ্চা এবং বড় সকলেই এই মজার ধাঁধা প্রশ্ন গুলো পড়তে, এবং বন্ধু বান্ধবের সাথে মজা করতে ব্যবহার করতে ভালোবেসনে থাকেন। তাই তাদের জন্য বিশেষ করে এগুলি শেয়ার করা হয়েছে। আশাকরি ভালো লাগবে।
১০০+ ধাঁধা প্রশ্ন উত্তর সহ
১. ছোটবেলায় বড় হয় আর বড় হলে বেটে হয় জিনিসটি কি?
উত্তর : মোমবাতি।
২. আগান্তে বাগান থেকে বেরোলো এক সাপ সব বলে নেই কেউ আমার বাপ সেটি কি?
উত্তর : কচুর লতি।
৩. আকাশ থেকে পরল এক ছুরি ছুরি বলে এখানেই ঘুরি সেটি কি?
উত্তর : বাঁশ পাতা।
৪. সবাই তোমার দেখেবার জন্য উন্মাতা হয় কিন্তু আমি যখন দেখিতে যাই দেখি তোমার বাচ্চা আছে তুমি তা নাই।
উত্তর : ডুমুরের ফুল।
৫. শিশুকালে থাকো কালো যৌবনে লাল অবশেষে তোমার রঙ হয়ে যায় সাদা এমন কেন বেহাল?
উত্তর : কয়লা।
৬. কাটিলে তোমাকে হয়ে যাও বড় তাইতো তোমাকে নিয়ে পাড়ার লোক ব্যবহার করা করে দেয় শুরু।
উত্তর : পুকুর।
৭. এক যে আছে বিশাল গুহা তার মাঝে দুইটি পথ আবার তাকে রক্ষা করে ৩২ টি সৈনিক।
উত্তর : মুখ।
৮. তিন অক্ষরের নাম আমার মাঝের অক্ষর বাদ দিলে বড় যে মিষ্টি আবার তোমাকেই ব্যবহার করি বল এ কি সৃষ্টি।
উত্তর : চিরুনি।
৯. চোখ তার বড় বড় দীর্ঘতার একটা কেস, জলেতে তাকে বলে পোকা কিন্তু তার প্রচুর কদর আছে বিদেশ।
উত্তর : গলদা চিংড়ি।
১০. আমি গরমও নয় ঠান্ডাও নয় তবুও মানুষ আমাকে খাবারের সময় ফু দিয়ে খাই, বলুনতো আমি কে?
উত্তর : বাদাম।
১১. তুমি বড়ই শক্ত করিলে গরম হয়ে যাও মোটা আর পানিতে দিলে তোমার হয়ে যাও সরু।
উত্তর : মুড়ি।
১২. চক থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে আর কোট-প্যান্ট খোলার পরে সকলেরই চোখ জ্বালা করে।
উত্তর : পেঁয়াজ।
১৩. শিশুকালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ আর বৃদ্ধকালের জটাধারী মাঝখানে তার বিশাল সুড়ঙ্গ।
উত্তর : বাঁশ।
১৪. কোন জিনিসটি কাছে থাকে সবুজ দোকানে থাকে কালো আর বাড়ি আনলে হয় লাল?
উত্তর : চা, (tea)।
১৫. বারো মাসের কচি মেয়ে ১৩ মাসের ডাইনি ভাইয়ের গায়ে তৈরি করে গন্ডা গন্ডা ছেলে, সেটি কি?
উত্তর : কলা গাছ।
১৬. একটি পরিবারে আছেন বাবা-মা ও তাদের ৭ টি ছেলে আছে এবং প্রতিটি ছেলে একটি করে বোন আছে তাহলে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কত?
উত্তর : ১২ বারো।
১৭. মন থেকে বেরোলো একটি টিয়া মাথায় একটি বড় সোনার টপুর দিয়া সেটি কি?
উত্তর : আনারস।
১৮. আমি এই ঘরে যাই ওই ঘরে যাই যেতে যেতে বারবার দুমদুমিয়ে আছাড় খেয়ে যাই?
উত্তর : ঝাড়ু।
১৯. নাকের ডগায় কইতে আটকানো চৈতনে মার টান গলায় ধরে দাও পটকান নিজে থেকেই ঘুরতে থাকো ঘ্যানঘ্যান।
উত্তর : লাট্টু।
২০. জিনিসটা তোমার কিন্তু তোমার থেকে বেশি ব্যবহার করে অন্যজন, সেটি কি?
উত্তর : নাম।
২১. কোন জিনিস ১০ কেজি লোহা তুলতে পারবে কিন্তু এক কেজি তুলা তুলতে পারবে না সেটি কি?
উত্তর : চুম্বক বা চুম্বুক।
২২. তিন অক্ষরের এমন একটি দেশ যার পেট কাটলে আমরা সকলে খাই যে বেশ – সেটি কোন জায়গায়?
উত্তর : আসাম ও ভারত।
২৩. আকাশেতে নয় জল, বৃষ্টি কিন্তু এজে কি সৃষ্টি যে সৃষ্টিতে ভিজলো বাড়ি ঘর ডুবল পাহাড়ের চূড়া?
উত্তর : কুয়াশা।
২৪. আমরা জানি কোন জিনিস সবসময় গরম থাকে না কিন্তু কোন জিনিস সবসময় গরম থাকে এবং সেটি কি?
উত্তর : গরম মসলা।
২৫. কোন মানুষের হাত নেই কিন্তু সে কথা বলে সেটি কে?
উত্তর : অজুহাত।
২৬. পৃথিবীতে এমন অনেক ব্যাংক আছে যেখানে টাকার লেনদেন হয়ে থাকে কিন্তু কোন ব্যাংকে শুধু মাত্র আপনার মোবাইল চার্জ দেওয়ার পরিষেবা প্রদান করা হয়?
উত্তর : পাওয়ার ব্যাঙ্কে।
২৭. একসাথে জমজ দুই ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাই কোন কাজের নয়। বলো দেখি সে কোন দুই ভাই?
উত্তর : জুতো।
২৮. হাত আছে পা নেই বুক তার কাটা আস্ত মানুষ গিলে খায় সে বাপের বেটা, সেটি আবার কে?
উত্তর : জামা বা শার্ট।
২৯. হাঁস মুরগির কবুতর দেয় যে আর গরু ছাগল মহিষ দিয়ে থাকে দুধ, তাই তুমি তাড়াতাড়ি বলে উঠানো এমন কে আছে যার নেই কোন জিনিস কিন্তু সে তোমাকে এই দুটোই দিতে পারে?
উত্তর : দোকানদার।
৩০. শুনতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পন্ডিত করে আপনি যা বুঝেছেন তা একদমই নয়।
উত্তর : দরজার খিল বা ছিটকিনি।
৩১. জলের মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী তার শেষের অক্ষর বাদ দিলে সে হয় সবার মহারানী, সেটি কি?
উত্তর : মাছ।
৩২. আকাশ ভর্তি তারা তার মধ্যে পৃথিবীর কাছে আছে আছে এমন একটি তারা যে তারাতে গান বাজানো’ হয় বলতো দেখি কি?
উত্তর : একতারা।
৩৩. পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নীল জল আছে মেঘ নেই বলুন তো দেখি সেটি কি জিনিস?
উত্তর : চোখের পাতা।
৩৪. তিন অক্ষরের নাম তার সবার ঘরে রং প্রথম অক্ষরটি বাদ দিলে একটি খাদ্যবস্তু হয়, মাঝের অক্ষর বাদ দিলে গানের শোভা হয় এবং শেষের অক্ষর বাদ দিলে ভয় তুমি পাবাই সেটি কি?
উত্তর : বিছানা।
৩৫. কোন কোন কুলেরি ভাদ্র মাসে ধুলোরি কাঁচা পাকায় সবাই খায় ন্যাংটো হয়ে হাটে নিয়ে যায় সেটি কি?
উত্তর : তেতুল।
৩৬. এক থালা সুপুরি গুনতে পারবে কোন বেপারী তাকে দেব পুরস্কার আর না বলতে পারলে করবো তাকে বহিষ্কার।
উত্তর : আকাশের তারা।
৩৭. রাজার ব্যাটা রামদাস খাই তার খোলা ফেলে দেয় তার শাঁস, সেটি কি?
উত্তর : চালতা।
৩৮. বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে সেটি কি?
উত্তর : ব্যাংক।
৩৯. কোন ফুল গাছে ফোটে না কিন্তু আমরা সকলেই তাকে সুন্দর ফুল বলে ডাকি?
উত্তর : বিউটিফুল।
৪০. হাসাতে যাই নারী পর পুরুষের কাছে চাইর সময় কান্নাকাটি ভেতরে গেলে আসে সেটি কি? আপনি যেটি ভাবছেন সেটি নয়।
উত্তর : মেয়েদের হাতের চুড়ি।
৪১. জ্বলছে তবু ঘুরছে না, সে কোন প্রাণীর নামটি কি তার?
উত্তর : জোনাকি।
৪২. একটুখানি জলে মাছ কিনবিল কিলবিল করে কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে ধরে সেটি কি?
উত্তর : ফুটন্ত ভাত।
৪৩. গোয়াল কাঠের গাই বাচ্চুর ছড়ায় দুধ দিয়ে থাকি সেটি কি?
উত্তর : খেজুর গাছ।
৪৪. কলিদাস পন্ডিতে কয় বাল্যকালের কথা ১১ হাজার তেতুল গাছের কত হাজার পাতা?
উত্তর : ৪২ হাজার পাতা।
৪৫. দেওয়াল আছে চাঁদ আছে এমন এক ভিতরে তার প্রবেশ করবা নেই একটিও দার বা দরজা?
উত্তর : মশারি।
৪৬. কোন প্রাণীর ভয়ে মানুষ খাচায় বন্দিতে থাকে সেটির নাম কি?
উত্তর : মশা আর মশারি।
৪৭. আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন আর না ধরিতে পারলে সে আপনার সাথে থাকবে বলুন তো সেটিকে?
উত্তর : উকুন।
৪৮. তার শরীর নেই তবু ভালো, তাকে ছাড়া জগৎ এর সবকিছুই ভালো বলুন সে কে?
উত্তর : আলো।
৪৯. তিন অক্ষরে ছেলেদের নাম হয় প্রথম অক্ষর বাদ দিলে দেশের নাম হয় বলুনতো নামটি কি?
উত্তর : শচীন।
৫০. কখন কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না?
উত্তর : আপনি যদি ঘুমিয়ে থাকেন এমন কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কি ঘুমিয়ে আছেন তখন।
আরো পড়ুন : আমাদের শরীর ও স্বাস্থ্য নিয়ে কিছু প্রশ্নাবলী।
৫১. জলেতে জন্ম যার জলে ঘর বাড়ি ফকির না সে ওঝা না সে মুখ ভর্তি দাড়ি সেটি কে?
উত্তর : কচুরিপানা।
৫২. চার পায়ে বসি, আট পায়ে চলি, বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ গিলে ফেলি?
উত্তর : পালকি।
৫৩. আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষ সে কে?
উত্তর : মামা।
৫৪. এক মায়ের দুই জমজ ভাই আসে যায় একবার না গিয়ে ফিরলে ধরেতে তার প্রাণ নাহি থাকে?
উত্তর : শ্বাস প্রশ্বাস।
৫৫. একটি লাঠির মত গাছে সোনার যে ফুল নাচে, সেটি কি?
উত্তর : ভুট্টা।
৫৬. আম, জাম, কাঁঠালের মত গাছে নাহি ফলে, তবু সবাই তারে ফল নামটি বলে সেটা কি?
উত্তর : পরীক্ষার ফল।
৫৮. শুভ্রবাসন দেবতার পরে মানুষের অপকার তৃতায় তারে পুড়িয়ে মারে তবু সে চিৎকার নাহি করে?
উত্তর : সিগারেট।
৫৯. ওড়ে তবু পাখি নয় নাম কি তার চোখ নাই তাই কানে শুনেই খোঁজে বহিদার সেটি কি?
উত্তর : বাদুড়।
৬০. এই পাড়ে খাগড়া ওই পাড়েতে খাগড়া কখনো তারা থাকে মিলেমিশে কখনো করে ঝগড়া সেটি কি?
উত্তর : চোখের পাতা।
৬১. কাঁচাতে তুলতুলের পাতায় সিঁদুর যে না বলতে পারবে সে ধরবে একটি বড় ইঁদুর?
উত্তর : মাটির হাড়ি।
৬২. কি এমন জিনিস সে যত করি পরিষ্কার হয়ে যায় তত কালো?
উত্তর : ব্ল্যাকবোর্ড।
৬৩. এসে ব্যক্তি যাকে ঢুকতে সবাই দেখে কিন্তু বাঁচাতে কহি নেই আসে?
উত্তর : সূর্য।
৬৪. এমনকি জিনিস যা মাসে একবার আপনার কাছে আছে কিন্তু 24 ঘন্টা পরে সেটি আবার ফিরে যায়, কি সেটি?
উত্তর : তারিখ।
৬৫. আমরা সকলেই ঘুমানো ছাড়া আমরা কোন কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি?
উত্তর : হাঁচি করবার সময়।
৬৬. আমার উপর নিচে ডানে বামে আছে অনেক ফুটো তবুও আমি জল ধরিতে পারি। বলুন তো আমি কে?
উত্তর : স্পঞ্জ।
৬৭. দুই হাতে টিপাটিপি করে হয় যখন আমি ঢুকিয়ে দেই তখন ভিতর আবার আরাম পায় তখন, সেটি কি?
উত্তর : লিফট।
৬৮. ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচড়া করে কখনো বোঝে কখন খোলে সেটি কি?
উত্তর : তালাচাবি।
৬৯. নদী আছে জল নেই, জল আছে গাছ নেই, জঙ্গল আছে গাছ নেই শহর আছে ঘর নেই বলো আমি কে?
উত্তর : নকশা বা মানচিত্র।
৭০. ছয়টি মুখ আছে তবে মেকআপ করে না ২১ টি চোখ আছে তবে দেখতে পায় না সেটি কি হতে পারে বলুন তার নাম?
উত্তর : লুডু খেলার গুটি।
আরো পড়ুন : পরিবারের পরিচয় নিয়ে কিছু প্রশ্ন?
৭১. তুমি যখন আমার কেন আমি তখন খাব তুমি যখন আমার বেহারা করো আমি তখন লাল আর তুমি যখন আমায় ফেলে দাও আমি তখন ধূসর, আমি কে?
উত্তর : কাঠ কয়লা।
৭২. আমি যখন নোংরা হয়ে যাই হয়ে যাই সাদা, আমি যখন পরিষ্কার থাকি হয়ে যায় কালো, আমি কে?
উত্তর : ব্ল্যাকবোর্ড।
৭৩. কুদ্দুস বাবু প্রতিদিন খান রুটি মুরগির সাথে তবু তিনি বলে থাকেন নিরামিষ ভোজি সেজে, সেটি কিভাবে?
উত্তর : মুরগিটি হলো তার পোষা মুরগি।
৭৪. আপনি যদি পড়াশোনা করে থাকেন দিচ্ছেন না তো ফাঁকি বলেন তো দেখি আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ গেলে কত থাকে বাকি?
উত্তর : শূন্য বা কিছুইনা।
৭৫. আপনাকে যদি একটি অর্ধেক আপেল দেখতে দেওয়া হয় তাহলে দ্বিতীয় অর্ধেক আপেলটি দেখতে কেমন হবে?
উত্তর : দ্বিতীয় অর্ধেক আপেলের মত।
৭৬. বলুনতো দেখি কোন জিনিস দিন দিন উপরে যায় কিন্তু নিজে আরে নামে না সেটি কি?
উত্তর : বয়স।
৭৭. এমনকি জিনিস যার জন্ম হয় সাগরে কিন্তু বাস করে আপনার আমার ঘরে?
উত্তর : লবণ।
৭৮. আহা আমি তুমি একজন দেখতে এত রূপ আমি কত কথা কই তুমি ভালো থাকো চুপ সেটা কি?
উত্তর : নিজের ছবি।
৭৯. বলুনতো দেখি কি সবসময় তোমার সামনে আছে, কিন্তু তুমি সেটি দেখতে পাও না?
উত্তর : ভবিষত।
৮০. জন্ম দিয়ে মা কাহার কাছে ফেলিয়া পালায়লো, তাই দেখে পাড়া প্রতিবেশী বুঝি তাহারে পালিলো, কি সেটি?
উত্তর : কোকিল।
৮১. কি সারা পৃথিবীর চারি দিকে ঘরে কিন্তু সে একাই পড়ে থাকে এক কোনে?
উত্তর : স্ট্যাম্প।
৮২. হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে সে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখটি নাহি তোলে, সেটি কি ?
উত্তর : লজ্জাবতী গাছ।
৮৩. এমন জিনিস কী, যেটি ব্যবহারের আগে ভাঙতে হয়?
উত্তর : ডিম।
৮৪. বলো দেখি কোন প্রাণী ছয় পায়ে হাঁটে, তোমরা তাকে ঘুরতে দেখো যেথায় খুশি সেথা পথে ঘাটে?
উত্তর : পিঁপড়ে।
৮৫. কাকে আপনি দুই বার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়, তিনি কে?
উত্তর : মামা।
৮৬. আসছে কথা ভাসছে কানে, বেতার জিনিস আসলে কী বুদ্ধিমানেরাই জানে, সেটি কি?
উত্তর : মোবাইল।
৮৭. কোন যে বিদেশি ভাষা ? যেটি আছে চার অক্ষরে, দ্বিতীয় কেটে দিলে জলেতে সে থাকে?
উত্তর : ইংলিশ।
৮৮. একটা মাথা তিনটা পা, চলে বলি আগে, থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা দায় বড়ো দায়
উত্তর : সিলিং ফ্যান।
৮৯. দাদু ছাতা না নিয়ে বৃষ্টিতে গেলেন বেড়াতে কিন্তু চুল ভিজেনি, এটা কিভাবে সম্ভব যে?
উত্তর : কারণ দাদুর মাথায় চুল নেই।
৯০. কোন জিনিস আপনি খাওয়ার জন্য আনেন কিন্তু আপনি সেই জিনিসটি খেতে পারেন না?
উত্তর : থালা ও গ্লাস।
- আরো পড়ুন : নেটওয়ার্ক সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর।
- আরো পড়ুন : ১২৫ টি কম্পিউটারের সম্পর্কে প্রশ্ন উত্তর।
৯১. আমার চার অক্ষরের নাম, সবার কাজে আসি, অনুষ্ঠান, বিয়ে বা উৎসব এর সবকিছুতেই আমি যে থাকি?
উত্তর : ক্যালেন্ডার।
৯২. আপনার হাতে ১ কেজি সোনা এবং অন্য হাতে ১ কেজি তুলো থাকলে কোনটি ভারী হবে?
উত্তর : উভয়ই সমান হবে।
৯৩. একটি মোরগ যদি গাছে উঠে ডিম পাড়ে তবে সেটি কোথায় পড়ে?
উত্তর : মোরগ ডিম পাড়ে না।
৯৪. কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা, বলতে যদি না পারো তবে বুঝবো তুমি মস্ত একটা হাঁদা?
উত্তর : নারিকেল।
৯৫. আপনি সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করি বাস, মায়ের কোলে ফিরে যেতে চাইলে আপনার জীবন হয় নাস বা সর্বনাস?
উত্তর : মেঘ।
৯৬. বলুনতো এমন কোন সে বস্তু পৃথিবীতে নেই, কিন্তু আছে তোমার আমার মুখের কথায় তবু সে-ই?
উত্তর : ঘোড়ার ডিম।
৯৭. কোথাও কোন জল দেখিনা মাঠের মাঝে জল, চার অক্ষরের নাম তার সে কী এমন ফল?সেটি কি?
উত্তর : তরমুজ।
৯৮. এখান থেকে দিলাম বৃষ্টি, ঐ গাছটি বড়ই মিষ্টি, তাই নিয়ে মানুষ করেছে কত কিছুর সৃষ্টি?
উত্তর : আখ গাছ।
৯৯. কোন বিলে জল নেই, কিন্তু আমরা সবসময় ব্যাবহার করি?
উত্তর : টেবিল।
১০০. সঞ্জয় এবং ধনঞ্জয়ের একজন একটি মানুষ কিন্তু এদের দুজনের মধ্যে কী আছে?
উত্তর : এবং আছে।
১০১. আমি নিজে খাই না, কিন্তু আমি নিজের মুখে করে অন্যকে খাওয়াই, আমি কে?
উত্তর : চামচ।
১০২. কালো মুখো পুত যার, বুকে আঘাত করে, কিন্তু মার অভিশাপে সে জ্বলে-পুড়ে মরে?
উত্তর : দেশলাই।
১০৩. দুই সংখ্যার নাম তার সবার প্রয়োজন তার জন্য রাজা প্রজা সকলেই করে হন হন, সেটি কি?
উত্তর : টাকা।
উপসংহার :
আমি আশা করি আপনার এখানে দেওয়া ধাঁধা প্রশ্ন উত্তর সহ পড়ে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এরকম ধরনের আরো নতুন নতুন ধাঁধা প্রশ্নের উত্তর গুলো জানতে ইচ্ছে করে থাকেন। তাহলে আমাদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে আমার যে আমাদের টেলিগ্রামের চ্যানেলটিতে যোগদান করুন। সাথে এই নিবন্ধনটি বেশি বেশি করে শেয়ার করে সকলেরএই ধাঁধা প্রশ্নগুলোর উত্তর জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।