কিভাবে টুইটার একাউন্ট তৈরি করব? টুইটার একাউন্ট খোলার নিয়ম
হ্যালো বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগতম। আমরা সকলেই জানি টুইটার হলো ফেসবুক ও ইনস্টাগ্রাম এর মতন একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেই কারণে সবাই চাই যে তাদের নিজস্ব একটি টুইটার একাউন্ট বানাতে। কিন্তু সেখানে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে অনেকের অজানা। তাই এই নিবন্ধনের মাধ্যমে আমি আপনার সাথে শেয়ার করছি, আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে একটি টুইটার একাউন্ট তৈরি করতে পারবেন সেই বিষয়ে।
কারণ এমন অনেক ভাই ও বোন আছেন যারা টুইটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করতে চাই। কিন্তু তারা একাউন্ট তৈরীর বিষয়ে অজানা থাকে এবং সঠিকভাবে টুইটার একাউন্ট তৈরি করবার নিয়ম জানেন না.
যেমন; আপনি টুইটার একাউন্ট কিভাবে তৈরি করে এই বিষয়ে জানেন না বলে সেটার বিষয়ে জানতে এসে। তেমনই অনেকে জানতে চাই। তাই এই নিবন্ধনটি তাদের জন্য লেখা। সুতরাং আপনি এটি মনোযোগ সহকারে পড়ুন। আর এখনই জেনে নিন আপনি কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে একটি টুইটার একাউন্ট তৈরি করতে পারবেন সে বিষয়ে।
কিভাবে টুইটার একাউন্ট তৈরি করব
Twitter account তৈরি করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে-স্টোর থেকে টুইটার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে সেটি ওপেন করুন বা খুলুন।
আপনি আপনার টুইটার অ্যাপ্লিকেশনটি খুললে আপনার স্কিনে নিচে দেওয়া ছবির মত একটি পেজ আসবে। সেখানে আপনি একাউন্ট তৈরি করার জন্য দুটি অপশন দেখতে পাবেন। একটি হল “কন্টিনিউ উইথ Google” মানে সরাসরি গুগলের সাথে কানেক্ট করে। আর দ্বিতীয় হল “ম্যানুয়ালি” আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড লিখে। তো আমরা ব্যবহার করব দ্বিতীয় অপশনটি সেই কারণে আমরা “Create অ্যাকাউন্ট” বাটনে ক্লিক করব।
পরবর্তী “ক্রিয়েট একাউন্ট” পেজে নেম বক্সটিতে আপনার নাম লিখুন। ফোন নম্বর বক্সটিতে আপনার ফোন নাম্বার, এবং ডেট অফ ব্যার্থ বক্সটিতে আপনার জন্ম তারিখটি নির্বাচন করে “নেক্সট” বাটনে ক্লিক করুন।
আপনি নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি ওখানে লিখে “নেক্সট” বাটনে ক্লিক করুন। তবে অনেক ক্ষেত্রে সেই কোডটি আপনার মোবাইলে এসএমএসটি আসা মাত্রই অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যায়। সেক্ষেত্তে আপনার আর লেখার প্রয়জন হবে না।
পরবর্তী পাসওয়ার্ড পেজে আপনি আপনার টুইটার একাউন্টের একটি পাসওয়ার্ড দিন। তারপরে “নেক্সট” বাটনে ক্লিক করুন।
পরবর্তী পেজে আপনার প্রোফাইল পিকচার আপলোড করার একটি অপশন পাবেন সেখানে “আপলোড” চিহ্নটিতে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচারটি আপলোড করে দিন। তারপর “নেক্সট” বাটনে ক্লিক করুন। তবে যদি আপনার স্ক্রিনে আপনার টুইটার অ্যাকাউন্টের ফোন নাম্বার ও পাসওয়ার্ড সেভ করার অপশন এসে থাকে। তাহলে আপনি সেটিকে “সেভ” বাটনে ক্লিক করে সেভ করে নিন। তাহলে পরবর্তীকালে আপনার একাউন্টে লগ-আউট হয়ে গেলেও আপনি যখন লগইন করবেন তখন পুনরায় আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ডটি লিখতে হবে না।
পরবর্তী পেজে আপনি নিচে দেওয়া ছবির মত করে নিজের টুইটার প্রোফাইলের একটি ইউজার নেম দিন। তারপর “নেক্সট” বাটনে ক্লিক করুন। এবং আপনার কাছে যদি কোন পারমিশন চেয়ে থাকে সেগুলো “এলাউ” করে দিন।
তারপর পরবর্তী “সি হুশ অন টুইটার” অপশন পেজে আপনার কিছু করার দরকার নেই। আপনি শুধুমাত্র নিচে দেওয়া কন্টিনিউ বাটানটিতে ক্লিক করুন।
পরবর্তী “ভাষা নির্বাচন” পেজে আপনি আপনার পছন্দের ভাষাটি নির্বাচন করুন। যেমন; আমার ক্ষেত্রে আমার ভাষাটি হল বাংলা। তাই আমি বাংলা ভাষাটি নির্বাচন করলাম। তারপরে “নেক্সট” বাটানটিতে ক্লিক করুন।
পরবর্তী “হোয়াট ইউ ওয়ান্ট টু সি অন টুইটার পেজে” আপনি আপনার টুইটার প্রোফাইলের মধ্যে কোন কোন ধরনের কনটেন্ট দেখতে চান সেগুলো নির্বাচন করুন। তারপর নিচে দেওয়া “নেক্সট” বাটনটিতে ক্লিক করুন।
পরবর্তী পেজে পুনরায় আপনি আপনার পছন্দের তিনটি অপশন নির্বাচন করুন। তারপর “নেক্সট” বাটনে ক্লিক করুন।
আপনি “নেক্সট” বাটনে ক্লিক করলে আপনার টুইটার অ্যাকাউন্টটি সঠিক ভাবে তৈরি হয়ে যাবে। এবং আপনি আপনার টুইটার প্রোফাইল এর ড্যাসবোর্ডে প্রবেশ করবেন। আপনি আপনার টুইটার প্রোফাইলের মধ্যে আপনার একটি ছবি ও আপনি কি কাজের জন্য আপনার টুইটার অ্যাকাউন্টটি করেছেন সেটি আপনার এবাউট সেকশন এর মধ্যে লিখে সেভ করে দিন। এটি করলে আপনার টুইটার একাউন্টে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে।
এরপর আপনি সেখানে নিয়মিত নতুন নতুন ছবি, ভিডিও, ও টেক্সট পোস্ট আপডেট দিয়ে আপনার টুইটার একাউন্টটি গ্রও বা বৃদ্ধি করতে পারেন। এবং সেখান থেকে আপনার যেকোনো ব্যবসাকে বৃদ্ধি করতে পারবেন বা সফলতা পেতে পারেন।
টুইটার কি?
টুইটার হল ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডিন ও অন্য সব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এর মত একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেখানে আপনি আপনার কনটেন্ট কে পোস্ট করে দেশ ও বিদেশ এর লোকদের সাথে বন্ধু পাতানো ও আপনার ব্যবসাকেও প্রচার করবার একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেটি বড় বড় সুপারস্টার ও ধনী ব্যক্তিরা ব্যবহার করে থাকেন সেটি হল twitter.
টুইটার একাউন্ট কি?
টুইটার একাউন্ট হলো টুইটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করার জন্য একটি অ্যাকাউন্ট। যে নামে অন্য twitter ব্যবহারকারীরা আপনাকে চিনবে বা টুইটার টিম আপনার একাউন্টে ম্যানেজ করতে পারে তাকে বলা হয় টুইটার একাউন্ট। যেমন; ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট ঠিক তেমনি হলো টুইটার একাউন্ট।
কিভাবে নতুন টুইটার একাউন্ট খুলব?
নতুন টুইটার একাউন্ট খোলার জন্য সবার প্রথমে আপনি প্লে স্টোর থেকে টুইটার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। তারপর সেখানে আপনি আপনার ইউজারনেম পাসওয়ার্ড ও অল্প কিছু তথ্য। যেমন; আপনার হবি কি, ও আপনি আপনার টুইটার প্রোফাইলের মধ্যে কোন ধরনের কনটেন্ট দেখতে চান। আপনার পছন্দনীয় কনটেন্ট কোনগুলো? সেগুলো নির্বাচন করে দিয়ে “ক্রিয়েট” বাটনে ক্লিক করলে আপনার নতুন টুইটার একাউন্টে তৈরি হয়ে যাবে।
টুইটারে নতুন অ্যাকাউন্ট খুলতে পারছি না কেন?
টুইটারের নতুন একাউন্ট খুলতে না পারার অনেক কারণ হতে পারে। প্রথমত হয়তো আপনি যে ফোন নম্বর বা জিমেইল একাউন্টটি ব্যবহার করে আপনার টুইটার একাউন্টটি খুলতে যাচ্ছেন। সেটি হয়তো আগে একবার ব্যবহার হয়েছিল। কিম্বা আপনি টুইটারে যে ইউজার নেমটি দিয়েছেন সেটি হয়তো আগে থেকেই কেউ ব্যবহার করে রেখেছে বা কারোর সেই নামটি আছে সেই কারণে হতে পারে। এছাড়া হতে পারে আপনি যে ইউজার নেমটি দিচ্ছেন সেটি হয়তো সঠিক হচ্ছে না, বা আপনার জন্ম তারিক টি ১৮ বছরের কম আছে সেই কারণে হতে পারে। এছাড়া আরো অনেক অন্যান্য কারণে হতে পারে সেই কারণে আপনি সেগুলোকে ভালো করে চেক করে পুনরায় চেষ্টা করুন। আশা করি আপনার নতুন একাউন্ট খুলে যাবে।
কিভাবে একাধিকার অ্যাকাউন্ট পরিচালনা করব?
একাধিক twitter account পরিচালনা করার জন্য। আপনি আপনার মোবাইলে থাকা টুইটার অ্যাপ্লিকেশনটি ওপেন করে প্রথমে একটি টুইটার একাউন্ট কে লগইন করুন এবং তার ইউজারনেম ও পাসওয়ার্ডটি সেভ করে রেখে দিন। তারপর পুনরায় লগ আউট বাটনে ক্লিক করে নতুন করে আবার একটি টুইটার অ্যাকাউন্ট লগইন করুন ও তার পাসওয়ার্ড করেই সেভ করে রেখে দিন। ফলে আপনি যখনই একটি অ্যাকাউন্ট লগ আউট করে অন্য একটি অ্যাকাউন্ট লগইন করতে যাবেন তখন আপনাকে পুনরায় ইউসার নেম আর পাসওয়ার্ড দেওয়ার দরকার হবে না। ফলে আপনি সহজেই একটি টুইটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আনলিমিটেড টুইটার একাউন্ট পরিচালনা করতে পারবেন।
উপসংহার ;
আশা করি আপনি কিভাবে টুইটার একাউন্ট তৈরি করব বা করে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে গিয়েছেন। যদি পেয়ে থাকেন, এবং এই নিবন্ধনটি আপনাকে এই বিষয়ে সাহায্য করে থাকে। তাহলে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরো নতুন নতুন অনলাইন টিপস ও অনলাইন থেকে ইনকাম করবার বিষয় জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যোগদান করুন। সাথে এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর আপনার যদি টুইটার একাউন্ট তৈরি করতে কোন ধরনের অসুবিধা হয়ে থাকে কিংবা কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটি কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি নিজের জন্য একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে চান তাহলে এই নিবন্ধনটি পড়ুন। ধন্যবাদ।