আমি ও আমার পরিবারের পরিচয় নিয়ে কিছু প্রশ্ন?
আজকে আমরা জানবো আমি ও আমার পরিবারের পরিচয় নিয়ে কিছু প্রশ্ন? যেগুলো আমাদের একটি পরিবারের সঠিক সম্মান দিতে, পরিবারের সাথে থাকতে গেলে এবং আপনার বাচ্চাকে পরিবার সম্পর্কে পরিচয় জানতে গেলে এগুলো ব্যাবহার করতে হয়।
সুতারং আপনি যদি পরিবার পরিচয় জানতে ইস্যুকে হন তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন, আর চলুন দেরি না করে জেনে নেওয়া যাক?
আমি ও আমার পরিবারের পরিচয়
প্রশ্ন : পরিবারের কাদের সঙ্গে তুমি থাকো ?
উত্তর : ঠাকুরমা-ঠাকুরদা, দাদু-দিদিমা, মা-বাবা, কাকা-কাকিমা, পিসিমা, মাসিমা, ভাই, বোন – এদের সকলকে নিয়ে যে পরিবার তৈরি হয় সেখানেই আমি থাকি।
প্রশ্ন : তোমার বাবার বোন তোমার কে হন?
উত্তর : আমার বাবার বোন আমার পিসিমা হন।
প্রশ্ন : তোমার বাবার মা তোমার কে হন ?
উত্তর : আমার বাবার মা আমার ঠাকুরমা হন।
প্রশ্ন : তোমার বাবার বাবা তোমার কে হন?
উত্তর : আমার বাবার বাবা আমার ঠাকুরদা হন।
প্রশ্ন : তোমার মায়ের ভাই তোমার কে হন?
উত্তর : আমার মায়ের ভাই আমার মামা হন।
প্রশ্ন : তোমার মামার মা তোমার কে হন?
উত্তর : আমার মামার মা আমার দিদিমা হন।
প্রশ্ন : তোমার বাবার দাদা তোমার কে হন?
উত্তর : আমার বাবার দাদা আমার জ্যাঠামশাই হন।
প্রশ্ন : তুমি তোমার কাকার স্ত্রীকে কী বলে ডাকো?
উত্তর : আমি আমার কাকার স্ত্রীকে কাকিমা বলে ডাকি।
প্রশ্ন : তুমি তোমার বাবার ভাইকে কী বলে ডাকো?
উত্তর : আমি আমার বাবার ভাইকে কাকা বলে ডাকি?
প্রশ্ন : তোমার জ্যাঠামশাইয়ের স্ত্রী তোমার কে হন?
উত্তর : আমার জ্যাঠামশাইয়ের স্ত্রী আমার জ্যেঠাইমা হন।
প্রশ্ন : তুমি তোমার মায়ের মাকে কী বলে ডাকো ?
উত্তর : আমি আমার মায়ের মাকে দিদিমা বা মাতামহী বলে ডাকি।
প্রশ্ন : তুমি তোমার বাবার বোন বা দিদিকে কী বলে ডাকো?
উত্তর : আমি আমার বাবার বোন বা দিদিকে পিসি বা পিসিমা বলে ডাকি।
প্রশ্ন : তুমি তোমার মামার স্ত্রীকে কী বলে ডাকো?
উত্তর : আমি আমার মামার স্ত্রীকে মামিমা বলে ডাকি।
প্রশ্ন : ভূমি তোমার মাসিমার স্বামীকে কী বলে ডাকো?
উত্তর : আমি আমার মাসিমার স্বামীকে মেসোমশাই বলে ডাকি।
প্রশ্ন : তুমি তোমার পিসিমার স্বামীকে কী বলে ডাকো?
উত্তর : আমি আমার পিসিমার স্বামীকে পিসেমশাই বলে ডাকি।
প্রশ্ন : তোমার দাদার স্ত্রীকে তুমি কী বলে ডাকো?
উত্তর : আমি আমার দাদার স্ত্রীকে বৌদি বলে ডাকি।
প্রশ্ন : তোমার দিদির স্বামী তোমার কে হন? তুমি তাকে কী বলে ডাকো?
উত্তর : আমার দিদির স্বামী আমার ভগিনীপতি হন। তাঁকে আমি জামাইবাবু বলে ডাকি।
প্রশ্ন : কারা তোমার গুরুজন?
উত্তর : যাঁরা বয়সে আমার চেয়ে বড়ো তাঁরাই আমার গুরুজন। যেমন— ঠাকুরদা-ঠাকুদামা জ্যাঠামশাই-জ্যাঠাইমা, মা-বাবা, কাকা-কাকি, মামা-মামি, দাদা-বৌদি, দিদি-জামাইবাবু, মাসি-মেসোমশাই, পিসি-পিসেমশাই, শিক্ষক-শিক্ষিকা আমার গুরুজন।
প্রশ্ন : গুরুজনদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় ?
উত্তর : গুরুজনদের প্রণাম করতে হয়। তাঁরা ডাকলে “আজ্ঞে” বলে সাড়া দিতে হয়। গুরুজনদের নাম উল্লেখ করতে প্রথমে ‘শ্রীযুক্ত’ বা ‘শ্ৰীযুক্তা’ বলতে ও লিখতে হয়।
প্রশ্ন : পিতৃতান্ত্রিক পরিবার কাকে বলে?
উত্তর : পিতৃতান্ত্রিক পরিবার বলতে যেখানে আমার বাবার জন্ম এবং আমার বাবার বাবা, বা আমার ঠাকুরদা, ঠাকুমা, কাকা, জ্যাঠা এগুলোকে সব মিলিয়ে পিতৃতান্ত্রিক পরিবার বলে।
উপসংহার :
আশাকরি আমি ও আমার পরিবারের পরিচয় সম্পর্কে এই প্রশ্ন গুলো আপনার ভালো লেগেছে ? যদি ভালো লেগে থাকে তাহলে পোস্টি অবশয় সম্পূর্ণ পড়ুন আর যদি কোনো প্রশ থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানান আর এরকম ধরণের নতুন নতুন আপডেট পেতে Tarikulbangali ব্লগটি সাবিস্ক্রিব ও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যোগদান করুন। দরকারি যন্ত্রপাতি নিয়ে কিছু প্রশ্ন সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়ুন।